RM Non-stop Multimedia

RM Non-stop Multimedia ..�������������������������

28/05/2023

#মজার সব খাবার এক ইভেন্টে

02/01/2023

মায়া শালিক

31/12/2022

Happy New year 2023

ফাইনাল ডান
14/12/2022

ফাইনাল ডান

13/12/2022

Leo messi

13/12/2022
13/12/2022
13/12/2022
13/12/2022
Hello Everyone, How Are you??
20/03/2022

Hello Everyone, How Are you??

18/03/2022
যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়!war is not the solution of any problem
10/02/2022

যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়!war is not the solution of any problem

10/02/2022

Bāstaba jībanēra ēkaṭā gāna

A real life song
Bāstaba jībanēra ēkaṭā gāna

A real life song
Bāstaba jībanēra ēkaṭā gāna

A real life song

10/02/2022

Hobby pigeon rearing method

হায়রে জীবন!
10/02/2022

হায়রে জীবন!

অসাধারণ কারুকাজ
08/01/2022

অসাধারণ কারুকাজ

11/09/2021

বহু প্রতিক্ষার পর আগামীকাল থেকে ইস্কুল কলেজ খুলবে।

Degree 3rd year exam ruttin
01/09/2021

Degree 3rd year exam ruttin

হায়রে করোনা! কবে যে আমাদের কাছ থেকে বিদায় নিবে।আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।
05/04/2021

হায়রে করোনা!
কবে যে আমাদের কাছ থেকে বিদায় নিবে।
আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।

04/12/2020

ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে ৪/৫ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার কেরিয়ার নষ্ট করছে!

স্কিনশট দিয়ে রাখেন! দুইদিন পর এই মেয়েটা ই আপনার কেরিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে।

রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি বোকার মত দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না।

জীবনটা হিন্দি সিনেমা না। আপনিও শাহরুখ খান না। আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়ে জানেই না যে, ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায়। রাতের পর রাত ন্যাকামি না করেও প্রেমিকা হওয়া যায়।

তিতা সত্য হচ্ছে, সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ঐ মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে, যেই মেয়েটা আপনার কেরিয়ারের কথা ভাবে, যেই মেয়েটা আপনার সুবিধা বুঝে, অসুবিধা বুঝে, যেই মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, দেয়ালে পিঠ ঠেকে গেলে যেই মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে।

দিনশেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখেন-

ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে!

-সংগ্রহীত

23/09/2020

এ-ই রকম কাজ যদি কোনো মায়ের সাথে করা হতো, তাহলে কেমন হতো।

23/09/2020

বলেন তো এইগুলো কি ফুল???🌹🌺💮💐

01/08/2020

আজকে মেয়েদের অবস্থা

22/07/2020

হাদীসের বানী

22/07/2020

হাই বন্ধুরা! কেমন আছেন সবায়?

07/07/2020

হাই বন্ধুরা কেমন আছেন সবায়?
এ-ই লকডাউন যে কবে খুলবে!
কবে আবার ইস্কুলে যেতে পারবো!!
আল্লাহ আমাদের মাফ করে দিন🤲🤲🤲🤲আমিন।

Address

Bogura
Rajshahi
8

Alerts

Be the first to know and let us send you an email when RM Non-stop Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RM Non-stop Multimedia:

Videos

Share


Comments

Assalamualykom.Class six -er bhorti form deya shuro hoyeche?jodi shuro hoy tobe.date koto tarikh porjonto?
Kara Kara Chao ja khub taratari school khula jak?
🔴 করোনা সমস্য়ার কারণে অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। তাই বিকাশ এবং ফেসবুক কর্তৃপক্ষ ঘরে বসে আয়ের সুযোগ করে দিয়েছে। আপনি এখন ঘরে বসেই মাত্র ৫ থেকে ১০ মিনিটে খুব সহজ কিছু কাজ করে প্রতিদিন ১০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

🔴 আমি প্রথমে বিশ্বাস করিনি পরে যখন আমি ১০০০ টাকা পেলাম তখন আমার বিশ্বাস হল । খুব সহজেই আপনি ও আমার মত টাকা পাবেন, নিচের লিংকে যান, তারপর সেখানে যা যা বলা হবে সব গুলো করুন। এটি bKash ও ফেইসবুক অনুমোদিত।

🔴 লিংক:
Hi Friends +
How are you?
প্রতিদিন সূরা মুলক আর শুক্রবারে সূরা কাহাফ পড়ার অনেক বিশাল ফজিলত.সবাই পড়বেন।
Hlw
😍🥰
Apu tomader modhe class 7 a keo ki poro???
Jodi poro plz janio
তখন ১ টাকায় ৪টা চকলেট পাওয়া যেতো। হসপিটালে গেলে ফ্রি ফ্রি চুলকানির ওষুধ পাওয়া যেত। ব্রিজের উপর থেকে ঝাপ দিলে ঘন্টা দুয়েক পর নাকের নিচে কাদার গোফ পাওয়া যেত। কিন্তু হাজার খুঁজলেও এখনকার মত পকেট ভর্তি ইয়াবা আর ফোন ভর্তি পর্ণ পাওয়া যেত না। ও হ্যা, আমরা মাছ ধরতাম। ঠ্যালা জাল চেনো? তিনকোণা নীল রঙা জাল। তখন পুটি মাছ পেয়ে যেন ইলিশের আনন্দ নিতাম।

