Travel with Nowshad ツ

Travel with Nowshad ツ প্রকৃতি আমাকে টানে! তাইতো ছুটে যাই আপন মনে প্রকৃতির পানে💚

24/12/2024

তোমাকে পাওয়ার চাইতে ৪০ হাজার বেতনের একটা চাকরি পাওয়া অনেক বেশি জরুরী!🌚

22/12/2024

বুকে ব্যথা করলে ইনবক্সে নক দিও....😊

09/12/2024

ভাই তুই কই আয় বুকে আয় 🥰🥰🥰

09/12/2024

এই প্রথম কোনো কাজে বাঙালির উপর এতো খুশি হইলাম🥰

08/12/2024

মারজুক রাসেলের একটা সুন্দর কথা আছে!!

"তুমি কারো কাছে ডাইল-ভাত, কারো কাছে কাচ্চি!" কথাটা ডাহা সত্য। আমরা কারো কারো কাছে দুই পয়সার দামও পাই না, আবার কারো কাছে বিশেষ প্রায়োরিটি পাই। সমস্যা হইলো, আমরা ঘুরে ফিরে তাদের কাছেই যাই, যাদের কাছে আমরা ভ্যালুলেস । আর যারা আমাদের প্রায়োরিটি লিস্টে উপরের দিকে রাখে, তাদের সংঙ্গ আমাদের ভালো লাগে নাহ! মানুষ হিসেবে আমরা যথেষ্টই বেকুব। ডাইল ভাতের হোটেলে গিয়ে কাচ্চির আশায় বসে থাকি।❤️

সুতা ছিঁড়ে চইলা যাওয়া ঘুড়ি, কখনোই জানতে পারে না নাটাই হাতে দাঁড়িয়ে থাকা কিশোরের মনের অবস্থা।😊💔
07/12/2024

সুতা ছিঁড়ে চইলা যাওয়া ঘুড়ি, কখনোই জানতে পারে না নাটাই হাতে দাঁড়িয়ে থাকা কিশোরের মনের অবস্থা।😊💔

06/12/2024

আলহামদুলিল্লাহ নিজের জীবন দিতে প্রস্তুত আছি নিজের দেশের জন্য।

06/12/2024

ভারতের মানুষ রাই মোদি কে পছন্দ করে না আর এইদিকে আমাদের দেশে কিছু আফসোস লীগ মোদিকে তাদের বাপ মনে করে🤢🤮🤧

27/11/2024

বিরিয়ানির মধ্যে যখন এলাচি থাকে🫢🫢

27/11/2024

শুধুমাত্র দলের জন্য মুসলিম হয়েও ঈমান বিসর্জন দিয়ে যারা জয় শ্রীরাম বলে ইসকনের পাশে দাঁড়িয়েছে, তাদের হাশর যেন ফেরাউন আর নমরুদের সাথে হয়, আমিন 🤲

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তু...
26/11/2024

একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না। লজ্জায় নিজেকে সংবরণ করবে।
আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না।একটা আক্ষেপ জন্ম নিবে তোমার ভিতরে।
রাত গভীর হলে আমার ফেইসবুক ওয়াল ঘুরতে মন চাইবে।হয়তো সব বাঁধা ভেঙ্গে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে।হাসবে।রাগ করবে। কিন্তু আমাকে সেই অনুভূতি বলতে পারবে না। এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?
কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙ্গে ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট আছে কি না।আমাকে না পেয়ে তোমার যেই দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল। আমি তো কোন অন্যায় করি নি।
এখন যার সাথে আছ তাকে নিয়ে যতই সুখে থাক, যতই ভাল থাক আমি জানি আমাকে তোমার মনে পড়বেই।কারন আমি তোমাকে ঠকাই নি।তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা কোনায়।এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?
আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে।একদিন তুমিও অসুখী হবে।একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন চাবে।কিন্তু চোখের পানি আর আসবে না।
এক শীতে সমুদ্র স্নান করতে যাবে।সাথে প্রিয় মানুষটা থাকবে।অথচ সেখানে আমার থাকার কথা ছিল।এক জোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে।এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না।
একদিন আমাকে দেখার জন্য আকুল হবে।রাস্তায় খুঁজবে।পাবে না।সেদিন আঘাত লাগবে।সেদিন বুঝবে কি অন্যায় করেছ।একদিন বুঝবে ভাল একটা সম্পর্ক শেষ করে কেউ ভাল থাকে না।একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায়।সেদিন চাইলেও আর নিজেকে ভাল রাখতে পারবে না।
একদিন আমিও সুখী হব।কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজব না।তোমার দেয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে।কিন্তু আমি আর তোমাকে মনে করবো না।

12/10/2024

টাকা শুধুমাত্র একটি শব্দ না, এর মধ্যে লুকিয়ে আছে বন্ধুত্ব, ভালোবাসা, আত্মীয়তা!

