News update 24.

News update 24. সর্বদাই সত‌্য‌ের সন্ধান‌ে নিয়োজিত

আবারো বিতর্কের শিরোনামে ফুলবাড়ি উপজেলা ছাত্র লীগ।
13/05/2023

আবারো বিতর্কের শিরোনামে ফুলবাড়ি উপজেলা ছাত্র লীগ।

19/02/2023

Follow for follow back

19/02/2023

Follow to follow fast

আর কত বিতর্ক?
13/10/2022

আর কত বিতর্ক?

কুড়িগ্রাম জেলার ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ কুড়িগ্রাম জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়েছে

08/09/2022
12/08/2022

চিলমারীতে প্রভাবশালী চক্র গিলে খাচ্ছে ব্রক্ষ্মপুত্রের বালু

কুড়িগ্রামের চিলমারীতে প্রতিনিয়ত ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। ফলে ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে নদীর তীরবর্তি বহু পরিবার।

স্থানীয়রা জানান, সরকারিভাবে বালু মহল ঘোষণা না হওয়ায় রাজস্ব থেকে সরকার বঞ্চিত হলেও পকেট ভারী হচ্ছে বালু প্রবাবশালীদের। বালু উত্তোলনের ফলে অব্যাহত ভাঙনের হুমকিতে রয়েছে ডানতীর রক্ষা প্রকল্প। তাই সরকারিভাবে বালু মহল ঘোষণা কিংবা অপরিকল্পিতভাবে যত্রতত্র থেকে বালু উত্তোলন বন্ধ করার দাবি স্থানীয়দের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন ছাড়াও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে বাল্কহেড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন কতিপয় প্রভাবশালী ব্যক্তি। বালু উত্তোলনের ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে, ডানতীর প্রকল্পেও দেখা দিয়েছে ধস।

নয়ারহাট ইউনিয়নের ফেইসকাচর এলাকার বাসিন্দারা জানান, গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের একটি চরের ২ শতাধিক বসতঘর নদীগর্ভে চলে গেছে। ওই সময় দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের মুল ভবনসহ একটি টিনসেট ঘরও নদীতে চলে যায়। বর্তমানে ওই প্রতিষ্ঠানটির অবশিষ্ট আরেকটি ভবন হুমকিতে রয়েছ। ভাঙ্গণের সামান্য দূর থেকে উঠানো হয় বালু। নিষেধ বা বাধা দিতে গেলে ভয়ভীতি আর হুমকি প্রদান করছে তারা। প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না।

জানা গেছে, চিলমারীতে বর্তমানে জোড়গাছ বাজার থেকে শুরু করে রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টি বালুর পয়েন্ট রয়েছে। যেখান থেকে প্রতিনিয়ন লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি হচ্ছে। এখান থেকে প্রতি রাতে কমপক্ষে ১‘শ ট্রাক বালু নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করছেন সংশ্লিষ্টরা। ট্রাক্টর প্রতি বালু ৫ থেকে ৬শ’ ও ডামট্রাক ৫ হাজার থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হলেও সরকারের রাজস্ব ভান্ডার একেবারেই শূন্য থাকছে।

এদিকে, বালু পরিবহন করায় রমনা ইউনিয়নের রিখতাবানু প্রতিবন্ধী স্কুলে যাওয়ার পাকা রাস্তাটি বর্তমানে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার শতাধিক পরিবার।

চিলমারী ইউনিয়নের শাখাহাতী এলাকার মাইদুল ইসলাম বলেন, বালু উত্তোলনের কোনো নিয়মনীতি নেই। এই বালু উত্তোলনের ফলে পূর্বের তুলনায় বর্তমানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন চিলমারী থেকে শত শত ট্রাক, ট্রাকটর বালু যাচ্ছে বিভিন্ন প্রান্তে।

বালু উত্তোলনের জন্য ব্যবসায়ীদের কাছে প্রশাসনিক অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা বলেন, প্রশাসনের অনমুতি নেই। কিন্তু, পাওয়ারম্যানের অনুমতি রয়েছে। তবে সেই পাওয়ারম্যানের নাম বলতে তারা রাজি হননি।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা বালু মহলের জন্য আবেদন করেছি। আশা করি, দ্রুত তার বাস্তবায়ন হবে।

