12/05/2021
সন ২০২২ নতুন বছর, নতুন ক্লাস। লকডাউন শেষ।🤧
রোল নং ১: Yes Sir.
রোল নং ২ : Present Sir.
রোল নং ৩: স্যার মৃদুলা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে..
রোল নং ৪: রাফী আর কোনদিন আসবেনা স্যার, ও যে....
রোল নং ৫: Present Sir.
রোল নং ৬ : ঊষার পরিবার সবাই গত বছরের জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছিলো, শুধুমাত্র ঊষা আর ওর ছোট এক বছরের বোনটা অনেক যুদ্ধ করে বেঁচে আছে।ঊষা আমাকে বলেছে সে আর কোনদিন পড়ালেখা করবে না, ওর নামটা দয়া করে কেটে দেন স্যার।
রোল নং ৭: রোহান নিখোঁজ স্যার।
রোল নং ৮: আবির গ্রামে গিয়েছিলো, ওর করোনা ধরা পড়ার পর কে যেন রাতে ওদের বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে, রান্না ঘরে থাকা ওদের গ্যাস সিলিন্ডারটি সে আগুনে ব্লাষ্ট হয়েছিলো মাঝরাতের দিকে, সে আগুনে ওদের সবাই ঝলসে গিয়েছে স্যার, ওর নামটাও কেটে দেন।
রোল নং ৯: মুনা হয়তো আর বাঁচবেনা স্যার, ওর জীবন বিপন্ন, ও এখন লাইফ সাপোর্টে আছে, ঢাকা মেডিক্যালে।
রোল নং ১০: Yes Sir.
রোল নং ১১: মহিনের পরিবার লকডাউনে দু'বেলা ঠিক মত খেতে না পেরে জানিনা কোথায় চলে গিয়েছে, আমাদের এই শহর ছেড়ে দিয়ে।
রোল নং ১২: Present SirSir.
রোল নং ১৩ : Yes Sir.
রোল নং ১৪: স্যার, আকিব মধ্যবিত্ত পরিবারের ছেলে, করোনা পরিস্থিতির কারনে তাদের পরিবার অনেক দূর্বল হয়ে গেছে, তাই সে আর পড়ালেখা করবে না।
রোল নং ১৫ : স্যার, সাকিব আর পৃথিবীতে নেই....
রোল নং ১৬: আমি তো শুধু আপনাকে জানাতে এসেছি রোল ১৬ থেকে ৫০ পর্যন্ত ওদের মধ্যে অনেকেই আর কোনদিন এই স্মৃতিবিজড়িত কলেজ ক্যাম্পাসে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজ ড্রেস পড়ে হই হুলোড় করতে আসবেনা হয়তো। কারো না আছে বাবা, কারো না আছে মা, আবার কারো না আছে নিজের ভাই বোন।
স্যার, আমি রুদ্র, আমার নামটাও কেঁটে দিন, আমি করোনা পজেটিভ, আমার ফুসফুসে ক্যান্সার। নতুন বছর কলেজে আসতে হবে, তাই শেষ বারের মতো present টা দিয়ে গেলাম, কান্না করবেন না স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি আসি স্যার,
জানিনা হয়তো সামনের ২০২২ সালটাও আমাদের এভাবেই শুরু করতে হবে, অনেক মেধাবী ছাত্র আমাদের থেকে চলে যাবে....