Zoynal ICT Care

Zoynal ICT Care ICT tutorial home for class XI & XII

16/01/2024

জীবন সবার জন্য এক না।

নোটঃ ৫ম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা
14/01/2024

নোটঃ ৫ম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা

HSC-24 ICT ব্যাচেভর্তি চলছে... জিরো থেকে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে। একদম নতুন ব্যাচে।কোর্স আউট লাইন:★ ব্যাসিক টু অ্যা...
09/01/2024

HSC-24 ICT ব্যাচে
ভর্তি চলছে...
জিরো থেকে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে। একদম নতুন ব্যাচে।
কোর্স আউট লাইন:
★ ব্যাসিক টু অ্যাডভান্স শেখানো হবে।
★ সকল বোর্ডের CQ & MCQ সমাধান।
★ কোর্স শেষে ফ্রি মডেল টেস্ট।

কোর্স সময়সীমাঃ সম্পূর্ণ সিলেবাস শেষ করা হবে এবং HSC পরিক্ষার পূর্ব পর্যন্ত ব্যাচ চলমান থাকবে।

কোর্স ফিঃ ৩০০০ টাকা মাত্র (প্রথম ১০ জনের জন্য ২০০০ টাকা মাত্র)
ঠিকানা:
Zoynal ICT Care
প্রধান ক্যাম্পাসঃ জলেশ্বরীতলা, বগুড়া
শাখা ক্যাম্পাসঃ মাস্টারপাড়া, কাহালু
মোবাইলঃ
০১৭৯৩-২৭৬৫৩২
০১৮৩৬-২৯৬৯২৮

গুরুত্বপূর্ণ ICT abbreviation: (part–2)SIM = Subscriber Identity ModuleSMS= Short Message ServiceMMS= Multimedia Message...
06/01/2024

গুরুত্বপূর্ণ ICT abbreviation: (part–2)

SIM = Subscriber Identity Module
SMS= Short Message Service
MMS= Multimedia Message Service
RAM= Random Access Memory
ROM= Read Only Memory
HDD= Hard Disk Drive
CD = Compact Disk
DVD = Digital Versatile Disk
CDMA= Code-division Multiple Access
FDMA= Frequency Division Multiple Access
TDMA= Time division Multiple Access
EDGE =Enhanced Data Rate for GSM
LTE= Long Term Evolution
IMEI= International Mobile Equipment Identity

05/01/2024

গুরুত্বপূর্ণ ১০ টি ICT abbreviation:

ICT= Information & Communication Technology
VR= Virtual Reality
AI= Artificial Intelligence
GPS= Global Positioning System
VIRUS = Vital Information Resource Under Seized
EMI= Electromagnetic Interference
Wi-Fi = Wireless Fidelity
WiMAX = Worldwide Interoperability for Microwave Access
GSM= Global System for Mobile Communications
GPRS = General Packet Radio Service.

04/01/2024

HSC, Admission, BCS, Bank সকল চাকুরী পরীক্ষার জন্য খুবই গূরূত্বপূর্ন ৫০ টি ICT প্রশ্ন
শেয়ার দিয়ে টাইমলাইনে রাখুন

১) কম্পিউটার আবিস্কার করেন- হাওয়ার্ড আইকেন।
২) কম্পিউটারের জনক – চার্লস ব্যাবেজ।
Note: আধুনিক কম্পিউটারের জনক – জন ভন নিউম্যান
৩) বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল – ENIAC.
৪) প্রথম বানিজ্যিক ভাবে বাজারে আসা কম্পিউটার – UNIVAC
৫) এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত – হাইব্রিড কম্পিউটার।
৬) কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান – মাইক্রোসফট।
৭) পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম – অ্যবাকাস।(চীনে তৈরী)
৮) বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে – ১৯৬৪ সালে।
৯) বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় – পরমানু শক্তি কেন্দ্র।
১০) বাংলাদেশ প্রচলিত প্রথম কম্পিউটার – IBM 1620.
১১) ল্যাপটপ বা নোটবুক প্রথম তৈরী করেন – এপসন কম্পানি। (১৯৮১ সালে)
১২) কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে – প্রসেসর।
১৩) প্রথম কম্পিউটার মাউস আবিষ্কার করেন – ডগলাস এঙ্গেলবার্ট
১৪) কম্পিউটারের ইনপুট ডিভাইস হল – কীবোর্ড, মাউস, স্ক্যানার, OCR, OMR.
১৫) আউটপুট ডিভাইস হল – মনিটর, প্রিন্টার, স্পিকার, সিপিইউ।
১৬) OMR হল Optical Mark Reader. এটি পেন্সিল বা কালির দাগ বোঝাতে পারে। নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারীর কাজে ব্যবহৃত হয়।
১৭) বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর অবস্থিত – যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে – মাদার বোর্ড বলে।
১৯) সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হল – সুপার কম্পিউটার।
২০) প্রথম মাইক্রো কম্পিউটার হল – এ্যাপেল।
২১) মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় – ১৯৭১ সালে।
২২) কম্পিউটার পদ্ধতির প্রধান দুটি অংশ হল – হার্ডওয়্যার ও সফটওয়ার।
২৩) কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় – কী বোর্ড।
২৪) পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব হল – কৃত্রিম বুদ্ধিমত্তা।
২৫) IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার – IBM system 360.
২৬) বিজয় অভ্র হল – বাংলা লেখার সফটওয়ার।
২৭) ROM হল Read Only Memory. এটিকে কম্পিউটারের স্থায়ী শক্তি বলা হয়।
২৮) RAM হল Random Access Memory. এটি কম্পিউটারের অস্থায়ী স্মৃতি।
২৯) কম্পিউটার থেকে কম্পিউটার এর তথ্য আদান প্রধানের প্রযুক্তিকে বলে – ইন্টারনেট।
৩০) মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন – Bing
৩১) হার্ড ডিস্ক মাপার একক হল – গিগাবাইট।
৩২) ১ বাইটে বিটের সংখ্যা ৮।
৩৩) ১ কিলোবাইটে বিটের সংখ্যা 1024।
৩৪) কম্পিউটার বাগ হলো- কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
৩৫) ক্যাসপারস্কি হলো একটি – এন্টিভাইরাস সফটওয়্যার।
৩৬) কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- FORTRAN.
৩৭) কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় – ন্যানো সেকেন্ড।
৩৮) কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারনত ব্যবহৃত সংখ্যা হলো- বাইনারী পদ্ধতি
৩৯) UNIX হলো একটি – অপারেটিং সিস্টেম।
৪০) ল্যাপটপ এবং পামটপ হল- ছোট কম্পিউটার।
৪১) বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী “CIH” ভাইরাস কম্পিউটারে আক্রমণ করে – ২৬ এপ্রিল,১৯৯৯
৪২) কম্পিউটার চালু করা বা পুনঃচালু করার প্রক্রিয়াকে বলে – Boot
৪৩) ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম – ক্রিপ্টোগ্রাফী
৪৪) উন্মুক্ত অপারেটিং সিস্টেম – Redhat Linux
৪৫) Touch pad একটি – ইনপুট ডিভাইস.
৪৬) The extension of a file ‘PDF’ stands for – Portable Document File
৪৭) কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস
৪৮) রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বা মাল্টিমিডিয়া ডাটা ট্রান্সফারে বেশি ব্যবহৃত হয় কোনটি? – Isochronous
৪৯) বাসের গতি মাপা হয় – মেগাহার্টজে।
৫০) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জনক বলা হয়- ক্লাউডি এলউড শ্যানন

02/01/2024

Address

Jalesharitola
Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Zoynal ICT Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies