Md Abdul Majid

Md Abdul Majid I'M Md Abdul Mojid. Iam Digital Marketar.

26/11/2024

প্রথম দেখায় ভালো লাগার চেয়ে.🤗

দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য চিরস্থায়ী।💚🥀☘️

**ডিজিটাল মার্কেটিং কি?**ডিজিটাল মার্কেটিং হলো প্রয়োজনীয় পবিধান ব্যবহার করে ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সম্প্রদায়সাধারণ মা...
19/01/2024

**ডিজিটাল মার্কেটিং কি?**

ডিজিটাল মার্কেটিং হলো প্রয়োজনীয় পবিধান ব্যবহার করে ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সম্প্রদায়সাধারণ মাধ্যম ইত্যাদির মাধ্যমে প্রোডাক্ট বা সেবা বিপণন করা। এটি নেটিজেন্সী, ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), পেই-পার ক্লিক (PPC) ইত্যাদি পবিধানে করা হয়। এটি ব্যবসায়ীদের প্রোডাক্ট এবং সেবা টার্গেট করার সহজ ও দক্ষ পবিধান হিসেবে পরিচিত।

**ডিজিটাল মার্কেটিংের কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:**
- **ওয়েবসাইট মার্কেটিং:** ওয়েবসাইট থেকে ট্রাফিক বা ভিজিটরদের জন্য মার্কেটিং প্রযোজনীয়।
- **সোশ্যাল মিডিয়া মার্কেটিং:** সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করা।
- **ইমেইল মার্কেটিং:** ইমেইল ব্যবহার করে মার্কেটিং প্রযোজনীয়।
- **সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO):** ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে উচ্চ স্থানে পাওয়ার জন্য প্রয়োজনীয় পবিধান।
- **পেই-পার ক্লিক (PPC) বা পেই-পার অ্যাডভার্টাইজিং:** পেই-পার ক্লিক বা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং প্রযোজনীয়।

ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ব্যবসায়ীরা লক্ষ্য কাস্টমারদের সাথে সংযোগ করতে পারে এবং তাদের প্রোডাক্ট বা সেবা প্রস্তুত করে বিক্রি বা বিপণন করতে পারে।

Udemy কি ?Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যে...
20/11/2023

Udemy কি ?

Udemy একটি জনপ্রিয় অনলাইন ল্যার্নিং প্ল্যাটফর্ম । Udemy তে রয়েছে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও কোর্স যার মাধ্যমে যেকোন ব্যক্তি বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। যারা এই প্রযুক্তির দুনিয়ায় আইটি সেক্টরে ভালো কিছু করতে চাই তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন কাজ শিখার । Udemy তে রয়েছে বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল ভিত্তিক কোর্স যেমন-Web Design And Development, Programming,Graphics Design, Networking,Digital Marketing , Life Style ইত্যাদি উপর ।

প্রতিষ্ঠা বা প্রস্তুতকারক :
* Eren Bali
* Gagan Biyani
* Oktay Caglar

Udemy কেন প্রয়োজন??

Udemy হ'ল একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যা পেশাদার বয়স্ক এবং শিক্ষার্থীদের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়, এটি ২০১০ সালের মে মাসে বিকশিত হয়েছিল। জানুয়ারী ২০২০ সাল পর্যন্ত এ প্ল্যাটফর্মের ৬৫ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী এবং ৫৭,০০০ টির বেশি প্রশিক্ষণার্থী ৫৭,০০০ প্রশিক্ষক রয়েছে ৬৫টি ভাষায় সেখানে ২৯৫ মিলিয়ন কোর্সের উপর নথিভুক্ত হয়েছে। শিক্ষার্থী ও প্রশিক্ষকগণ ১৯০+ দেশ থেকে আগত। ইউডেমিরও ৫০০০ এরও বেশি এন্টারপ্রাইজ গ্রাহক রয়েছে এবং ৮০% ফরচুন ১০০ কোম্পানির কর্মচারী আপস্কিলিংয়ের জন্য ইউডেমিকে ব্যবহার করে।

Udemy কি ভাবে কাজ করে?

সংক্ষিপ্ত বিবরণ উদেমি এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে যা প্রশিক্ষকদের তাদের পছন্দের বিষয়গুলিতে অনলাইন কোর্স তৈরি করতে দেয়। ইউডেমির কোর্স বিকাশের সরঞ্জামগুলি ব্যবহার করে তারা ভিডিও, পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পিডিএফ, অডিও, জিপ ফাইল এবং কোর্স তৈরি করতে লাইভ ক্লাস আপলোড করতে পারে।

পরিশেষে- Udemy_

* ব্যক্তিগত পরিকল্পনা: আইটি, ওয়েব ডেভেলপমেন্ট, সফট স্কিল, ব্যবসা, মার্কেটিং এবং ডিজাইন থেকে শুরু করে শত শত কোর্সের বিষয়ে হাজার হাজার কোর্সে অ্যাক্সেস সহ একটি মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন। Udemy কোর্স: একটি Udemy মার্কেটপ্লেস কোর্স কেনার মাধ্যমে, আপনি শুধুমাত্র সেই কোর্সে নথিভুক্ত করার পরে আজীবন অ্যাক্সেস পাবেন।

ডিজিটাল মার্কেটিং কি?   ডিজিটাল মার্কেটিং কাকে বলে?ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে কোন পণ্য, প্রতিষ্ঠান, ব্যক্তি সহ সকল কি...
18/11/2023

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং কাকে বলে?

