Tanisa amin21

Tanisa amin21 যে কখনও ভুল করেনা।
সে নতুন কিছু করার চেষ্টা করে না।

Mojo কি তাহলে আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করছে?? ৮০ টাকার Mojo  ১০০ টাকা হয়ে গেল কিভাবে ?? ফিলিস্তিনে যায় তো মাত্র ১ টাকা ...
17/04/2024

Mojo কি তাহলে আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করছে??
৮০ টাকার Mojo ১০০ টাকা হয়ে গেল কিভাবে ??
ফিলিস্তিনে যায় তো মাত্র ১ টাকা বোতল প্রতি৷
প্রোডাকশন বাড়লেতো দাম কমার কথা কিন্তু প্রোডাকশন বাড়ার সাথে সাথে দাম বাড়ার কারণ কি??
যে বাংলাদেশীরা Coca-Cola বয়কট করতে পেরেছে,, সে বাংলাদেশীরা কিন্তু Mojo ও বয়কট করতে পারবে
ইনশাআল্লাহ
সুতরাং
আবেগকে হাতিয়ার বানিয়ে ব্যবসা না করে, বিনয়ের সাথে ব্যবসা করেন।
এমন এমন পচা পচবেন গন্ধ টা ও মানুষ ঘৃণা করে।
শুধু সময়ে অপেক্ষা।

22/09/2023
09/06/2023

সম্মানিত আলেম ইমাম খতিব......

সম্মানিত আলেম ইমাম খতিব সাহেবদের বলতে চাই মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই মেয়র হলে আপনার মেম্বারে আপনি বাদশাই করতে পারবেন কারো সামনে মাথা নত করে কথা বলতে হবেনা। বরিশালে আলেমদের কদর সম্মান বেরে যাবে। আজকে সমাজে যারা ইমাম রয়েছে তাদেরকে কমিটির লোকজন গোলাম মনে করে ব্যবহার করে। আলেম যদি আপনার অভিভাবক থাকে আপনার পাশে দাঁড়াবার মত লোক পাবেন। আপনার মনোবল মজবুত থাকবে। ইসলামের সঠিক কথাগুলো আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। তাই অভিভাবক হিসাবে পাশে দাঁড়ানোর জন্য শায়েখে চরমোনাই এর বিকল্প নেই। শায়েখে চরমোনাই সে যেই দলেরই হোক না কেন যে তরিকার হোক না কেন তিনি একজন আলেম অবশ্যই তিনি আলেমদের কদর বুঝবে ভিন্ন ব্যক্তির আলেমদের কদর কখনোই করে নাই। এই সুযোগ কেউ যাতে হাতছাড়া না করি যার যার স্থান থেকে আমাদের দাওয়াত সবার কাছে পৌঁছে দেই।আমরা দাওয়াতে নেমে পড়ি আমাদের কথায়ই মুসল্লিরা হয়তো এগিয়ে আসবে। আলেমদের উপকার হবে সকল শ্রেণীর মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ।

আর কিছু বলার নেই,,, যা বলার আপনারই বলে যান,,,আবার এরাই বলে নাকি হাতপাখা আওয়ামী লীগের দালাল।
01/06/2023

আর কিছু বলার নেই,,, যা বলার আপনারই বলে যান,,,
আবার এরাই বলে নাকি হাতপাখা আওয়ামী লীগের দালাল।

01/06/2023
🥰আলহামদুলিল্লাহ 🥰৩য় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান।" 🇹🇷 #মুসলিম উম্মাহ'র স্পন্দন ❤️     #...
28/05/2023

🥰আলহামদুলিল্লাহ 🥰
৩য় বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান।" 🇹🇷
#মুসলিম উম্মাহ'র স্পন্দন ❤️


#

আলহামদুলিল্লাহ বরিশালের মেয়র হতে পারলে সম্মানী নিবেন না বরং সেই সম্মানী নগরের খেদমতের জন্য দান করবেন। সেই সাথে মেয়র হতে ...
28/05/2023

আলহামদুলিল্লাহ
বরিশালের মেয়র হতে পারলে সম্মানী নিবেন না বরং সেই সম্মানী নগরের খেদমতের জন্য দান করবেন। সেই সাথে মেয়র হতে পারলে সিটি করপোরেশন থেকে বরাদ্দকৃত গাড়ী বা গাড়ীর খরচ নিবেন না, যা নগর উন্নয়নে কাজে লাগাবেন বলে আসস্থ করেছেন বরিশালের সাংবাদিক ভাইদের কাছে।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanisa amin21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share