Ignore

Ignore Plz ..follow ...me �

24/11/2024
09/07/2024

আমরা যারা 1990-2005 সালের মধ্যে জন্মেছি😎
আমরা বিশেষ কিছু ছিলাম না,
তবে আমরা ভাগ্যবান ছিলাম🤦
যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম ,আমার হাত নাই🤞
একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো✍️
আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম😎
আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤦
দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে, সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম🤦
রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে😞
কারেন্টের সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি
অবস্থানে আনার চেষ্টা করতাম😴
স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে
দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃ক্লাসে কলম কলম খেলা, খাতায়
ক্রিকেট খেলা, চোর-ডাকাত🕵️
-বাবু-পুলিশ
খেলতাম।🧑‍🏭

অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা
দিতাম আর ও কত কি.
এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🧑‍🦱
, হাওয়াই মিঠাই খেতে না
পারলে মনটাই খারাপ হয়ে যেত😭
হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম😞
স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখবো, সিসিমপুর দেখবো।🕵️
শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে 😎এবং সন্ধার পর আলিফ লায়লা ,সিন্দবাদ, রবিনহুড, ম্যাকাইভার দেখার জন্য পুরো
সপ্তাহ অপেক্ষা করতাম😴
ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম😎
পেটের ভিতর গাছ হবে কিনা
মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম😁
কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম ।
যাতে সে আর লম্বা হতে না পারে🧑‍🏭
বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লাছুট, ১এ ঋতু, না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😭
ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই😎
এতো মজা লাগতো যা বলার বাইরে।
নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়,,😎 ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়।
ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল 😎
তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো, ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি,😭😭

আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো, নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??

এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার ফিরে

14/02/2024

🍂●____🦋____●🍂
___“সত্যি করে বলবা”___!!🙂🥀
🍁___“তোমার মন খারাপের“___🍁
🦋___“সময় এমন কেউ আছে”___🦋
🥀___“যে”___🥀
🥰__“তোমাকে হাসানোর চেষ্টা করে”__😇 আমার নাই 💔😅

31/01/2024

( Tom + Jerry)

(Nobita + Sizuka)

(Me+???)🙂

31/01/2024

- সে হয়তো জানে না..!🙂

- তার একটা Call বা Text এর জন্য আমি কতটা অপেক্ষা করি.!😐💔

28/01/2024

- শৈশবের বন্ধুগুলোর মাঝে কোনো স্বার্থ ছিলো না.!🙂🥀
- মিস করি সেই দিনগুলো,মিস করি সেই বন্ধুদের.!💔

16/01/2024

°

--ফ্যান চালাচ্ছেন না কেন ?? 🙂

°

06/01/2024

আসা করি বউ ছাড়া এটাই সেষ নির্বাচন🙂

06/01/2024

প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারীর হাত থাকে - আর সেইটা হচ্ছে "মা" 🧡

23/12/2023

দুই বছর আগে ফেইসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই।মেয়ে সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই।আমি শুধু 'বাই' বলে আর কখনো নক করিনি।

মেয়েটা সেদিন আমায় ফোন দিল:

জব পাইছ?

না।

আমার বিয়ে ঠিক হইছে।

ওহ্! কনগ্রেইটস!

আমায় নিয়ে পালাতে পারবা?

না।

ওকে।তোমার ঠিকানাটা বোলো।ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিব।বিয়ে-খাইতে আইস।

আচ্ছা।

তারপর সে ফোনটা কেটে দিল।দুইদিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসল ক্যুরিয়ারে।খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি।

তুমি একটা কমবখত! যাইহোক বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার।সদ্যই জয়েন করেছে।এবারের ৪৩ তম তে।ফরেন ক্যাডার!ম্যালা বেতন! অনেক স্মার্ট।তোমার থেকে মাশাল্লাহ দেখতে সুন্দর! মাথায় অবশ্য তোমার মত এলোমেলো চুল নেই।সামান্য টাক। তবে খুব গোছালো।আমাকে আশ্বাস দিয়েছে, খুব আদরে রাখবে।আশীর্বাদে আমায় গয়নায় মুড়িয়ে দেবে বলেছে।আমাকে সে রাণী করে রাখবে।তার বাড়িতে কোন কাজ করতে হবে না আমাকে।

ধুর! খালি ওকে নিয়ে বক্বক করে যাচ্ছি..আচ্ছা, তুমি সেই গল্পটা লিখে শেষ করেছ? যে-টা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে? না-কি আমার পাত্তা না পেয়ে সে-গল্পটা ছেড়েই দিয়েছ? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা।একটা আবদার।জানি,তোমাকে আবদার করার মত কোনো অধিকার আমার নেই, তবুও করছি, যদি পার আমার বিয়েতে একটা সিঁদুরের কাঁটা গিফট করো আমায়। অল্প দাম দিয়ে কিনো।তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়ত।কিন্তু তোমার দেয়া কাঁটায় সিঁদুর আাঁকতে তোমার নিশ্চয় আপত্তি থাকবে না!
-ইতি
অবনি ।

চিঠিখান পড়ে খুব আশ্চর্যান্বিত হলাম।একদিকে ভালোও লাগল।আমার মত উজবুককে কোনো মেয়ে সত্যিই ভালোবেসেছিল?

