Jago bahe24.com

Jago bahe24.com jagobahe24.com বাংলাদেশ সরকারের তথ্য কমিশন কর্তৃক নিবন্ধনকৃত একটি স্বনামধন্য Online news portal.

jagobahe24.com বাংলাদেশ সরকারের তথ্য কমিশন কর্তৃক নিবন্ধনকৃত একটি স্বনামধন্য Online news portal যেখানে আছে Real-Time সংবাদ সহ এর বিশদ বিশ্লেষণ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে jagobahe24.com এর রয়েছে চৌকশ সাংবাদিক দল।

ভিজিট করুন- www.Jagobahe24.com

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ আটক-২।মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিদিনাজপুরের ফুলবা...
25/12/2024

ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ আটক-২।
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিল সহ আটক-২। গত মঙ্গলবার দুপুর ০৩টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে এসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ফুলবাড়ী থানার ঢাকা মোড় নামক স্থানে অবস্থান করে। সেই সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পুরাতন ৬ চাকা বিশিষ্ট চাল বোঝাই ট্রাক, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৬-০৪১৭, ট্রাকটি ঢাকা মোড়ে আসলে অবৈধ মাদকদ্রব্য রয়েছে সন্দেহে ট্রাকটি আটক করে এবং ট্রাকটি তল্লাশি করে ট্রাকটির তল্লাশিকালে সামনের কেবিনের উপরে ছাউনিতে বিশেষ কায়দায় রাখা একটি ট্রেচার কালো বড় ব্যাগ ও একটি অফিসিয়াল(ছোট) কালো ব্যাগ পলিথিন দ্বারা ঢেকে রাখা অবস্থায় পেয়ে নিচে নামিয়ে বড় ট্রেচার কালো ব্যাগের ভিতর হইতে ১৩৫(এক শত পয়ত্রিশ) বোতল ও কালো অফিসিয়াল (ছোট) ব্যাগের ভিতরে ৬৪(চৌষট্টি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল দুটি ব্যাগে বিশেষ কৌশলে রাখা মোট ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন ১। শ্রী মিলন চন্দ্র (২৪), পিতা-শ্রী গনেশ চন্দ্র, মাতা-রাধিকা রানী, সাং-পাতলশা সরকার পাড়া, থানা-সদর, জেলা-দিনাজপুর, ২। মোঃ মাসুদ রানা (১৯), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, মাতা-মাহাফুজা বেগম, সাং-বড়াইপুর (মোল্লাপাড়া), থানা-সদর, জেলা-দিনাজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা উপরোক্ত ফেন্সিডিলগুলি মামলার পলাতক আসামী তরিকুল ইসলাম এর নিকট হতে ড্রাইভার মোঃ মোস্তাকিম শাওন ও ড্রাইভার মোঃ আশেদুর রহমান রাসেল সহ যোগসাযোশে ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম যাওয়ার পথে গাজীপুরে বিক্রয় করবে। ধৃত আসামী সহ পলাতক আসামীগন দীর্ঘদিন যাবৎ মালবাহী ট্রাকসহ বিভিন্ন পরিবহনে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে আসছিল। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
তিনি যোগদান করার পর বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরকে গ্রেফতার এবং মাদক ব্যবসায় জড়িত বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন। তিনি সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন।

এতগুলো মানুষ জীবন দেয়নি শুধু নির্বাচনের জন্য: উপদেষ্টা আসিফজসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের...
25/12/2024

এতগুলো মানুষ জীবন দেয়নি শুধু নির্বাচনের জন্য: উপদেষ্টা আসিফ

জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধু একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি। দুই হাজারেরও বেশি মানুষ জীবন দিয়েছে। ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। নিহত ও আহতদের পরিবারের সদস্যরা দেশের নানা সংস্কারের কথা বলেছেন, আমরা সংস্কারের দাবিগুলো পূরণ করব।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানে যে এক দফা ছিল, সে এক দফা স্বৈরাচার শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা হয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি, সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় বালিয়াডাঙ্গীবাসী পৌরসভার দাবি করলে তিনি বলেন, পৌরসভা নিয়ে একটা রিভিও চলছে। দেশের কিছু পৌরসভা বাদ দিয়ে নতুন করে কিছু পৌরসভা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে প্রায় ৪০ শতাংশ রাস্তা পাকাকরণের বাকি আছে। বালিয়াডাঙ্গী উপজেলাতে প্রায় ৩০ শতাংশ রাস্তা পাকাকরণ বাকি রয়েছে। বালিয়াডাঙ্গীকে যাতে দ্রুত জাতীয় পর্যায়ের সমপরিমাণে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা কাজ করব।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, শিক্ষার মান বৃদ্ধির জন্য বালিয়াডাঙ্গীতে একটি লাইব্রেরি স্থাপনা করতে স্থানীয় সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হবে। সামনের দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন যে কোনো সমস্যা নিয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবেন- আমরা বিশেষ গুরুত্বারোপ করব।

