22/08/2022
ফ্রিল্যান্সিং কী ⁉️
Free=মুক্ত
Lancing=পেশা
Freelancing= মুক্ত পেশা
অর্থাৎ,Freelancing হলো একটি মুক্ত পেশা।নির্দিষ্ট কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজের ইচ্ছে মত স্বাধীন ভাবে কাজ করাই হল ফ্রিল্যান্সিং।
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।আমরা অকারণে দিনের অনেকটা সময় ব্যায় করছি online এ।আমরা চাইলেই সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের বেকারত্ব দূর করে পরিবারের পাশে দারানোর জন্য ইনকাম করতে পারি। নিজেকে সাবলম্বি করতে আমরা এই স্বাধীন মুক্ত পেশা বেছে নিতে পারি।
একটু ভেবে দেখুন তো আমরা প্রতিনিয়ত যে ভাবে online-এ সময় ব্যায় করছি সেই সময়টাকেই কি কাজে লাগিয়ে নিজে সফল হতে পারি না?সাফল্যই পারে আপনার আত্নসম্মান বাড়িয়ে দিতে।
Inbox me,