Wazifa Islam

Wazifa Islam Islam is a religion of peace

19/11/2024
21/10/2024

সূরা মূলক এর শক্তি:

মনে করুন,আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ।আপনাকে কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু,তাঁরা আসছে না কেন! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।

একটু পরেই...
কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। আপনি ভাবলেন, এ কেমন কথা! প্রশ্ন-উত্তর কই?

তখন আপনার মনে পড়ল- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।' []
অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'।🌻❤️

||তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে||

02/10/2024

|| ‘সূরা ইউসুফ’ থেকে আমাদের জন্য দশটি শিক্ষা ||

১। হিংসা করে কারো উন্নতি ঠেকানো যায় না। হিংসুকরা সবসময় পিছিয়ে থাকে। অপরদিকে হিংসুক ও নিন্দুকদের জবাব দিতে নেই। সময় হলে আল্লাহ তা'য়ালাই হিংসুকদের সমুচিত জবাব দিয়ে দেবেন।

২। যোগ্য ব্যক্তির মর্যাদা সবাই কদর করতে জানে না। এর জন্য যোগ্যতারও প্রয়োজন হয়। ফলে কারো অবহেলা কিংবা অবমূল্যায়নের শিকার হওয়া মানেই মূল্যহীন হয়ে পড়া নয়।

৩। একজন মু'মিন সবসময় তার চরিত্র হেফাজত করবে। কোনো অবস্থাতেই হারাম রিলেশনশিপে যুক্ত হবে না। হারামের যত লোভনীয় অফার আসুক না কেন সে একমাত্র আল্লাহর জন্য দ্ব্যর্থহীন কন্ঠে 'না' বলবে।

৪। জেলখানার মতো যত প্রতিকূল অবস্থায়ই থাকা হোক না কেন কোনো অবস্থাতেই দাওয়াতের কাজ ছাড়া যাবে না। দাওয়াতের জন্য সর্বপ্রথম সুন্দর ব্যবহার দিয়ে দাওয়াতের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে।

৫। আল্লাহ কাউকে সম্মানিত করতে চাইলে দুনিয়ার কেউ তাকে অসম্মানিত করতে পারবে না। পক্ষান্তরে, আল্লাহ কাউকে বেইজ্জত করতে চাইলে দুনিয়ার কেউ তাকে ইজ্জত দিতে পারবে না।

৬। ইয়াকুব (আঃ) এর মতো যতই একের পর এক বিপদ আসুক না কেন তবুও নিরাশ হওয়া যাবে না, আল্লাহর ওপর ভরসার সামান্যতমও কমতি করা যাবে না।

৭। প্রতিটি মানুষের উচিত সে যত কঠিন পরিস্থিতিরই সম্মুখীন হোক, সর্বদা ঘটনার ইতিবাচক দিকের প্রতি নজর রাখবে এবং সেজন্য আল্লাহ তা'য়ালার শোকর আদায় করবে। শোকর আরও নিয়ামত নিয়ে আসে।

৮। কেউ মন্দ ব্যবহার করলেও তাঁর সাথে ভালো ব্যবহার করতে হবে। ইউসুফ (আঃ) আমাদেরকে শিখিয়েছেন মন্দের জবাব মন্দ দিয়ে নয়, ভালো দিয়ে দিতে হয়। প্রতিশোধ নয় মানুষকে ক্ষমা করতে হয়।

৯। দুঃখ-কষ্ট, অভাব-অনটন সারাজীবন থাকে না। কষ্টের পর একসময় সুখ আসে। যেমন ঘটেছিল ইয়াকুব ও ইউসুফ (আঃ) এর বেলায়। সবুর করলে বহুকাল পরও মেওয়া ফলে। কেবল আস্থা ও ধৈর্যে অটল থাকতে হবে।

১০। ইয়াকুব (আঃ) এর মতো নিজের সকল দুঃখ-দুর্দশা, একমাত্র আল্লাহ তা'য়ালার সাথেই মনখোলে শেয়ার করা উচিত। এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া উচিত।

15/09/2024

পাশা বা লুডু খেলার বিধান কি?
পাশা বা লুডু খেলা ইসলামে হারাম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন,

یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوۤا۟ إِنَّمَا ٱلۡخَمۡرُ وَٱلۡمَیۡسِرُ وَٱلۡأَنصَابُ وَٱلۡأَزۡلَـٰمُ رِجۡسࣱ مِّنۡ عَمَلِ ٱلشَّیۡطَـٰنِ فَٱجۡتَنِبُوهُ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ
إِنَّمَا یُرِیدُ ٱلشَّیۡطَـٰنُ أَن یُوقِعَ بَیۡنَكُمُ ٱلۡعَدَ ٰ⁠وَةَ وَٱلۡبَغۡضَاۤءَ فِی ٱلۡخَمۡرِ وَٱلۡمَیۡسِرِ وَیَصُدَّكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِ وَعَنِ ٱلصَّلَوٰةِۖ فَهَلۡ أَنتُم مُّنتَهُونَ

