কুরআন ও জীবন

কুরআন ও জীবন Assalamu Alaikum,
Warm greetings and welcome to all. Hope everyone is fine. The reason I do this pag

29/09/2022
09/09/2022

আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন🤲

02/09/2022

"যৌবনে বেশি বেশি সিজদাহ্ দিন, কারণ বহু বৃদ্ধকে দেখেছি নামাজ পড়ে কিন্তু সিজদাহ্ করতে পারে না।

_মাওলানা হাসান জামিল [হাফিঃ ]

30/08/2022
18/08/2022

যারা ফজরে এখনো অনিয়মিত তারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখি কী হারাচ্ছি আসলেঃ

ফজরের নামাজের ১০টি ফজিলত
১.নবী (ﷺ) বলেছেনঃ ”মুনাফিকদের জন্য ফজর ও ‘ইশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। এ দু’ নামাজের কী ফযীলত, তা যদি তারা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। রসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আমি ইচ্ছে করেছিলাম যে, মুয়াজ্জিনকে ইক্বামাত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতঃপর যারা নামাজে আসেনি, তাদের উপর আগুন ধরিয়ে দেই”।
(সহিহ বুখারী, ৬৫৭)

২.রাসূল (ﷺ বলেন, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
(সহিহ মুসলিম,তিরমিজি–২১৮৪)

৩.রাসূল (ﷺ বলেছেন, ” যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
(বুখারী-মুসলিম)

৪. রাসূল (ﷺ বলেছেন,”যে ব্যক্তি ফজর নামাজ সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
(সহিহ মুসলিম-১০৯৬)

৫. রাসূল (ﷺ) বলেছেন, ” যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতায়ালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
(আবু দাউদ ৪৯৪)

৬.যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।(বুখারী-৫৭৩)

৭.যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
(সহিহ মুসলিম ৬৩৪)

৮.ফজরের নামাজ আদায়কারী,রাসূল (ﷺ) এর বরকতের দোয়া লাভ করবেন।
(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

৯.ফজরের দু রাকাত সুন্নত নামাজ, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
(জামে তিরমিজি – ৪১৬)

১০. ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।
(সহিহ বুখারী, সহিহ মুসলিম)💞💞

17/08/2022

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ❝হে লোক সকল! তোমরা আল্লাহর সমীপে তওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন ১০০ বার করে তওবাহ করে থাকি।❞

[মুসলিম; আবূ দাউদ; রিয়াযুস সলিহীন: ১৫]

17/08/2022

সূরা আন নাবা (النّبا), আয়াত: ৪০

اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا

উচ্চারণঃ ইন্নাআনযারনা-কুম ‘আযা-বান কারীবাইঁ ইয়াওমা ইয়ানযু রুল মারউ মা-কাদ্দামাত ইয়াদা-হু ওয়া ইয়াকূলুল কা-ফিরু ইয়া-লাইতানী কুনতুতুরা-বা।

অর্থঃ আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।

15/08/2022

❝আল্লাহ তা‘আলা স্বীয় বান্দার তওবা করার জন্য ঐ ব্যক্তি অপেক্ষা বেশী আনন্দিত হন, যে তার উট জঙ্গলে হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়।❞

[বুখারি ৬৩০৯, মুসলিম ২৭৪৭, রিয়াযুস সলিহীন ১৬]

14/08/2022

জাহান্নামের ভয়াবহতা
আল্লাহ আমাদের হেফাজত করুন 😥

09/08/2022

হযরত মালেক (আঃ) এর কাহিনি

02/08/2022

হাতটা তাকে ধরতে দেওয়া উচিত🤝

-যার স্পর্শে মিথ্যা আশ্বাস নেই🙂

25/07/2022

-||বিবেক যেখানে স্বাথর্পর,,

-||নীতিবাক্য সেখানে হাস্যকর,,🥀

25/07/2022

আবার গুছিয়ে দিবে জীবনটাকে আগের মতো করো ||😥🥀

24/07/2022

চল ভাই 👬
মারজুক শাহ্ র মাজারে যাই

MarZuk Sha'r MaZar

একদিন সব ফিরে পাবো ইনশাআল্লাহ যা যা হারিয়েছি!!  🥀
20/07/2022

একদিন সব ফিরে পাবো ইনশাআল্লাহ যা যা হারিয়েছি!! 🥀

22/03/2020

করোনা ভাইরাস একটি আশীর্বাদ!!!
মিশরের একজন প্রাক্তন সংসদ সদস্যের বার্তাঃ

করোনারভাইরাসকে ঘৃণা করবেন না

এটা মানবতা ফিরিয়ে এনেছে
মানুষকে তাদের স্রষ্টার কাছে এবং তাদের নৈতিকতায় ফিরিয়ে এনেছে
এটি বার, নাইট ক্লাব, পতিতালয়, ক্যাসিনো বন্ধ করে দিয়েছে
এটি সুদের হারকে কমিয়ে এনেছে
পরিবারের সদস্যদের একসাথে নিয়ে এসেছে
অশ্লীল আচরণ বন্ধ করেছে
এটি মৃত এবং নিষিদ্ধ প্রাণী খাওয়া বন্ধ করে দিয়েছে
এখনও পর্যন্ত এর কারণে সামরিক ব্যয়ের এক তৃতীয়াংশ স্বাস্থ্যসেবাতে স্থানান্তরিত হয়েছে
আরব দেশগলোতে শিশা নিষিদ্ধ করেছে
করোনাভাইরাস মানুষকে দুআ করতে বাধ্য করছে
এটি স্বৈরশাসক এবং তাদের ক্ষমতাকে তুচ্ছ করেছে
মানুষ এখন উন্নতি এবং প্রযুক্তির চেয়ে আল্লাহ/ইশ্বরের কাছে উপাসনা করছে
এটি কর্তৃপক্ষকে তার কারাগার এবং বন্দীদের দিকে নজর দিতে বাধ্য করছে
এটি মানুষকে শিখিয়েছে কীভাবে হাঁচি এবং কাশি দিতে হয়, যেমনটি আমাদের নবী সাঃ ১৪০০ বছর আগে শিখিয়েছিলেন, করোনাভাইরাস এখন আমাদের ঘরে সময় কাটানো, সহজ জীবনযাপন করা, অহেতুক প্রতিযোগিতা না করতে শিখিয়েছে। একই সাথে আমাদের চেতনা জাগ্রত করার জন্য এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করার সুযোগ দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে শুকর জানাচ্ছি।

যারা জ্ঞানী তাদের জন্য এতে একটি দুর্দান্ত মুল্যবান শিক্ষা রয়েছে।

Address

Pirojpur

Telephone

+8801306364980

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন ও জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুরআন ও জীবন:

Videos

Share

Category