Noyon gaibandha

Noyon gaibandha This is my page officially. Basically i use this page for promotional lives, reviewing products etc.
(29)

30/03/2024

আলহামদুলিল্লাহ মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে দেখা যাচ্ছে পবিত্র মক্কা শরীফ

14/02/2024

"বেঁচে থাকা পৃথিবীর সবচেয়ে বিরল জিনিস। বেশিরভাগ মানুষই আছে, এটাই সব।

অস্কার ওয়াইল্ড

 #ফেব্রুয়ারি মাসের ৩০ তারিখ - হেলিকপ্টারে ভ্রমন করতে ইচ্ছুক!!!এমন কেউ কি আছেন? আমরা ৫ জন আছি কিন্তু টোটাল ৬ জন লাগবে। ভ...
28/01/2024

#ফেব্রুয়ারি মাসের ৩০ তারিখ -
হেলিকপ্টারে ভ্রমন করতে ইচ্ছুক!!!
এমন কেউ কি আছেন?
আমরা ৫ জন আছি কিন্তু টোটাল ৬ জন লাগবে।
ভোর বেলা আমরা #গাইবান্ধা থেকে যাত্রা শুরু করে প্রথমে ঢাকা যাবো তারপর চট্টগ্রাম সেখান থেকে সরাসরি কক্সবাজার।
কক্সবাজার ব্রেকফাস্ট করে ঘুরেফিরে লাঞ্চ করে যাবো খুলনা ।
খুলনায় বিকালে ঘুরেফিরে রাতে হোটেলে ঘুমাবো। সকালে ব্রেকফাস্ট করে সরাসরি বঙ্গোপসাগরের উপর দিয়ে যাবো সুন্দরবন।
সুন্দরবন ঘুরেফিরে সন্ধ্যা পদ্মাসেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। যদি কেউ আগ্রহী হন শীঘ্রই যোগাযোগ করবেন।

বিঃদ্রঃ শুধু মাত্র একজন যেতে পারবেন। এবং যিনি যাবেন তার অবশ্যই হেলিকপ্টার থাকতে হবে। অন্যথায় পুরো প্ল্যানটাই ক্যান্সেল🙃এবং এই পড়ার সময়টও নষ্ট 😔✅

29/12/2023

"বিবাহিত জীবনে সুখী হতে স্ত্রীর করণীয়"