প্রতিবেদকঃ রাফি

12/08/2022

সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলংকার পথে: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জ্বালানি খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দেশের মানুষ জানতে চায়, প্রতি বছর কতো হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের তালিকা প্রকাশ করে বিচারের মুখোমুখি করতে হবে।

আজ শুক্রবার বিকেলে জিএম কাদের রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে মিরপুর ও শাহ আলী থানার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিবছর কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের তালিকা জানতে চায় দেশের মানুষ। পাচারকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত বছর সুইস ব্যাংকে বাংলাদেশ থেকে ৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকার পাচারকারীদের তথ্য প্রকাশ না করে নিজকেই প্রশ্নবিদ্ধ করছে। দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপরাধীদের পক্ষ নিচ্ছে সরকার। তাই, সাধারণ মানুষ মনে করছে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ক্ষমতাসীন দলের লোকজনকে বাঁচাতে এ তালিকা প্রকাশ করছে না সরকার।

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, ইউরোপ, আমেরিকার আর সিঙ্গাপুরের উদ্দেশ্য ছেড়ে দেওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলংকার পথে। দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজে। আমরা যখন বলেছি, দেশ শ্রীলংকার মত ব্যর্থ হতে চলছে। তখন আমাদের মূর্খ বলেছে। এখন আমাদের প্রশ্ন, দেশে লোডশেডিং কেনো? ডলারের দাম এতো বেড়েছে কেনো? জ্বালানি তেলের দাম এতো বেড়েছে কেনো? সারাদিন বিশ্বব্যাংক আর আইএমএফকে গালাগাল দিয়ে এখন ঋণের জন্য তাদের পিছনে ঘুরছেন কেনো?

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, সফিকুল ইসলাম সেন্টু, আতিকুর রহমান, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা এমএ কুদ্দুস খান, আমানত হোসেন, ভাইস চেয়ারম্যান মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান লিপটনসহ আরও অনেকে।

12/08/2022

ফুলবাড়ী ব্লাড ব্যাংক ও হেল্পলাইন এর আয়োজনে
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন।
(১১-৮-২২)
স্থান: মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
সার্বিক সহযোগিতায়: করোনা আপডেট কুড়িগ্রাম

12/08/2022

কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে অভিযানে ২’শ ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ


কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২’শ ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এব ৫ হাজার টাকা জরিমানা করেছে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।
১১জুন বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াজেদ ওয়াসীফ এর নেতৃত্বে শহরের জিয়া বাজারস্থ ফারুক স্টোরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ওই দোকান থেকে ২’শ ৮০ কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন-কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক রেজাউল করিম। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নিয়মিত অভিযানের অংশ এটি। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেতিনি নিশ্চিত করেন।

প্রতিবেদকঃ খাজা ময়েনউদ্দিন চিশতি

12/08/2022

🎗️আসল ঘটনাটা সবার জানা উচিত🎗️

সংবাদ সম্মেলন
সময়ঃ ১০ আগস্ট, রাত ৯ ঘটিকা
স্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফুলবাড়ী, কুড়িগ্রাম
বিষয়ঃ মিথ্যার আশ্রয় নিয়ে মানববন্ধন করে আমাকে ব্যক্তিগত এবং
পারিবারিকভাবে সম্মানহানীর প্রতিবাদস্বরূপ জবাবী সম্মেলন

