Abdur Rahim

Abdur Rahim Religious Teacher, Shilai Haji Monir Uddin High School. Khatib, Shilai Baitun Noor Jame Masjid.

22/04/2024

আমরা কবে যে আমাদের ভালটা বুঝবো!!

রেকর্ড এবং এচিভমেন্টঃ
----------------------------------
রেকর্ড কাকে বলি আমরা?
যখন এমন কিছু করি যা আগে কেউ করে নি, তাঁকেই
রেকর্ড বলা হয়। কিন্তু রেকর্ড মানেই কি শ্রেষ্ঠত্ব?
মেসি এক পঞ্জিকা বর্ষে ৯১ গোল করেছে, এটা রেকর্ড।
আবার কুষ্টিয়ার এক লোক ৯১ মিটার লম্বা আর্জেনটিনার পতাকা বানিয়েছে, এটাও রেকর্ড।
দুটো রেকর্ড কি এক?

রেকর্ড যদি কোন এচিভমেন্ট না দেয়, তাহলে সে রেকর্ডের মূল্য কি?
লক্ষ কিংবা কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গাইল, এটা কি এচিভমেন্ট?
সিংগাপুর বর্তমান পৃথিবীতে প্রথম ধনী পাঁচ দেশের একটি।
এর মানে কি?
এর মানে ওরা স্বচ্ছল।
এর মানে ওদেরকে কুমড়া দিয়ে পিয়াজু বানাতে হয় না।
এর মানে ওরা কাঁঠাল খায় এবং বীফ বার্গার খায়, কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় না।
ওদের দেশে ৬০০ টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পরে না, এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই।

কিন্তু সিংগাপুর দেশটির কোন খনি নেই, চাষ যোগ্য জমিও নেই। তারপরেও ওরা ধনী দেশের তালিকায় ১-৫ এর মধ্যে থাকে।
কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে।
কেন?
কারন ওদের কোটি লোক এক সাথে জাতীয় সংগীত গায় নি।
কেন?
কারন ওদের এত জনসংখ্যা নেই।
চীন ইচ্ছা করলে ১০ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত এক সাথে গাওয়াতে পারে।
তাহলে করে না কেন?
কারন চীনে এত ছাগল নেই যাঁদের বুঝানো সম্ভব যে জাতীয় সংগীত এক সাথে গেয়ে রেকর্ড করা একটা এচিভমেন্ট।

আজকেই বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের কিউএস এর একটি রেংকিং বের হয়েছে।
এতে ভারতের ৪৯ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের ১৪ টি বিশ্ব বিদ্যালয় স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশের ৩ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

আবার আজকেই আমরা আরেকটি রেকর্ড করলাম। মিঠামইনে নববর্ষ উপলক্ষ্যে ১৪ কিমি দীর্ঘ আলপনা তৈরী করেছি। এর উদ্বোধনে থাকবেন আইসিটি মন্ত্রী। কারন এটি একটি এচিভমেন্ট। একই মন্ত্রী ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে আমাজন।

যা হোক, এখন একটা কথা ভাবুন। কোনটা বেশী সম্মান জনক?
১০০০ বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া?
নাকি ১৪ কিমি আলপনা?

আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো সর্বোচ্চ দুরত্ব, এবং তা ৯০০ কিমি। চীন, অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে।
ওরা ইচ্ছা করলেই তা এক রাতে পেইন্ট করে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে।
তবে করে না কেন?
কারন ওদের দেশে গাধা জনগনের সংখ্যা কম। ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা এচিভমেন্ট। যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা মহাশূন্যে উড়িয়ে দিবেনা শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য।

আমদের উন্নয়ন কোটি কোটি বিদেশী কামলা আর দেশী গারমেন্টস কামলাদের জন্য। এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই। এসব কামলাদের টাকা খরচ করেই আমরা ১৪ কিলোমিটারের গিনেজ রেকর্ড করি, কোটি কন্ঠে জাতীয় সংগীত গাই। কিন্তু ১৮ কোটি জনসংখ্যার রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পারে।

রেকর্ড আর এচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতে পারব আর দেশে দর্জির কাজ করতে পারব। কখনোই সুন্দর পিচাই সৃষ্টি করতে পারব না

বনু কাইনুকার যুদ্ধ কেন হয়েছিলো জানেন?শুনুন ছোট একটা ঘটনা বলি!(ইবনে হিসামঃ২/৪৭,আল রাহিকুম মাখতুমঃ পৃষ্ঠাঃ২৪০-২৪২)এক মুসলি...
09/04/2024

