Tahomid Mahjabin Islam Jarif

Tahomid Mahjabin Islam Jarif আমাকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ ❤️

18/05/2023

~চাইলেই যদি সব কিছু পাওয়া যেতো তাহলে
অপেক্ষার কোন মুল্যই থাকতো না~
🙂💔🥀

14/05/2023

মানুষ এক সাথে থাকার.....!🥀

চুক্তিবদ্ধ করেও...? বিচ্ছেদ করে...!💔

অথচ পাখি সঙ্গী হারালে উপসে মরে.. 😭💔

13/05/2023

তোমার সাথে আমার প্রেম হয়নি,
কিন্তু তার চেয়েও বেসি কিছু হয়েছিলো বোধহয়। আমাদের কখনো দেখা হয়নাই, কিন্তু আমি তোমাকে হাজার বার দেখছি আমার স্বপ্নে, আমরা পাশাপাশি কখনো হাত ধরে হেটে যায়নি শহরের ওই পথে, কিন্তু আমি তোমাকে প্রতি মুহুর্তে আমার পাশে অনুভব করেছি, আমি তোমার চোখে চোখ রেখে কখনো বলিনাই ভালোবাসি, কিন্তু আয়নার সাথে দাঁড়িয়ে চোখ বন্ধ করে তোমার নামে ভালোবাসি কথাটা বলেছি বহুবার, তোমায় কখবো বাস্তবে ছুঁয়ে দেখা হয়নাই, কিন্তু আমার আঙ্গুলদ্বয় রোজ তোমার প্রতিচ্ছবি ছুঁয়ে দেয়। তোমার বুকে মাথা রাখা হয়নি কখনো, অথচ মনে হয় তোমার বুক জুরে সুধু আমার বিরচন..!! 💔🥀

05/05/2023

তারপর আর ম্যাসেজ দিলাম না। একদম যোগাযোগ বন্ধ করে দিলাম। না না! সেও আসেনি খোঁজ নিতে!!

হয়তোবা খেয়ালই করেনাই যে আমি আর নেই! আমার এইটা ভেবেই ভালো লাগে যে সে আমায় খুঁজে নাই!! 💔

28/12/2022

সুন্দর সুন্দর শীতের পি*ঠা🙂

07/10/2022

আচ্ছা বিয়ের নিয়ম টা যদি এমন হতো!!
ছেলে থাকবে Student
মেয়েও থাকবে Student।
ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।
বিয়ের আগে তারা যে-ভাবে থাকতো এখনো সেভাবেই থাকবে।
ছেলে ছেলের বাসায় থাকবে
মেয়ে মেয়ের বাসায় থাকবে।
আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো,এখনো ঠিক তেমনি দিবে।
সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে।
মধ্যখান দিয়ে একটি হালাল সম্পর্ক তৈরি হবে।
দুজন প্রেম করবে কিন্তু কোন প্রকার পাপ হবে না।
হবে সুধু সওয়াব।
পুর্ণ হবে অর্ধেক দ্বীন।
দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাঁচা যাবে। ইসলামের বিধিনিষেধ গুলো মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।

তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি অথবা ব্যবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামর্থ্য হবে, তখন তার বাসায় তার বউকে নিয়ে আসবে।

