M M Ayub Uddin

M M Ayub Uddin i am freelancer

18/01/2024
প্রিয় পাগল আমার।
13/12/2023

প্রিয় পাগল আমার।

13/12/2023

গত বছর। ২২

কালিশুরি,ভাইয়ের ট্রিটে।
13/12/2023

কালিশুরি,ভাইয়ের ট্রিটে।

13/12/2023

খুব ভয়ানক দিন সামনে আসতেছে।

আমি
13/12/2023

আমি

29/11/2023

We are a Good Muslim

21/06/2023

রাহমতের বৃষ্টি

20/06/2023

যারা ইমামের বেতন বাড়ানো নিয়ে টালবাহানা করেন তাদের জন্য এই বয়ানটি।

17/06/2023

হাসিনা নাম ডাকাতে বাবুটা কান্না করতেছে।

15/06/2023

যারা দ্রুত পেজের মনিটাইজেশন করাতে চাচ্ছেন তারা চাইলে ৫ হাজার ফলোয়ার আর ৬০ হাজার ওয়াচ টাইম নিতে পারেন।

15/06/2023

আমিও থাকব না।

শায়খুল হাদীস আল্লামা শফি সাহেব হুজুর রহঃ এর সুযগ্য সাহেব জাদা মাওলানা আনাস মাদানি সাহেব। শায়েখে চরমোনাই এর খোজ খবর নেওয়া...
15/06/2023

শায়খুল হাদীস আল্লামা শফি সাহেব হুজুর রহঃ এর সুযগ্য সাহেব জাদা মাওলানা আনাস মাদানি সাহেব। শায়েখে চরমোনাই এর খোজ খবর নেওয়ার জন্য চরমোনাইতে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ।

15/06/2023

কতোটা নির্মম হলে এমন কাজ করতে পারে।
গতকাল রাতে, বগা ইউনিয়ন নিবাসীর গোয়াল ঘরে আগুন দিয়ে তার ৮টা গরু ও হাস মুরগি মেরে ফেলে।

ঈদ মোবারাক
15/06/2023

ঈদ মোবারাক

12/05/2023

সোনা মনি।

14/11/2022

আমার লক্ষি সোনা

আগামীর সৈনিক।
14/11/2022

আগামীর সৈনিক।

এক দিন বিচার হবেই
30/10/2022

এক দিন বিচার হবেই

13/10/2022

নতুন করে

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক অনুষ্ঠিতস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করছেন হেফাজতে ...
29/06/2022

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজত নেতাদের বৈঠক অনুষ্ঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল।

হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ও হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন, নায়েবে আমীর মাওলানা ফুরকানউল্লাহ্‌ খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী ও ঢাকা মহানগর সেক্রেটারি মুফতী কিফায়াতুল্লাহ আযহারী।

আজ মঙ্গবার (২৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হচ্ছে-
(এক) আগামী ঈদুল আযহার আগে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলায় আটককৃত আলেম-উলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তি দিন। এসময় বন্দি আলেমদের অনেকে গুরুতর অসুস্থ হয়ে হুইলচেয়ারে আদালতে আসার বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়াও আলেম-উলামাদের অনেকে গ্রেপ্তার থাকার কারণে তাদের পরিবার ও প্রতিষ্ঠানের দুরাবস্থার বিষয়টিও মন্ত্রীকে জানানো হয়।

(দুই) গত কিছুদিন পূর্বে কথিত গণকমিশন নামে একটি ভুঁইফোড় সংগঠন দেশের ১১৬ আলেম ও ১০০০ হাজার মাদরাসার নামের লিস্ট তৈরি করেছে। তারা এটির নাম দিয়েছে ''শ্বেতপত্র''। ইতোমধ্যে তারা এই শ্বেতপত্র দুর্নীতি দমন কমিশনেও জমা দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই এটি দেশের আলেম-ওলামা ও মসজিদ মাদরাসার বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্রের অংশ। তারা কথিত শ্বেতপত্রে দেশের প্রায় সকল মাদরাসাকে জঙ্গিবাদের সাথে যুক্ত করেছে। আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে কথিত এই শ্বেতপত্র বাজেয়াপ্ত করতে হবে। এবং গণকমিশন নামের কথতি এই সংগঠনের লোকদের আইনের আওতায় আনতে হবে। তারা শান্ত পরিস্থিতিকে অশান্ত করার চক্রান্ত্র করছে।