বনু কাইনুকার যুদ্ধ কেন হয়েছিলো জানেন?
শুনুন ছোট একটা ঘটনা বলি!
(ইবনে হিসামঃ২/৪৭,আল রাহিকুম মাখতুমঃ পৃষ্ঠাঃ২৪০-২৪২)
এক মুসলিম রমনী এক ইহুদী স্বর্ণকারের কাছে গেলো।সেখানে কতিপয় ইহুদী এবং স্বর্ণকারও ইহুদি ছিলো।তারা মুসলিম রমনীকে নিকাব খোলার জন্য জোর করে।মুসলিম রমনী নিকাব খুলার জন্য নাকোচ করে।তবে ইহুদী গুলো কৌশলে তার নিকাব খুলে ফলে মুসলিম রমনী কান্না করতে থাকে।এক মুসলিম এটা দেখে সেই ইহুদী একজনকে খুন করে ফলে ইহুদি ও ওই মুসলিমকে খুন করে।
পরে ওই মুসলিমের পরিবার রাসূল সাঃ কে বিষয়টা জানালে তারপর যুদ্ধ হয়।(সংক্ষেপে)
আজ নয় বহু আগে থেকেই বিধর্মীরা আমাদের বোনদের ইজ্জত নানা কৌশলে কেড়ো নিতে চাচ্ছে বা চেয়েছে।
এবার ঘটনা টা থেকে কৌশল রপ্ত করি।

১.
সম্প্রীতি গড়েছিলাম।ইহুদীদের সাথে ব্যাবসা বানিজ্য কথা বার্তা সব হতো রাসূল এতে মানা করতো না।
তবে সম্প্রীতি তখনি নষ্ট হলো যখন ইহুদী রা আমার মুসলিম রমনীর দিকে কুনজরে হাত বাড়ালো।
হিন্দু দের সাথে ও আমরা ব্যাবসা বানিজ্য সব করবো,সম্প্রীতি রাখবো তবে আমার বোনদের দিকে কুনজর দিলে তখনি সম্প্রীতি বাদ।
বলুন তো ভাগওয়া লাভ ট্রাপের নামে ইহুদী দের পদ্ধতিতে এখনো হিন্দু রা আমার বোনের ইজ্জত কৌশলে রপ্ত করতে চাচ্ছে কিনা?যদি তাই ই হয় তবে ওই সকল গোএের সাথে সম্প্রীতি বাদ!

২.
ওই মুসলিম রমনী কান্না করাতে বা আওয়াজ তুলাতে আমরা জানতে পেরেছি ইহুদী রা বোনটার ইজ্জত নিতে চাচেছ আর তারপরই আমরা তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছি।মুসলিম রমনী যদি না রুখে দাড়াতো তাহলে আমরা জানতাম না কখনো।
তাই বর্তমান বোনদেরও বলবো!
হিন্দু ছেলেরা ইসলাম কবুলের নামে ১মে আপনাকে প্রেম করতে বলবে তাইতো?কিন্তু এটা তো জানা উচিত যেখানে নির্জনে একাকী একটা পুরুষের সাথে কথা বলাও হারাম সেখানে যে ছেলেটা আপনাকে প্রেমের অফার করছে সে কি আপনার লজ্জার ইজ্জত কেড়ে নিতে চাচ্ছে না?তবে আপনি কেন আওয়াজ তুলছেন না?আওয়াজ তুলুন তবেই আমরা জানবো।আর পদক্ষেপ নিতে পারবো।
২য়তো অনেক মুসলিম বোন ব্লাকমেইলের সীকার হচ্ছে। ১মে ভুল করেছে সেই ভুলের মাসুল দিচ্ছে।
বোন!আপনিও আওয়াজ তুলুন।তিলে তিলে মরার চেয়ে একেবারে মরাও ভালো নিজের ইজ্জত বাচাতে আওয়াজ তুলুন।মনে রাখবেন ইসলামে ইজ্জত বাচাতে জীবন দিলেও সে শহীদ(সুনানে তিরমিযী, হাদিস: ১৪২১)।কলংকের বস্তা মাথায় না নিয়ে যে হিন্দু আপনাকে ব্লাকমেইল করছে তাকে ডেকে আনুন আপনার পরিবারের লোকদের বলুন তারপর তার শাস্তি নিশ্চিত হবে যদি কাউকে বলতে না পারেন আপনিই তাকে পৃথিবী থেকে বিদায় করুন আর এতে যদি আপনার মৃত্যু হয় তবে আপনি শহীদ।
আওয়াজ তুলতে হবে বোন!
আপনারা না জানালে আপনারা সাহায্য না করলে ওদের চিহ্নিত করে যুদ্ধ করা আমাদের ক্ষেএে সহজ হবে না।

৩.
ওই মুসলিম এর পরিবার রাসূল সাঃ কে জানান ফলে রাসূল পদক্ষেপ নেন।
বোন!
আপনিই আমাদের শেষ ভরসা।ওই ছেলেটা আপনাকেই মেসেজ দিচ্ছে ফাঁদে ফেলতে চাচ্ছে। তাই আপনিই ওর সব বিষয়ে জানেন।
যখন দেখছেন ওই ছেলেটা আপনার ইজ্জত নিয়ে খেলতে চাচ্ছে বা বার বার ব্লাক মেইল করছে তখন আপনার পরিবারকে জানান।
পরিবার দেশের সরকারকে জানাবে।সরকার যদি কিছু না করে তখন আমাদের ধর্মীয় অধিকারে আমরা এর ব্যাবস্থা নিবো।তবে বোন আপনাকেই এর ১ম ধাপ পার করতে হবে।