উত্তরবঙ্গকে নিয়ে এ উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে অবহেলিত ছিল। শুধু কিছু কিছু জায়গায় উন্নয়ন সীমাবদ্ধ ছিল। যে অঞ্চলগুলো বৈষম্যের শিকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেসব অঞ্চলকে বেশি গুরুত্ব দেবে। আমরা কিছু দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেব, যা এ সরকারের মেয়াদ শেষ হলেও জনগণ সেগুলোর সুফল ভোগ করবে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকারের যে সংস্কারের এজেন্ডা, গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের যে চাওয়া-পাওয়া সে সংস্কার কার্যক্রমে একটি সুন্দর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রমুখ।

পলাশবাড়ীতে শীতবস্ত্র বিতরণের মাঠ পরির্দশনে জেলা প্রশাসক ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তবর্...
25/12/2024

পলাশবাড়ীতে শীতবস্ত্র বিতরণের মাঠ পরির্দশনে জেলা প্রশাসক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আগমন উপলক্ষে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ,শিমুল তলা ব্রিজ,সরকারি কলেজ মাঠ পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

২৫ ডিসেম্বর বুধবার দুপুরে তিনি পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকএ.কে.এম হেদায়েতুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান,উপজেলা জামায়াতে আমির আবু বক্কর ছিদ্দিক,প্রেসক্লাবের সাধারন সম্পাদক পাপুল সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার পলাশবাড়ীতে অন্তবর্তী কালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

উত্তরের উন্নয়ন নিশ্চিতে প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ**********************************************************...
24/12/2024

উত্তরের উন্নয়ন নিশ্চিতে প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
*****************************************************************
এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ইতিপূর্বে উত্তরাঞ্চলের মানুষ আশানুরূপ উন্নয়ন পায়নি। শুধু নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে উন্নয়ন করা হয়েছে। কিন্তু আমি নিশ্চিত করতে চাই এলাকা ভিত্তিক সকল বৈষম্য দূর করে উত্তরাঞ্চলের দুই বিভাগের উন্নয়নে গুরুত্বারোপ ও বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন অর্ন্তবর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে খানসামা উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে দিনাজপুরবাসী ব্যানারে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেন জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় তিনি তাঁর বক্তব্যে আরো বলেন,নির্বাচন অবশ্যই হবে, জনপ্রতিনিধিরা সরকারে যাবে। তবে যে সুযোগ বাংলাদেশের জনগণের কাছে সকলকে একসাথে মিলে সে সুযোগকে বাস্তবায়ন করতে হবে। তাই রাজনৈতিক দলসহ সকলকে সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতা ও জাতীয় ঐক্য ধরে রেখে কোন ফ্যাসিবাদী যেন কোন ধরনের পরাশক্তির সহায়তা নিয়ে আবার যেন পূর্ণবাসিত না হয় সেই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। এছাড়ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের উপর যারা হামলা করেছে বাংলার জমিনে তাদের বিচার নিশ্চিত করা হবে যেন পরবর্তী সময়ে কোন ফ্যাসিবাদ মাথা চাঁড়া দিয়ে উঠতে না পারে বলে বক্তব্যে বলেন এ উপদেষ্টা।
সেই সাথে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি অতীতের মত পরিণতি না চান তাহলে আল্লাহ'র ওয়াস্তে চাঁদাবাজি, দখলদারি ও দু:শাসন থেকে সরে আসেন। তাহলেই জনগণ আপনাদের স্বাগতম জানাবে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য ডা. আব্দুল আহাদের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইদ মুস্তাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনিছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্র ও বিভাগীয় প্রতিনিধি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজসহ জেলার ১৩ টি উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দু:স্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত ইউএনও আশিক আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
উল্লেখ্য, জনবল সংকটে বন্ধ থাকা খানসামা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেবা কার্যক্রম চালু, কলকারখানা নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপগ্রহণসহ খানসামা উপজেলায় লাইব্রেরী তৈরিতে ৫০ লক্ষ টাকা এবং উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য আরো ৫০ লক্ষ টাকাসহ মোট ১ কোটি টাকা বিশেষ বরাদ্দের ঘোষণা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

