সাংবাদিক, আব্দুল কাইয়ুম আরজু

সাংবাদিক, আব্দুল কাইয়ুম আরজু দেশ ও জনতার সেবার প্রত্যয়ে...

28/06/2024

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বেহালদশায় ভোগান্তি পোহাতে হচ্ছে কুয়াকাটা ভ্রমণে যাওয়া পর্যটকদের। কুয়াকাটা ভ্রমণ .....

26/06/2024

আমরা কেমন এক নির্লজ্জ জাতি! আমাদের দেশের মানুষ নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধির কারনে অনাহারে, কষ্টে রয়েছে। আর আমার অধিকারের কথা বলতে গেলে হয়ে যায় দেশ বিরোধী। আফসোস। জাতি কতোটা নির্লজ্জ। কতোটা?
এদেশে কেউ নেই যে সাধারন মানুষের কথা ভাবেন। যারা রয়েছে তারা বিদেশী প্রভুদের দাসত্ব করেন।

25/06/2024

অসৎ সাংবাদিকতা
সমাজ ও রাষ্ট্রের জন্য
সবচেয়ে বেশি ক্ষতির কারণ।

22/06/2024
21/06/2024

ঈদুল আজহার ছুটি শেষ হলেও শুক্রবার (২১ জুন) সাপ্তাহিক বন্ধ ঘিরে বাড়তি পর্যটকের সমাগম হয়েছে পটুয়াখালীর পর্যটন কেন্.....

সৈকতে প্রবেশের প্রধান ফটকের সড়কের দুই পাশে বিশৃঙ্খলভাবে রাখা যানবাহন ও সৈকতের মূল কেন্দ্রে যত্রতত্র যানবাহনের অবাধ বিচরণ...
20/06/2024

সৈকতে প্রবেশের প্রধান ফটকের সড়কের দুই পাশে বিশৃঙ্খলভাবে রাখা যানবাহন ও সৈকতের মূল কেন্দ্রে যত্রতত্র যানবাহনের অবাধ বিচরণ ঠেকাতে কোনো তদারকি লক্ষ্য করা যায়নি। এতে পর্যটকদের নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে কুয়াকাটা বাস টার্মিনাল থেকে সৈকতে আসতে বাড়তি ভাড়া আদায়সহ...

.....বিস্তারিত রিপোর্টে।।

ঈদুল আজহার চতুর্থ দিনেও পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। সকাল থেকে টানা বৃষ্টিকে উপেক্ষ...

17/06/2024

যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, আল্লাহ যা করতে চান, তাই করেন।
যে কেউ ধারণা করে যে আল্লাহ তাকে (অর্থাৎ তাঁর রসূলকে) কক্ষনো দুনিয়া ও আখিরাতে সাহায্য করবেন না, তাহলে সে আকাশ পর্যন্ত একটা দড়ি ঝুলিয়ে নিক, অতঃপর তা কেটে দিক, অতঃপর সে দেখুক তার কলা-কৌশল তার রাগের কারণ দূর করে কিনা। (রসূলের দুশমন নিজের ঝুলানো দড়িটাই কাটুক, কেননা সে তো রসূলের প্রতি আল্লাহর সাহায্যের দড়িটা কক্ষনো কাটতে পারবে না।)
এভাবেই আমি স্পষ্ট নিদর্শনরূপে কুরআন অবতীর্ণ করেছি আর আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন।
যারা ঈমান এনেছে আর যারা ইয়াহূদী হয়েছে, আর যারা সাবিয়ী, নাসারা, অগ্নিপূজক ও মুশরিক, আল্লাহ কিয়ামাতের দিন এদের মধ্যে ফয়সালা করে দেবেন (যে কারা সঠিক পথে আছে), কারণ আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে? আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। [সাজদাহ]

সূরা আল হাজ্জঃ (আয়াত- ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮)।

17/06/2024

আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য (কুরবানীর) নিয়ম করে দিয়েছি। তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিযক্ দেয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, (এই বিভিন্ন নিয়ম-পদ্ধতির মূল লক্ষ্য কিন্তু এক- আল্লাহর নির্দেশ পালন), কারণ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, কাজেই তাঁর কাছেই আত্মসমর্পণ কর আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে-
‘আল্লাহ’ নামের উল্লেখ হলেই যাদের অন্তরাত্মা কেঁপে উঠে, যারা তাদের বিপদাপদে ধৈর্যধারণ করে, নামায কায়িম করে, আর তাদেরকে আমি যে রিযক্ দিয়েছি তাত্থেকে তারা ব্যয় করে।