মনে রাখবেন আপনারা ই আমাদের সম্পদ!
আপনাদের ইজ্জত রক্ষার্থে আমরা কবি কাব বিন আশরাফ কে মেরেছি,আপনার ইজ্জত রক্ষার্থে রনু কাইনুকাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি।
আমরা এখনো বেচে আছি মরে যাইনি।ভয়ের কিছু নেই। ব্লাকনেইল।করছে? আওয়াজ তুলুন আপনার ভাই বাবাকে জানান। আপনারাই পারবেন ওদের ধরিয়ে দিতে।

তাই যুদ্ধ টা আপনারাই শুরু করুন
শেষটা বনু কাইনুকারের মতই শেষ করবো আমরা।
..

সকলকে জানাই অগ্ৰীম ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।
07/04/2024

সকলকে জানাই অগ্ৰীম ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

এক নজরে ঐতিহাসিক বদর যুদ্ধ-🔸 যুদ্ধের নাম:  غزوة بدر বা বদরের যুদ্ধ।🔸তারিখ: ১৭ই রমাদ্বান, ২য় হিজরি।  ১৭ই মার্চ, ৬২৪ খ্রিষ...
28/03/2024

এক নজরে ঐতিহাসিক বদর যুদ্ধ-

🔸 যুদ্ধের নাম: غزوة بدر বা বদরের যুদ্ধ।
🔸তারিখ: ১৭ই রমাদ্বান, ২য় হিজরি। ১৭ই মার্চ, ৬২৪ খ্রিষ্টাব্দ। রোজ- শুক্রবার।
🔸স্থান: মদিনা থেকে ৮০ মেইল দূরে বদর প্রান্তর।
🔸বিবাদমান পক্ষ: মদিনার মুসলিম বনাম মক্কার কুরাইশ কাফির
🔸 মুসলিম সৈন্যসংখ্যা: ৩১৩ ( মুহাজির- ৮২ জন, আউস গোত্রের থেকে- ১৭০ জন ও খাজরাজ গোত্রের থেকে- ৬১ জন) পদাতিক (২টি ঘোড়া, ৭০টি উট)
🔸 কাফির সৈন্যসংখ্যা: ১০০০ জন পদাতিক, (১০০টি ঘোড়া, ৭০০টি উট)
🔸 মুসলিম সেনাপতি: মুহাম্মদ ﷺ ( তার অনুপস্থিতিতে মদিনার অস্থায়ী গভর্নর ছিল- আবু লুবাবা ইবনে মুনজিদ)
🔸 কাফির সেনাপতি: আবু জাহল
🔸 মুসলমানদের পতাকার রং - সাদা। ( ওয়াদা রা: পতাকা বহন করেন)
🔸 বিজিত পক্ষ: মুসলিম বাহিনী
🔸 হতাহত ও ক্ষয় ক্ষতি: মুসলিম (১৪ জন শহীদ), কাফির (৭০ জন নিহত, ৭০ জন বন্দী)

◾এই ছিল একনজরে বদরের ইতিহাস। আল্লাহ তা'আলার সরাসরি নুসরাতে (সাহায্য) মুসলমান বাহিনী এ যুদ্ধে জয়ী হয়।
সেদিন বদরের প্রান্তরে ইমান ও কুফর, ন্যায় ও অন্যায়ের এক অন্যরকম ইতিহাস রচিত হয় যা যুগ যুগ পর্যন্ত এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। মুসলমানরা বিশ্বাস করেন জয়-পরাজয় আল্লাহর হাতে। সম্মান অপমান আল্লাহর হাতে।

◾বদরের যুদ্ধ শুরুর আগে আল্লাহর নবি (সা.) দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি যদি চাও দুনিয়াতে তোমার ইবাদত করার কেউ না থাকুক, তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন হতে দাও। আল্লাহতায়ালা রাসূলে কারিম (সা.) এর দোয়া কবুল করেছিলেন। কুরাইশদের অহমিকা ও দম্ভ ধ্বংস করে দিয়েছিলেন।

◾মহানবি (সা.) মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছরে যুদ্ধের অনুমতি নিয়ে হজরত জিবরাইল (আ.) কুরআন মজিদের কয়েকটি আয়াত নিয়ে আসেন-‘যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে, তাদেরকে (যুদ্ধের) অনুমতি দেওয়া হলো এ জন্য যে, তারা নির্যাতিত হয়েছে।

◾আর আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। তাদেরকে নিজেদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়েছিল অন্যায়ভাবে শুধু এ কারণে, তারা বলে আমাদের প্রভু আল্লাহ।’ (সূরা হজ ৩৭)। অবিশ্বাসীদের প্রতিরোধ করার অনুমতি লাভের পর আল্লাহর নবি (সা.) বদর যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন।

🔹বদরের প্রান্তরে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল। তাই প্রতি বছর সতেরোই রমজান এলেই বিশ্ব মুসলিম শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে বদরের বিজয়কে স্মরণ করেন।

11/03/2024

আলহামদুলিল্লাহ
দেশের আকাশে পবিত্র রমযান মাসের চাঁদ দেখা গেছে। মাহে রমজান শুরু!