খানসামা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; সভাপতি তাজ চৌধুরী, সাধারন সম্পাদক নুরনবী ইসলামএস.এম.রকি, খানসামা (দিন...
24/12/2024

খানসামা উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা; সভাপতি তাজ চৌধুরী, সাধারন সম্পাদক নুরনবী ইসলাম

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক গনকন্ঠের প্রতিনিধি তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. নুরনবী ইসলাম নির্বাচিত।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করে নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক। এর আগে উপজেলা প্রেসক্লাব কার্যালায়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান শাহ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা শেষে সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ওই দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজু সরকার (মানবকন্ঠ),
যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম রকি, দপ্তর ও অর্থ সম্পাদক জে.আর.জামান (ভোরের ডাক), সাহিত্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী নুপুর নাহার তাজ (বাংলাদেশ কন্ঠ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারিকুল ইসলাম চৌধুরী ( দৈনিক মুক্ত খবর)।

কোন ভাবেই ফ্যাসিজমকে বরদাস্ত করবোনা- ডা.শফিকুর রহমানপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ আমরা ঠিক করবো আমাদের দেশের শাসক, ভারত ঠিক...
24/12/2024

কোন ভাবেই ফ্যাসিজমকে বরদাস্ত করবোনা- ডা.শফিকুর রহমান
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
আমরা ঠিক করবো আমাদের দেশের শাসক, ভারত ঠিক করবে তাদের দেশের শাসক। ভারতের সাথে কেমন সর্ম্পক হবে? অনেকে এটাও জিজ্ঞেস করে, আবার বলে ভারততো আপনাদেরকে ক্ষমতায় আসতেও দিবে না, থাকতেও দিবে না। তিনি সম্মুখে থাকা নেতা-কর্মীদের প্রশ্ন করেন আচ্ছা বলেনতো এই দেশ কি ভারত? এই দেশ কি দিল্লি?এই দেশ কি? জবাবে উচ্ছস্বরে আওয়াজ আসে বাংলাদেশ। এই দেশ কি পরাধীন? তাহলে ভারত আমার দেশের শাসক ঠিক করবে কেন?আমরা কি ভারতের শাসক ঠিক করি?আমাদের কি ঠিক করা উচিত হবে? উচিত হবে না, আমরা অবশ্য শাসক বলি না, আমরা বলি রাষ্ট্রের সেবক, কিসের শাসক? জনগণের আমানত মুল্যবান ভোট তোমাকে ভাই বিশ^াস করে সম্মান করে দিয়েছে তুমি সেবক হও শাসক হয়ো না। শাসক হলে তোমার হাতে থাকবে ছড়ি, শরীরে গরম থাকবে চোখ থাকবে লাল, চোখটা একটু শীতল করো, হাতের ছড়িটা ফেলে দাও, চেষ্টা করো মানুষের পা ধোয়ানোর দুনিয়ায় সম্মান পাবা, আখেরাতে আল্লাহর দরবারে প্রিয় বান্দা হবা। সেই বাংলাদেশ আমরা চাচ্ছি, যে বাংলাদেশে থাকবে না সহমর্মিতা, ভালবাসা, শ্রদ্ধা। যে বাংলাদেশে থাকবে না হিংসা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আমরা মাইনরিটি মেজরিটি এই সমস্ত সংলাপ আর দেখতে চাই না। এই বড়ি গিলিয়ে গিলিয়ে মানুষের সর্বনাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ফ্লাইওভারের নীচে পথ সভায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বৈষম্যহীন কোরান ভিত্তিক দেশ গড়তে চাই, কোরানের শ্রষ্টা আল্লাহ, আমাদেরও শ্রষ্টা আল্লাহ, সেই আল্লাহর বিধান সমস্ত মানুষের জন্য সৃষ্টির জন্য কল্যানকর, এই বিধান করার ক্ষেত্রে সহযোগিতা, দোয়া, ভালবাসা চেয়ে হাত বাড়িয়ে দিতে পাশে থাকার আহবান জানান তিনি।