অর্থ: হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।
শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামায থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব, তোমরা এখন ও কি নিবৃত্ত হবে? (সুরা মায়িদা আয়াত-৯০-৯১)

মনে রাখতে হবে, যেসব খেলা পরস্পরে শত্রুতা ও হিংসা সৃষ্টি করে এবং নামাজ ও আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে, সে সব খেলায় আর্থিক জুয়া থাক বা না থাক, তা অবশ্যই নিষিদ্ধ এবং তা মাইসির তথা জুয়ার এর অন্তর্ভুক্ত।

বিশিষ্ট তাবেয়ী হযরত কাসিম বিন মুহাম্মাদ র: বলেন,

قَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ كُلُّ مَا أَلْهَى عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهُوَ مِنَ الْمَيْسِرِ

অর্থাৎ প্রত্যেক এমন বস্তু যা আল্লাহর স্মরণ হতে এবং নামাজ হতে মানুষকে ভুলিয়ে রাখে, সেটাই ‘মাইসির’ বা জুয়া।
সূূূ্ত্র: মাজমুউ ফাতাওয়া (ইবনে তাইমিয়া) খ:৩২ পৃ:১৫১

পাশা বা লুডু জুয়ার অন্তর্ভুক্ত।

হাদিসে আসছে,

عن نافع ان ابن عمر كان يقول النرد هي الميسر

অর্থাৎ হযরত নাফে র: ইবনে ওমর রা: থেকে বর্ণনা করেন, পাশা (বা লুডু) এটা (কোরআনে বর্ণিত) জুয়া (অন্তর্ভুক্ত)।
সূত্র: আল মুহাযযাব হাদিস- ১৬১৭৫

পাশা বা লুডু খেলা আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানীর অন্তর্ভুক্ত।

مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ

অর্থ: যে পাশা (বা লুডু) খেলল, সে আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানি করল।
সূত্র: আবু দাউদ হাদীস- ৪৯৩৮

হাদিসে আরো এসেছে,

أن النبي صلى الله عليه وسلم قال من لعب بالنردشير فكأنما صبغ يده في لحم خنزير ودمه

অর্থ: নবিজি স: বলেন, যে ব্যক্তি পাশা (বা লুডু) খেললো, সে যেন তার হাত শুকরের মাংস ও

04/09/2024

'আখেরি চাহার সোম্বা'
খুব অবাক হই যে অনেকেই এইটা সম্পর্কে তেমন কিছুই জানেনা।

আগামীকাল বুধবার একটা সরকারি (ধর্মীয়) ছুটি আছে। কিন্ত মজার ব্যাপার হইলো অধিকাংশ মানুষ জানেই না যে এই ছুটিটা কি কারনে দেয়া হয়! আখেরিব চাহার সোম্বা মানে কি!
'আখেরি চাহার সোম্বা' মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটা খুশির দিন। 'আখেরি চাহার সোম্বা' মানে হইলো শেষ বুধবার। আমরা সবাই জানি যে নবীজি হযরত মোহাম্মদ (সা:) ইন্তেকালের আগে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেক দিন অসুস্থ থাকার পর সফর মাসের 'শেষ বুধবার'(আখেরি চাহার সোম্বা) নবীজি সাময়িকভাবে অনেকটা সুস্থ হয়ে উঠেন এবং গোসল করেন এবং ইমামমতি করেন। নবীজির এই সুস্থতায় সমগ্র মক্কায় আনন্দের বন্যা বয়ে যায়। তখন থেকেই মুসলিমধর্মাবলম্বীরা এই দিন কে ব্যাপক খুশির সাথে পালন করে আসছে।
মুসলিম হিসেবে এইটুকু নলেজ থাকা জরুরি।

We are proud to be a Bangladeshi 🇧🇩
24/08/2024

We are proud to be a Bangladeshi 🇧🇩

                                    #কোটাসংস্কারচাই #বাংলাদেশকোটাআন্দোলন  #কোটাআন্দোলন২০২৪
17/07/2024














#কোটাসংস্কারচাই
#বাংলাদেশকোটাআন্দোলন
#কোটাআন্দোলন২০২৪


07/07/2024

না চাইতে আল্লাহ কিছু দান করলে সেটা আল্লাহর অশেষ রহমত ❤️আলহামদুলিল্লাহ

Address

Pirojpur Barishal
Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wazifa Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wazifa Islam:

Videos

Share