১। স্বামীকে প্রাণ খুলে ভালবাসা।
২। স্বামীর প্রতি যথাযথ ভক্তি-শ্রদ্ধা রাখা।
৩। স্বামীর আদেশ-নিষেধের প্রতি যত্নবান হওয়া।
৪। স্বামীর সাথে সুমিষ্ট ভাষায় কথা বলা।
৫। স্বামীকে নিজের মনের কথা খুলে বলা।
৬। স্বামীর সব ধরনের আমানত রক্ষা করা।
৭। স্বামীর সুখে সুখী আর স্বামীর দুঃখে দুঃখী হওয়া।
৮। নিজ সাজগোজ ও পরিচ্ছন্নতার দ্বারা স্বামীর মন জয় করা।
৯। স্বামীকে সান্তনা দেওয়া।
১০। সংসার চালানোর ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করা।
১১। স্বামীকে সুপরামর্শ দেওয়া।
১২। স্বামীর ডাকে সাড়া দেওয়া।
১৩। স্বামীর সম্পদের হেফাজত করা।
১৪। স্বামীর অনুমতি ছাড়া কোন কাজ না করা।
১৫। স্বামীর কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করা।
১৬। স্বামীর কোন বদ অভ্যাস থাকলে হেকমতের সাথে তা দূর করা।
১৭। স্বামীর কাছে কোন কিছু লুকিয়ে না রাখা।
১৮। স্বামীকে নিজ অভিভাবক মনে করা।
১৯। স্বামীর গুণাবলীর প্রশংসা করা।
২০। স্বামী কোন কাজে বের হলে হাসিমুখে বিদায় দেওয়া।
২১। স্বামী বাহির থেকে ঘরে আসলে হাসিমুখে বরণ করা।
২২। স্বামীর জন্য সময়মত খানাপিনা ও
বিশ্রামের ব্যবস্থা করা।
২৩।স্বামীর জন্য নিজ হাতে নাস্তা তৈরি করা।
২৪। প্রাণখুলে স্বামীর সেবা করা।
২৫। স্বামীর সামর্থ্য হবেনা এমন কোন জিনিসের জন্য
স্বামীকে আবদার না করা।
২৬। স্বামীর কোন কিছুকে ঘৃনা না করা।
২৭। স্বামীর সাথে জেদাজেদি না করা।
২৮। স্বামীর কোন কথা খারাপ লাগলে সেটা নিয়ে তর্ক না করা।
২৯/ স্বামীকে অহেতুক সন্দেহ না করা।
৩০। স্বামী যদি খারাপ পথে চলে তাহলে কৌশলে ভাল পথে
আনার চেষ্টা করা।
৩১। স্বামীর সাথে কোন অন্যায় করে ফেললে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া।
৩২। স্বামী নিজ সাধ্যমত যা খাওয়াতে বা পড়াতে পারে তার উপর সন্তুষ্ট থাকা।
৩৩। স্বামীকে দ্বীনি পরিবেশে রাখার চেষ্টা করা।
৩৪। স্বামী বিরক্তবোধ করে এমন কোন কাজ
না করা।
৩৫। স্বামী কাজ থেকে ফিরতে দেরি হলে খোজখবর নেওয়া।
৩৬। স্বামীর জরুরী জিনিসপত্র গুছিয়ে রাখা।
৩৭। স্বামী কোথাও বের হওয়ার সময় সাথে যা নিবে তা ঠিক
করে রাখা।
৩৮। স্বামীর কাপড়-ছোপড় পরিস্কার আছে কিনা, কখন কোন কাপড় পরিধান করবে সেটা আগ থেকেই প্রস্তুত রাখা।
৩৯। কারো কাছে ভুলেও স্বামীর দূর্নাম বা অভিযোগ না করা।
৪০। কোন কারণে স্বামী রাগ করলে সে সময় পাল্টা কোন কথা না বলা।

বিঃ দ্রঃ - সংসার সুন্দর করতে হলে এবং দাম্পত্য জীবন সুখী করতে হলে স্বামীকেও অনেক নি

27/12/2023
26/12/2023

শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি,
পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে

23/12/2023

এখন মিথ্যা কথার চেয়ে,
সত্য কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশী।

👉হ্যাঁ এটাই সত্যি।

বাঁশ ফুল জীবনের প্রথম দেখলাম তাও আবার ছবিতে কে কে দেখেছেন জানাবেন প্লিজ
20/12/2023

বাঁশ ফুল জীবনের প্রথম দেখলাম তাও আবার ছবিতে কে কে দেখেছেন জানাবেন প্লিজ

17/12/2023

1.প্রশ্নঃ আমি ধনী হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
অল্পতুষ্টি অবলম্বন কর, ধনী হয়ে যাবে।
2.প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম
(ইসলামী জ্ঞানের অধিকারী)
হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
তাক্বওয়া অবলম্বন কর (আল্লাহ্
ভীরুতা)
আলেম
হয়ে যাবে।
3.প্রশ্নঃ সম্মানী হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
সৃষ্টির
কাছে চাওয়া বন্ধকর
সম্মানী হয়ে যাবে।
4.প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
মানুষের
উপকার কর ।
5.প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
যা নিজের
জন্য পছন্দ কর তা অন্যের জন্যে ও পছন্দ
কর।
6.প্রশ্নঃ শক্তিশালী হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
আল্লাহর
উপর ভরসা কর ।
7.প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ
মর্যাদার
অধিকরী হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
বেশী বেশী আল্লাহ্কে স্মরণ
(জিকির) কর।
8.প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
সর্বদা অযু
অবস্থায় থাকো।.
9.প্রশ্নঃ সমস্ত দোয়া কবুলের
আশা করি ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
হারাম
খাবার হতে বিরত থাকো।
10.প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি ?
উঃ রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করলেন,
চরিত্রবান
হও,,,,,,,,,,, ,,,,,,,,

