27/08/2024
প্রেমিকের সাথে অর্থনীতি,রাজনীতি, সমাজতন্ত্র, প্রজাতন্ত্র,গণতন্ত্র, মার্ক্সবাদ,নারীবাদ,শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ্য, ঈশ্বরবাদ, মহাকাশ, সৌরজগত, প্রোগ্রামিং,ধর্ম,অধর্ম,আস্তিক্যবাদ,নাস্তিক্যবাদ,স্বাস্থ্য সচেতনতা, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে, প্রেম করার দরকার নেই।
"শুধু আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো " তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়। পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে,মনোযোগ দিয়ে কথা শোনবার মানুষ পাওয়া কঠিন। 🌸