(তিন) শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ.-এর সময় থেকে বারবার বলা হয়েছে হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত ২০১৩ ও ২০১৬ সালের মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তার একটিও প্রত্যাহার করা হয়নি। বরং গত বছর যে সকল আলেম-ওলামাদের গ্রেপ্তার করা হয়, তাদের প্রায় সকলকেই ২০১৩ ও ২০১৬ সালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। উপরন্ত ২০২১ সালের নতুন আরো অনেক মামলা দেওয়া হয়েছে। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সকল মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা করুন।

(চার) সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়ীশা রাঃ সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এই ঘটনায় পুরো মুসলিম বিশ্ব প্রতিবাদে সোচ্চার হয়েছে। বাংলাদেশের নবি প্রেমীরাও প্রতিবাদ জানিয়েছেন। আমরা আপনার মাধ্যমে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, যেন এই ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়।

(পাঁচ) আমরা জানতে পেরেছি শিক্ষা আইন-২০২২ -এর খসড়া চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এই শিক্ষা আইনে যেহেতু কওমী মাদরাসা সহ সকল ধরনের শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তাই আমাদের দাবি হচ্ছে, খসড়া কমিটিতে কওমী মাদরাসার ওলামায়ে কেরামের প্রতিনিধিত্ব যেন থাকে।

সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের কয়েকজন নেতা কারাগারে অসুস্থ হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আমি বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নেবো।

গণকমিশনের শ্বেতপত্র বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এর কোন কার্যকারিতা নেই এবং এটা আর অগ্রসর না হওয়ার প্রতিশ্রুতি দেন।

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতা কর্তৃক মানবতার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাঃ-কে কটূক্তির বিষয়ে মন্ত্রী বলেন, আপনারা প্রতিবাদ জানিয়েছেন, আমরাও এই ঘটনায় ব্যথিত হয়েছি। ঐ সময়টায় আমি অসুস্থ ছিলাম। আপনাদের দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌছাবো।

শিক্ষা আইন-২০২২ এর খসরা কমিটিতে আলেমদের অন্তর্ভুক্তির জন্য আল হাইয়াতুল উলায়ার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করার পরামর্শ দেন।

এ সময় আইন শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ মন্ত্রণালয়ের অনেক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী
প্রচার সম্পাদক
হেফাজতে ইসলাম বাংলাদেশ

i am freelancer

নতুন রেটরবি ধামাকা👇      ▶️১জিবি ১০১০মিনিট✅🖼️মেয়াদ ৩০ দিন✅💰 অফার মুল্য মাত্র ৪৫০ট✅❌রেগুলার ৬০৪টাকা ❌ 🇧🇩 অলবিডি  ✅এয়ারটে...
29/06/2022

নতুন রেট
রবি ধামাকা👇

▶️১জিবি ১০১০মিনিট✅
🖼️মেয়াদ ৩০ দিন✅
💰 অফার মুল্য মাত্র ৪৫০ট✅
❌রেগুলার ৬০৪টাকা ❌
🇧🇩 অলবিডি ✅

এয়ারটেল 👇
☎️ ৫০/১০০০ মিনিট ৫০০
🖼️মেয়াদ ৩০ দিন✅
💰 অফার মুল্য মাত্র ৫৯০ট✅
❌রেগুলার ৬৪৮টাকা ❌

▶️ ৫০/৬০ জিবি ১২০০/১৩০০মিনিট✅
🖼️মেয়াদ ৩০ দিন✅
💰 অফার মুল্য মাত্র ৫৪৫ট✅
❌রেগুলার৭৯৯ টাকা ❌

এছাড়াও আরো অনেক ড্রাইভ চালু আছে

i am freelancer

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when M M Ayub Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M M Ayub Uddin:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Patuakhali

Show All