06/10/2023

"ভদ্রতা" সবার কাছে আশা করবেন না এই জিনিসটা আল্লাহ সবার মাঝে দেয় না।

আমার মেয়ের দেখতে দেখতে ৫ পাঁচ  বছর পেরিয়ে ৬ বছরে পদার্পন আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী
05/10/2023

আমার মেয়ের দেখতে দেখতে ৫ পাঁচ বছর পেরিয়ে ৬ বছরে পদার্পন আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী

05/10/2023

আলহামদুলিল্লাহ তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে রাত ১০ টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমতে শুরু করেছে পানি।

02/10/2023

Hey Bros. Hope u guys enjoyed the video. plz like share and do subscribe.. voice over & Animation - Naheed BroFollow me on Facebook - https://www.facebook.co...

29/09/2023

‘দাম কমে গেলে গরু ছাগলও খাইতে চায় না’ | https://goo.gl/sNmTXyfor latest news updates, sports news, ekattor...

29/09/2023

.gaibandha 2 Followers, 132 Following, 0 Likes - Watch awesome short videos created by Noyon gaibandha

মরিচ  ১০০ টাকা কেজি পেয়াজ  ৮০ টাকা কেজি মিস্টি কুমড়া ৬০ টাকা কেজিবাঁধাকপি  ১০০ টাকা কেজি আলু 🥔 ৫০ টাকা কেজিবেগুন 🍆 ৭০ টা...
28/09/2023

মরিচ ১০০ টাকা কেজি
পেয়াজ ৮০ টাকা কেজি
মিস্টি কুমড়া ৬০ টাকা কেজি
বাঁধাকপি ১০০ টাকা কেজি
আলু 🥔 ৫০ টাকা কেজি
বেগুন 🍆 ৭০ টাকা কেজি
কচু ৮০ টাকা কেজি
মুলা ৮০ টাকা কেজি

"কীটনাশক+সার" উন্নয়নের জোয়ারে দাম বেশি

মানুষ খাবার না খেতে পারলে তোমাদের উন্নয়ন চিবিয়ে খাবে।

22/09/2023

গাইবান্ধা শহরের আশেপাশে মেডিক্যাল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কৃষি, ভেটেরিনারি, মৎস্য, চর জীবিকা উন্নয়ন, নদী গবেষনা অনুষদসহ বিজ্ঞান -প্রযুক্তির অন্যান্য শাখা সম্বলিত) চাই। এটা গাইবান্ধা জেলার আপামর জনসাধারণের দাবী। গাইবান্ধার সকলকে এই দাবী নিয়ে ফেসবুকে পোষ্ট দেয়ার জন্য অনুরোধ করছি। একমত হলে নিজের ওয়ালে এই দাবি লিখে পোষ্ট করুন।

22/09/2023

আমরা এমন উন্নয়ন চাই নাই

দারাজের বর্তমান 🎁 অবস্থা বিক্রি করবোদাম;499 টাকাডেলিভারি চার্জ;150 টাকাইমারজেন্সি বই কিনা লাগবে তাই বিক্রি করতে চাচ্ছিকে...
22/09/2023

দারাজের বর্তমান 🎁 অবস্থা
বিক্রি করবো
দাম;499 টাকা
ডেলিভারি চার্জ;150 টাকা
ইমারজেন্সি বই কিনা লাগবে তাই বিক্রি করতে চাচ্ছি
কেউ নিলে বলেন,🙃😁

22/09/2023

যে কোন ধরনের ইসলামিক পোষাক কিনতে বিজিট করুন➡ Tok Tak Bazar : https://www.facebook.com/toktakbazar1/৬ই জুন ২০২৩ প্রশ্নোত্তরের লাইভ এ যুক্ত হতে ফলো দ....

21/09/2023

মানুষ তো সবার ঘরে জন্মায়
সব মানুষের মনুষ্যত্ব জন্ম হয় না

19/09/2023

কি চোখ দিলেন আল্লাহ কপালের নিচে চোখ মেলে তাকিয়ে দেখিতে পারি না নিজে

17/09/2023

Address

Phulbari
5700

Telephone

+8801710647945

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noyon gaibandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noyon gaibandha:

Videos

Share


Other Digital creator in Phulbari

Show All