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াত নেতা বলেন, একটা সময় তাদের গিয়েছে তাদেরকে কালাকে সাদা বানাতে হয়েছে সার্ভ এক্সেল দিয়ে, আর সাদাকে আলকাতরা মেখে কালো করতে হয়েছে, সেই ব্রিটিশ স¤্রাজ্য শেষ, খোলা মনে লিখুন আর খোলা মনে বলুন, আপনাদের পজিশন হচ্ছে জাতির আয়না সমাজের দর্পন, আয়নার সামনে গেলে চেহারা অবিকল ফুটে উঠে, কোন কিছু আয়না গোপন করে না, সুন্দর হলে সুন্দর কালো হলে কালো, আর আপনাদের ব্যক্তিগত পজিশন হচ্ছে আপনি জাতির বিবেক, আমরা এই জায়গাটাতে আপনাদের কাছে প্রত্যাশা করি, আমরা কারো আনুকুল্লো চাই না, আবার আমরা কারো পক্ষ থেকে সেই মন্দ বিরোধিতাটাও প্রত্যাশা করি না, আমাদের যা পাওনা তাই দিবেন, আমাদের কথাগুলো অবিকল পৌঁছাবেন, আপনার ভাষায় আমার কথা পৌঁছাবেন না ভাই, তাহলে আমার উপরে জুলুম হবে, ইতোমধ্য কেউ কেউ এ কাজ করে জঘন্য অপরাধ করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, একজন মানুষের চরিত্র হনন করা তাকে হত্যা করার চাইতেও জঘন্য। আপনার কথা আপনি বলুন, আমার নামে আপনার কথা চালান কেন? সবাই এটা করে না, এগাদজন এই কাজ করে। এই এক একজনের কারনে গোটা সোসাইটির বদনাম হয়ে যায়। তাই আমার অনুরোধ আপনারা সজাগ থাকুন। এ রকম কেউ যাতে না করতে পারে আপনারা একটু সোচ্চার ভুমিকা পালন করুন যে আমিও সততার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে সাংবাদিকতা করবো, আপনিও করবেন। এর বাইরে যাবেন না, গেলে সমাজের ও দেশের ক্ষতি হবে।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ভিন্ন ধর্মাবলিদের উদ্দেশ্য আমীর বলেন,আমরা কোন মেজোরিটি মাইনরিটি মানি না, বাংলাদেশে যারা জন্মগ্রহন করবে, যারাই এদেশের নাগরিক ধর্মের ভিত্তিতে আমরা কাউকে ভাগ করবো না, কোন অধিকার নেই, আল্লাহ এই সুযোগ দেন নাই, অবশ্যই সকলেই সমান মর্যাদার অধিকারী। ৭২ সালের ১০ জানুয়ারী থেকে ২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত আওয়ামী লীগসহ অন্যান্য দল শাসন করেছে, আমরা চাই একটি আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক, ৫৩ বছরে কারা বিভিন্ন ধর্মের মানুষের উপরে নির্যাতন করেছে, কার জায়গা জমি অবৈধভাবে দখল করেছে, কাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে, সেই দুষ্টাদের বের করে আনা হোক, জাতি দেখতে চায় এরা কারা, ওদের খোলস মুখোস উন্মোচন করার সময় এসেছে। সংখ্যা গুরু, সংখ্যা লঘু এটা লাগিয়ে মুখামুখি করে দিয়ে একটি মহল ৫৩ বছর ধরে অবৈধ ফায়দা নিয়েছে। এখন আমরা তা মাটির সাথে মিশিয়ে দিবো। সংখ্যা গুরু, সংখ্যা লঘু বলে বলে মানুষের মনের উপরে চাপ প্রয়োগ করে মানুষকে দুর্বল করে দেয়া হয়েছে। আমরা তাদেরকে বলি ঘুরে দাঁড়ান, সাদাকে সাদা কালোকে কালো বলুন। কারা আপনাদের সর্বনাশ করেছে তাদের নাম বলে দিন।
নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,আমরা বৈষমের বিরুদ্ধে ন্যায় বিচার চাই, যে সমাজে ন্যায় বিচার কায়েম হয়, সেই সমাজে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয়, আর যেই সমাজে ন্যায় বিচার নেই, সেই সমাজে মানুষ কোন অধিকার পায় না, ন্যায় বিচারের প্রতীক দলো দাড়িপাল্লা, আমাদের দলের প্রতীক ছিলো দাড়িপাল্লা, ফ্যাসিস্ট স্বৈরাচার যারা সরকার বিচার বিভাগকে ধবংস করে দলীয় কার্যালয়ে পরিনত করেছিল তারা আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল, দলকে নিবন্ধন হারা করেছিল, শেষ পর্যন্ত দিশেহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, রক্ষা পায় নাই, ৪ দিনের