আসসালামু আলাইকুম | আমি ডা. আনোয়ার,মেডিকেল
অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, কুড়িগ্রাম |
৭ আগস্ট দিবাগত রাত ৩ঘটিকায় ইমার্জেন্সি তে একটা ডেলিভারির
রোগী দেখে ২য় তলায় এসে সিস্টারকে প্রয়োজনীয় করণীয় বলে
RMO রুমে বসে ঐ রোগীর জন্য চিকিৎসারপত্র লিখছিলাম |
এমতাবস্থায় একজন ব্যক্তি সম্ভবত আশরাফ নামের কেউ একজন
রোগী নিয়ে ইমার্জেন্সিতে ওয়ার্ডবয়কে জিজ্ঞেস করেন আপনি কি
ডাক্তার, উত্তরে ওয়ার্ডবয় বলেন আমি ডাক্তার নই, ডাক্তার উপরে
আছেন| উনারা এটুকুই শুনেই রোগীকে নিয়ে উপরে আসেন, ইমার্জেন্সি
রেজিস্ট্রার খাতায় নাম ঠিকানা কিছুই এন্ট্রি না করেই, ওয়ার্ডবয় নিচে
বসতে বললেও না বসেই উপরে এসে RMO রুমে আমাদের চেয়ারের
পিছনে বেডে বসে পড়েন রোগী, আর সেই লোক দাঁড়ানো | আমি
কিছুক্ষণ পরে লেখা শেষ করে যখন পিছনে তাকাবো তখন দেখি
উনাদের। জিজ্ঞেস করলাম আপনারা কারা এখানে কেনো?? এটেন্ডেন্ট
বললেন উনি রোগী, আমি উত্তরে বললাম তাহলে নিচে যান, নিচে
দেখতে হবে। তখন আবারও সেই এটেডেন্ট বললেন উনি একজন
টিচার| তখন বলেছিলাম টিচার হয়েছে তো কি হয়েছে – নিচেই
আমাদের সব জিনিসপত্র, সেখানেই দেখতে হবে, উনি বুক চেপে ধরে
এসেছেন, মানে ইসিজি, অক্সিজেন এগুলোই উনার আগে ব্যবস্থা করতে
হবে।আর এগুলো সবকিছুই নিচেই থাকে। কিন্তু উনারা একগুঁয়েমিভাবে সেখানেই (২য় তলায়ই) দেখার
জন্য পীড়াপীড়ি শুরু করেন, আমি আপত্তি করায় আমাকে বেয়াদব
বলে সম্বোধন করেন এবং চাকরি কিভাবে করি তা দেখে নিবেন
বলেন| তখন ডেলিভারির সাথে আসা রোগীর এটেন্ডেন্ট উনাদেরকে
বলেন আপনারা কার সাথে এরকম ব্যবহার করছেন, ওর বাড়ী
বালাটারি, সে আমিনুলের ছোট ভাই | তারপরেও উনারা ফকিরনীর
বাচ্চা বলে গালিগালাজ শুরু করেন। তখন আমিও উঠে উচ্চবাচ্য
শুরু করি। এক পর্যায়ে ডেলিভারি রোগীর সেই এটেন্ডেন্ট আমাকে
রোগীটা দেখতে বলেন। তখন আমি এবং আমাদের স্যাকমো নিচে গিয়ে
ইমার্জেন্সি রুমে বসলাম উনাকে দেখবো বলে | কিন্তু তখনও উনারা
ইতোমধ্যে ৪/৫ জন হয়ে গেছিলো, উপরেই গালিগালাজ উচ্চবাচ্য
করতে থাকে। কিছুক্ষণ পর নিচে নেমে এসে কেউ বলে
দেখাই, কেউ বলে না এই ডাক্তারকে দেখাবে না, অহংকারী,
কলঙ্ক| চাকুরী খেয়ে দিব ইত্যাদি ইত্যাদি বলে চলে যায় | অথচ মানববন্ধনে মিথ্যাচার করেছিল যে,আমরা নাকি হাসপাতাল থেকে বের করে দিয়েছি।!!!
হাসপাতালে এরকম ঘটনা সিস্টার ডাক্তার সবার সাথেই মাঝেমধ্যেই ঘটে থাকে। কিছু উশৃংখল মানুষ এসে এটা
নাই কেনো, সেটা নাই কেন, এটা কিনতে হবে কেনো, অমুক তমুক বিভিন্ন ব্যাপার নিয়েই উশৃংখল আচরণ করে
থাকেন।তখন কথার প্রেক্ষিতে উচ্চবাচ্য হয়, এটা আমরা একদম স্বাভাবিক ভাবেই নিই।
তাই বলে উনারা এরকমভাবে শুরুতেই আমাকে ব্যক্তিগত এবং পারিবারিক ভাবে আক্রমণ করেও সোসাল
মিডিয়ায় মিথ্যাচার এবং প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন যে, অনুমতি নিয়ে প্রবেশ না করায় প্রথমেই আমি নাকি সম্বোধন
করেছি- এই বেয়াদব এখানে অনুমতি ছাড়া কেনো ঢুকেছেন? একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ কিভাবে এই
মিথ্যাচার করতে পারেন? আর কিভাবেই বা একজন মানুষ সর্বোপরি একজন ডাক্তার আর একজন মানুষকে
এভাবে সম্বোধন করতে পারেন? এটা কি সুস্থ বিবেকবোধ সম্পন্ন মানুষ একবারও চিন্তা করে দেখলো না, চিন্তা না
করেই উনাদের মিথ্যা প্রচারণায় শামিল হয়ে মানববন্ধন করলেন? যেকেউ মুকুল বিদ্যুত সাহেবের এই লাইনটা
নিরপেক্ষ মনমগজ নিয়ে পড়লেই বুঝতে পারবেন এটা কত বড় মিথ্যাচার। কোন মানুষই আরেকজন মানুষকে
অনুমতি নিক বা না নিক এভাবে সম্বোধন করতে পারেন না,হয়তো চোখে মুখে বিরক্তির ভাব ফুটে উঠতে পারে। এই মুকুল বিদ্যুত সাহেবকে আমি দেখতেই পাই নি কোথাও, আর উনি RMO রুমে তো ঢুকেনই নাই। তাহলে কিভাবে উনি RMO রুমের ভেতরের কথাবার্তা এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে পুরোপুরি উল্টোভাবে আমার বিরুদ্ধে প্রচার করতে পারেন? হয়তো বাইরে ছিলেন অথবা পরে এসেছিলেন। অথচ উনি সোসাল মিডিয়ায় লিখেছেন উনি এবং একরামুল মেম্বার রোগীটাকে নিয়ে এসেছিলেন। অথচ RMO রুমে রোগী সহ আমি আরেকজনকে পেয়েছিলাম। এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগেও এই একরামুল মেম্বার সাহেব আমার সিস্টার এবং অন্যান্য স্টাফদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল। উনি মাঝেমধ্যেই হাসপাতালে এসে এরকম আচরণ করেন বলে অভিযোগ পেয়েছি।

