H.Kabir

H.Kabir I am a video creator. I love making video please do follow my page.

17/04/2024

এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে।

প্রশংসা পাওয়ার মত একটা কাজ করছে মেয়ে পক্ষ।  বিয়েতে যৌতুক চাওয়ায় বরের পিতাকে রশি দিয়ে বেঁধে রেখেছেন মেয়ের পরিবার।
17/04/2024

প্রশংসা পাওয়ার মত একটা কাজ করছে মেয়ে পক্ষ।

বিয়েতে যৌতুক চাওয়ায় বরের পিতাকে রশি দিয়ে বেঁধে রেখেছেন মেয়ের পরিবার।

16/04/2024

"Heat Wave" আসিতেছে
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বাভাবিক পানি পান করুন এবং
ধীরে ধীরে পান করুন।
ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য:

১.যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২.যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩.ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪. অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

কি আশ্চর্যজনক আবিষ্কার!বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে,পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পরে তাদের বাস...
16/04/2024

কি আশ্চর্যজনক আবিষ্কার!বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে,পিঁপড়ারা শীতের জন্য প্রয়োজনীয় শস্য এবং বীজ সংগ্রহ করার পরে তাদের বাসাগুলিতে সংরক্ষণ করার আগে সেই বীজগুলি প্রতিটা অর্ধেক ভাগ করে ফেলে।

এর কারণ :সেগুলিকে অর্ধেক করে ভেঙ্গে ফেল্লে বৃষ্টির মদ্ধেও অঙ্কুরোদগম করা থেকে বিরত রাখে।

কিন্তু বিজ্ঞানীরা হতবাক হয়ে গিয়েছিলেন যখন তারা আবিষ্কার করেছিলেন যে পিঁপড়ার বাসাটিতে সংরক্ষিত ধানের বীজ 2 টুকরার পরিবর্তে 4 টুকরো হয়ে গেছে। গবেষণার পরে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে,একটি ধানের বীজ দুটি ভাগে বিভক্ত হওয়ার পরেও অঙ্কুরিত হবে, তবে এটি চার ভাগে বিভক্ত হওয়ার পরে আর অঙ্কুরিত হবে না। তাহলে এই ক্ষুদ্র প্রাণীরা কিভাবে এই সব যানে? সুবহানাল্লাহ!

আল্লাহ তায়ালার প্রত্যেকটা সৃষ্টির মদ্ধে তার আলাদা আলাদা বৈশিষ্ট্য খুঁজে পাবেন।
আল্লাহু আকবার!

11/04/2024

"দে দে পাল তুলে দে মাঝি হেলা করিসনা,ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা"

গান করাটা আমার পেশা বা নেশা কোনটাই নয়। ঈদের লম্বা ছুটিতে কারন বশত বাড়ি যেতে পারিনি, সময় কাটছে না যার দরুন গান গেয়ে সময় কাটাচ্ছি।আশা করি সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।

09/04/2024

কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি,
ও মোন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।

পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত জুমুআর খুৎবাহ!বিখ্যাত ফি/লি/স্তি/নি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত (হাফি.) ইতিহাসের সবচেয়ে সং...
05/04/2024

পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত জুমুআর খুৎবাহ!

বিখ্যাত ফি/লি/স্তি/নি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত (হাফি.) ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমু'আর খুতবায় বলেন,
"যদি ৩০ হাজার শহীদ, ৭০ হাজার আহত এবং ২০ লক্ষ গৃহহীন ফি/লি/স্তি/নি মুসলিম আপনাদের জাগাতে না পারে, তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায় আপনারা জাগ্রত হবেন?
খুতবাহ শেষ!

কাতার সোজা করুন। সলাতে দাঁড়িয়ে যান।
বলেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন।

জালিমের জুলুম একদিন ঠিকই ফুরাবে। কিন্তু অন্তিম দিনে জবাবদিহিতায় ভুগতে হবে।
কেন তুমি নিরব ছিলে?🥲🥲🥲🥲,,,,,,

04/04/2024

কয়েকদিন পর দেখবো এই ডকতর আফার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে,হয়ে যাবে সেই চোরা সিদ্দিকের মত সেলিব্রিটি।আর তার জন্য সহায়ক হিস...
28/03/2024

কয়েকদিন পর দেখবো এই ডকতর আফার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে,হয়ে যাবে সেই চোরা সিদ্দিকের মত সেলিব্রিটি।আর তার জন্য সহায়ক হিসেবে কাজ করবে মিডিয়া কর্মীরা।।

সে তো ভূয়া প্রমানিত, কেন বার বার তার ইন্টারভিউ নেয়া লাগবে?

