A Z M Mahadi Hasan

A Z M Mahadi Hasan Hi There! This is AZM Mahadi Hasan, I talk about Skills development, ideas, and productivity
(2)

01/01/2025

‘যে ব্যক্তি তার থেকে নিচু মর্যাদার কারও সাথে গর্ব-অহংকার করেছে, আল্লাহ তাকে তার চেয়ে উঁচু মর্যাদার কারও দ্বারা অপমানিত করে পরীক্ষায় ফেলেছেন, এমনটিই আমি দেখে এসেছি।’

~ইমাম ইবনু হিব্বান (রাহিমাহুল্লাহ)
[রাওদ্বাতুল উক্বালা, পৃষ্ঠা: ৯৩]

31/12/2024

বছরান্তেও যে ব্যক্তি কোনো দুঃখ-বেদনার সম্মুখীন হয় না, তার ভেবে দেখা উচিত যে আল্লাহপাক তার প্রতি অসন্তুষ্ট নয় তো!?

দুঃখ-কষ্টগুলো যদি হেদায়েত এনে দেয় তাহলে এই দুঃখ-কষ্টগুলোও আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত!
আলহামদুলিল্লাহ!

24/12/2024

দিনশেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন।

তারমধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো।

21/12/2024

আমরা আল্লাহ্‌র ইবাদাত না করে ভাবি স্বাভাবিক জীবন কেটে যাচ্ছে - আল্লাহ্‌ কিছু মনে করছেন না!

বনী ইসরাইলের এক সাধু বলেছিলেন: হে আল্লাহ্‌! কতই তো আপনার অবাধ্য হই, আপনি তো কিছু করেন না!

আল্লাহ তাঁর নবীকে বললেন; তাকে বলো, "কত শাস্তি তোমাকে আমি দিই, তুমি টেরও পাও না। আমার কাছে হাত তুলে মাফ চাওয়ার ক্ষমতা কি আমি তোমার থেকে কেড়ে নিইনি!?"

[আবু নু'য়াইম আল-ইসফাহানি রচিত হিলইয়াতুল আউলিয়া গ্রন্থে বর্ণিত]

18/12/2024

দুনিয়াকে আঁকড়ে ধরার পরিণতি | জাকারিয়া মাসুদ

ইসলামের দৃষ্টিতে সত্যিকারের সমাজকল্যাণ কীসে নিহিত থাকে?
বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ কেন লাঞ্চিত?
মুসলিম উম্মাহর মুক্তি কীভাবে আসবে?

16/12/2024

আমরা যেসব বাঘা বাঘা সাহাবী, বীর যোদ্ধাদের কথা জানি তারা শুধু দিনের আলোতেই দুনিয়া কাঁপানো বীর ছিলো। আর রাতের আঁধারে ছিলো শিশুর মতো, তাদের কোমল হৃদয় আল্লাহর ভয়ে জায়নামাজে লুটিয়ে থাকতো।

12/12/2024

"মানুষকে পর্যবেক্ষণ করবে না, তাদের ভুলত্রুটি অনুসন্ধান করবে না, তাদের গোপনীয়তা ফাঁস করবে না! নিজের প্রতি মনোনিবেশ করো, আত্ম সংশোধনে মনযোগী হও! কারন অন্যের সম্পর্কে নয়, নিজের সম্পর্কেই তোমাকে জিজ্ঞেস করা হবে!"

09/12/2024

স্বনির্ভরতা খুব জরুরি বিষয়। যতদিন অন্যের উপর নির্ভর করা হবে, ততদিন নিজের ব্যক্তিত্বের সর্বনাশ ঘটতে থাকবে এবং স্বকীয়তা নষ্ট হতে থাকবে। নিজের দ্বিন এবং দুনিয়া, উভয়টিরই ক্ষতি অনিবার্য। এজন্য, একান্ত বাধ্য না হলে মানুষের অনুগ্রহকে এড়িয়ে চলা উচিত। কারণ মানুষের অনুগ্রহের (এহসানের) মাঝে সাময়িকভাবে ‘উপকার’ দৃশ্যমান থাকলেও অভ্যন্তরীন ক্ষতি সীমাহীন। আল্লাহ্ তা‘আলা আত্মনির্ভরশীল মুমিনকে ভালোবাসেন।

08/12/2024

অন্য সবার চেয়ে মুসলিমদের দুঃখকষ্টের সংজ্ঞাটা আলাদা। আমরা ইয়াকীনের সাথে বিশ্বাস করি মুমিনদের হারানোর কিছু নেই। ভালো সময়, খারাপ সময়, দুঃখ-দুর্দশা সবকিছুই মহান রবের পক্ষ থেকে পরীক্ষা। নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। প্রতিটি অন্ধকার, নিঃসঙ্গ, প্রতিকূল পথই একদিন শেষ হয়। আমাদের সবার গন্তব্য তো সেই রবের দিকেই।
গল্পটা তাই শেষ হয়ে যায়নি,
কাল আবার পাখিরা আকাশে উড়বে। ইনশাআল্লাহ!