মানুষের মুখের ভাষা যত খারাপ হয়, তার ঈমান তত কমে যায়। হাদীসে আছে, “মু'মিন কখনো অতিরিক্ত বিদ্রুপকারী, অভিসম্পাতকারী ও কট...
09/03/2024

মানুষের মুখের ভাষা যত খারাপ হয়, তার ঈমান তত কমে যায়। হাদীসে আছে, “মু'মিন কখনো অতিরিক্ত বিদ্রুপকারী, অভিসম্পাতকারী ও কটুভাষী হয় না।” (তিরমিযি: ১৯৭৭)

01/03/2024

(Copy post)
ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ।
পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল "গাজওয়ায়ে হিন্দ" তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!
কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!
যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!
আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!
পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি"হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ
জি"হ|দ চালিয়ে যাবে।
মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।
অন্য বর্ণনায় আছে,
গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!"
রাসুল (ﷺ) বললেন, "আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।" সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।
ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে; এক ভাগ বিশাল মুশরিক বাহিনি দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বিজয়ী হবেন।

🤔🤔🤔শরিফার গল্পের বাহিরে আরও ভয়াবহ তথ্য রয়েছে এবছরের পাঠ্যবইয়ে। ব্যাপক প্রচার করে ফিতনা মুকাবেলায় অংশ নিন। নবম শ্রেণীর ইস...
31/01/2024

🤔🤔🤔শরিফার গল্পের বাহিরে আরও ভয়াবহ তথ্য রয়েছে এবছরের পাঠ্যবইয়ে। ব্যাপক প্রচার করে ফিতনা মুকাবেলায় অংশ নিন।
নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে ইসলামের অকাট্য ফরজ বিধান জিহাদ পুরাই ডিলিট (বিলুপ্ত) করে দেয়া হয়েছে।
বিশ্ব মানচিত্রের ছবি থেকে ফিলিস্তিনের নাম ডিলিট। সেই জায়গায় অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল এর নাম সংযুক্ত করা হয়েছে।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী।
ছেলেমেয়েদের বয়:সন্ধিকালীন স্পর্শকাতর বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যাতে স্বভাবজাত লজ্জ্বা শরম কারো মাঝে থাকে না। দেখুন, স্বাস্থ্য ও সুরক্ষা বই। ষষ্ঠ, সপ্তম শ্রেণী।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। শ্লোগান টি দৃশ্যত ভালো মনে হলেও, এর উদ্দেশ্য পুরোটাই খারাপ।
এক কথায় এটি একটি কুফুরি শ্লোগান। এর মাধ্যমে ধর্মীয় পরিচয় কে বর্জন করা হয়েছে।
ইতিহাস এ সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১০০
পহেলা বৈশাখ, গায়ে হলুদ, জন্মদিন পালন, মুখেভাত অনুষ্ঠান ইত্যাদিকে আমাদের ঐতিহ্য ও সংষ্কৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অথচ এগুলোর ইতিহাস খুবই অল্পদিনের।
দেখুন শিল্প ও সংষ্কৃতি বই। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী।
মানুষের আত্মপরিচয়ের ক্ষেত্রে নাম, লিঙ্গ, বয়স, পছন্দের খাবার, পোশাক, খেলা, শখ উল্লেখ থাকলেও ধর্মের পরিচয় সেখানে নেই।
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ৭ম শ্রেণী পৃষ্ঠা ১৮
একটি ছেলে বন্ধু তার মেয়ে বন্ধুকে স্পর্শ করাকে নিরাপদ স্পর্শ বলা হয়েছে।
স্বাস্থ্য ও সুরক্ষা ষষ্ঠ শ্রেণি, পৃষ্ঠা ৯৬।
একটি পাঠের শিরোনাম, চলো বন্ধু হই।
ছেলে ও মেয়ের ছবি দিয়ে বলা হয়েছে প্রয়োজনে না বলি, কী চাই তা বলি, অনুভূতি প্রকাশ করি।
পুরো পাঠ পড়লে বুঝা যাবে, বিবাহ বহির্ভূত অবৈধ শারীরিক সম্পর্কের দিকেই ইঙ্গি দিচ্ছে।
ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা, পৃষ্ঠা ৮৯
ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের কোন অবদান নেই। শুধুমাত্র হিন্দুদের অবদান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পৃষ্ঠা ১১০
ছেলেমেয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়ালে শাসন করা উচিৎ নয়। স্বাস্থ্য ও সুরক্ষা, সপ্তম শ্রেণী।
তাছাড়া মাদরাসার বই সহ সকল বইয়ের প্রচ্ছদে বাদ্য-বাজনার ছবি, ভেতরে হিজাব বিহীন ছবি, কখনো মহিলাদের অশ্লীল ছবি তো আছেই।
সময় নিয়ে খুঁজলে আরও তথ্য বেরিয়ে আসবে।
আসুন, নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই। প্রতিবাদ করি। সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহবান জানাই।

সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।৯ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
28/01/2024

সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
৯ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং

শরিফ হিজড়া নয়, প্যাঁচটা এখানেই ? "সমকামি ব্যভিচারীর চেয়েও জঘন্য।"সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে সমকামিতার বৈধতা দেওয়া হ...
28/01/2024

শরিফ হিজড়া নয়, প্যাঁচটা এখানেই ? "সমকামি ব্যভিচারীর চেয়েও জঘন্য।"

সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে সমকামিতার বৈধতা দেওয়া হয়েছে। সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বর্ণনা করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। প্রতিবেশী দেশে এমন আইন হওয়ায় বাংলাদেশে এর প্রভাব পড়া শুরু হয়েছে পাঠ্যসূচিতে। তাই কোরআন, হাদিস, ইতিহাস ও বিজ্ঞানের আলোকে বিষয়টি আলোচনার দাবি রাখে।

ক্লাস সেভেনের বইয়ে যে শরিফার গল্পটা আছে, সেটা একদল অতি ধুরন্ধর মানুষ, যারা একেবারে পরিকল্পনা করেই প্যাঁচ কষেছেন। এই প্যাঁচে অনেকেই ধরাশায়ীও হয়েছেন। যারমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন। প্যাঁচটা হলো খুব পরিষ্কার করেই বইয়ে লেখা হয়েছে শরিফ শারীরিক দিক থেকে সম্পূর্ণ ত্রুটিহীন। সে বায়োলজিক্যালি পুরুষ। মানসিক দিক থেকে সে নিজেকে নারী বলে মনে করে। এই আলাপের সূত্র ধরে চলে যাওয়া হয়েছে হিজড়া প্রসঙ্গে। অথচ শরিফ, হিজড়া নয়। প্যাঁচটা এখানেই। শরিফ নিজেকে শরীফা পরিচয়ে ধারণ করে; এটা একটা মেন্টাল স্টেইট। হিজড়াদের সাথে তাকে মিলিয়ে ফেলা যায় না। সমাজের দায়িত্ব হিজড়াদের জীবনকে কঠিন না করা। তাদের সকল মানবিক অধিকারের সুরক্ষা দেওয়া। শরিফ/শরীফার ব্যাপারটা আলাদা। এখানেও তার মানসিকতার ব্যাপারে আমাদের কিছু করার আছে। শরিফ/শরীফার জীবনও কঠিন। তার জন্য মানসিক চিকিৎসা দরকার। কারণ তার ভাবনা সৃষ্টি বিরোধী। উদাহরণস্বরূপ শারীরিক দিক থেকে নিখুঁত পুরুষ কিন্তু নিজেকে নারী ভাবে, এমন একজনকে কি মেয়েদের হলে একই কক্ষে রাখা যাবে ?
রাখলে তার রুম্মেট মেয়েটি স্বাচ্ছন্দ্য বোধ করবে কী ?
যদি না করে, তাহলে মেয়েটির অধিকার নিয়ে কি প্রশ্ন তোলা যাবে ?
কাজেই দেখা যাচ্ছে, বিষয়টি সাধারণ হিজড়া ইস্যু থেকে মৌলিক দিক থেকেই অনেক আলাদা।
ক্লাস সেভেনের বইয়ে শরিফ/শরীফা অংশটুকু আসলে যা প্রোমোট করেছে তা নিছক হিজড়া সম্প্রদায়ের ব্যাপার নয়। এর পেছনে অন্য ব্যাপার আছে। সে উপলব্ধি থেকেই বুদ্ধিজীবি মহল, আলেমসমাজের প্রতিবাদ ও সোসাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
'ডাল মে কুচ কালা হ্যায়।'

শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডার মনোগত। আর হিজড়া থার্ডজেন্ডার জন্মগত। গল্পে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে যার মর্মার্থ সমকামিতা।

হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা বলতে সমলিঙ্গের ব্যক্তির প্রতি "রোমান্টিক আকর্ষণ, যৌন আকর্ষণ অথবা যৌন আচরণ"কে বোঝায়।
অর্থাৎ পুরুষের সঙ্গে পুরুষের বা মেয়ের সঙ্গে মেয়ের যৌন চাহিদা মেটানোর নাম সমকামিতা। ইসলামে সমকামিতা হারাম ও অভিশপ্ত অপরাধ। পৃথিবীতে যত জীব-জন্তু আছে, তারা সবাই কামোত্তজনায় বিপরীত লিঙ্গের দারস্থ হয়। অথচ আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়েও সমাজের কিছু বিকৃত মানসিকতার লোক যৌন চাহিদা মেটানোর জন্য সমকামের মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হয়। তাদের প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন-
أُولَـٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ
‘তারা চতুষ্পদ জন্তু-জানোয়ারের মতো; বরং তার চেয়েও নিকৃষ্ট।’ (সুরা আরাফ : ১৭৯)।