সৃষ্টির সেরা জীব মানুষ। (আমরা মানুষ তবে মনুষ্যত্বহীন মানুষ)হবিগঞ্জ,চুনারুঘাট,রাণীগাঁও বাজারে  কলাতে মুখ দেওয়ার অপরাধে বি...
26/03/2024

সৃষ্টির সেরা জীব মানুষ।
(আমরা মানুষ তবে মনুষ্যত্বহীন মানুষ)

হবিগঞ্জ,চুনারুঘাট,রাণীগাঁও বাজারে কলাতে মুখ দেওয়ার অপরাধে বিক্রেতার মাথার উপর তুলে আচাড় মেরেছে ছাগলটিকে ৷
মুহুর্ত্বেই মৃত্যু হয় ছাগলটির ৷ মরে পড়ে থাকা ছাগলটির দুধ খাচ্ছে তার বাচ্চা ৷

খালার প্রসংশা করতেই হয়।এক প্লেট খাবার দিয়ে কতগুলো মানুষ খুশি করলো খালা।
26/03/2024

খালার প্রসংশা করতেই হয়।এক প্লেট খাবার দিয়ে কতগুলো মানুষ খুশি করলো খালা।

23/03/2024

"মা কেন এত দামি জানেনা সকলে,জানতো যদি পড়তো দেখে কোরয়ান হাদিস খুলে।মকবুল হজ্বের সওয়াব মিলে মা'কে একবার দেখিলে"

ভিডিওটি না দেখে মোবাইলটি কানের কাছে নিয়ে শুনুন,মায়া ভরা একটি শব্দ শুনতে পাবেন।ছোট বেলায় আমরাও মা'কে এভাবে ডেকেছি,যত আবদার মা'য়ের কাছেই করেছি মা'কে একটা মুহূর্তের জন্য না দেখলে পৃথিবী বিষাদময় মনে হত।সেই মা'কে আমরা কিভাবে ভুলে যাই?যেই মা তোমাকে ১০মাস ১০দিন গর্ভেধারন করেছে,সেই সময়টা কি এতোটাই সহজ ছিল?খুব সহজেই তুমি বুঝতে পারবে যদি তোমার গর্ভবতী স্ত্রীর দিকে একবার তাকাও,ঠিক তোমাকে পেটে নিয়েও তোমার মা এতটা কষ্ট করেছে। সীমাহীন কষ্ট, এই কষ্ট শুধু মা'য়েরাই জানে।তুমি যখন দুনিয়ায় আসলে তোমাকে নিয়ে মা'য়ের নতুন করে আবার কষ্ট শুরু হলো।সারা দিন সংসারের কাজ করে রাতে যখন ঘুমাতে যেত তখনই তোমার কান্না শুরু হতো,তোমাকে কোলে নিয়ে হাটতো,দোল দিতো তুমি ঠিকই ঘুমিয়ে যেতে কিন্তু ঘুমাতে পারতোনা তোমার মা,হাঁটা বন্ধ করলেই যে, তোমার ঘুম ভেংগে যেত।দিনের পর দিন নির্ঘুম রাত পার করেছে শুধু তোমাকে বড় করার জন্য।রোযার মদ্ধে রাতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ঘুম কম হয় তার জন্য অনেকেই সকাল ১০টা পর্যন্ত ঘুমিয়ে থাকেন তার পরেও অনেক ক্লান্তুিবোধ হয় কিন্তু আপনার মা রাতের ঘুমের ঘাটতি দিনে পুরন করতে পারতোনা সংসারের কাজ,সন্তানের খাবারের ব্যবস্হা করতে করতেই আবার রাত হয়ে যেত।সেই মা'কে আমরা কিভাবে অবহেলা করি?শত কষ্ট শত যন্ত্রনা সয্য করে তোমাকে বড় করে তুলছে আবার তোমাকে নিয়ে সেই যনম দুঃখী মা চোখে স্বপ্নের জাল বুনছে তুমি বড় হবে অনেক বড় হবে, বর অফিসার হবে,অনেক বর ব্যবসায়ী হবে, ঘর বাড়ি প্রচুর অর্থের মালিক হবে তোমার মায়ের হাজারো দুঃখ কষ্ট মুছে দিবে,একসাথে থাকবে এক সাথে খাবে। কিন্তু শেষমেষ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেল,তুৃমি ঠিকই অফিসার হয়েছো,বড় ব্যবসায়ী হয়েছে বরো বরো মাছ,মাংস,বিরিয়ানি, ইফতারে ১০ আইটেম খাওন,বিভিন্ন আত্বীয় নিয়ে অনুষ্ঠান করছো কিন্তু তোমার মা সকল প্রকার আয়োজন থেকে দূরেবসে চোখের জ্বল ফালাচ্ছে।কিভাবে পারো মা'য়ের সাথে এটা করতে?অথচ তোর সকল দায়িত্বের মদ্ধে বড় দায়িত্ব হচ্ছে মা'কে খুশি রাখা।
যাকে অবজ্ঞা কর,কষ্ট দেও, বউয়ের কথায় ঘর থেকে বের করে দেও অথচ সেই মায়ের পায়ের তলেই তোর জান্নাত।
মা'তো🥲একবার মায়ের কাছে মাফ চা দেখবি তোরে মাফ করে দিছে,তোর কপালটা পুরে গেছে কোরয়ান হাদিসের আলোকে দুনিয়া আখেরাত সব শেষ তোর।এখনো সময় আছে মায়ের কাছে বল মা আমি ভুল করছি আমাকে মাফ করে দেও, দেখবি মাফ না করে থাকতে পারবেনা কেননা তোকে যে তোর মা বড্ড ভালোবাসে।