মাথায় আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কেন তারা দাড়িপাল্লার বিরুদ্ধে লাগলো? এই প্রতীক যদি বাংলাদেশে তাজা জীবন্ত হয়, এই প্রতীক যদি সংসদে যায়, এই প্রতীক হাতে নিয়ে যদি মানুষ দেশ শাসন করে তাহলে সেই দেশে আইনের শাসন কায়েম হবে। ন্যায় ভিত্তিক সমাজ হবে, ইনসাফ মানুষ পাবে, তারা যেহেতু বে ইনসাফি করবে তাই ইনসাফের প্রতীককে তারা সহ্য করতে পারেনি। ইনশাআল্লাহ প্রতীক আমরা ফিরে পাবো, নিবন্ধণ ফিরে পাবো, আমাদেরকে অবৈধভাবে অবৈধ করেছিল, আমরা বৈধ হয়েছি, এখন জনগণের ঘৃণার পাত্রে পরিনত হয়েছে তারা।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহন সম্পর্কে বলেন, কিছু সুশীল এখন মুখ তুলে বলে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসতে পারবে?আওয়ামী লীগ কি কখনও নির্বাচন চেয়েছে, আওয়ামী লীগ নির্বাচন চাইলে তিন তিনটি নির্বাচনে তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেয়ার, তারাতো দেয় নাই, যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, আপনারা কারা? মায়ের যেখানে দরদ নাই সন্তানের প্রতি আপনি মাসি হয়ে চিৎকার দেন কেন? ওরাইতো নির্বাচনে বিশ্বাস করে না। গোটা নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান সব গুলোকে খেয়ে চিবিয়ে হজম করে ফেলেছে। যুবকরা ভোটের প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছিল। বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি যুবক ও যুবতিকে এবং প্রবাসীদের ভোটার তালিকায় অন্তভুর্কির দাবীর কথা বলেন তিনি।
শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমীর বলেন, আমরা সেই শিক্ষা চাই, যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে, যে শিক্ষা মানুষের হাতকে কর্মীর হাতে পরিনত করবে, যে শিক্ষা দুনিয়ার বৈষয়িক এবং নৈতিক জ্ঞানে একজন শিক্ষিত মানুষকে সম্মৃদ্ধ করবে, সেই শিক্ষাকে আমরা চাই, শিক্ষার পাঠ চুকানোর আগে তার হাতে কাজ চলে আসবে, আমরা আমাদের সন্তানদের হাতকে কর্মীর হাতে পরিনত করতে চাই।
জামায়াতের আমীর আরাও বলেন, শহীদ আবু সাঈদের মাতা-পিতা এক সন্তান হারিয়েছেন কিন্তু বাংলাদেশে তারা কোটি কোটি সন্তান পেয়ে ধণ্য হয়েছেন। আবু সাঈদ সাহস নিয়ে সেদিন বাংলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে পথ দেখতে বলেছেন, যুব ও যুব সমাজ সমস্ত অন্যায় এবং অপশক্তির বিরুদ্ধে। আবু সাঈদের রক্ত সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রী, যুবক যুবতীদের রক্তে আগুন ধরে দিয়েছিল। তাই তারা স্লোগান দিয়েছিল আমাদের রক্তে লেগেছে আগুন।
পথসভায় উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সাবেক উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা একেএম ইদ্রিস আলী ও যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ মেছবাউল হকের সঞ্চালনায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারী মাওলানা এনামুল হক, কর্ম পরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন, উপজেলা নায়েবে আমীর খাইরুল আজম বিএসসি, সাবেক উপজেলা আমীর মাওলানা লুৎফর রহমান, এড. মাওলানা আব্দুস সালাম, শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. আবু সায়েম মোঃ তোফাজ্জল হোসেন, বাইতুল মাল সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ, অফিস ও পাঠাগার সেক্রেটারী মাওলানা মশিউর রহমান, পৌর সেক্রেটারী মাহাবুব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