ইসলামে সমকামিতা ব্যভিচারের চেয়েও জঘন্য পাপ। এটা সবচেয়ে বড় কবিরা গোনাহের অন্তর্ভুক্ত। এটা এমন নিষিদ্ধ কাজ, কোরআন যার ব্যাপারে কঠোর ভাষায় নিন্দা করেছে। লুত আ:-এর সম্প্রদায়ের এ ধরনের অশ্লীল কাজের বর্ণনায় আল্লাহতায়ালা বলেন-
أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ- وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَاجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ-
‘গোটা বিশ্বের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সঙ্গে কুকর্ম করো এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন করে থাকো! তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’ (সুরা শুআরা : ১৬৫-১৬৬)।

ইতিহাস সাক্ষী, অভিশপ্ত গোষ্ঠি লুত আ:-এর সম্প্রদায় সমকামের অপরাধে ধ্বংস হয়েছিল। লুত আ: তাদেরকে বারবার হালাল পন্থায় নারীদের সঙ্গে যৌন চাহিদা পূরণ করার অনুরোধ করেছেন। কিন্তু তারা তাঁর কথা শোনেনি। ফলে আল্লাহতায়ালা জিবরাইল আ:-কে পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। লুত আ:-এর সম্প্রদায়ের বস্তির ধ্বংসপ্রাপ্ত রূপই আজকের ডেড সি বা মৃত সাগর। আজও সে জনপদে কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। অতীতে সমকামী জাতি বিকৃত পাপে অভ্যস্ত ছিল লুত আ:-এর জাতি। লুত আ:-এর জাতি যে অঞ্চলে বাস করত, তাকে বর্তমানে ট্রান্স জর্দান বলা হয়। প্রসঙ্গত: ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গ হলো সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন হতে ভিন্ন ও বিপরীত এবং সে মানসিকতার কারণেই তারা সমকামী। কোরআনের অনেক সুরায় লুত আ:-এর জাতির এ ধরনের অপকর্ম বিষয়ে মানুষকে বারবার সতর্ক করা হয়েছে। তাদের করুণ পরিণতির কথাও তুলে ধরা হয়েছে যাতে পুরুষদের মধ্যে পারস্পারিক যৌনকর্ম সংঘটনের কারণে আল্লাহর ক্রোধের মাধ্যমে ধ্বংস হয়েছিলো।

কোনো ধর্মেই সমকামিতার বৈধতা দেওয়া হয়নি। কারণ সমকামিতা প্রকৃতিবিরোধী একটি কাজ। যৌবন শুধু যৌন চাহিদা পূরণ করার জন্য নয়। মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হলো স্ত্রী ও পুরুষ মিলে তারা পরিবার গঠন করবে। এর মাধ্যমে সভ্যতার ভিত্তি সুদৃঢ় হবে। এ উদ্দেশ্যেই পুরুষ ও নারী পৃথক দুটি লিঙ্গ তৈরি করা হয়েছে। তাদের মধ্যে পারস্পরিক যৌন আকর্ষণ সৃষ্টি করা হয়েছে। কিন্তু যে ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয়, সে একই সঙ্গে তার নিজের ও সর্বজনীন প্রাকৃতিক গঠন ও বিন্যাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকৃতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। প্রকৃতি সভ্যতার কল্যাণে তাকে যে উপকরণ ও উপাদান দিয়েছে, সে তা অন্যায় পথে নষ্ট করে। বর্তমানে পাশ্চাত্যের বেশির ভাগ ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতার কোনো অস্তিত্ব নেই। পাশ্চাত্য জগতে অবাধ যৌনাচার কথিত সভ্য লোকদের পশুত্বের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। ফলে পরিবার গঠন, সামাজিক শৃঙ্খলা ও বিবাহ পদ্ধতি সেসব দেশে বিলুপ্তির পথে। আল্লাহ তাআলা মানুষকে যে স্বাভাবিক শারীরিক কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, সেটাই তার জন্য উৎকৃষ্ট নিয়ামত। ইসলামী বিধি-বিধানের বাইরে গিয়ে একে পরিবর্তনের অধিকার কারো নেই। লিঙ্গ পরিবর্তন ইসলামে জঘন্যতম হারাম ও কবিরা গুনাহ। এর সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই। পুরুষকে আল্লাহ যে পুরুষালি বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করছেন, তা' সেভাবেই বজায় রাখা এবং নারীকে যে নারীত্বের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন তা-ও সেভাবে ধরে রাখাই আল্লাহর বিধান। এটা এমনই এক ব্যবস্থা, যা না হলে মানবজীবন যথাযথভাবে চলবে না। ইবনে আব্বাস রা: বলেন-
لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ...
'রাসুল সা: নারীর বেশধারী পুরুষদের এবং পুরুষের বেশধারী নারীদের অভিশম্পাত করেছেন’। (সহিহ বুখারি, হাদিস নং ৫৮৮৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহসহ সবাইকে উল্লেখিত সমকামিতা ও বিকৃত যৌনাচার থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আল্লাহর সৃষ্টিধারা অস্বীকার মানুষকে নাস্তিক বানায়। তাই এসব বিতর্কিত ও ভ্রান্ত মতবাদ স্কুল মাদ্রাসার সিলেবাস থেকে বাদ দেয়া সময়ের দাবী। পাঠ্যবইয়ে 'শরীফার গল্প' বিষয়ে বিভ্রান্তি থাকলে সংশোধন হবে বলেছেন শিক্ষামন্ত্রী। ইতিপূর্বেই ২০২৩ সালে ছাপানো ট্রান্সজেন্ডার শব্দটা ২০২৪ সালের সমাজবিজ্ঞান বই থেকে তুলে নেয়া হয়েছে কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবি সেটা তুলে ধরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় লিপ্ত। প্রতিবেদনটি বইপুস্তক জেনেশুনে লেখা হয়েছে, মুখস্থ কারও কপি পোষ্ট নয়। সবার জন্য আন্তরিক শুভকামনায় আল্লাহ হাফেজ।

