মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্প অর্পণ করেছে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ
#BijoyDibosh #160k #news
চট্টগ্রাম নিউ মার্কেট সিটি কলেজের মোড় সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
#news #tribunenews24 #viralreelschallenge #beautychallenge
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্রবাদী ইসকনের হামলায় এডভোকেট সাইফুল ইসলামের নৃশংস মৃত্যুতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ মানববন্ধন করেছে। তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন ও পথশিশু অধিকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
#tribunenews24 #bangladeshivlogger #Bangladesh #rabbit #newsupdate #usareels #Banglanews
তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন চট্টগ্রাম পাহাড়তলী আলোচনা সভা
তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন চট্টগ্রাম পাহাড়তলী আলোচনা সভা
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম সিএমপিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়|
#bangladeshivlogger #Bangladesh #cmp #RAB15 #rabbit #tribunenews24
হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
ট্রিবিউন নিউজ 24: ১৬ নভেম্বর ২০২৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি।
হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি টহলদল গতকাল দুপুরে মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে।
আটককৃত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৭,৯৬০ পিস নিভিয়া সফট ক্রীম, ৫,৭৩৮ পিস নিভিয়া বডি লোশন, ৯,০০০ পিস স্কিন সান কিস ক্রীম, ৩,৮৪০ পিস মাই ফেয়ার ২০ ক্রীম,৭২৮ পিস ক্লোপ-জি ৩০ ক্রীম, ৩,৯৬০ পিস জনসন বেবি লোশন, ৬৫ পিস বেনারশি শাড়ি, ৫৮১ পিস বিভিন্ন প্রকার শাড়ি এবং ২,৯২২ মিটার মখমল কাপড় জ
চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমাবেশ ও যুব পদযাত্রা
অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট প্রধান আসামি পিস্তল,ম্যাগাজিন গুলিসহ গ্রেফতার
ট্রিবিউন নিউজ ২৪:
রাজধানীর আদাবর থানা এলাকায় চাঞ্চল্যকর অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ দাউদ খান’কে গত কাল ০৭ নভেম্বর বিকালে গ্রেফতার করেছে র্যাব-২ এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, ০৩টি মোবাইল ফোন ও ৫০০০/- হাজার টাকা।
এজাহারসূত্রে জানা যায়, গত ২৮/১০/২০২৪ রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি ব্রিটিশ কলাম্বিয়া স্কুল এর ৪র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী ভিকটিম বাদী হয়ে আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ দাউদ খান (৩৬) এর নাম উল্যেখসহ একটি মামলা দায়ের করেন। এই মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে আদ
গাড়ির চেসিসের ভিতর ঢালাই করে লুকায়িত ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ - র্যাব-১৫
ট্রিবিউন নিউজ ২৪:
টেকনাফ হতে একটি পিকআপ যোগে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বহন করে কক্সবাজার শহরের দিকে আসছে।
এমন সংবাদের ভিত্তিতে ০৭ নভেম্বর ২০২৪ রাত অনুমান ১১:.৪৫ মিনিটে র্যাব-১৫, কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ৮নং ওয়ার্ডস্থ কাইম্যার ঘোনা এলাকার টেকনাফ-কক্সবাজার সড়কের ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্কের বিপরীত পাশের মহাসড়কের উপর চেক পোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।
চেকপোষ্ট চলাকালীন সময়ে র্যাবের আভিযানিক দল ঐ গাড়িটি দেখে থামানোর সংকেত দিলে ঐ পিকআপ গাড়িটি সন্দেহ জনক ভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা কালে পিকআপ সহ (যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ঠ-১১-৩৮৮২, চেসিস নং-LY131-0003251 এবং ইঞ্জিন নং-দৃশ্যমান নয়) একজন মাদক কারবারী’কে আট
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ও আন্দোলনরত ১ নিরীহ ছাত্র হত্যাকান্ডে জড়িত সিরাজুল ইসলাম সিরাজ চেয়ারম্যান’গ্রেফতার
ট্রিবিউন নিউজ ২৪:
গত ০৫ আগস্ট ২০২৪ রাজধানী ঢাকার বংশাল থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম-দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়।
এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদা
ফেনী সীমান্তে ২ কোটি ১৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ- বিজিবি
সিটিজি নিউজ 24 ফেনী ০৮ নভেম্বর ২০২৪ :
আজ ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার অন্তগর্ত দেবপুর,চম্পকনগর এবং খেজুরিয়া বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল চায়না থান কাপড়-১২,০০০ গজ, ভারতীয় গরু-০৫ টি, ভারতীয় ফেন্সিডিল-৪৩ বোতল, বাংলাদেশী রসুন-৭০ কেজি, পিকআপ-০১টি, মাঝারি ট্রাক-০১টি এবং বড় কাভার্ড ভ্যান-০১টি জব্দ করে।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য- ( ২ কোটি ১৭ লক্ষ ৮ হাজার) টাকা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা কার্যক্রম প্রক্রিয়াধীন।