24/12/2024

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনভাবেই ফ্...

ফুলবাড়ীতে আটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বড়দিন পালিত॥মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিদিনাজপু...
24/12/2024

ফুলবাড়ীতে আটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বড়দিন পালিত॥
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বড়দিন পালিত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেসিক এনজিও পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সভাপত্বিত্বে এক আলোচনা সভা উক্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ ফুলবাড়ী এরিয়া, পালক এর রেভাঃ পণূয়েল টুডু। তিনি তার বক্তত্বে বিদ্যালয়ে বড়দিন উপলক্ষে শিশুদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই দিনটি স্মরন করা তোমাদের উচিৎ। আমি প্রার্থনা করি আগামী দিনে তোমরা এগিয়ে যাও। এছাড়াও তিনি বাংলাদেশের মঙ্গল কামনা করেন। প্রাক বড়দিন উলক্ষে অন্যন্যাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী আদিবাসী সমিতির সাবেক সভাপতি কমল কিস্কু। কেক কাটা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রাক বড়দিন উলক্ষে খিচুড়ি খাওয়ান। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভূট্টু, সহ সভাপতি আশরাফুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আয়োজনে ছিলেন, বেসিক ফুলবাড়ী, দিনাজপুর।

জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না---জামায়াত আমীর # # # # # # # # # # # # # ...
24/12/2024

জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না---জামায়াত আমীর
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
ছাদেকুল ইসলাম রুবেল,(গাইবান্ধা)ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বাংলাদেশ হবে বৈষম্যহীন। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু, সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে।
তিনি মঙ্গলবার সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অফিস-আদালত থেকে ঘুষ-দুর্নীতি নির্মূল করতে হবে। চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে।
জামায়াত আমীর বলেন, গত ১৫ বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আয়না ঘরে বন্দী রেখে জঙ্গিবাদের নাটক করা হয়েছে। অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে, নিশি রাতে ভোট হয়েছে এবং ২০২৪ সালে আমি আর ডামির নির্বাচন হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্ত চৌকিদার বিজিবি করেছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না। মসজিদ যদি পাহারা দেয়া না লাগে তবে মন্দিরও পাহারা দেয়া লাগবে না, সকলেই শান্তিতে সহাবস্থান করবে। তিনি এসময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অত্যাচার, বাড়িঘর লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
জামায়াত ক্ষমতায় গেলে কেউ নারীদের ইজ্জতকে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে না, তাদের পূর্ণ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি ঘোষণা দেন। তিনি গাইবান্ধায় একটি কৃষিবিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি জানান বর্তমান সরকারের কাছে।
জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমীর ডা. আব্দুর রহীম সরকার, সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান প্রমুখ।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৫আগস্টের মতো রাজপথে নামতে হবে**********************************************জসীমউদ্দীন ইতি (ঠাকুরগা...
23/12/2024

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৫আগস্টের মতো রাজপথে নামতে হবে
**********************************************
জসীমউদ্দীন ইতি (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিএনপির সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দিয়ে বললেন, ভোটের অধিকার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিজের অধিকার আদায়ে সবাইকে ৫ আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসতে হবে। দেশের সংস্কার চান, নাকি হাসিনার নৌকায় যাবেন, সিদ্ধান্ত জনগণের।

মির্জা ফখরুল ইসলাম আরও যোগ করে বলেন, অনেকে বলে বিএনপিতো পারে নাই, কিন্তু বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেইতো ছাত্র-জনতা হাসিনাকে বিদায় দিতে পেরেছে। তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছ বলে সাধুবাদ জানাই। তবে বিএনপির ত্যাগ নির্যাতন এড়িয়ে যাওয়া যাবে না।

তিনি আরও যোগ করে বলেন, ভোট দেয়ার জন্য, ভালো থাকার জন্য, কম দামে খাওয়ার জন্য, মা বোনদের কাপড়ের জন্য, ভালো অর্থনীতি চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের পর দেশের মানুষ আশা করেছিল শেখ মুজিব বড় নেতা, তিনি শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেবেন। কিন্তু দেশের মানুষ শান্তি পায়নি। যে দলটাকে সাধারণ মানুষ ভালোবাসতো, কিন্তু তারাই জনগণের ওপর চড়াও হয়েছিল মুক্তিযুদ্ধের পর। তাদের দুর্নীতি, নির্যাতন, খুন-গুমের কারণে অনেকেই আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছিল।

বিএনপির এ নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল আওয়ামী লীগ। শেয়ালকে যদি মুরগির খাঁচায় ঢোকানো হয় তাহলে কি হবে, ঠিক সেরকমই করে নিজেরা ঢুকে ভোট দিয়ে দিত, জনগণকে ভোট দিতে দিত না।
ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। এ অবস্থায় উগ্রবাদ মোকাবিলা ও প্রতিহত করতে হবে বলেও জানান তিনি।
‘বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নেই। বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা হবে। কৃষক, শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করা হবে। আর গায়েবি মামলা হবে না’ বলেও যোগ করেন এ নেতা।
ফখরুল ইসলাম বলেন, অনেকে যারা দ্বায়িত্বশীল যায়গায় আছেন, তাদের উল্টাপাল্টা কথা বন্ধ করতে হবে। দ্বায়িত্বশীল যায়গায় বসে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে এবার শান্তি চায়। মানুষ নির্বাচন চায়, যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।