18/03/2024
পৃথিবীতে ২ শ্রেণীর লোক আছে যারা তাদের কাজের বিবরণ নিম্নরুপ ভাবে দিবে:১ম শ্রেণী: ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভেঁজেছি।২য় শ্রেণী:...
11/03/2024

পৃথিবীতে ২ শ্রেণীর লোক আছে যারা তাদের কাজের বিবরণ নিম্নরুপ ভাবে দিবে:

১ম শ্রেণী: ফ্রিজ থেকে মাছ নামিয়ে ভেঁজেছি।

২য় শ্রেণী:ফ্রিজ থেকে মাছ নামাবো,মাছ তো খুলে না,বরফ হইয়া আছে।খুন্তি দিয়া ঠেইল্লা ঠেইল্লা উঠাই আর আল্লাহ রে ডাকি ও খোদা আজকে কেম্নে মাছ ভাঁজবো।অনেক কষ্টে মাছ খোলার পর পানির টেপ ছাড়ছি,বড় বালতি তে ভিজাইছি।তারপর লবণ দিয়া কচলাইয়া ধুইছি।ধোয়ার পর হলুদ দিছি,মরিচ দিছি,লবন দিছি,,,দিয়া ভালো করে মেখে রেখে দিছি।কড়াই তেল দিছি,দিয়া আস্তে আস্তে কড়া করে ভেঁজে প্লেট এ সুন্দর করে তুলছি,,তোমরা খাবা,,তোমাদের জন্য তো আমার কলিজা ও ভাঁজি করে ফেলতে পারমু,মাছ তো কোন ব্যাপার ই না😬

উপরের লেখা বিশ্লেষন করলে দেখা যায় ২জনের কাজের পরিমান ই সমান🤔

কিন্তু

আদতে বেশি বকবক করতে না পারার কারনে ১ম শ্রেনীর লোকেদের কাজ সব সময় আন্ডার রেটেড থাকে।

আর ২য় শ্রেনীর লোকগন বেমালা এচিভমেন্ট এর খেতাব পায়🫣।"""""""""""

