30/07/2024
যাদের টাকায় দেশ চলে ,
যাদের টাকায় তোমাদের বেতন পাও, সংসার চালাও,
যাদের ভোটে তুমি আজ সিংহাসনে বসে আছো,
যাদের জন্য তোমার এত ক্ষমতা,
তাদের প্রতি তোমার এত ঘৃণা কেন?
আমাদের টাকায় বানানো বন্দুক যখন আমাদের বুক চিরে বের হয় তখন তুমি যে এসি রুমে বাতাস খাও, এটাও কিন্তু আমাদেরই টাকা!
তোমাদের এত সাহস কেমনে হয়?
যাদের টাকায় আর ক্ষমতায় বেঁচে আছো,
তাদের বুকে গুলি চালাতে? গুম করতে? মিথ্যা মামলায় ফাঁসাতে?
শুধু বাংলার নয়, দুনিয়ার ইতিহাস সাক্ষী আছে,
তোমার বর্বরতা, সেচ্ছাচারিতা, লুটপাট, আর নোংরা রাজনীতি এদেশের ইতিহাসের একটি চুনমাখা অধ্যায়!
এমন কোনো সেক্টর নাই যেটা তুমি তোমার নীল বিষে বিষাক্ত করোনাই!
শিক্ষা জাতির মেরুদণ্ড!
সেই শিক্ষা যারা বয়ে নিয়ে বেড়ায়, তাদেরকে মেরে দেশকে পঙ্গু করতে যদি তোমার হাত না কাঁপে তাহলে এই ক্ষমতা তুমি ছেড়ে দেও! অবশ্য শহিদের রক্ত বৃথা যাবে না আর তাদের অভিশাপে তোমরা বেশিক্ষণ টিকতেও পারবে না! তাদের রক্ত আমরা ব্যথা যেতে দিব না!
***[ বি: দ্র: আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না! আপনার ওই সাপের জিহ্বা আমার থেকে দূরে রাখুন! ]
***[ সংবিধান: ৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকার ]