SciFool - সাইফুল

SciFool - সাইফুল Because I need you to know this too...

23/05/2024

" আন্তরিকতা " এটি ভিষণ ন্যাচারাল।যে আন্তরিক সে জন্ম থেকেই আন্তরিক। এটা শেখা যায়না , নকল করা যায় না, আন্তরিকতার অভিনয়ও করা যায়না । আন্তরিকতা ভেতর থেকে আসা এক মহা মূল্যবান চারিত্রিক বৈশিষ্ট্য। ভদ্রতার অভিনয় সহজ কিন্তু আন্তরিকতা দেখানো কঠিন । যিনি আন্তরিক তিনি সব জায়গায় সব কিছুতে আন্তরিক।

24/04/2024

মানুষ যত অর্থবিত্তে, যশ খ্যাতিতে বড় হতে থাকে, তখন সে চমকিত হবার (surprised), এবং কৃতজ্ঞ হবার সুন্দর গুন দুটো হারিয়ে ফেলে!!!

04/04/2024

প্রেম করার সময় মনে থাকে না আল্লাহ খোদার নাম। আর ব্রেকাপ হলে ফেসবুকে স্টাটাস দেয়! আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন নাহ 🤷‍♂️

27/03/2024

Choosing a dress for Eid is more difficult than choosing a career 🙂

I am afraid that we may be raising a generation of young people who will grow up afraid to love, afraid to give themselv...
22/03/2024

I am afraid that we may be raising a generation of young people who will grow up afraid to love, afraid to give themselves completely to another person, because they will have seen how much it hurts to take the risk of loving and have it not work out. I am afraid that they will grow up looking for intimacy without risk, for pleasure without significant emotional investment. They will be so fearful of the pain of disappointment that they will forgo the possibilities of love and joy. ~Harold Kushner

(Book: When All You've Ever Wanted Isn't Enough [ad] https://amzn.to/4cinV7e)

(Art: Scene from movie ‘The Namesake’ by Mira Nair)

প্রায় প্রত্যেক মুসলমানকে যদি প্রশ্ন করা হয় যে, ইবলিসকে আল্লাহ্ কেন বিতাড়িত শয়তান করেছিল, তাহলে দেখবেন সবাই একটাই কথা বলব...
22/03/2024

প্রায় প্রত্যেক মুসলমানকে যদি প্রশ্ন করা হয় যে, ইবলিসকে আল্লাহ্ কেন বিতাড়িত শয়তান করেছিল, তাহলে দেখবেন সবাই একটাই কথা বলবেঃ ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল।

কিন্তু একটু মাথা খাটিয়ে দেখেন, আল্লাহর হুকুম আমাদের আদি পিতা হযরত আদম (আঃ)-ও অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলেন। আমরাও প্রতিদিনই আল্লাহর হুকুম অমান্য করে যাচ্ছি! কিন্তু আল্লাহ্ শুধু ইবলিসকেই শয়তান করেছেন। কেন জানেন? সব প্রশ্নের উত্তর যে বইয়ে আছে আমাদেরকেও সেই বইয়েই ফিরে যেতে হবে এর উত্তর জানার জন্য। সেই বই হলো কুর’আন। খেয়াল করে পড়েনঃ

1. “এবং যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম যে, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করেছিল; সে অগ্রাহ্য করলো ও অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।” [সূরা বাকারাহ (২), আয়াত ৩৪]

2. “আল্লাহ্‌ বললেনঃ এ স্থান থেকে নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না; সুতরাং বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি নীচ ও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।” [সূরা ‘আরাফ (৭), আয়াত ১৩]

একটা খুব সাধারণ ব্যাপার খেয়াল করেছেন কি যে, আল্লাহ্‌ যখন ইবলিসকে বিতাড়িত শয়তান করলেন, তখন কি বলে করেছিলেন? আল্লাহর কথা অমান্য করেছেন বলে ইবলিসকে শয়তান করেননি, তাকে শয়তান করেছেন অহংকার করার জন্য। কুর’আন ভালমত পড়ে দেখেন, দাম্ভিকতা, অহংকার, নিজেকে বড় মনে করা এসব আল্লাহর খুবই অপছন্দের জিনিস।

কত অপছন্দের জানেন? আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "সরিষার দানা সমপরিমাণ অহংকারও (সামান্যতম) যার অন্তরে আছে সে জান্নাতে যেতে পারবে না। আর সরিষার দানা সমপরিমান ঈমানও যার অন্তরে আছে সে জাহান্নামে যাবে না।” (জামে তিরমিযী ১৯৯৮)
তখন একজন বলল, "আমার নিকট এটা তো খুবই পছন্দনীয় যে, আমার জামা-কাপড় সুন্দর হোক এবং আমার জুতা জোড়াও সুন্দর হোক”।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ "আল্লাহ তা’আলা অবশ্যই সৌন্দর্যকে পছন্দ করেন। কোন ব্যক্তির সদৰ্পে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজান করাই হলো অহংকার”। (জামে তিরমিযী ১৯৯৯)

এই হাদিসের একটা ব্যাপার মনে হয় ধরতে পেরেছেন যে, সত্যিকারের ঈমানদার যারা, তাদের কোন অহংকার থাকে না।

এক্কেরে সেরাম ফাইন 🙂✌🥶
20/03/2024

এক্কেরে সেরাম ফাইন 🙂✌🥶

দিন-রাত চুলোচুলি করা দুই সতীনের মাঝে মারা গেল ছোট সতীন একদিন।মারা যাবার আগে তার তিন বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়...
20/03/2024