29/02/2024

আল কুরআনের ১০০ নির্দেশনা:
""""""""""""""""""""""""""""""""""""""""""""
০১. কথাবার্তায় কর্কশ হবেন না। (০৩ঃ১৫৯)
০২. রাগকে নিয়ন্ত্রণ করুন (০৩ঃ১৩৪)।
০৩. অন্যের সাথে ভালো ব্যবহার করুন। (০৪ঃ ৩৬)
০৪. অহংকার করবেন না। (০৭ঃ ১৩)
০৫. অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করুন (০৭ঃ ১৯৯)
০৬. লোকদের সাথে ধীরস্থির হয়ে শান্তভাবে কথা বলুন। (২০ঃ ৪৪)
০৭. উচ্চস্বরে কথা বলবেন না। (৩১ঃ ১৯)
০৮. অন্যকে উপহাস করবেন না (৪৯ঃ ১১)
০৯. পিতামাতার প্রতি দায়িত্বশীল আচরণ করুন। (১৭ঃ ২৩)
১০. পিতামাতার প্রতি অসম্মানজনক শব্দ উচ্চারণ করবেন না। (১৭ঃ ২৩)
১১. অনুমতি না নিয়ে পিতামাতার শোবার ঘরে প্রবেশ করবেন না। (২৪ঃ ৫৮)
১২. ঋণ গ্রহণ করলে তা লিখে রাখুন। (০২ঃ ২৮২)
১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না। (০২ঃ ১৭০)
১৪. ঋণ গ্রহণকারীর কঠিন পরিস্থিতিতে পরিশোধের সময় বাড়িয়ে দিন। (২ঃ ২৮০)
১৫. কখনো সুদের সাথে জড়িত হবেন না। (০২ঃ ২৭৫)
১৬. কখনো ঘুষের সাথে জড়িতে হবেন না। (০২ঃ১৮৮)
১৭. প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। (০২.১৭৭)
১৮. আস্থা রাখুন (০২ঃ ২৮৩)
১৯. সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করবেন না। (২:৪২)
২০. ইনসাফের সাথে বিচার করবেন। (০৪ঃ ৫৮)
২১. ন্যায়বিচারের জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। (০৪: ১৩৫)
২২. মৃতদের সম্পদ তাদের পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করুন। (০৪ঃ ০৭)
২৩. মহিলাদের উত্তরাধিকারের অধিকার আদায় করুন। (০৪ঃ ০৭)
২৪. এতিমদের সম্পত্তি গ্রাস করবেন না। (০৪.১০)
২৫. এতিমদের রক্ষা করুন। (০২.২২০)
২৬. অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবেন না। (০৪ঃ ২৯)
২৭. মানুষের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য চেষ্টা করুন। (৪৯ঃ ০৯)
২৮. সন্দেহ এড়িয়ে চলুন। (৪৯ঃ ১২)
২৯. গুপ্তচরবৃত্তি করবেন না, কুৎসা রটাবেন না। (৪৯ঃ ১২)
৩০. আল্লাহর বিধানুসারে বিচার করুন। (০৫ঃ ৪৫)
৩১. সাদাকাতে সম্পদ ব্যয় করুন। (৫৭ঃ০৭)
৩২.দরিদ্রকে খাবার খাওয়ান। (১০৭ঃ ০৩)
৩৩. অভাবীকে অভাব পূরুনের উপায় বাতলে দিন। (০২ঃ ২৭৩)
৩৪. অপব্যয় করবেন না। (১৭ঃ ২৯)
৩৫. খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবেন না। (০২ঃ ২৬৪)
৩৬. অতিথিকে সম্মান করুন। (৫১ঃ ২৬)
৩৭. কেবলমাত্র নিজে আমল করে তারপর সংশ্লিষ্ট বিষয়ে অন্যকে আমল করার আদেশ দিবেন। (০২ঃ৪৪)
৩৮. কাউকে গালাগালি করবেন না। (০২ঃ ৬০)
৩৯. লোকজনকে মসজিদে যেতে বাধা দিবেন না। (০২ঃ ১৪৪)
৪০. কেবল তাদের সাথেই লড়াই করুন, যারা আপনার সাথে লড়াই করে (০২ঃ ১৯০)
৪১. যুদ্ধের শিষ্টাচার মেনে চলুন। (০২ঃ ১৯১)
৪২. যুদ্ধেংদেহী হবেন না। (০৮ঃ১৫)
৪৩. দ্বীন নিয়ে বাড়াবাড়ি করবেন না। (০২ঃ ২৫৬)
৪৪. সকল নবির উপর ঈমান আনুন। (২: ২৮৫)
৪৫. স্ত্রীর মাসিকের সময় যৌন মিলন করবেন না। (০২ঃ ২২২)
৪৬. আপনার শিশুকে পূর্ণ দুবছর বুকের দুধ খাওয়ান। (০২ঃ ২৩৩)
৪৭. অননুমোদিত উপায়ে যৌন মিলন করবেন না। (১৭ঃ ৩২)
৪৮. যোগ্যতা অনুসারে নেতৃত্বের দায়িত্ব অর্পণ করুন। (০২ঃ ২৪৭)
৪৯. কোনো ব্যক্তিকে সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপিয়ে দিবেন না। (০২ঃ ২৮৬)
৫০. বিভক্তি উসকে দিবেন না। (০৩ঃ ১০৩)
৫১. মহাবিশ্বের বিস্ময় ও সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন (৩: ১৯১)
৫২. আমল অনুযায়ী পুরুষ ও মহিলাদের সমান পুরষ্কার পাবেন; তাই আমল করুন। (৩: ১৯৫)
৫৩. 'মাহরাম' আত্মীয়কে বিবাহ করবেন না। (০৪ঃ ২৩)
৫৪. পুরুষ হিসেবে মহিলাদের সুরক্ষা দিন। (০৪ঃ ৩৪)
৫৫. কৃপণ হবেন না । (০৪ঃ ৩৭)
৫৬. অন্তরে পরশ্রীকাতরতা পুষে রাখবেন না। (০৪ঃ ৫৪)
৫৭. একে অপরকে হত্যা করবেন না। (০৪ঃ ৯২)
৫৮. প্রতারণার পক্ষে ওকালতি করবেন না। (০৪ঃ ১০৫)
৫৯. পাপ কাজে এবং আগ্রাসনে সহযোগিতা করবেন না। (০৫ঃ০২)
৬০. সৎ কাজে সহযোগিতা করুন। (০৫ঃ ০২)
৬১. সংখ্যাগরিষ্ঠতা পেলেই কোনোকিছু সত্য বলে গ্রহণ করবেন না। ( ০৬ঃ ১১৬)
৬২. ন্যায়বিচার করুন। (০৫ঃ ০৮)
৬৩. অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। (০৫ঃ ৩৮)
৬৪. পাপ ও বেআইনী কাজের বিরুদ্ধে লড়াই করুন (০৫ঃ ৬৩)
৬৫. মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস ভক্ষণ থেকে দূরে থাকুন। (০৫ঃ ০৩)
৬৬. মাদক এবং অ্যালকোহল এড়িয়ে চলুন (৫:৯০)
৬৭. জুয়া খেলবেন না। (০৫ঃ ৯০)
৬৮. অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা করবেন না। (০৬ঃ ১০৮)
৬৯. ক্রেতাকে ঠকানোর উদ্দ্যেশ্যে মাপে কম দিবেন না। (০৬ঃ ১৫২)
৭০. খান এবং পান করুন; তবে অপচয় করবেন না। (০৭ঃ ৩১)
৭১. নামাজের সময় ভালো পোশাক পরিধান করুন। (০৭ঃ ৩১)
৭২. আশ্রয়প্রার্থীকে সুরক্ষা দিন, সহযোগিতা করুন। (০৯ঃ ০৬)
৭৩. বিশুদ্ধতাকে আঁকড়ে ধরুন। (০৯ঃ ১০৮)
৭৪. আল্লাহর রহমতের আশা কখনই পরিত্যাগ করবেন না। (১২ঃ ৮৭)
৭৫. অজ্ঞতাবশত ভুল করলে আল্লাহর ক্ষমা প্রত্যাশা করুন। ( ১৬ঃ ১১৯)
৭৬. মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন হিকমা ও উত্তমভাবে। (১৬ঃ ১২৫)
৭৭. অন্যের পাপের বোঝা কাউকে বইতে হবে না, বিশ্বাস করুন। (১৭ঃ ১৫)
৭৮. দারিদ্র্যের ভয়ে আপনার বাচ্চাদের হত্যা করবেন না। (১৭ঃ ৩১)
৭৯. যে বিষয়ে জ্ঞান আপনার জ্ঞান নাই, সে বিষয়ে কারও পিছু লাগবেন না। (১৭ঃ ৩৬)
৮০. নিরর্থক কাজ থেকে দূরে থাকুন। (২৩ঃ ০৩)
৮১. অনুমতি না নিয়ে অন্যের বাড়িতে প্রবেশ করবেন না। (২৪ঃ ২৭)
৮২. যারা আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাদের জন্য তিনি নিরাপত্তার ব্যবস্থা করবেন, এই বিশ্বাস রাখুন। (২৪:৫৫)
৮৩. জমিনে নম্রভাবে চলাফেরা করুন। (২৫ঃ ৬৩)
৮৪. পৃথিবীতে আপনার অংশকে অবহেলা করবেন না। (২৮ঃ ৭৭)
৮৫. আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকবেন না। (২৮ঃ ৮৮)
৮৬. সমকামিতার ঘৃণ্য কাজে লিপ্ত হবেন না। (২৯ঃ ২৯)
৮৭. সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজে বাধা দিন। (৩১ঃ ১৭)
৮৮. জমিনের উপর দম্ভভরে ঘুরে বেড়াবেন না। (৩১ঃ ১৮)
৮৯. মহিলারা তাদের জাকজমকপূর্ণ পোষাক প্রদর্শন করে বেড়াবে না। (৩৩ঃ ৩৩)
৯০. আল্লাহ সকল গুনাহ ক্ষমা করেন, বিশ্বাস রাখুন। (৩৯ঃ ৫৩)
৯১. আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। (৩৯ঃ ৫৩)
৯২. ভালো দ্বারা মন্দকে প্রতিহত করুন। (৪১ঃ ৩৪)
৯৩. পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করুন। (৪২ঃ ১৩)
৯৪. সর্বোত্তম মানুষ হওয়ার লড়াই করুন। (৪৯ঃ ১৩)
৯৫. বৈরাগ্যবাদী হবেন না। ( ৫৭ঃ ২৭)
৯৬. জ্ঞান অন্বেষণে ব্যাপৃত হোন। ( ৫৮ঃ ১১)
৯৭. অমুসলিমদের সাথে সদয় এবং নিরপেক্ষ আচরণ করুন। (৬০ঃ ০৮)
৯৮. লোভ থেকে নিজেকে বাঁচান। (৬৪ঃ ১৬)
৯৯/আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। (৭৩ঃ ২০)
১০০/ভিক্ষুককে ফিরিয়ে দিবেন না। (৯৩ঃ ১০)
Collected.
"""""""""""""""""""""""""""""""""""""" ”

23/02/2024

এম.আর. মাহমুদ হুমায়ূন কবির Sohel Mahamud

16/02/2024

লালনগীতি,,,আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়......

টিকটকের যুগে এই গান গুলি হারিয়ে যাচ্ছে।

14/02/2024

সফলতার ভাগ সবাইকে দিতে হবে, ব্যর্থতার ভাগ নিজেকে নিতে হবে তাহলেই বেশি বেশি সফলতা পাওয়া যাবে।

13/02/2024

ঠান্ডা মাথায় একপ্রকার চাঁদাবাজী। একেতো চাঁদাবাজী দ্বিতীয়ত প্রাণীটাকে কষ্ট দেওয়া। প্রশাসনের উচিৎ এই ব্যাপারে ভূমিকা নেওয়া।যার যেখানে থাকার কথা বা বসবাস করার কথা তাকে সেখানে না রেখে অন্যত্র রাখা মানে তাকে স্বাধীন ভাবে বাঁচতে না দেওয়া।প্রত্যেকটা প্রানীরই স্বাধীন ভাবে বাঁচার অধিকার আছে।
Everyone

Tasty Treat,Habigonj.
09/02/2024

Tasty Treat,Habigonj.

08/02/2024

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

(গতির_ক্ষতি)
সংগৃহিত

08/02/2024

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💚💚💚💚💚💚💚
























05/02/2024

Address

Patuakhali

Telephone

+8801733169410

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H.Kabir:

Videos

Share


Other Digital creator in Patuakhali

Show All

You may also like