IgnoRe

IgnoRe অবহেলিত হওয়াটা বিনা বৃষ্টিতে ঝড়ের মত, বিনা অশ্রুতে কান্নার মত।

IgnoRe💔

28/02/2024

নারীরা মনে করেন তাদের প্রচুর অপশন আছে। কারণ প্রচুর পুরুষ তাদের চেক-আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে। কিন্তু তারা এটা বোঝেন না, যে এই অ্যাটেনশান-গিভার গ্রুপের অলমোস্ট ৯৯ শতাংশই সিম্প। এরা জাস্ট নারীসঙ্গই চায়। আপনার দায়িত্ব নেয়ার জন্য কেউ আপনার পিছে পিছে ঘুরে না।

আপনি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখেন, বলেন আপনাকে পেতে হলে বাবার সাথে কথা বলে, মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে, সিম্পিং ওখানেই শেষ হয়ে যাবে।
রইল বাকি যারা জানে-জিগার দিওয়ানা-মাস্তানা গ্রুপ। এদের সিংহভাগই জানে না তারা আসলে কী করছে। তাই অধিকাংশ প্রেমের সম্পর্কই শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এক্সেপশন আছে, কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না। এরা চায় দায়িত্ব নিতে, তবে এখনই না, এখন এন্জয় করি, পরে বিয়ে করবো।

আবার যারা দায়িত্ব নেবে বলে দাবি করে, তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেকে দেবদাস হয়, আর পার্বতী অন্য কারো হয়ে যায়।

যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা উচিত, অথবা, যৌবনের শুরুতেই বিয়ে করে আগে আবেগ দমন করা উচিত।
আবেগের দাস হয়ে দায়িত্বহীন সিম্পিং করে বেড়ানো নিতান্তই ব্যক্তিত্বহীনতা।

© কে লিখছে জানিনা কিন্তু লেখাটা মনে ধরছে।

যারা বি পি এল এর মান নিয়ে আর পিসিএল কে বিশ্বের ২নাম্বার লীগ বলে চিল্লান তাদের জন্য।
14/02/2024

যারা বি পি এল এর মান নিয়ে আর পিসিএল কে বিশ্বের ২নাম্বার লীগ বলে চিল্লান তাদের জন্য।

04/02/2024

🤣

11/01/2024

ভুল মানুষের সাথে কখনো কারো দেখা না হোক, কথা না হোক,পরিচয় না হোক.!🌸

11/01/2024

আমি আমার ফ্যামিলির বিরাট একটা ল'স প্রজেক্ট, না আছে জীবনের কোনো অ্যাচিভমেন্ট, না তাদের কোনোদিন পেরেছি খুশি করতে! মানুষ কেমনে এতো বছর বাঁ'চে আমিতো এখনই ক্লা-ন্ত।🌸

09/12/2023

দিন দিন নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নিয়ে, একা বাঁচতে চাওয়া আমার মন.!🙂

21/10/2023

লাইফে কখনো কোনো নারীকে বিশ্বাস করবেন না। করলেও ২ঘন্টা ১০ মিনিটের জন্য করবেন। কারণ নারী ২৪ ঘন্টার মধ্যে তার কয়েক ধরনের রূপ দেখাবে।

#প্রমাণিত

14/10/2023

১০জন নিব্বা নিব্বি Vs আমি🤣
Wait for আমি🤣

ভাই আর খোঁজার দরকার নাই। যে কোনো একটা নিয়ে যাওয়া ভালো।
25/09/2023

ভাই আর খোঁজার দরকার নাই। যে কোনো একটা নিয়ে যাওয়া ভালো।

24/09/2023

আপনার যদি হাই প্রেশার আর মাইগ্রেনের সমস্যা থাকে তাহলে নতুন করে গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়া আর বউয়ের যন্ত্রণা এসবের কাছে হেরে যেতে হবে না।

এভাবেই চলতেছে জীবন 😢😔
21/09/2023

এভাবেই চলতেছে জীবন 😢😔

19/09/2023

আজ অফিসে একজন আদ বয়স্ক ভদ্রমহিলা আসলেন। আমার সামনে এসে বললেন বাবা আমি একটা ডি,পি,এস করবো। আমি বললাম হ্যাঁ করতে পারবেন। বললো আমার ছোট ছেলের নামে করবো। আমি বললাম মা আপনার ছেলে আসছে সাথে.? বললো না। আমি জিজ্ঞেস করলাম আপনার ছেলের আই ডি কার্ড আছে? ভদ্রমহিলা বললো এখনো আই ডি কার্ড হয়নি। আমি বললাম, তাইলে আপনার নামে ডি পি এস করতে হবে আর আপনার ছেলে কে নমিনি রাখতে পারবেন। ভদ্রমহিলার কথা শুনে আমি অবাক হলাম। বললো বাবা আমি মারা গেলে শুধু আমার ছোট ছেলে টাকা পাবে এমন একটা ডি পি এস করে দাও বাবা। আমি বললাম ঠিক আছে ``মা''।
ওই ভদ্রমহিলার কথা শুনে নিজের মায়ের কথা মনে পড়ে গেলো৷ নিজের অজান্তে চোখে পানি চলে আসলো। কলিগরা যাতে না বুঝে তাই ঝুকে চোখ মুছে ফেললাম। আর ভাবতে থাকলাম আজ আমার মা বেচে থাকলে হয়তো আমার জন্যেও এমন চিন্তা করতেন। মায়েরা তার ছোট সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে।
আল্লাহ আমার মাকে তুমি জান্নাত নাসিব করো।

নেইমার কেনো পেনাল্টি নিলো না? এটার স্পষ্ট উত্তর আসলে দল থেকে না বললে জানা সম্ভব না, তবে আমার কাছে মনে হয়েছে সেলিম আল দাও...
16/09/2023

নেইমার কেনো পেনাল্টি নিলো না? এটার স্পষ্ট উত্তর আসলে দল থেকে না বললে জানা সম্ভব না, তবে আমার কাছে মনে হয়েছে সেলিম আল দাওসারি যেহেতু সৌদি আরব দলের সেরা খেলোয়াড় এবং আল হিলালের অধিনায়ক তাই সে গোল না পাওয়ায় নেইমার তাকেই গোল করার সুযোগ করে দিয়েছেন।

ব্যক্তিগতভাবে মনে করি এটা ভালো সিদ্ধান্ত ছিলো কারণ নেইমার যেহেতু স্টার্ট করেনি এবং আগের পেনাল্টিটাও সেলিম মাঠে থেকেও নেয়নি তাই তার প্রতি সম্মান দেখানোটা দলে নেইমারের গ্রহণযোগ্যতা আরো বাড়াবে বলে আশা করি।
আরেকটা বিষয় যোগ করি, আমি আল হিলালে নেইমারকে শুধুমাত্র হাসতে দেখতে চাই এবং তার যেকোনো সিদ্ধান্ত মানতে রাজি কারণ নেইমার হাসলে হাসবে ব্রাজিল 🇧🇷

15/09/2023

❤️❤️

13/09/2023

হঠাৎ একদিন শুনবা আমি আর নে*ই।😊💔

গাছ ভালো হলে ফলও ভালো হয়।
09/08/2023

গাছ ভালো হলে ফলও ভালো হয়।

Address

Patenga
4370

Alerts

Be the first to know and let us send you an email when IgnoRe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share