দিন-রাত চুলোচুলি করা দুই সতীনের মাঝে মারা গেল ছোট সতীন একদিন।
মারা যাবার আগে তার তিন বছরের ছেলেকে বড় সতীনের হাতে তুলে দিয়ে বলল,'আমারে মাফ কইরা দিয়েন। আমার পোলাডারে আপনের হাতে দিয়া গেলাম। আইজ থেইক্কা আপনেই ওর মা।'
বড় সতীনের ঘরে দুই সন্তান। আড়াই বছরের এক ছেলে। পাঁচ বছরের এক মেয়ে।
এখন তার তিন সন্তান হল।
ছোট সতীন মারা যাবার পরে তার কোল থেকে নেমে গেল আড়াই বছরের ছেলে। সেখানে প্রতিস্থাপিত হল সতীনের তিন বছরের সন্তান।
সে এটাকে কোলে কোলে রাখে। মুখে তুলে খাওয়ায়। কোথাও গেলে নিজের ছেলেকে হাঁটিয়ে নিয়ে যায় কিন্তু সতীনের ছেলেকে নেয় কোলে তুলে।
এভাবেই আস্তে আস্তে বড় হল সে। কিন্তু সৎমা তাকে কোনও কাজ করতে দেয় না। নিজের ছেলেমেয়েদের দিয়ে কাজ করায়। কিন্তু তাকে দেয় মুখে তুলে খাইয়ে। এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না। পাড়া-প্রতিবেশী, আত্মীয় -স্বজন সবাই প্রশংসা করে সৎমায়ের।
'তুমি তো অনেক ভালা মানুষ। মা মরা পোলাডারে কত্ত আদর কর। এরেই তুমি আরও বেশি ভালবাস। কে কইব তুমি অরে প্যাডে ধরনাই।'
'ভুল ভাবতাছেন আপনেরা।' মুখ খুলল বড় বউ। 'আমি শোধ নিতাছি। অর মায়ে আমার স্বামী কাইড়া নিছিল। আমারে পাঁচটা বচ্ছর জ্বালাইছে। আমি সেই শোধ নিতাছি এই পোলারে দিয়া। আমার পোলা মাইয়া জীবনে চলতে শিখব। কিন্তু অরে আমি আদর দিয়া পঙ্গু বানাইয়া দিতাছি। অয় জীবনে চলতে গিয়া পদে পদে আছাড় খাইয়া পড়ব। উইঠ্যা দাঁড়াইতে পারব না।' বলে মুচকি হাসে বড় বউ।
যে মা কলেজ পড়ুয়া ছেলের জিন্সের প্যান্ট ধুয়ে দেন, বিছানা তুলে দেন ভার্সিটি পড়ুয়া মেয়ের। আমার ছেলে/মেয়ে আমাকে ছাড়া চলতেই পারে না বলে গল্প করেন যে মা। আপনি এক বেলা বাসায় না থাকলে আপনার ছেলেমেয়ে এক মুঠো চাল সেদ্ধ করে খেতে জানে না বলে গর্ব করেন যে মা। আপনারা আদতে কিন্তু মা না।
আপনারা সৎমা।
আপনি নিজে খুব ক্ষতিকারক আপনার সন্তানের জন্য।
এটাও ব্যাড প্যারেন্টিং।

19/03/2024

অবশ্যই শয়তান বন্দি আছে, বুঝলাম
কিন্তু এই যে যারা গার্লফ্রেন্ড নিয়ে ইফতার করতে যায় এরা কারা! 🙂

“Appreciation is magic. People don't imagine how a positive word can get the best of us. How one sweet word can keep us ...
19/03/2024

“Appreciation is magic. People don't imagine how a positive word can get the best of us. How one sweet word can keep us going. May we always be surrounded by people who know our worth.”

18/03/2024

Why can you drink your drink,
but you can't food your food? 🤔

18/03/2024

টাকার ঋন এক সময় পরিশোধ হয়ে যাবে কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋন কখনো পরিশোধ করা যায় না! 🖤

18/03/2024

যখনই দেখেছি তাকে আমি অন্য কারো সাথে;
তখনই বুঝেছি
খোদা কেন শিরক ক্ষমা করেন না।
_মির্জা গালি

16/03/2024

৮৪ লক্ষ্য প্রাণীর বাস এই পৃথিবীতে, শুধু মানুষই রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরেনা। আর মানুষের পেট ভরেনা।

15/03/2024

জুনিয়রদের নিয়মিত লেখাপড়া করার উপদেশ দেয়ার পর আমার বিবেক হাউমাউ করে কেঁদে ওঠে। 🙂

Employee shocked 🙂Boss rocked ✌️
13/03/2024

Employee shocked 🙂
Boss rocked ✌️

28/02/2024

''Time spent travelling together has 10x the value of time spent in front of the TV or Smartphone''

27/02/2024

তোমার হাসির কারণ হতে চাওয়ার আমার যে প্রবণতা,
তোমার হাসির কারণ হওয়ার মধ্যে আমার বুকের ভেতরে যে সুখ,
স্বার্থপরের মতো আমি চাই তোমার হাসির কারণে শুধু আমারই নাম থাকুক।
©সাইফুল

Address

Patgram

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801701032488

Website

Alerts

Be the first to know and let us send you an email when SciFool - সাইফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share