Md Mohiuddin Al Hadi

Md Mohiuddin Al Hadi জীবনে একটাই চাওয়া, আল্লাহর সন্তুষ্টি।

12/12/2024

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করলো না, আল্লাহর নিকট (সিয়ামের নামে) তার পানাহার ত্যাগের কোন প্রয়োজন নেই।

সহীহ বুখারী, হাদীস১৯০৩ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৬৩১ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

12/12/2024

‼️যে চার জিনিস চার জিনিস থেকে কখনো তৃপ্ত হয় না সেগুলো হলো.....
[১] জমিন বৃষ্টি হতে |
[২] নারী পুরুষের ভালবাসা হতে |
[৩] চক্ষু দৃষ্টি হতে |
[৪] আলিম জ্ঞানানুশীলন হতে |
💐মাদানী ফুল💐
|| مَنْ مَنَّ وَ مَنَّ فَمَنَّ مَنُّهٗ |
❝ যে অনুগ্রহ করেছে এবং খোটা দিয়েছে, ফলতঃ তার অনুগ্রহ নষ্ট হয়ে গিয়েছে ❞

12/12/2024

কুরআন শরীফে প্রায় ৯০ জায়গায় এই আয়াত রয়েছে যে, রিযিক দুনিয়ায় নেই বরং তা আসমানে! আর আল্লাহ তায়ালা সমস্ত সৃষ্টিজগতের জন্য রিযিক নির্ধারণ করেই রেখেছেন।
আর মাত্র ১ জায়গায় আছে, ‘শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়।’
তারপর আমরা কুরআনে ৯০ জায়গায় বর্ণিত সত্যবাদীর কথায় সন্দেহ পোষণ করছি অথচ ১ জায়গায় বর্ণিত মিথ্যাবাদীর কথা বিশ্বাস করছি এবং রিযিক নিয়ে আল্লাহ পাকের উপর পূর্ণ তাওয়াক্কুল (ভরসা) না করে তা নিয়ে পেরেশান হচ্ছি! আফসোস!!
~ হযরত ইমাম হাসান বসরী {رحمه الله}
[কিতাব রেফারেন্স: তাজকেরাতুল আওলিয়া]

12/12/2024

হযরত মূসা [عَلَیهِ‌السَّلام] একবার তুর পাহাড়ে যেয়ে আল্লাহ্ তা'আলাকে জিজ্ঞেস করলেন,
হে আল্লাহ্! যখন কোন নেক বান্দা আপনাকে ডাকে,তখন আপনি কী বলে তাঁকে সাড়া দেন?
আল্লাহ্ তা'আলা বলেন, "আমি ১ বার বলি লাব্বাঈক!"
হযরত মূসা [আ:] পুনরায় জিজ্ঞেস করলেন, আর যখন কোন গুনাহগার বান্দা ডাকে তখন?
আল্লাহ্ তা'আলা বলেন, "আমি ৩ বার বলি লাব্বাঈক, লাব্বাঈক, লাব্বাঈক!"
হযরত মূসা [আ:] জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ্! নেক বান্দার ডাকে একবার লাব্বাঈক অথচ গুনাহগার বান্দার ডাকে ৩ বার লাব্বাঈক?
আল্লাহ্ তা'আলা বলেন, "প্রিয় মুসা! নেক বান্দাদের তো নিজের নেকির উপর ভরসা থাকে কিন্তু গুনাহগার বান্দাদের তো শুধুমাত্র আমার রহমতের উপরই ভরসা থাকে..."
~ হযরত মাওলানা যুলফিকার আহমাদ নকশবন্দি {حفظه الله}
[কিতাব রেফারেন্স: মসনবী শরীফ]

12/12/2024

🔴 السلام عليكم ورحمه الله وبركاته

05/12/2024

❝ যে ব্যাক্তি রাসুল صلي الله عليه وسلم এর সুন্নাত অনুসরণ করে, তাকে ঘায়েল করা আমাদের জন্য কঠিন ❞ ____ শয়তানের উক্তি!
📕তালবিসে ইবলিশ ||

05/12/2024

আল্লাহ পাকের ওলীগণ বলেন, তিনটি বিষয় নিয়ে বেশী চিন্তা করবেন না -
(১) অভাব নিয়ে চিন্তা করবেন না। তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরী হবে।
(২) আপনার উপর জুলুম হয়েছে, সেটা নিয়ে বেশী ভাববেন না। তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা-বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে।
(৩) দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবে না। তাহলে জীবন নষ্ট হয়ে যাবে, আজ নয় কাল নেক আমল করবো, এই চিন্তায় থাকতে থাকতে মৃত্যুর ফেরেশতা এসে যাবে।
~ হযরত ফকীহ আবুল লাইস সমরকন্দি {رحمه الله}
[কিতাব রেফারেন্স: তামবীহুল গাফেলীন, পৃ: ৫৭২]

05/12/2024

হে ভাই! কোনো সন্দেহ নেই যে, আল্লাহ তা‘আলা ব্যতীত অন্যকে ডাকাই মূলত পথভ্রষ্টতা।

04/12/2024

শয়তান বললো, “যদি তারা সংসার ভালোবাসে তাহলে মূর্তিপূজা না করলেও আমার কোন চিন্তা নেই। আমি সকাল ও সন্ধ্যায় তাদের নিকট তিনটি বিষয় নিয়ে উপস্থিত হবো। এবং বলবো........

(১) অন্যায়ভাবে ধন-সম্পদ অর্জন কর
(২) অযোগ্য স্থানে অর্থ ব্যয় কর এবং
(৩) ব্যয়ের যোগ্য স্থানে কৃপনতা কর।

কেননা, সমস্ত পাপ এই তিনটি জিনিস থেকেই উদিত হয়।”

📕এহইয়াউ উলুমিদ্দীন ||

04/12/2024
04/12/2024

★দোয়া কবুলের অলৌকিক পরীক্ষিত সমাধান :
(🌼আলোচনা:শায়খ আহমাদুল্লাহ🌼)
১)ইস্তেগফার পাঠ(খাওয়া, ঘুম, টয়লেট বাদে অনবরত)
২)দরুদ শরীফ পাঠ (যেকোনো তবে, সর্বোত্তম দুরুদ ইব্রাহিম)অনবরত
৩)দোয়া ইউনুস পাঠ করা
৪)ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।
৫)তাহাজ্জুতের নামাজে বেশি বেশি চাওয়া।
৬)যেকোনো নফল নামাজ[কারণ নবীজি (সা.)যেকোন সমস্যায় ওযু করে দুই রাকাত নামাজ পড়তেন নফল]
🍁আল্লাহর প্রতি ইয়াকিন রেখে করলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সমাধান না হলে হয়তো নিজের ভুল আছে নতুবা এতেই কল্যাণ রয়েছে।

আল্লাহর উপর বিশ্বাস রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমলগুলি করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সহায় হবেন

04/12/2024

রাসূলুল্লাহ (‎‫ﷺ‬‎) বলেছেন,
জান্নাতের প্রতিটি গাছের ডাল,,
স্বর্ণ দ্বারা নির্মিত।
জামে তিরমিজি-২৫২৫.

04/12/2024

এরচেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে,,,?

"ধৈর্য্যশীলদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়া"।
[সূরা-আল যুমার-১০] আলহামদুলিল্লাহ

01/12/2024

❏ হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে, হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা।

Address

Taltoli Barguna
Patuakhali
8710

Alerts

Be the first to know and let us send you an email when Md Mohiuddin Al Hadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category