Goriber OrdhekDeen.com

Goriber OrdhekDeen.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Goriber OrdhekDeen.com, News & Media Website, Patgram.

যারা রিলেশন করে না, যারা দ্বীনটাকে মেনে চলার চেষ্টা করে! তাদেরকে কখনো আনরোমান্টিক ভাববেন না। তাদের মনে সর্বদাই প্রিয় মা...
19/10/2024

যারা রিলেশন করে না, যারা দ্বীনটাকে মেনে চলার চেষ্টা করে! তাদেরকে কখনো আনরোমান্টিক ভাববেন না। তাদের মনে সর্বদাই প্রিয় মানুষটি কল্পনায় থাকে। তারা হালাল জীবন সঙ্গীর জন্য প্রতিনিয়তই হাজারো স্বপ্ন দেখতে থাকে। আর এটা চিন্তা করে তাকে নিয়ে কিভাবে জান্নাতে যাবে।

— মেহরাব হোসেন

22/05/2024

যথেষ্ট চাঁদ দেখা হয়েছে
এখন ঘুমান ভাই 😄

18/05/2024
আমারও তো ইচ্ছে হয়😒😒
09/04/2024

আমারও তো ইচ্ছে হয়😒😒

আপনি আমার জীবনে বিশ্বস্ত জীবনসঙ্গিনী হয়ে আসিয়েন। কারণ এই মিথ্যে ভালোবাসার দুনিয়াতে বিশ্বস্ত মানুষের বড়ই অভাব। দরকার ...
17/02/2024

আপনি আমার জীবনে বিশ্বস্ত জীবনসঙ্গিনী হয়ে আসিয়েন। কারণ এই মিথ্যে ভালোবাসার দুনিয়াতে বিশ্বস্ত মানুষের বড়ই অভাব। দরকার হলে মৃত্যুর আগ পর্যন্ত সিঙ্গেলই থাকবো তবুও জীবনে ভুল কোন মানুষ না আসুক 😊

12/05/2023

বিয়ের পরে আমি আর তিনি দুজনেই বাটন ফোন ব্যবহার করবো ইনশা আল্লাহ।

30/04/2023

একসাথে বৃষ্টি দেখার জন্য,
❤️একটা তুমি চাই ☺️

সবচেয়ে রোমান্টিক বিষয় কি জানেন? এই ঈদে অচেনা অজানা সেই মানুষটা আপনাকে মিস করছে, আপনিও করছেন। নিশ্চই মুমিন মুমিনাদের জন্য...
23/04/2023

সবচেয়ে রোমান্টিক বিষয় কি জানেন? এই ঈদে অচেনা অজানা সেই মানুষটা আপনাকে মিস করছে, আপনিও করছেন। নিশ্চই মুমিন মুমিনাদের জন্য!🙄

আমাদের সমাজে ছেলেরা বিয়ের যোগ্য হয় তখনই, যখন তার একটা স্ট্যেবল ক্যারিয়ার হয়, থাকার জন্য নিজের একটা বাড়ি থাকে এবং ব্যাংকে...
06/04/2023

আমাদের সমাজে ছেলেরা বিয়ের যোগ্য হয় তখনই, যখন তার একটা স্ট্যেবল ক্যারিয়ার হয়, থাকার জন্য নিজের একটা বাড়ি থাকে এবং ব্যাংকে অন্তত কিছু হলেও টাকা জমা থাকে। অর্থাৎ দুনিয়াবি ভোগের জন্য তার কাছে যখন যথেষ্ট রসদ হবে, তখনই তাকে বিয়ের যোগ্য ভাবা হবে। আর মেয়ের পিতারাও ভাবে এই দুনিয়াবি ভোগই বুঝি মেয়ের প্রকৃত কল্যান ও সুখ এনে দিতে পারে। অথচ সাহাবিরা ছিলেন এর উল্টো। তাদের নিকট মেয়ের কল্যানের মাপকাঠি ছিল দরিদ্রতা। ব্যাপারটা আশ্চর্যের না?
দুনিয়াবিমুখ যত সাহাবি ছিলেন, তাদের ভেতর আবু দারদা (রা.) অন্যতম। তিনি যেমন দুনিয়াবিমুখ ছিলেন, তিনি চাইতেন তার পরিবার, সন্তানরাও তেমন দুনিয়া বিমুখ হোক।
একবার আবু দারদা (রা.)-এর মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে খলিফা মুআবিয়া (রা.) এর পক্ষথেকে ছেলে ইয়াযীদের জন্য। এত বড় খলিফার ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসায় আবু দারদা (রা.)-এর তো খুশি হওয়ার কথা। কিন্তু না। তিনি খুশি না হয়ে তাদের প্রত্যাখ্যান করে দেন। এর কিছুদিন পর তিনি তার মেয়েকে এক দরিদ্র ছেলের সাথে বিয়ে দেন। তার এমন আচরণ দেখে সবাই জিজ্ঞেস করতে থাকে, ‘তুমি খলিফার ছেলের কাছে নিজের মেয়ে বিয়ে দেয়ার পরিবর্তে কেন একজন দরিদ্র লোকের সাথে বিয়ে দিলে?’
তাদের প্রশ্ন শুনে আবু দারদা (রা.) বলেন, ‘আমি আমার মেয়ের কল্যানের কথা ভাবি। তাকে যদি খলিফার ছেলের কাছে বিয়ে দিই, তবে তার আশেপাশে অনেক দাসী থাকবে। সে এমন সব ঘরবাড়ি দেখতে পাবে যা দেখে তার চোখ ঝলসে যাবে। সেদির তার দ্বীন কোথায় থাকবে?’
একটু খেয়াল করে দেখুন, আমাদের সমাজের পিতারাও মেয়েদের কল্যান চান, আর সাহাবিরাও তাদের মেয়েদের কল্যান চাইতেন। কিন্তু উভয়ের কল্যান চাওয়ার লেন্সটা আলাদা। একজন দুনিয়াবি ভোগকেই প্রকৃত কল্যান ভাবেন, আরেকজন আখিরাতের সফলতাকে কল্যান ভাবেন। একজনের কল্যান জান্নাত এনে দিবে, আরেকজনের কল্যান জাহান্নামের দিকে ঠেলে দিবে।
সম্পদশালী হয়েও অনেকে দুনিয়াবিমুখ থাকে, তবে সে সংখ্যাটা খুবই কম। নিশ্চয় সাহাবিদের চিন্তা আর ফিকির আমাদের থেকে গভীর ছিল। আল্লাহ আমাদের যেমনই রাখুন না কেন, যেন সবাই দুনিয়াবিমুখ হয়েই থাকতে পারি।
|| সাহাবিদের চোখে যোগ্য পাত্র
|| সাওদা সিদ্দিকা নূর