Copy post

মূর্খের সাথে বন্ধুত্ব করো না সে তোমার অনেক উপকারের চেষ্টা করতে গিয়েও অনেকাংশেই ক্ষতি করে ফেলবে।------------------------...
05/01/2024

মূর্খের সাথে বন্ধুত্ব করো না সে তোমার অনেক উপকারের চেষ্টা করতে গিয়েও অনেকাংশেই ক্ষতি করে ফেলবে।

------------------------- হযরত আলী (রাঃ)

তুমি যা প্রার্থনা করবে আল্লাহ তায়ালা সেটা তার প্ল্যান অনুযায়ী সবচেয়ে সুন্দরতম উপায়ে তোমাকে দিবেন কারণ তিনিই সর্বোত্তম প্...
03/01/2024

তুমি যা প্রার্থনা করবে আল্লাহ তায়ালা সেটা তার প্ল্যান অনুযায়ী সবচেয়ে সুন্দরতম উপায়ে তোমাকে দিবেন কারণ তিনিই সর্বোত্তম প্ল্যানার, ইনশাআল্লাহ!

Mustard field.Location: Branch of Padma River, Shilay, Munshiganj.
27/12/2023

Mustard field.
Location: Branch of Padma River, Shilay, Munshiganj.

সবার বয়কটে স্টারবাকসের ১১ বিলিয়ন ডলারের লস হয়েছে যা প্রায় আমাদের দেশের রিজার্ভের সমান। পেপসি কোকাকোলা বার বার মোড়ক চেন্জ...
12/12/2023

সবার বয়কটে স্টারবাকসের ১১ বিলিয়ন ডলারের লস হয়েছে যা প্রায় আমাদের দেশের রিজার্ভের সমান। পেপসি কোকাকোলা বার বার মোড়ক চেন্জ করছে। মুসলিম দেশগুলোতে KFC প্রায় ক্রেতাশূন্য।

বয়কটের বড় প্রভাব রয়েছে। আমি না কিনলে আর কি হবে এমন মনে করবেন না। কারন,

🟢 আপনি কি জানেন, সাগরে বা নদীতে বিশাল দ্বীপ/ চর কিভাবে তৈরি হয়?
স্রোতের সাথে সাথে ছোট ছোট বালুকনা গুলোও চলতে থাকে। এর ভিতরে কোনো বালুকনা যদি কোনো কারণে থেমে যায় তাহলে, তার পিছনে আরো তিনটি বালুকনা স্থির হয়ে যায়। তার পিছনে আবার ১০ টি কনা স্থির হয়ে যায়। এভাবে আস্তে আস্তে বিশাল দ্বীপ/ চরে পরিনত হয়।

আপনিও আজকে থেকে ঐ বালুকনার মতো স্থির হয়ে যান। আপনি আজ থেকে বয়কট করুন। তাহলে দেখবেন আপনার পিছনে হাজারো মানুষ বালুকনার ন্যায়ে বয়কট করা শুরু করেছে।
বয়কটের বিশাল বড় প্রভাব রয়েছে। নিচের পিকগুলো দেখুন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন।

এরকম করে। পেঁয়াজ ও ১৫ দিন কিনা বন্ধ করুন। পঁচনশীল পন্য যখন পঁচন শুরু হবে তখন ৪০/৫০ টাকাতেই বিক্রি করতে বাধ্য হবে।

কিপ বয়কটিং...🚫❌

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক ...
15/11/2023

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক বছর ধরে থাকি। তাই আমার ধারণা হচ্ছে, হয়তো এটা বয়কটের প্রভাব।

