22/08/2021
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) শূন্য পদে নিয়োগে লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জনবল নিয়োগের লক্ষ্যে ২৭ আগস্ট বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রদর্শক (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল, মৃত্তিকাবিজ্ঞান, গণিত, গার্হস্থ্য ও কৃষি) এই ১০ ক্যাটাগরির পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট (http://dshe.teletalk.com.bd) থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
বিজ্ঞাপন
আজ শনিবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। প্রবেশপত্রের ডাউনলোড লিংক http://dshe.teletalk.com.bd/admitcard/index.php
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবেশপত্রে কেন্দ্রের নাম ও ঠিকানার উল্লেখ রয়েছে। এ–সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের মুঠোফোন নম্বরে টেলিটকের এসএমএসের মাধ্যমে প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dshe.gov.bd) আসনব্যবস্থা, সময়সূচি ও নির্দেশনা বিস্তারিত পাওয়া যাবে।
বিজ্ঞাপন
পদের নাম:
প্রদর্শক (পদার্থ)-১০৯
প্রদর্শক(রসায়ন)-১২০
প্রদর্শক(জীববিজ্ঞান)-৩১
প্রদর্শক(প্রাণিবিদ্যা)-১০৯
প্রদর্শক(উদ্ভিদবিদ্যা)-৯৬
প্রদর্শক(ভূগোল)-১৩
প্রদর্শক(মৃত্তিকাবিজ্ঞান)-০৫
প্রদর্শক(গণিত)-২২
প্রদর্শক(গার্হস্থ্য)-০৮
প্রদর্শক(কৃষি)-০১