Abdul KARIM

Abdul KARIM Life doesn't have a remote, get up and change it yourself� Chittagong
(18)

15/01/2025

Good Morning Everyone
🌄🌼🌄

14/01/2025

Good Night Everyone 🌻🛌🌻

মানুষ চাইলে কী না অসম্ভব? ১৯ সন্তানের জননী সৌদি মহীয়সী নারী হামদা আল রুওয়ালী। বয়স সবেমাত্র বিয়াল্লিশ। তার বড় সন্তানের বয়...
12/01/2025

মানুষ চাইলে কী না অসম্ভব?

১৯ সন্তানের জননী সৌদি মহীয়সী নারী হামদা আল রুওয়ালী। বয়স সবেমাত্র বিয়াল্লিশ। তার বড় সন্তানের বয়স তেইশ আর সর্বকনিষ্ঠ সন্তান চার মাসের। তিনি শুধুমাত্র উনিশ সন্তানের জননী তথা গৃহিণী তা কিন্তু নয়। সন্তান লালনপালনের পাশাপাশি তিনি নিজের চাকরি এমনকি লেখাপড়া চালিয়ে গেছেন।

তিনি একাধারে চাকরিজীবী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি উনিশ সন্তানের জননী। মাশা-আল্লাহু তাবারকাল্লাহ। উনিশ সন্তানের মধ্যে দশজন পুত্র ও নয়জন কন্যাসন্তান। সবচেয়ে মজার বিষয় হলো সম্প্রতি তিনি এতকিছু সামলানোর পর এই বয়সে এসে ডক্টরেট কমপ্লিট করেছেন।

আরবি এক ইউটিউব চ্যানেলে তার একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে তাকে সঞ্চালক প্রশ্ন করেন, 'আপনি এতো কিছু সামলান কী করে?, তার সরল উত্তর, 'আমি দিনের বেলা সন্তানদের দেখাশোনা এবং চাকরি করি। আর রাতের বেলা নিজের পড়াশোনা ও ব্যবসাবাণিজ্যে সময় দিই সাধ্যমত।

ভাবা যায় কিছু?
যেই যুগের নারীসমাজ কেরিয়ার ও শরীর নষ্ট হয়ে যাবে ভেবে সন্তান নিতে অনাগ্রহ দেখায়, চাকরিজীবী হলে চাকরি বাঁচাতে সন্তান নেন না নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, (যদিও পরবর্তীতে তারা চাইলেও সন্তান হয় না) সন্তান নিলেও দুয়েকটার অধিক নয় নীতি ফলো করে সেই যুগে এক নারী উনিশ সন্তানের জননী হওয়া ব্যবসাবাণিজ্য ও লেখাপড়া সামলানো চাট্টিখানি কথা নয়।

আরো মজার বিষয় হলো সন্তান লালনপালন কষ্টসাধ্য জেনেও এতোগলো সন্তানের জনক বা জননী হতে পারা নিঃসন্দেহে মহা সৌভাগ্যের ও গর্বের বিষয়। পাশাপাশি একাধিক সন্তান নিলেও যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায় সৌদি নারী হামদা আল রুওয়ালী তার উজ্জ্বল উদাহরণ। হে বাঙ্গালী নারীসমাজ, শিক্ষা নিন এই সৌদি মহীয়সী নারী থেকে।

শতসহস্র স্যালুট হে মহীয়সী বোন ডক্টর হামদা আল রুওয়ালী।

আমাদের বাড়ির ছাদের ফুল বাগান 🥀🌺🌻শুভ সন্ধ্যা!
11/01/2025

আমাদের বাড়ির ছাদের ফুল বাগান 🥀🌺🌻
শুভ সন্ধ্যা!

শুভ রাত্রি 🛌
10/01/2025

শুভ রাত্রি 🛌

𝐔𝐍𝐋𝐎𝐂𝐊𝐄𝐃👉  𝟐𝟓𝐊  🎉✨𝐓𝐇𝐀𝐍𝐊𝐒  𝐀 *𝐋𝐎𝐓 𝐀𝐋𝐋* 𝐎𝐅 𝐘𝐎𝐔 𝐌𝐘 𝐃𝐄𝐀𝐑 𝐅𝐑𝐈𝐄𝐍𝐃'𝐒 & 𝐅𝐎𝐋𝐋𝐎𝐖𝐄𝐑'𝐒 𝐀𝐍𝐃 𝐀𝐋𝐋 𝐕𝐈𝐃𝐄𝐎 𝐂𝐑𝐄𝐀𝐓𝐎𝐑𝐒.𝐋𝐎𝐕𝐄  𝐘𝐎𝐔 𝐀𝐋𝐋❤️💚আপনাদে...
08/01/2025