ডিজিটাল মাধ্যম কে ব্যবহার করে কোন পণ্য, প্রতিষ্ঠান, ব্যক্তি সহ সকল কিছুর প্রচার-প্রচারণাকে ডিজিটাল মার্কেটিং বলে।

ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি ?

ডিজিটাল মার্কেটিং সাধারণত অনেক প্রকারের হয়ে থাকে। তার মধ্যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এ যে বিষয়গুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সেগুলো নিয়েই আজকে আমরা জানবো।

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ

* এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
* অনলাইন বিজ্ঞাপন
* সোশ্যাল মিডিয়া মার্কেটিং
* ইমেইল মার্কেটিং
* এফিলিয়েট মার্কেটিং
* কন্টাক্ট মারকেটিং
* ইনবাউন্ড মার্কেটিং
* অনলাইন প্রেস রিলিজ

ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা কি?

ডিজিটাল যুগে বসে কেউ যদি চিন্তা করে ডিজিটাল মার্কেটিং কেন করবো! তাহলে অবাক হওয়ার বিষয়। কেননা,বিশ্বের সবকিছুই এখন চলে ডিজিটাল মাধ্যমে। খুব কম বিষয়ই পাবেন যা আগের মতো এনালগ আছে। সরকারী-বেসরকারী অফিস,আদালত,ব্যবসা-প্রতিষ্ঠান সবকিছুই এখন ডিজিটাল। তাই সময়ের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, ভালো থাকার জন্য আপনাকে ডিজিটাল হতে হবে। না হয়,হারিয়ে যাবেন অতল গহীনে। যেখান থেকে কেউ টেনে তুলতে পারবে না

ডিজিটাল মার্কেটিং এর সুবিধাঃ

* বিশ্বব্যাপী প্রচারণাঃ ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার পণ্যের প্রচারণা সারাবিশ্বে মুহুর্তের মধ্যে খুব সহজে পৌঁছে দিতে পারছেন। যেটি আজ থেকে ১০০ বছর আগে কল্পনাও করা যেত না।

* ব্যয় সাশ্রয়ঃ ডিজিটাল মার্কেটিং এর কারণে পণ্যের ব্যয় কমে যায়। সহজে গ্রহিতার কাছে পৌঁছে যাওয়ার কারণে। যার ফলে একজন উদ্যোক্তা এবং তার কর্মকর্তা- কর্মচারীরা লাভবান হয়।

* আশানুরূপ ফলাফলঃ আপনি যেমন চান,তেমনি করে আপনার পণ্যের প্রচারণা চালাতে পারছেন। পছন্দ মত দেশ,জায়গা,ইন্টারেস্টেড পারসন নির্বাচন করা সম্ভব হচ্ছে তাই। এর ফলে যারা আপনার পণ্যের আসল ক্রেতা, তাদের কাছেই বিজ্ঞাপন পৌঁছানো সম্ভব হচ্ছে।

ডিজিটাল মার্কেটিং এর অসুবিধাঃ

ডিজিটাল মার্কেটিং এর কোন অসুবিধা নেই বললে ভুল হবে। সবকিছুরই ইতিবাচক-নেতিবাচক দিক থাকে। যেমনঃ

* ডিজিটাল মার্কেটিং এ কোন কারণে যদি কোন পণ্য খারাপ হয় বা নষ্ট হয়,তাহলে সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু হুমকির মুখে পড়ে খুব দ্রুত।

* ভার্চুয়ালি সব লেনদেন হওয়ার কারণে হ্যাকারচক্র সক্রিয় থাকে।

* প্রতিযোগিতা বাজার বেড়ে যায়। যার ফলে শুধু রাঘব-বোয়ালরাই বেঁচে থাকে। চুনাপুঁটিদের কোন জায়গা হয় না।

পরিশেষে- ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং এর প্রতিটি বিষয় নিয়ে বেশ কয়েকটি করে বই লেখা যাবে। এটি একটি মহাসাগর। যার কোন কূল কিনারা নাই। দিন দিন শুধু নতুন নতুন আপডেট আসতেছে। আজ যা চমক,আগামীকাল তা ফেলনা বস্তু। তাই, যারা ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের প্রতি আমার পরামর্শ হলো- আপনাকে অবশ্যই আপডট থাকতে হবে,সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নতুন কি কি আপডেট আসছে খোঁজ খবর রাখতে হবে। তা না হলে বেশি দিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন না৷

Assalamu Alaikum, Welcome to my page A good decision with honesty will change your life.
10/11/2023

Assalamu Alaikum, Welcome to my page A good decision with honesty will change your life.

Address

Patnitala
6540

Telephone

+8801738394671

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abdul Majid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abdul Majid:

Videos

Share

Nearby media companies