সন্ধ্যে হওয়ার আগেই বাসাই ফিরতে হত রোজ হারিকেন টা মুছে তৈল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দ্বায়িত্ব টা আমার উপর ছিল,একসাথে চাটায়ে বসে পড়তে বসতাম ভাই বোন মিলে, , আর সন্ধ্যায় যখন আশেপাশে কেউ থাকতো না, তখন বইয়ের ভেতরের ময়ূর বের করে মাপতাম। এরপর তাকে চকের গুঁড়ো খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম। আমরা ভাবতাম ময়ূর বড় হয়। যার কাছে যত ময়ূর তাকে ততো সমীহ করে চলতাম যদি সে দয়া করে একটা ময়ূরের বাচ্চক দেয়! এভাবেই আমাদের গল্পে ময়ূর আর চকের গুঁড়ো মিশে আছে যার গন্ধ আমরা এখনো পাই প্রতিটা বইয়ের পাতায়। তোমরা যখন চিনি দেখলে কোকেন বলে মনে কর, আমরা ৯০ এর দশকের ছেলেরা প্রথমে তাকে চকের গুঁড়ো ভাবি। এটাই আমাদের সরলতা। রাত পেরিয়ে সকাল হলে দল বেধে যাইতাম মক্তবে কোরআন শিক্ষা টা যতাযত ভাবে নিতে ,,, দিন হলে বা দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন জোগাড় করতাম। আগুন জ্বালাবার জন্য। মা বলতো উলের সোয়েটারে নাকি আগুন লাগে তাই সোয়েটার খুলে আমরা আগুনের কাছে যেতাম। আগুনের ভেতর থেকে হাত পা ঘুরিয়ে আনা আর সুচ দিয়ে আঙুল এর চামড়া ফুটো করে গেথে রাখা ছিল তৎকালীন সময়ে স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন। আগুন জ্বালালে তাতে নষ্ট কলম পোড়ানো ছিল ট্রেন্ড। এই জেনারেশন কখনওই জানবে না পলিথিন আর কলম পোড়ার গন্ধ, কিভাবে চামড়ায় সুচ আটকে রাখা যায় তা তারা শিখে নিতে পারবে কিন্তু রোমাঞ্চকর কোন অনুভূতি পাবেনা। কারণ তারা এখন রোমাঞ্চ পায় ইরোটিক ক্লিপ আর সবজী লাল পানি খাওয়াতেই।

আমরা দেখেছি কিভাবে কেরোসিন আনার জন্য কাচের স্প্রাইটের বোতলের মাথায় দড়ি বাধা হতো। আস্তে আস্তে কিভাবে দড়ি কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়তো।ড়াংগুলি খেলা তো এখনকার জেনারেশন চিনে কিনা সন্দেহ আছে,, কত যে রোমাঞ্চকর ছিল পরিবেশ টা জায়গাই জায়গাই, মারবেল খেলা,সিগারেটের পেকেট এর নকল টাকা দিয়ে কত রকম যে খেলা ছিল,,, ২০০০ সাল কখনওই জানবে না ষ্টোভ নেভানোর পর কেরোসিন পুড়ে কেমন সুঘ্রাণ বের হয়, সন্ধ্যাবেলায় প্রতিটা বাড়ি থেকে কিভাবে এক এক্কে এক, দুই এক্কে দুই পড়ার আওয়াজ ব্যাঙ এর ঘেঙর ঘেঙরকে হার মানায়, এরা কখনওই ধারাপাত বই চিনবে না। এরা জানে ইউটিউবের টিউটোরিয়াল, সারাদিনের স্কুলে পরে থাকা মোজার গন্ধ আর বিদেশী রাইটারের বই।


সময় পাল্টেছে, আমি যুগের দোষ দেবোনা, সময়ের দোষ দেব না, এই জেনারেশনের দোষ দেব না। দোষ দেব আমাদের, দোষ দেব এই ৯০ এর দশককে। কেন তারা এত সুন্দর ছিল যে পরবর্তী দিনগুলোকে তাদের ধারে কাছেও আসতে দিল না? সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দী ছিল না তাই আমাদের শৈশব কেটেছে মাঠেঘাটে, হাওড় বাওড়ে, আগুনে পানিতে, জলাজঙ্গলে। তোমরা তোমাদের গেম অফ থ্রোনস, ইউটিউব আর ফেসবুক দিয়ে আমাদের ম্যাকগাইভার, আলিফ লায়লা আর নতুন কুঁড়িকে চাপা দিতে পারবা কখনো? কি মনে হয়? পারবা?


"আমি ৯০ এর দশক বলছি"
hi