আমাকে একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর কিভাবে বেয়াদব, ফকিরনীর বাচ্চা বলে গালিগালাজ করতে পারেন? তাহলে আমাদের কোমলমতি বাচ্চারা তাদের কাছে কি শিখবেন??? উনাদের এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন গালিগালাজ এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে একজন মানুষকে, একজন ডাক্তারকে, সর্বোপরি গণপ্রজাতন্ত্রের একজন সরকারি কর্মকর্তাকে এরকম মিথ্যা এবং অযৌক্তিক মানববন্ধন করে আমার পরিবারকে ছোট করা এবং আমার সম্মানহানী করবার চেষ্টা করায় সুষ্ঠু তদন্তপূর্বক উনাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ডা. মোঃ আনোয়ার হোসেন
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
ফুলবাড়ী, কুড়িগ্রাম।
©

12/08/2022

ফুলবাড়িতে এক শিক্ষিকাকে জুতাপেটা করলেন আরেক শিক্ষিকা

ক্লাসের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়িতে স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে সহকর্মী শিক্ষিকাকে জুতাপেটা করেন আরেক শিক্ষিকা। এ ঘটনায় ওই স্কুলসহ ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে । এ ঘটনাটি ঘটেছে উপজেলার বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ভুক্তভোগী আহত ওই শিক্ষিকা উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সুষ্ঠু তদন্ত চেয়ে লিখিত আবেদন করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষক কর্মরত রয়েছে। তার মধ্যে প্রধান শিক্ষক বাদে ৪ জন নারী সহকারী শিক্ষক রয়েছেন সেখানে। বিদ্যালয়ের রুটিন অনুযায়ী ক্লাস নিয়মিত চলে আসছিল। বুধবার স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষিত মাছুমা খাতুনের সাথে অপর শিক্ষিকা মিলা খাতুনের বাকবিতণ্ডার হয়। এক পর্যায় দুইজনের মধ্যে চুলটানা হেচড়া ও মারপিটের ঘটনা ঘটে। অফিস কক্ষে আবারো ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষকা মিলি খাতুন জুতা দিয়ে সহকর্মী শিক্ষিকা মাছুমা খাতুনের শরীরের এলোপাতাড়ি মারপিট করেন।