বিএনপির মহাসচিব বলেন, ভোট চাইতে আসি নাই। দেশ, মাটি, মানুষের জন্য প্রয়োজন হলে আবার ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে।

জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ ********************************************************...
23/12/2024

জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
*****************************************************************
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ উপদেষ্টার মৃত্যুতে রাষ্ট্রিয় ভাবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার ঘোষণা থাকেও পলাশবাড়ী ১ নং কাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন না করা সরকারি আচরণ বিধি লংঘন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ।
২৩ ডিসেম্বর সমবার পলাশবাড়ীর কাতুলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা বেগম কে এই কারন দর্শনের নোটিশ প্রদান করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

অন্তবর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রালয়ের উপদেষ্টা এ.এফ.হাসান আরিফের মৃত্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত করেননি।
জানা যায়,জেলা পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন না করা সরকারি কর্মচারী আচরণ বিধির স্পষ্ট লংঘন করে।
পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর স্বাক্ষরিত উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের স্মারক পত্রে জানানো হয়,স্মারক নম্বর: উশিঅ/পলাশ/গাই/২০২৪/৯২০ তারিখ:২৩/১২/২০২৪ খ্রি. বিষয়: কারণ দর্শানোর নোটিশ। সূত্র: ৩৮. ০১. ০০০০. ১০৭.১৮.০০৩.২২-২৩৬১, তারিখ: ২২/১২/ ২০২৪ ইং উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের ইন্তেকালের কারণে অদ্য ২৩/১২/২০২৪ খ্রি. রাষ্ট্রীয় শোক পালনের নিদের্শনা রয়েছে। এ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখার নির্দেশনা রয়েছে। আপনি এ নির্দেশনা অগ্রাহ্য করে জাতীয় পতাকা উত্তোলন করেননি মর্মে অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ফিরোজ কবির আকন্দ ৩:১৭ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় দেখতে পান নি; যথাসময়ে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন নি। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে দাখিল করার জন্য বলা হলো। অন্যথায় একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে থাকবে ৬ শত ৫০ জন স্বেচ্ছাসেবকছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় আমীরে...
23/12/2024

গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে থাকবে ৬ শত ৫০ জন স্বেচ্ছাসেবক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধায় আমীরে জামায়াতের আগমন ও কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার গাইবান্ধায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এ কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে থাকবেন ও বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। এছাড়াও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।এ কর্মী সম্মেলন উপলক্ষে ৬ শত ৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন। স্থানীয় দারুল আমান ট্রাস্টে সংগঠনের জেলা শাখা পক্ষে এসব তথ্য জানানো হয়।

গাইবান্ধা জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মানসহ অন্যান্যরা।

মঙ্গলবার খানসামায় আসছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদএস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অন্তর্বর্তী স...
23/12/2024

মঙ্গলবার খানসামায় আসছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারী সফরে আসছেন।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার দেশ ত্যাগের পর এই প্রথম কোন উপদেষ্টা খানসামায় আসছেন।
এই উপদেষ্টার একান্ত সচিব মো: আবুল হাসান স্বাক্ষরিত চিঠি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে খানসামা উপজেলায় অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং এদিন বিকেলে উপজেলার পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে দিনাজপুরের কাহারোল পৌঁছাবেন। পরে কাহারোল উপজেলায় অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হেলিকপ্টার যোগে কাহারোল থেকে খানসামার উদ্দেশ্যে রওনা দিবেন।
এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপদেষ্টার একান্ত সচিব, উপ-সচিবগণ,সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে। এই সফরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এলজিইডি বিভাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর প্রস্তুতি সভা শেষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার খানসামা উপজেলা সফর সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুষ্ঠু ভাবে সকল কর্মসূচী বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, এই সফর সূচী অনুযায়ী জানা যায় ২৪-২৯ ডিসেম্বর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন।

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন করে যা হলোযমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন করা হচ্ছে। এটির নাম দেওয়া হচ...
22/12/2024

বঙ্গবন্ধু রেলসেতুর নাম পরিবর্তন করে যা হলো
যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেলসেতুর নাম পরিবর্তন করা হচ্ছে। এটির নাম দেওয়া হচ্ছে 'যমুনা রেলসেতু'। নির্মাণ শুরুর সময় থেকে এখন পর্যন্ত এই সেতুর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু।
আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বলেন, যমুনা রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেল সেতু থাকছে না। এটি এখন যমুনা রেলসেতু নামে উদ্বোধন করা হবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে এই সেতু উদ্বোধন করা হতে পারে।