আমাদের কাজ যতো ছোটই মনে হোক না কেন আমাদের দৃষ্টিতে, এর একটা প্রভাব পড়েই। হয়তো অনেক ক্ষেত্রে কতো বড় প্রভাব পড়ে তা আমাদের কল্পনার উর্ধ্বে। আপনি একজন ব্যক্তি ই***য়েলের প্রোডাক্ট বর্জন করুন, না পারলে অন্তত এই সময়টা কোক পেপসি এসব না খেয়ে থাকুন, এটা বৃথা যাবে না ইনশা আল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদেরকে যে যার যার জায়গা থেকে যতোটুক করা সম্ভব তা করতে অবহেলা না করার তৌফিক দান করুন।

স্থান: ২ নম্বর গেইট, চট্টগ্রাম
কপি পোস্ট

Jumma mubarakShiloy Baitun Noor Jame Mosque.Munshiganj, Dhaka.
13/10/2023

Jumma mubarak
Shiloy Baitun Noor Jame Mosque.
Munshiganj, Dhaka.

My sweet little sister 👸.  She is very naughty but everyone likes his very much. Pray for us.
30/09/2023

My sweet little sister 👸. She is very naughty but everyone likes his very much.

Pray for us.

26/08/2023

আলিম-২০২৩ পরীক্ষার্থীদের জানাই শুভ কামনা 🖤

আল্লাহর উপর ভরসা ও নিজ চেষ্টা ঠিক থাকলে ইনশাআল্লাহ কামিয়াব হবে 🖤✅

25/08/2023

❦↬পূণ্যকাজ করে গর্ববোধ করলে পূণ্য শূন্য হয়ে যায়!❧

༺- হযরত আলী (রা:)༻

একজন শিক্ষক শিক্ষার্থীদের জন্য কতটুকু পরিশ্রম করে সেটা শিক্ষকতার জীবনে পদার্পণ না করলে বুঝতে পারতাম না।চেষ্টা করি সব সময...
24/08/2023

একজন শিক্ষক শিক্ষার্থীদের জন্য কতটুকু পরিশ্রম করে সেটা শিক্ষকতার জীবনে পদার্পণ না করলে বুঝতে পারতাম না।
চেষ্টা করি সব সময় নিজের ক্ষুদ্র জ্ঞান ও অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদেরকে জীবন চলার কিছু পাথেয় দিতে।

🙂 Not all learning comes from the pages of a book 🙂 Some education teaches situation and reality♥️
22/08/2023

🙂 Not all learning comes from the pages of a book 🙂
Some education teaches situation and reality♥️

ছারছীনা দরবার শরীফের মরহুম পীর শাহ আবু জাফর মোহাম্মদ ছালেহ রহ এর সফরসঙ্গী ও খাদেম, প্রখ্যাত আলেমেদীন, মাওলানা আবু জাফর ম...
22/08/2023

ছারছীনা দরবার শরীফের মরহুম পীর শাহ আবু জাফর মোহাম্মদ ছালেহ রহ এর সফরসঙ্গী ও খাদেম, প্রখ্যাত আলেমেদীন, মাওলানা আবু জাফর মোঃ শামসুদ্দোহা (আমতলীর হুজুর) আজ বেলা ১১.৩০ মিনিটে ইন্তেকাল করেন। আল্লাহ তার খিদমতকে কবুল করে জান্নাতের শ্রেষ্ঠতম মকাম দান করুন।
(পুকুরজানা মরহুম হুজুরের জামাতা)।

Alhamdulillah. My God has kept me healthy.
21/08/2023

Alhamdulillah.
My God has kept me healthy.

On the occasion of the 48th martyrdom anniversary of the great architect of freedom, the greatest Bengali of all time, F...
15/08/2023

On the occasion of the 48th martyrdom anniversary of the great architect of freedom, the greatest Bengali of all time, Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, prayers were organized at Shilai Haji Monir Uddin High School.

My brief discussion.

চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ😭😭😭বিশ্ব ইস...
14/08/2023

চলে গেলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ😭😭😭

বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার এবং বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মহান রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ রাত সাড়ে ৮.৪০টার দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।

বিশ্বের দরবারে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ। শত অত্যাচার ও নির্যাতনেও তিনি আদর্শ থেকে ও আন্দোলন থেকে সরে আসেননি। তাঁর মৃত্যু পৃথিবীর ইসলামী আন্দোলনের জন্য বেদনাদায়ক।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর এই গোলামকে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করে অপরিসীম নিয়ামতে সিক্ত করুন।

তাঁর পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বপর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামীন সবরে জামিল দান করুন। আমীন।।

jute stickLocation: Shilai, Munshiganj
12/08/2023

jute stick
Location: Shilai, Munshiganj

Padma Riverlocation : Dighirpar, Munshiganj
23/07/2023

Padma River
location : Dighirpar, Munshiganj

ঘুরে আসলাম বইয়ের এক সম্রাজ্যে।
04/07/2023

ঘুরে আসলাম বইয়ের এক সম্রাজ্যে।

Address

Patuakhali Headquarters
Patuakhali
8600

Telephone

+8801709789566

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Rahim:

Share


Other Digital creator in Patuakhali

Show All