মিলি খাতুনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী মুকুল মিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান নিজেরদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে । আমরা অভিভাবকদের সাথে বসে মীমাংসা করার চেষ্টা করছি।

বড়লই মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বকুল বলেন ভুলবুঝা বুঝির কারণে অনাঙ্কাক্ষিত ঘটনাটি ঘটে । বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।

উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান জানান সহকারী শিক্ষিকা মাছুমা খাতুন লিখিত আবেদন করেছেন । এ বিষয়ে তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়

11/08/2022
09/08/2022

মন্দিরে ভাংচুর- অগ্নিসংযোগ, নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা



কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের আঁধারে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এছাড়াও ঘটনা তদন্তে ঘটনাস্থলে জনপ্রতিনিধিসহ পুলিশের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা সেখানে উপস্থিত রয়েছেন।

সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাগডাঙ্গা গ্রামে স্থানীয় রতিকান্ত রায়ের বাড়ি সংলগ্ন মন্দিরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এ ধরণের ঘটনা ঘটানো হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, রতিকান্ত রায়ের দাদা শিরিষ চন্দ্র রায় প্রায় ৩৫ বছর পূর্বে লালমনিরহাট জেলার মোগলহাট এলাকার আব্দুস ছামাদ ঘাটিয়ালের কাছে তিন দাগে ৬০ শতক জমি বিক্রি করেন। সেই জমির মধ্যে দুই শতক জায়গায় মন্দিরটিও ছিল। ছামাদ ঘাটিয়ালের এক স্ত্রী ও তার দুই ছেলে দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করে আসছিল। এরমধ্যে মন্দিরের দুই শতক জায়গার পরিবর্তে অন্য জায়গায় দুই শতক জমি রেওয়াজ বদল করে লিখে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল ছামাদের দুই ছেলে। এ নিয়ে দীর্ঘদিন ধরে সালিশ বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ গত ৬ মে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মেম্বার ও ইউপি চেয়ারম্যান দুই শতক জায়গা মন্দির ও সড়কের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত সালিশ বৈঠককারীরা চাপিয়ে দেন ছামাদের দুই ছেলের উপর। এরপর গত সোমবার (৮ আগস্ট) দুপুরে মন্দির সংলগ্ন জায়গায় অবস্থিত বাঁশ কাটতে যায় ছামাদের বড় ছেলে শহিদুল। সে একটি বাঁশ কাটার পর রতিকান্ত ও তার ভাই শিবচরণ বাঁশ কাটতে বাঁধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতেই মন্দিরের প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকার উভয় সম্প্রদায়ের লোক হতবাক। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবী স্থানীয়দের।

মন্দিরের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মহাদেব ওরফে পঁচা রায়ের ছেলে রতিকান্ত রায় জানান, পারিবারিকভাবে আমার বাপ-দাদারা মন্দিরে পূজা-অর্চনা করে আসছে। মাঝরাতের দিকে প্রতিবেশীদের ডাকে ঘুম থেকে উঠে দেখি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেভানোর আগে মন্দিরের ৪০ ভাগ আগুনে পুড়ে

গেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে আমি দেখতে পাইনি। আমি এর বিচার চাই।

