AZMIR TARAK

AZMIR TARAK নিজস্ব ব্লক,কমেডি,নিউজ, কবিতা ও গান

গ্রাফিক্স ডিজাইন AZMIR TARAK
29/10/2023

গ্রাফিক্স ডিজাইন AZMIR TARAK

গ্রাফিক্স ডিজাইন AZMIR TARAK
29/10/2023

গ্রাফিক্স ডিজাইন AZMIR TARAK

02/07/2023

আপনার শরীর যতই সুন্দর হোক কিংবা বুদ্ধি যতই তীক্ষ্ণ হোক, আপনি আপনার শারীরিক বা মানসিক প্রক্রিয়ার মধ্যে একবার হারিয়ে গেলে, জীবন আসলে যেমন তা উপলব্ধি বা অনুভব করতে পারবেন না।

-----সদগুরু

শাহীন নো**র পোলাকে ধরে ফেল!😃😃😃
28/02/2023

শাহীন নো**র পোলাকে ধরে ফেল!😃😃😃

31/12/2022
কবিতাঃ করোনা দিনের গানকবিঃ সৈয়দ তারিক Syed Tarik বাতাস ফেরত পেয়েছে শুদ্ধিশ্যামল হয়েছে গাছ দূষণমুক্ত পানিতে আবার ভেসে ...
04/12/2022

কবিতাঃ করোনা দিনের গান
কবিঃ সৈয়দ তারিক Syed Tarik

বাতাস ফেরত পেয়েছে শুদ্ধি
শ্যামল হয়েছে গাছ
দূষণমুক্ত পানিতে আবার
ভেসে বেড়াচ্ছে মাছ।

এসেছে এসেছে করোনা করুণাময়ী
সার্বভৌম প্রকৃতি হোক বিজয়ী ।

সৃষ্টির সেরা বজ্জাত যারা
রিপুর চরণদাস,
উন্নয়নের ফন্দিবাজিতে
আনে ধ্বংসের ত্রাস।

এসেছে এসেছে করোনা করুণাময়ী,
সার্বভৌম প্রকৃতি হোক বিজয়ী ।

হারামি এ জাতি লয় হলে হোক,
আসুক নতুন প্রাণ;
মিউটিশনের দিনবদলের
শোনা যায় জয়গান।

এসেছে এসেছে করোনা করুণাময়ী,
সার্বভৌম প্রকৃতি হোক বিজয়ী ।

কবিতাঃ জন্ম আমার আজন্ম পাপ    কবিঃ- গোলাম রহমানওহে জন্ম ! জন্ম আমার আজন্ম পাপ তাই জন্মেছি আমি পৃথিবীর পথে জীবের শ্রেষ্ট ...
04/12/2022

কবিতাঃ জন্ম আমার আজন্ম পাপ
কবিঃ- গোলাম রহমান

ওহে জন্ম ! জন্ম আমার আজন্ম পাপ তাই জন্মেছি আমি পৃথিবীর পথে জীবের শ্রেষ্ট জীব মানব সন্তান ! বিশাল আকাশ সূর্য মহাআকাশ পৃথিবী মাটি বিশাল সিন্ধু জলরাশি উহাদের মাঝে খুঁজিয়া পাই আমারে আমি স্রষ্টার সৃষ্টি বিন্দুসম প্ৰাণ ; কীটের মতন যে কেবলই দলিত হয় মথিত হয় জীবনের প্রাণের জন্য ! বাঁচিবার তরে আহা পৃথিবীর পথে আলো ও আঁধারে কেবলি নিজেরে মনে হয় এক ঘৃন্যতম প্রাণীসম !

লভিয়া জনম ধরিত্রির কোলে করিয়াছি কী যে ভুল জানিলাম ধীরে ! দিনরাত পৃথিবীর পথে হেঁটে হেঁটে উহারই দান শস্যদানা গিলে গিলে বেশ বুঝিলাম চিনিলাম ঢের পরে আমারে আমি . অন্ধকার কানা গলিতে দেখিলাম চেয়ে পড়ে আছি আমি একা পৃথিবীর নিকৃষ্টতম প্রাণী হয়ে !

কবিতাঃ  -- ঈশ্বর – .         কাজী নজরুল ইসলাম"কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি...
23/11/2022

কবিতাঃ -- ঈশ্বর –
. কাজী নজরুল ইসলাম

"কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?
হায় ঋষি দরবেশ,
বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,
স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!
ইচ্ছা-অন্ধ! আঁখি খোলো, দেশ দর্পণে নিজ-কায়া,
দেখিবে, তোমারি সব অবয়বে প’ড়েছে তাঁহার ছায়া।
শিহরি’ উঠো না, শাস্ত্রবিদের ক’রো না ক’ বীর, ভয়-
তাহারা খোদার খোদ্‌ ‘ প্রাইভেট সেক্রেটারী’ ত নয়!
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি!
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি!
রত্ন লইয়া বেচা-কেনা করে বণিক সিন্ধু-কুলে-
রত্নাকরের খবর তা ব’লে পুছো না ওদের ভুলে’।
উহারা রত্ন-বেনে,
রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে!
ডুবে নাই তা’রা অতল গভীর রত্ন-সিন্ধুতলে,
শাস্ত্র না ঘেঁটে ডুব দাও, সখা, সত্য-সিন্ধু-জলে।"

19/11/2022

AZMIR TARAK সূফিবাদের প্রেম

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when AZMIR TARAK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AZMIR TARAK:

Videos

Share