আর (কুরবানীর) উটগুলোকে আমি করেছি আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। তাতে তোমাদের জন্য কল্যাণ আছে, কাজেই সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওগুলোর উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ কর। যখন তা পার্শ্বভরে পড়ে যায়, তখন তাথেকে খাও আর যারা (ভিক্ষে না ক’রে) পরিতৃপ্ত থাকে তাদেরকে আর যারা কাকুতি মিনতি ক’রে যাচ্ঞা করে তাদেরকেও খাওয়াও। এভাবে আমি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।

সূরা আল হাজ্জঃ (আয়াত- ৩৪, ৩৫ ও ৩৬)।

17/06/2024

لَنۡ يَّنَالَ اللّٰهَ لُحُـوۡمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنۡ يَّنَالُهُ التَّقۡوٰى مِنۡكُمۡ​ؕ كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمۡ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمۡ​ؕ وَبَشِّرِ الۡمُحۡسِنِيۡنَ‏ (٣٧)

আল্লাহর কাছে ওগুলোর না গোশত পৌঁছে, আর না রক্ত পৌঁছে বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিনি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পার এজন্য যে, তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, কাজেই সৎকর্মশীলদেরকে তুমি সুসংবাদ দাও।

আহ। মানুষ কতো কিছুই না আবিষ্কার করলো! এসব দেখে শুধুই মনের তৃপ্তি হয়, কিন্তু বাস্তবিক?আসলেই কি আমরা কেউ জানি আর কতো সময় আ...
15/06/2024

আহ। মানুষ কতো কিছুই না আবিষ্কার করলো!
এসব দেখে শুধুই মনের তৃপ্তি হয়, কিন্তু বাস্তবিক?
আসলেই কি আমরা কেউ জানি আর কতো সময় আমরা বেঁচে থাকবো?

14/06/2024

এই জগতে বিত্ত্ব-অর্থের মধ্যেই সকলের ভালবাসা নিহিত।।
এতে বাদ দেয়া যাবেনা পিতা মাতাকেও...।।

আপনার কাছে সামান্য অর্থ থাকলেও তা যদি মহান রব্বের শুকরিয়ায় সন্তোষ থাকা যায় সেখানেই সুখ অনিবার্য। তবে বর্তমান প্রেক্ষাপট ...
09/06/2024

আপনার কাছে সামান্য অর্থ থাকলেও তা যদি মহান রব্বের শুকরিয়ায় সন্তোষ থাকা যায় সেখানেই সুখ অনিবার্য। তবে বর্তমান প্রেক্ষাপট বড়ই অদ্ভুদ। অধিকাংশ নারী-পুরুষরাই তাদের নিজের চাহিদায় নফসের কাছে হেরে যায়। ভুলে যায় আল্লাহর নির্দেশিত বিধান।

04/06/2024

ঘূর্ণিঝড় সিডর পরবর্তী এমন ধ্বংসযজ্ঞ আর দেখেনি কুয়াকাটার উপকূলবাসী। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সমুদ্র উপকূলের হা....

21/05/2024

মায়ের সাথে যখন।।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।হে আল্লাহ। আপনি তাকে জান্নাত নসীব করুন। আমীন। ইসলামের জিহাদের পথে এই সময়ে আপনার ব...
20/05/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
হে আল্লাহ। আপনি তাকে জান্নাত নসীব করুন। আমীন।

ইসলামের জিহাদের পথে এই সময়ে আপনার বিদায়, এই অনুভূতিটা সবচেয়ে কষ্টের! আল্লাহ আমাদের পথ নিশ্চই সহজ করে দিবেন।

07/05/2024

কুয়াকাটায় বেরীবাধের বাইরে উচ্ছেদ অভিযানের পর যখন শতশত গাছ কর্তন করা হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন?

07/05/2024

আপনি যত ভদ্র, নম্র, বিনয়ী ও নৈতিক অবস্থানে থাকার চেষ্টা করবেন সমাজ আপনাকে ততই বিপদে ফেলবে।
(copy)

04/05/2024

মসুর ডাল ১৬০,আলু ৬০, পেয়াজ ৮০, চাল ৮০, সরিষার তেল ৪০০, শুকনা মরিচ ৪০০ টাকা কেজি দরই কি আমাদের উন্নয়ন?

Address

Kuakata, Mahipur
Patuakhali
088

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801717189939

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাংবাদিক, আব্দুল কাইয়ুম আরজু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাংবাদিক, আব্দুল কাইয়ুম আরজু:

Videos

Share