29/03/2023

বউকে বললাম স্মার্ট ফোন ব্যবহার করতেছো একটা ফেসবুক আইডি খুলে দেই অনেক কিছুর খোঁজ খবর রাখতে পারবে
বউয়ে উত্তর দিল..
আমার দরকার নাই ফেসবুক আইডি খুলে
অন্য ব্যাটা মানুষ দেখার
দেখার জন্য ব্যাটা মানুষ আমার ঘরেই আছে 🤩
আলহামদুলিল্লাহ বউয়ের উত্তর শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে এখন ভাবতেছি কি গিফট দেওয়া যায়...!

কিছুই বলতে চাই না, শুধু মনকে সান্ত্বনা দেইন। 🥹🥹😥
24/03/2023

কিছুই বলতে চাই না, শুধু মনকে সান্ত্বনা দেইন। 🥹🥹😥

11/03/2023

এক সালাফী যুবক বিয়ের উদ্দেশ্যে সালাফী মেয়েকে দেখতে গিয়েছে।
মেয়ে প্রশ্ন করলঃ আপনি কোন আকীদা লালন করেন?
যুবক বললঃ আমি খাঁটি সালাফী।কোন সন্দেহ নেই। সালাফী আকীদাই আমার আকীদা।
মেয়ে বললঃ তাহলে বলেন তো আল্লাহ কোথায়
যুবক উত্তর দিলঃ আল্লাহ আকাশে, আরশে আযীমের উপর।
মেয়ে বললঃ ( নো শুধু বললেই হবে না) আল্লাহ যে আকাশে এটার দলীল দেন?
এবার যুবক সহীহ মুসলিমের 3432 নাম্বার হাদীস উল্লেখ করে বললঃ রসূল (সাঃ) বলেছেনঃ "কোন স্ত্রী যদি তার স্বামীর ডাকে সাড়া না দেয় তবে যিনি আকাশে আছেন তিনি ঐ স্ত্রীর উপর রাগান্বিত থাকেন ততক্ষণ যতক্ষন না তার স্বামী তার উপর সন্তুষ্ট না হন।
যুবকের এ দলীল শুনার পর ঐ মেয়ে আর কোন প্রশ্ন করেনি🥰
শুধু দলীল জানলেই হয় না উপযুক্ত জায়গায় উপযুক্ত দলীল পেশ করতে হয়। (যুবকের এ জবাব দেওয়ার পদ্ধতিকে বলা হয়ঃ Kill two birds with one stone)
"এ গল্পে অবিবাহিত যুবকদের বহুত ফায়েদা রহিয়াছে"

এমন একটা ভুতের খুব প্রয়োজন জীবনে❤❤❤❤❤❤
25/02/2023

এমন একটা ভুতের খুব প্রয়োজন জীবনে
❤❤❤❤❤❤

21/02/2023

বউ টারে বড় লোক করতে চাই।
তাই তারাতারি বিয়ে করে ফেলবো
ইনশাআল্লাহ

19/02/2023

অপেক্ষার পালা দীর্ঘ হলে,
আগ্রহ মরে যায়।

Address

Patgram

Telephone

+8801701033177

Website

Alerts

Be the first to know and let us send you an email when Goriber OrdhekDeen.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share