05/12/2024

যারা মন থেকে ফিরে আসতে চায়, আল্লাহ তাদের জন্য সকল প্রতিবন্ধকতাকে সহজ করে দেন। তাদের হৃদয়ে ঢেলে দেন প্রশান্তির সুনির্মল সুবাস। সেই সুবাসে বান্দা রাঙিয়ে নেয় তার যাপিত জীবন। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব জমকালো আয়োজনের প্রয়োজন হয় না। কেবল আন্তরিক তাওবা আর চোখের পানিই তো।

05/12/2024

একজন মানুষ আল্লাহকে যে পরিমাণ ভালোবাসে, নিজেও অন্যদের কাছ থেকে সেই অনুপাতে ভালোবাসা পায়। আল্লাহকে সে যতটুকু ভয় করে, অন্যদের কাছ থেকেও সেই অনুপাতে সমীহ পায়। আর সে আল্লাহর যে পরিমাণ প্রশংসা করে, অন্যদের কাছ থেকেও সেই অনুপাতে প্রশংসা লাভ করে। 🌻

- ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)।

29/11/2024

আমার প্রিয় বোনেরা; এমন ছেলেকে নিয়ে সময় নষ্ট করবেন না যে শুধু মিশ্র সংকেত দেয়, তার উদ্দেশ্য আপনার প্রতি সৎ হতে পারে না এবং আপনার পরিবারকে সম্মান হিসেবে বিবাহের প্রস্তাব দিতে পারে না। এই ধরনের ছেলেরা শুধু আপনার মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ করার ব্যাপারে চিন্তা করে এবং এর বেশি কিছু না।
যে ব্যক্তি সৎ চরিত্রবান, আল্লাহকে ভয় করে এবং কোনো অজুহাত ছাড়াই আপনাকে বিয়ে করার সাহস রাখে তার কোনো তুলনা হয় না।

27/11/2024

আজ আপনার শক্তি, সামর্থ্য আছে ইবাদত করার কিন্তু করছেন না! ভাবছেন বৃদ্ধ বয়সে করবেন, বিশ্বাস করুন বৃদ্ধ বয়সে আপনি ইবাদত করতে চাইবেন কিন্তু ইবাদত করার মতো শক্তি, সামর্থ্য থাকবে না। আল্টিমেটলি আর ইবাদত করা হলো না।

27/11/2024

'শান্ত' থাকা মানে কি নিস্ক্রিয় থাকা?

26/11/2024

আমার প্রিয় বোনেরা; এমন ছেলেকে নিয়ে সময় নষ্ট করবেন না যে শুধু মিশ্র সংকেত দেয়, তার উদ্দেশ্য আপনার প্রতি সৎ হতে পারে না এবং আপনার পরিবারকে সম্মান হিসেবে বিবাহের প্রস্তাব দিতে পারে না। এই ধরনের ছেলেরা শুধু আপনার মাধ্যমে তাদের ইচ্ছা পূরণ করার ব্যাপারে চিন্তা করে এবং এর বেশি কিছু না।

যে ব্যক্তি সৎ চরিত্রবান, আল্লাহকে ভয় করে এবং কোনো অজুহাত ছাড়াই আপনাকে বিয়ে করার সাহস রাখে তার কোনো তুলনা হয় না।

25/11/2024

আপনি যাকে ভালোবাসেন তাকে স্মরণ করেন। কিন্তু সেও যে আপনাকে স্মরণ করে তার কোনো নিশ্চয়তা নাই। আপনার এতো ভালোবাসা এতো স্মৃতিকাতরতা সব বৃথা যেতে পারে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন; "সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ রাখবো।"

- (সূরা আল বাকারা, আয়াত- ১৫২)।

Address

Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when A Z M Mahadi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Z M Mahadi Hasan:

Share