𝐔𝐍𝐋𝐎𝐂𝐊𝐄𝐃👉 𝟐𝟓𝐊 🎉✨

𝐓𝐇𝐀𝐍𝐊𝐒 𝐀 *𝐋𝐎𝐓 𝐀𝐋𝐋* 𝐎𝐅 𝐘𝐎𝐔 𝐌𝐘 𝐃𝐄𝐀𝐑 𝐅𝐑𝐈𝐄𝐍𝐃'𝐒 & 𝐅𝐎𝐋𝐋𝐎𝐖𝐄𝐑'𝐒 𝐀𝐍𝐃 𝐀𝐋𝐋 𝐕𝐈𝐃𝐄𝐎 𝐂𝐑𝐄𝐀𝐓𝐎𝐑𝐒.
𝐋𝐎𝐕𝐄 𝐘𝐎𝐔 𝐀𝐋𝐋❤️💚

আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি অভিভূত। আমি ধন্য। আমি সৌভাগ্যবান। আপনারা যারা আমাকে এতোটা সমর্থন দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আপনাদের ছাড়া আমি কিছুই না। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। সবার এতো ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনাদের মতো এতো সুন্দর মনের মানুষদের সাপোর্ট পেয়েছি, অনবর্ত পাচ্ছি এবং ভবিষ্যতেও আশা রাখবো এমন ভাবেই ভালোবেসে পাশে থেকে সঙ্গ দিয়ে যাবেন।
যদিও সেটা নির্ভর করে আমার কৃতকর্ম ও ব্যবহারের উপর।
সামনের পথচলায় যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো ভুল করেও ফেলি, এই অবুঝ হতভাগাটাকে আপনারা ভুল ধরিয়ে দিয়ে শুধরে দিবেন এবং ক্ষমা করে দেবেন এটাই আশা রাখবো সকলের কাছে।

আমার 𝟐𝟓𝐊 পরিবারকে নিয়ে আমি নতুন পথ চলবো, যেখানে ভালোবাসা, সমর্থন আর সফলতা অপেক্ষা করছে। সবাই পাশে থেকে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ।
আপনাদেরকে দেওয়ার মতো আমার কাছে তো কিছুই নেই শুধু পাশে থেকে ভালোবাসা দেওয়া ছাড়া। ইনশাআল্লাহ আমার সময় ও সামর্থ্যের মধ্য থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি! তিনি আপনাদের সকলকে শারীরিক ও মানসিক ভাবে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। সকলকে সাফল্যের সর্বোচ্চ চুড়ায় পৌঁছে দিক। আপনাদের সকলের সু সুস্থ দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

08/01/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Del Del Jeana Kolb, Morena Lobo, Md Masud Sikdar, Salve Casais, Valleck Nicole Simmons, Marilyn Velasquez, Wasim Biswas, Lorena Macalanga Mangelen, Ari Setiawan, Safikul Islam

07/01/2025

25K Unlocked✅🔥
চলে আসুন সবাই....

07/01/2025

মাত্র ৭ মাসে ত্রিশ পারা কোরআনের হাফেজা হলেন পঞ্চগড়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আনিষা আক্তার।

06/01/2025

কখন কার দরজায় কাকে দাড়াতে হবে, সৃষ্টিকর্তাই ভালো জানেন!
তাই কখনো মানুষের সাথে অমানুষের মত আচরণ করা উচিত নয়।

05/01/2025

যারা বলে কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবেনা,

তারা হয়তো কুরআন জানেনা নতুবা তারা মুসলমানের বাচ্চাই না।

05/01/2025

একটা ছেলে দিনে ৫০০ টাকা খরচ করতে পারে, আবার ২০ টাকা দিয়েও সারাদিন চালিয়ে দিতে পারে।

পার্থক্য শুধু সময়ের, শখের না! ❤️

05/01/2025

ইয়া রাব্বাল আলামীন!
আমাদের হৃদয়কে উন্মুক্ত করে দাও। দ্বীন উপলব্ধি করার তৌফিক দাও। 🤲

শুভ দুপুর 🥀🥰❤️
04/01/2025

শুভ দুপুর 🥀🥰❤️

04/01/2025

আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন ইয়া রাব্বাল আলামীন

Good Morning Everyone... 🌄🌺             ゚viralシ
03/01/2025

Good Morning Everyone... 🌄🌺
゚viralシ

Address

Patenga
4390

Telephone

+8801318856445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul KARIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share