19/09/2024

রাত জেগে আছেন। অনেকক্ষন হোমপেইজ ঘুরে বিরক্ত! ইউটিউবে ও দেখার মতো কিছু নেই! আপনার হুট করে মন চাইলো ফ্রেন্ডলিস্টের কারো সাথে একটু কথা বলবেন। লিস্ট ঘেটে আবিষ্কার করলে রাত বিরাতে নক দিয়ে কথা বলার মতো পরিচিত কেউ নাই আপনার!
আপনি আসলেই অনেক একা!🙂

22/08/2024

এক চব্বিশে ৫২,৬৯,৭১,৮৮,৯৮,২০০৪ সব দেখা শেষ

21/08/2024

আজকে স্বাধীন ভাবে বন্যার ব্যাপারে ভারতের প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন। কয়েক বছর আগে একজন আবরার ফাহাদ ভারতের ফারাক্কা ইস্যু নিয়ে কথা বলায় জীবন দিতে হয়েছে।

তবুও যদি বলেন, 'এই স্বাধীনতা চেয়েছি?' তাইলে আপনার মায়ের জন্য আমার সমবেদনা। তিনি নয় মাস পেটে ধরে একটা ছাগল জন্ম দিয়েছেন !

20/08/2024

বৃষ্টি বেজা চট্টগ্রাম শহর।

কিন্তু তুমিই তো চাইলে না🙂
20/08/2024

কিন্তু তুমিই তো চাইলে না🙂

সমুদ্র দেখতে যেতে হয় দু'জন মিলে। একা একা সমুদ্র দেখা যায়, কিন্তু সমুদ্রকে অনুভব করা যায় না। একদিন খুব ভোরে ভোরে ব্যাগট্য...
11/07/2024

সমুদ্র দেখতে যেতে হয় দু'জন মিলে। একা একা সমুদ্র দেখা যায়, কিন্তু সমুদ্রকে অনুভব করা যায় না। একদিন খুব ভোরে ভোরে ব্যাগট্যাগ গুছিয়ে তোমায় নিয়ে সমুদ্র দেখতে চলে যাব হঠাৎ করে।

বাসের দু'টো টিকেট কাটবো। আড়াআড়ি দু'জনে দু'জনের পাশে বসবো। দীর্ঘ জার্নিতে গল্প করবো দু'জন নানান সব তুচ্ছ বিষয় নিয়ে। হঠাৎ চোখে পড়ার মতো কোন দৃশ্য জানালার বাহিরে দেখতে পেলে আঙুল উঁচু করে দু'জন দু'জনকে দেখিয়ে বলবো, দেখো কি সুন্দর।

আমাদের কত দায়িত্ব, প্রতিদিন আমাদের কত শত যুদ্ধ জীবন নিয়ে। সমস্ত যুদ্ধ ঝেড়ে ফেলে দিয়ে, শরীর থেকে আলগোছে খুলে ফেলে দিয়ে দায়িত্বের খোলশ আমরা হবো মুক্ত পাখি বিহঙ্গ। তাবৎ পৃথিবী মাড়িয়ে এসে সূর্যও যখন ক্লান্ত হয়ে ফিরে আসবে সমুদ্রের বুকে, সমুদ্রও যখন তার বিশালতায় জড়িয়ে নিবে সূর্যকে। হাতে হাত রেখে দু'জনে মিলে দেখবো সমুদ্রের বুকে সূর্যের ডুবে যাওয়ার সেই অপূর্ব প্রেমের দৃশ্য।

রাত্তিরি যখন ঘন হয়ে আসবে, আসমানের মাঝ কপালে উঠবে একফালি চাঁদ। চাঁদের জোছনায় গলে গলে ঝরে পড়বে সমুদ্রের খণ্ড খন্ড সফেদ ফেনার উপর। আমি মাথা রাখবো তোমার কাঁধে তখন। সমুদ্রের গর্জন আর নরম হাওয়ায় দু'জনে দু'জনের প্রেমে শিক্ত হয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের তালিকায় নাম লেখাবো।

এই পৃথিবীর জন্য এখনও নিজেকে অপ্রস্তুত মনে হয়। হাতে পায়ে লেগে আছে অসংখ্য স্বপ্নে খুনের রক্ত। আমাদের হৃদয়ের মাটি খুবই উর্বর, প্রতিটি স্বপ্ন হত্যার পরে জন্ম নেয় আরোও একটি স্বপ্ন। মানুষ স্বপ্নে বাঁচে। স্বপ্ন দেখতে না পারলে মানুষ মরে যেত, পৃথিবী হতো মানুষ শূন্য। প্রকৃতি তাঁর মানব সন্তানকে সৃষ্টি করেছে স্বপ্ন দেখার জন্যই।

তাই আমিও স্বপ্ন দেখি একদিন তোমাকে নিয়ে সমুদ্র দেখতে যাবো। সেখানে দু'জনে কাটাবো পূর্নচন্দ্রের একটি অপূর্ব জোছনা রাত। জলন্ত সমুদ্রের ঢেউয়ের মাঝে সৃষ্টি হওয়া ফেনার উপর ফিনকিফোটা জোছনা দেখতে দেখতে তোমার কপালে আঁকবো একটা দীর্ঘ চুমু। চুমু খাওয়ার শাস্তিস্বরূপ তুমি বলে দিও, তোমাকে আমি সমুদ্রের মত ভালোবাসি।

বৃহস্পতিবার—

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Nowshad ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category