এদিকে অভিযোগের তীর যাদের দিকে তাদের মধ্যে ছামাদ ঘাটিয়ালের ছোট ছেলে দিনমজুর আজিমুল জানান, ১৯৮৮ সালে তার বাবা ছামাদ ঘাটিয়াল তার মাসহ দুই ভাইকে তিন দাগে ৬০ শতক জমি কিনে এখানে বাড়ি করে দেন। ছামাদ ঘাটিয়াল আরেক স্ত্রীসহ লালমনিরহাট জেলার মোগলহাটে বসবাস করেন। এখানে তিন দাগে প্রাপ্ত ৩৫শতক, ১১শতক ও ১৪ শতক দাগের মধ্যে ১৪শতক জমির মধ্যে মন্দিরটি পরে যায়। এ নিয়ে রতিকান্ত ও তার ভাই শিবচরণের সাথে দীঘদিন ধরে এই পরিবারের দ্বন্ধ চলে আসছিল। এর আগে ২০০৭ সালে তাকে, তার মা ও স্থানীয় ৪ হিন্দু পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। গত সোমবার (৮আগস্ট) তার বড় ভাই শহিদুল মন্দিরের পিছন থেকে একটি বাঁশ কাটতে যায়। এ নিয়ে শহিদুলের সাথে রতিকান্ত ও শিবচরণের মধ্যে ঝগড়া হয়। তারপর রাতেই মন্দিরে আগুনের ঘটনা ঘটে। মন্দিরে আগুন দিলে আমাদের কি লাভ! আমাদেরকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। আমরা এখানে প্রায় ৩০টি হিন্দু পরিবারের সাথে দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছি। আমরা এই কাজ কেন করতে যাবো?

ফুলবাড়ী নাওডাঙ্গা ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন রায় বলেন, প্রতিমা ভাংচুর ও মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা তাদের জন্য হুমকি। দুর্বৃত্তরা হিন্দুদের মাঝে আতংক সৃষ্টি করতে এ ঘটনা ঘটাতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। সুষ্ঠু বিচার না পেলে প্রয়োজনে আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আমরা ১০টার দিকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পোঁছি। এখানে সকলের সাথে কথা বলে অনুমান করা হচ্ছে রাত ১২টা থেকে ১টার মধ্যে দুর্বৃত্তরা মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এখানে এসে জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয়টিও উঠে এসেছে। আমরা উভয়পক্ষের সাথে কথা বলেছি। এ ঘটনায় থানায় মামলা দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদেরকে জানিয়েছি। তারা নিজেদের মধ্যে বুঝে পরবর্তীতে মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে তদন্ত করে প্রকৃত ঘটনা জেনে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, আমি দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। সকল পক্ষের সাথে কথাও বলেছি। এ ব্যাপারে মামলা করার নির্দেশ দিয়েছি। মামলা হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদকঃ হুমায়ুন কবির সূর্য

রাতের আঁধারে টিসিবির ডাল, চিনি, ছোলা গেল মাটির গর্তে  কুড়িগ্রামে রাতের আঁধারে প্রায় ২টন পঁচা দুর্গন্ধযুক্ত ডাল, চিনি ও ছ...
04/08/2022

রাতের আঁধারে টিসিবির ডাল, চিনি, ছোলা গেল মাটির গর্তে


কুড়িগ্রামে রাতের আঁধারে প্রায় ২টন পঁচা দুর্গন্ধযুক্ত ডাল, চিনি ও ছোলা গোপনে মাটির গর্তে চাপা দেয়ার ঘটনা ঘটেছে। গত ২ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন দপ্তরের ত্রাণ ও পূণর্বাসন অফিসের পিছনে গাছপালার আড়ালে এসব পণ্য লুকিয়ে মাটিচাপা দেয়া হয়।