আমি নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলাম। মানুষে মানুষে জমজমাট আবহাওয়া।সবাই খুব ব্যস্ত।এত ব্যস্তত ভীড়ে অবনি'কে কোথাও দেখতে পেলাম না। উঠোনের এক মাথায় বরাসন। একটা কম বয়সী মেয়ে বরকে পাখার বাতাস করছে।

আমি বরকে গিয়ে বললাম, আপনার ওখানে টোপর পরে আমার বসে থাকার কথা ছিল।
বর হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, কে আপনি? আর এসব কথাই বা বলার সাহস আপনার কী করে হয়?

আমি শান্তভাবে বললাম, আপনি যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন ঐমেয়েটা আমাকে নিয়ে পালাতে চাইছিল। আমি পালাই নি।এবার আপনিই ভেবে দেখুন।কেন সাহস পেলাম।

বর তেলেবেগুনে উঠে এসে আমার কলার ধরে নিয়ে গেল একটা ফাঁকা রুমে।একরকম হুলস্থুল বেঁধে গেল উঠোনজুড়ে। একটু পর মেয়ের বাপ আসল

😂 এক্সাম হলে 😂বল্টু : কিরে পল্টু  আজ কি এক্সাম 🤔পল্টু : গনিত 🤧বল্টু : কিরে কি এক্সাম তুই জানিস তার মানে তুই পড়ে আসছিস দে...
19/12/2023

😂 এক্সাম হলে 😂
বল্টু : কিরে পল্টু আজ কি এক্সাম 🤔
পল্টু : গনিত 🤧
বল্টু : কিরে কি এক্সাম তুই জানিস তার মানে তুই পড়ে আসছিস দেখাবি আমারে? 😐
পল্টু : আরে বন্ধু না আমিও জানি না কি এক্সাম 😿 ঐ দেখ ঐ মেয়েটির পাশে ক্যালকুলেটর ওটা দেখে বুঝলাম আজ গনিত এক্সাম 🐸
বল্টু : বে/হু/শ😂

17/12/2023

আমি চাই না,আমার বেস্টফ্রেন্ড অন্য কারো বেস্টফ্রেন্ড হোক। 🙂
আমি চাই না, আমার বেস্টফ্রেন্ড অন্য কারো সাথে বেশি কথা বলুক
আমি চাই না।
আমার বেস্টফ্রেন্ড অন্য কাউকে আমার থেকে বেশি প্রাধান্য দিক
আমার বেস্টফ্রেন্ড শুধুই আমার, সে অন্য কারো সাথে মিশলে সেটা আমি সহ্য করতে পারি না 😅

আমার এমন অভ্যাস এর কারনেই হয়তো আমার বেস্টফ্রেন্ড কে কোনো একদিন হারিয়ে ফেলবো। কোনো একদিন আমার বেস্টফ্রেন্ডও আমার উপর বিরক্ত হয়ে আমাকে ছেরে চলে যাবে 😅💔
Yes done 👍🥶

17/12/2023

একটু বের হইছিলাম জোড়ায় জোড়ায় দেশপ্রেমিক দেখে,🙄
নিজেকে রা!জাকার মনে হলো তাই বাসায় এসে পরেছি.!🙂🤧

11/12/2023

এক চাচা ভোট দেওয়ার পর বাইরে এসে পোলিং এজেন্টকে জিজ্ঞেস করলেন🥹🫰

•চাচা:বেটা তোমার চাচী কি ভোট দিয়ে চলে গেছেন😊😊

পোলিং এজেন্ট লিস্ট চেক্ করে বলল...

হ্যাঁ চাচা, চাচী ভোট দিয়ে চলে গেছেন।🫡🫡

•চাচা:ইস যদি একটু তাড়াতাড়ী আসতাম তবে দেখা হতো।😒😒

পোলিং এজেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করল...

কেন চাচা? চাচী কি আপনার সাথে থাকেন না🫤🫤

•চাচা :বেটা আজ ৯ বছর হয়ে গেছে তোমার চাচী মারা গেছেন।!🥲🥲

-কিন্তু প্রতিবার ভোটের সময় এসে ভোট দিয়ে চলে যান কিন্তু কোনোদিন দেখা হয় না।🥹🥹

06/12/2023

ভাবিস না যে ভুলে গেছি। হয়তো কথা হয় না, কিন্তু ভালোবাসাটা সেই আগের মতই আছে।

19/11/2023

‘সম্পর্ক কত দিনের সেটা বড়ো বিষয় না, বড়ো বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু।’

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when Ignore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ignore:

Videos

Share