এতে করে বাঁচবে সমাজ, হবে না ধর্ষণ, হবেনা কোনো যিনা, হবেনা কোন পাপাচার।❤️

11/09/2022

ছোট একটা গল্প

#গল্পের_নাম_রং_নাম্বার

প্রাইভেট এ কখনোই ফোন নিয়ে যাই না
আর নিয়ে গেলেও সাইলেন করে রেখে দেই

আজ ফোনটা প্রাইভেট এ নিয়ে গেলাম কিন্তু সাইলেন করার কথা মনে ছিলো না
কখনো কেউ ফোন দেই না
আজ হঠাৎ ফোনটা বেজে উঠলো স্যার রেগে গেলো অনেক বকা ও দিয়ো ফোন নিয়ে যাওয়ার কারনে
রাগ উঠলো যে ফোন দিয়েছে তার প্রতি,, ভাবলাম প্রাইভেট শেষে আচ্ছা হারে ঝারবো তাকে
তারপর প্রাইভেট পরে বের হয়ে নাম্বারটা দেখলাম সেভ নয়
তো ফোন দিলাম,,, ফোন ধরতেই আমি মাত্র গালি দেবো ওই সয়ম ওপার থেকে একটা মেয়ে সালাম দিলো,,,,কন্ঠটা মাশাল্লাহ তবে অচেনা
আমি সালাম এর উত্তর নিয়ে
মাত্র বলতে যাবো কে আপনি
তার আগেই মেয়েটা বললো কে আপনি?
আমি বললাম আপনি-ই তো মাত্র একটু আগে ফোর দিছিলেন আবার বলেন কে আপনি,,,,,তো মেয়েটা বললো বাসা কোথায় আপনার?
বললাম বগুড়া
তারপর বললো ও আচ্ছা রং নাম্বার
আমিও ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম

তার কিছু ক্ষন পর ওই নাম্বার থেকে আবারও ফোন আসলো,, ফোনটা রিসিভ করলাম
ওপার থেকে বললো আচ্ছা আপনার নাম টাই তো জানলাম না,,,,, আপনার নামটা যেনো কি?
আমি বললাম তাহমিদ
বললো ওও আচ্ছা
তো কি করেন আপনি?
পড়াশোনা নাকি জব?
বললাম আপাতত পড়াশোনা করি
তারপর বললো কিসে পরেন আপনি?
তখন আমি বললাম এতো কিছু কি জন্য জানতে চাচ্ছেন,, জানতে হবে না কিছু
বললো রাগ করেন কোনো এমনি জানতে চাচ্ছি আর কি
তো আমি ওনার সব প্রশ্নের উত্তর দিলাম
তারপর বললাম আচ্ছা ফোনটা রাখি তখন বললো আর একটু কথা বলেন না প্লিজ,,কন্ঠটা মাশাল্লাহ ছিলো ভালো লাকছিলো সুনতে তাই কথা বললাম
তারপর ১০ মিনিট হয়ে গেলো
তখন বললো আচ্ছা পরে কথা বলবো
আমি তো অবাক চিনি না জানি না
সে কেনো এতো কথা বলে

আমি আর ফোন টোন দিলাম না
নাম্বার টা সেভ করলাম রং নাম্বার দিয়ে
তারপর রাতে হঠাৎ ওই নাম্বার থেকে ফোন
ফোনটা রিসিভ করতেই বললো বাহ ভুলে গেছে একবারও ফোন দিলেন না
আমি বললাম আমি তো আপনাকে চিনিই না তাহলে কেনো ফোন দিবো
বললো কেনো অচেনা কারোর সাথে কথা বলা যায় না বুঝি নাকি গার্লফ্রেন্ড মানা করছে আজ কালের ছেলে মেয়ে বা-বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কথা সুনে চলে
তখন আমি বললাম আপনাকে কে বললো আমার গার্লফ্রেন্ড আছে।
সে বললো তাহলে কথা বলতে সমস্যা কি
বললাম অচেনা কারোর সাথে কথা বলি না এমন করে আরো ১০ মিনিট কথা হয়ে গেলো তারপর ফোন কেটে দিলাম
তারপর আবার ৯ টার সময় ফোন দিলো
ফোন দিয়ে বললো একটা গান সুনাবেন আপনার কন্ঠে একটা গান সুনতে মন চাচ্ছে
আমি বললাম পাড়ি না
বলে
বললাম আমি এখন পড়বো তাই ফোনটা রাখলে ভালো হয়
এই বলে ফোনটা কেটে দিলাম

আসলে এইটা কোন গল্প নয়
এইটা আজ আমার সাথে হয়েছে
🫢😒🫢

লেখকঃ- Alex Tahomid

13/08/2022

আমার প্রানের শহর,, আমার জন্মভূমি ❤️❤️

🥰🥀

30/07/2022

Feni Zila Vairal English Man🥀😊

🥀😍

20/06/2022

ফেনি থেকে নোয়াখালী যাওয়ার পথে
রাস্তা অসম্ভব সুন্দর 😴🥀💔


😴🥀

18/04/2022

দুই বাঘ যখন এক সাথে যায়🥀🤦‍♂️
Rajshahi Hi-Way

🥀

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahomid Mahjabin Islam Jarif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahomid Mahjabin Islam Jarif:

Videos

Share

Category