এ ব্যপারে অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্ত কমিটির সুপারিশ ক্রমে এসব খাদ্য পণ্য মাটিতে পুতে নষ্ট করা হয়। এটাকে অনিয়ম বা অপচয় বলার অবকাশ নেই। কারণ সল্প আয়ের নির্ধারিত কার্ডধারীদের মাঝে ডাল, চিনি, তেল ও ছোলার প্যাকেজ দেয়া হতো। বড় বড় বস্তায় এসব মালামাল আসতো। পরে এখানে তা ওজন করে ছোট ছোট প্যাকেট করা হতো। পরে তা ডিলারদের মাঝে বরাদ্দ অনুসারে সরবরাহ করা হয়। এ সময় এসব খাদ্য পণ্য মেঝেতে পরে যায়। নষ্ট এসব পণ্য পরে বস্তায় ভরে রাখা হয়। ফলে ইচ্ছাকৃত কোন কিছুই ছিল না।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের ব্যবসা প্রশাসন শাখা সুত্রে জানা যায়, জেলায় টিসিবির ডিলার ৪৩জন। জেলায় কার্ডধারী ভোক্তার সংখ্যা ২লাখ ৭৭হাজার ৮৮০জন। দুই দফায় ৩হাজার ৮৯০টন মালামাল বরাদ্দ আসে। অদক্ষ শ্রমিক এবং কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রায় ২টন খাদ্য পণ্য নষ্ট হয়। এসব পঁচা পণ্যের কি করা হবে তার সিদ্ধান্ত চেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম গত ৯ জুন টিসিবি’র চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণ করে। ২৩ জুন টিসিবি’র চেয়ারম্যানের দপ্তরের উপ সচিব শেখাবুর রহমান স্বাক্ষরিত ৩৭২ নং স্মারক পত্রে জেলা প্রশাসককেকমিটি গঠন করে ব্যবস্থা নিতে বলেন। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম আহ্বায়ক। অপর দুই সদস্য হলেন টিসিবি’র রংপুর অফিসের সহকারি পরিচালক জামাল উদ্দিন এবং জেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই সরকার।

১৮জুলাই কমিটি সরেজমিন তদন্ত করে খাওয়ার অযোগ্য এসব পণ্য ডিসপোজালের সুপারিশ করেন ১৯ জুলাই। দীর্ঘ অপেক্ষার পর ২আগস্ট রাতে জেলা প্রশাসন চত্বরের ত্রাণ ও পূণর্বাসন অফিসের পিছনে গাছপালার আড়ালে এসব পণ্য মাটিচাপা দেয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,রাতের অন্ধকারে মালামাল ডিসপোজাল করার ঘটনা অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। দানা বাঁধছে সন্দেহ। কানাঘুষা চলছে এ লোকসানের দায় কে নে

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক! সংগঠন থেকে অব্যাহতি! মাদকসহ র‍্যা...
04/08/2022

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক! সংগঠন থেকে অব্যাহতি!

মাদকসহ র‍্যাবের হাতে আটকের পর তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল এবং সাধারণ সম্পাদক মোসাব্বীর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লোকমানের অব্যাহতির খবরটি জানানো হয় ।

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা লোকমানের ছাত্রলীগে পদ পাওয়া নিয়ে সমালোচনা করেছেন। আগে ছাত্রলীগের সাথে জড়িত না থাকলেও হঠাৎ করে যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ একটি পদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি ছাত্রলীগের পদ-পদবী ব্যবহার করে মাদকসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন লোকমান। লোকমানকে পদ পেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্সা গ্রহনের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা।

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটককুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তার এক সহযোগীকে ...
04/08/2022

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৪ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তার এক সহযোগীকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৩ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নজরমামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) ও একই ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দার (২২)।

পরে র‌্যাব বাদী হয়ে বুধবার রাতে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩-এর একটি বিশেষ টিম উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লোকমান ও মামুনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে র‌্যাব ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়া, ইত্তেফাক
Collected

বারংবার ব‌িতর্ক‌ীত ফুলবাড়ী উপজ‌েলা ছাত্রলীগ ,কুড়‌িগ্রাম,ব‌িতর্কীত কম‌িট‌ির সহ~সভাপত‌ি বাশার সরদার স‌োসাল ম‌িডিয়ায় উপজ‌ে...
03/08/2022

বারংবার ব‌িতর্ক‌ীত ফুলবাড়ী উপজ‌েলা ছাত্রলীগ ,কুড়‌িগ্রাম,

ব‌িতর্কীত কম‌িট‌ির সহ~সভাপত‌ি বাশার সরদার স‌োসাল ম‌িডিয়ায় উপজ‌েলা ছাত্রলীগের সভাপত‌ি\ সম্পাদক‌ের ন‌িকট দাবী কর‌েন,যুগ্ন সম্পাদক ল‌োকমান হ‌োসেন ক‌ে বহ‌িষ্কার‌ের জন্য,

Address

Kharibari To Vangamore
Phulbari

Alerts

Be the first to know and let us send you an email when News update 24. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News update 24.:

Share


Other Phulbari media companies

Show All