তিনি জানান, এখন যমুনার বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে মিটারগেজের যে রেলসংযোগ রয়েছে তাতে সর্বোচ্চ ৪৩ দশমিক ৭০ কিলো-নিউটন/মিটার ওজন বহনের অনুমতি রয়েছে। ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই, সঙ্গে রয়েছে এক লাইনের সীমাবদ্ধতা। এই সেতুতে ঘণ্টায় মাত্র ২০ কিলোমিটার গতিতে ৪ দশমিক ৮ কিলোমিটার সেতু পার হতে একেকটি ট্রেনের ২৫ মিনিটের মতো সময় লেগে যায়।

সেতুর ওপর একটি লাইন হওয়ায় দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়। সবমিলিয়ে মাত্র ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগছে এক ঘণ্টার বেশি।

এই দুর্ভোগ থেকে যাত্রীদের মুক্তি দিতে বিগত সরকার ২০২০ সালের ৩ মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েলগেজ ডাবল ট্র্যাকের ৪ দশমিক ৮০ কিলোমিটার দীর্ঘ রেলসেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে। প্রকল্প ব্যয় ধরা হয় ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ৪ হাজার ৬৩১ কোটি টাকা এবং জাপানের জাইকা ১২ হাজার ১৪৯ কোটি টাকা অর্থায়ন করে।

সেতুর প্রকল্প সূত্রে জানা যায়, ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২ নামে দুটি প্যাকেজে জাপানি পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। ডব্লিউডি-১ প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি, টোআ করপোরেশন ও জেইসি (ওটিজে) জয়েন্ট ভেঞ্চার। সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগন্যালিং সিস্টেম স্থাপনে ডব্লিউডি-৩ প্যাকেজের কাজ করছে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান ইয়াশিমা।
নতুন এই রেলসেতুর বিষয়ে প্রকল্প পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানিয়েছেন, নতুন এই রেলসেতু দিয়ে ব্রডগেজ ট্রেন প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ও মিটারগেজ ট্রেন ১০০ কিলোমিটার গতিতে পরিচালনার পরিকল্পনা রয়েছে। কিন্তু সিবিআইএসের কাজের অগ্রগতি হয়েছে ৪০ শতাংশ। সেতু চালু হওয়ার পরে আরও দুই-তিন মাস সময় লাগতে পারে সিবিআইএস চালু করতে।

সিবিআইএস চালু না হওয়ায় মূল সেতুতে নয়, রেলের গতি কমবে সেতুর কানেক্টিং দুই স্টেশনে। নন-ইন্টারলিংক সিস্টেম চালু থাকায় স্টেশনের লুপ লাইনে যখন ট্রেন প্রবেশ করবে, তখন তার গতি কমিয়ে আনতে হবে ১৬ কিলোমিটারে। তবে লুপ লাইন পেরিয়ে মূল সেতুতে রেল ফুল স্পিডে চলাচল করতে পারবে। রেললাইন ও ব্রিজের সক্ষমতা রয়েছে।

যমুনার পুরোনো সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করছে। নতুন সেতু চালুর পরে আন্তঃনগর, লোকাল, কমিউটার ও মালবাহী ট্রেনসহ ৮৮টি ট্রেন পরিচালনার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেলওয়ে। তবে সেই বাস্তবতা নেই রেলওয়েতে।
রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলে ইঞ্জিনের সংকট রয়েছে। চাইলেও নতুন ট্রেন দিতে পারছি না। তবে রাষ্ট্রপতি অনুরোধ করেছিলেন, পাবনাবাসীর জন্য কোনো নতুন ট্রেন পরিচালনা করা যায় কী না। সেটি নিয়ে আমরা ভাবছি।

তিন দিনের রিমান্ডে সাদপন্থী মুয়াজ বিন নুর------------------------------------------------------ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘট...
22/12/2024

তিন দিনের রিমান্ডে সাদপন্থী মুয়াজ বিন নুর
------------------------------------------------------
ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী মুরব্বি মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট ২।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়।
পরে ম্যাজিস্ট্রেট আদলতের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার ভোর রাত ৪ টার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।
গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থীরা। এতে নিহত হন ৪ জন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

Address

Pirganj Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Jago bahe24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jago bahe24.com:

Share