MD Ibrahim

MD Ibrahim পিছনে তাকিয়ে কি লাভ??

remembered
13/02/2024

remembered

29/12/2023
|| তার বড্ড ছিল জাঁক,কথায় লাগিয়ে দিত তাক্‌,বল্‌ত সদা – ‘এক্‌লা আমিমার্‌তে পারি লাখ ||"Retreat Program- 2023"
22/12/2023

|| তার বড্ড ছিল জাঁক,
কথায় লাগিয়ে দিত তাক্‌,
বল্‌ত সদা – ‘এক্‌লা আমি
মার্‌তে পারি লাখ ||

"Retreat Program- 2023"

হারিয়ে গেল দুজনে, রয়ে গেলাম আমি, শুধুই স্মৃতি
18/12/2023

হারিয়ে গেল দুজনে, রয়ে গেলাম আমি, শুধুই স্মৃতি

01/10/2021

যখন বাঙ্গালী ত্রান পায়। ফাও পাইলে যা হয় আরকি

06/04/2021

নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো।
হাত লাগলেই শেষ।
সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের।
এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না,
পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়।
যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে,
তার লজ্জা তত কমবে।
যেমন-চিত্র নায়িকারা।
পেন্টি পড়তেও দ্বিধা করেনা।
পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে।
কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া
দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে।
ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের
ভূমিকা পালন করছে।-
ফেসবুকে বন্ধু বেশি।
অতি-আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে
পিরিয়ড নিয়ে কথা বলে।
ফ্ল্যার্ট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা
বলে- মাইন্ড করলে বলে '' জাস্ট
কিডিং, টেক ইট ইজি।'
ইজিলি নিতে নিতে সেই অশালীন
বিষয় আর অশালীন লাগে না।
লজ্জা শেষ !
আবার ফেসবুকে প্রেমিক বেশি!!
কেউ প্রেমে পড়েছে তো,
প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে।
স্বামীর মতো।
এরপর ব্রেকআপ হয়।
আবার কারো প্রেমে পড়ে।
আবারো চুম্মা-চাটি,আরো কত কি করে !!
আবার ব্রেকাপ।
লজ্জা -শরমের মাথা খেয়ে মেয়েটা এক সময় নির্লজ্জ
হয়ে যায়।
'প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে,
পুরুষের সব বিলীন হয়ে যায়।
নারীর কাছে পুরুষের উপস্থিতি ইয়াবার মতো।
প্রথমে একটা খেলেই পিনিক আসে।
পরে ২০-২৫ টা খেলেও কাজ হয় না।
ব্যস !
এক সময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করেনা।
প্রেমিকের ভালবাসা তার কাছে পানসে লাগে।
একটার পর একটা পুরুষ বদল করে।
কিন্তু স্থির হতে পারে না।
জানাশোনা শেষ হলেই - আর ভালো লাগে না।
বোরিং লাগে।
কারণ, ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালবাসার
অনুভূতিই শেষ !
মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের
লজ্জা কমে।
বাচ্চা হবার পরে আরো কমে যায়।
তখন বুঝতাম না।
ভাবতাম লজ্জা 'ফোঁড়ার' মতো কিছু।
বিয়ের পরে গলে যায়।
tongue emoticon
এখন বুঝি।
আগে মেয়েদের কাছে স্বামীই ছিলো পুরুষ।
তাই বিয়ের পরের কথা এসেছে।
এখন বিয়ে লাগে না পুরুষের কাছে
আসতে- ফেসবুক হলেই চলে।
ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে।
যায়য় হোক, আমাদের মাথায় রাখা উচিত,
এভাবে বাসা বদলের মতো প্রেমিক বদলের
খেলা নিজেকে সহজলভ্য করে দেয়।
আর যে জিনিস সহজে পাওয়া যায়,,,,
তার কদর থাকে না।

লেখাটি না বুঝলে আরেকবার পড়ুন,
তারপরে মন্তব্য করুণ।

05/04/2021

বিবাহ করিলে জ্ঞান- বুদ্ধি ওয়ালা মেয়েকে বিয়া করো!
বুদ্ধি-জ্ঞানঃ বুদ্ধি জ্ঞান মায়ার জন্য অনন্য ভুমিকা পালন করে। যার বুদ্ধি জ্ঞান আছে, তার সাথে আজীবন মিলে মিশে থাকা সম্ভব। সে স্ত্রী হোক কিংবা বন্ধু হোক।বুদ্ধিমান লোক জেনে বুঝে উল্টা পাল্টাকাজ করে না। বুদ্ধিমান লোকের মধ্যে কয়েকটি গুন পাওয়া যায়।

১। মনের চাহিদা বুঝে।

২। তথা সংক্ষেপে বুঝে।

৩।পরিস্থিতি বুঝে কথা বলে।

৪। কথায় কাজে ভুল কম হয়।

29/11/2020

সপ্তম ও অষ্টম ক্রুসেডের জনক "সেন্ট লুইস" গভীর চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নেন মুসলমানদের স্থায়ীভাবে পরাজিত করতে হলে তাদের ওপর প্রথমে বুদ্ধিবৃত্তিক বিজয় অর্জন করতে হবে। এ জন্য তিনি চারটি সুপারিশ পেশ করেন-
১. মুসলিম শাসকদের মাঝে অনৈক্য সৃষ্টি করা।
২. দৃঢ় ঈমান ও আকিদার অধিকারী কোন গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়া।
৩. মুসলিম সমাজকে নৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া।
৪. বর্তমান সিরিয়া, ফিলিস্তিন ও ইসরাইল নিয়ে একটি বিস্তৃৃত সম্মিলিত ইউরোপীয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করা।
তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলছে দুর্বার গতিতে। আমাদের কী তা বোধগম্য হয়! আমরা কী তাদের সুদুরপ্রসারি প্ল্যান বুঝি? গবেষণা করে বিকল্প বা প্রতিরোধের পথ খুঁজি?
আমরা আশাবাদী- আমাদের সবগুলো অঙ্গনেও চৈন্তিক, মতাদর্শিক, বুদ্ধিবৃত্তিক, চৌকস, সক্ষম ও যোগ্য রাহবার এবং হিরন্ময়ী সৈনিক গড়ে ওঠবে। অন্ধকার, হতাশা ও অন্যায় দু'পায়ে পিষে তারা রচনা করবে ইসলামের বিজয় দাস্তান। দিগন্তে ক্রমশ স্পষ্ট হবে বিজয়ের নতুন সূর্যের সোনালী বিভা। ইনশাআল্লাহ।

Love U  Leader
30/11/2019

Love U Leader

Address

Kuakata
Kuakata
8652

Telephone

+8801717272707

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Ibrahim:

Videos

Share

Category