Tribune News 24

Tribune News 24 Tribune News24 (TN24) is Bangladeshi most popular Multimedia Newsportal.Whice Provides Authentic News.

15/12/2024

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্প অর্পণ করেছে তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ

11/12/2024

চট্টগ্রাম নিউ মার্কেট সিটি কলেজের মোড় সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

27/11/2024

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্রবাদী ইসকনের হামলায় এডভোকেট সাইফুল ইসলামের নৃশংস মৃত্যুতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ মানববন্ধন করেছে। তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন ও পথশিশু অধিকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

22/11/2024

তরুণ উদ্যোক্তা বিজয় ফাউন্ডেশন চট্টগ্রাম পাহাড়তলী আলোচনা সভা

19/11/2024

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম সিএমপিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়|

16/11/2024

হবিগঞ্জের মাধবপুরে ৩ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

ট্রিবিউন নিউজ 24: ১৬ নভেম্বর ২০২৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি টহলদল গতকাল দুপুরে মাধবপুর উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড নামক স্থানে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে।

আটককৃত কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৭,৯৬০ পিস নিভিয়া সফট ক্রীম, ৫,৭৩৮ পিস নিভিয়া বডি লোশন, ৯,০০০ পিস স্কিন সান কিস ক্রীম, ৩,৮৪০ পিস মাই ফেয়ার ২০ ক্রীম,৭২৮ পিস ক্লোপ-জি ৩০ ক্রীম, ৩,৯৬০ পিস জনসন বেবি লোশন, ৬৫ পিস বেনারশি শাড়ি, ৫৮১ পিস বিভিন্ন প্রকার শাড়ি এবং ২,৯২২ মিটার মখমল কাপড় জব্দ করে

জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি টাকা।

জব্দকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

16/11/2024

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমাবেশ ও যুব পদযাত্রা

কিছুক্ষণ আগে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওতে বাইক দূ'র্ঘ'ট'না। ঘটনাস্থলে নি'হ'ত ২। বাইকের নাম্বার প্লেট ছবিতে কেউ চিনে ...
08/11/2024

কিছুক্ষণ আগে চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওতে বাইক দূ'র্ঘ'ট'না। ঘটনাস্থলে নি'হ'ত ২।

বাইকের নাম্বার প্লেট ছবিতে কেউ চিনে থাকলে খোঁজ নিন।
লোকেশন: ফ্রি পোর্ট ⏫

একটি দু'র্ঘটনা সারা জীবনের কান্না, পরিবার হারাবে সন্তান, সন্তান হারাবে পরিবার !

08/11/2024

অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট প্রধান আসামি পিস্তল,ম্যাগাজিন গুলিসহ গ্রেফতার

ট্রিবিউন নিউজ ২৪:

রাজধানীর আদাবর থানা এলাকায় চাঞ্চল্যকর অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ দাউদ খান’কে গত কাল ০৭ নভেম্বর বিকালে গ্রেফতার করেছে র‌্যাব-২ এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, ০৩টি মোবাইল ফোন ও ৫০০০/- হাজার টাকা।

এজাহারসূত্রে জানা যায়, গত ২৮/১০/২০২৪ রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটি ব্রিটিশ কলাম্বিয়া স্কুল এর ৪র্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী ভিকটিম বাদী হয়ে আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ দাউদ খান (৩৬) এর নাম উল্যেখসহ একটি মামলা দায়ের করেন। এই মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে আদাবর থানার অফিসার ইনচার্জের তথ্যের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

র‌্যাব-২ এর একটি দল ফয়সাল করিম মাসুদ দাউদ খান (৩৬)’কে গতকাল ০৭/১১/২০২৪ বিকালে ডিএমপি ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে।

তার কাছ থেকে উদ্ধার করা হয় ২টি বিদেশি পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, ০৩টি মোবাইল ফোন ও ৫০০০/- হাজার টাকা।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

08/11/2024

গাড়ির চেসিসের ভিতর ঢালাই করে লুকায়িত ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ - র‌্যাব-১৫

ট্রিবিউন নিউজ ২৪:


টেকনাফ হতে একটি পিকআপ যোগে ১ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা বহন করে কক্সবাজার শহরের দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে ০৭ নভেম্বর ২০২৪ রাত অনুমান ১১:.৪৫ মিনিটে র‌্যাব-১৫, কক্সবাজার জেলার রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ৮নং ওয়ার্ডস্থ কাইম্যার ঘোনা এলাকার টেকনাফ-কক্সবাজার সড়কের ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্কের বিপরীত পাশের মহাসড়কের উপর চেক পোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।

চেকপোষ্ট চলাকালীন সময়ে র‌্যাবের আভিযানিক দল ঐ গাড়িটি দেখে থামানোর সংকেত দিলে ঐ পিকআপ গাড়িটি সন্দেহ জনক ভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা কালে পিকআপ সহ (যাহার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ঠ-১১-৩৮৮২, চেসিস নং-LY131-0003251 এবং ইঞ্জিন নং-দৃশ্যমান নয়) একজন মাদক কারবারী’কে আটক করে।

বিশেষ কায়দায় গাড়ির চেসিসের ভিতর ঢালাই করে লুকায়িত অবস্থায় মাদকদ্রব্য ইয়াবা রয়েছে স্বীকার করে ইয়াবা ব্যবসায়ী মোঃ আলম(৩৫) পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির গাড়ি তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তার কাছ থেকে র‌্যাব-১৫,

আসামি: মোঃ আলম(৩৫), থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে বড় বড় ইয়াবার চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহপূর্বক নিজের হেফাজতে মজুদ করে থাকে।

আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে মজুদকৃত ইয়াবার চালানগুলো বিভিন্ন সময়ে জব্দকৃত পিকআপ গাড়ির বিভিন্ন অংশে ঢালাই করে অভিনব সব কৌশল অবলম্বন করে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

08/11/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ও আন্দোলনরত ১ নিরীহ ছাত্র হত্যাকান্ডে জড়িত সিরাজুল ইসলাম সিরাজ চেয়ারম্যান’গ্রেফতার

ট্রিবিউন নিউজ ২৪:

গত ০৫ আগস্ট ২০২৪ রাজধানী ঢাকার বংশাল থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম-দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়।

এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।

যার অংশ হিসেবে গত ০৫/০৮/২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার বাদামতলী ও বংশাল এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের অর্থের যোগানদাতা ও একজন নিরীহ ছাত্রকে হত্যার অভিযোগে ভিকটিমের পরিবার কর্তৃক বংশাল থানায় বাদামতলী ফল ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান সিরাজুল ইসলাম সিরাজ চেয়ারম্যানসহ শতাধিক আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪ তারিখ-১৬/০৯/২০২৪ । মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী সিরাজসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

বংশাল থানা পুলিশের তথ্যে র‌্যাব-১০ নিরস্ত্র ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমনে আক্রমনকারীদের অর্থের যোগানদাতা এবং বংশাল এলাকায় আন্দোলনরত একজন নিরীহ ছাত্রকে হত্যাকান্ডে জড়িত সিরাজসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা

গতকাল ০৭ নভেম্বর ২০২৪ আনুমানিক ৫::৪০ টায় র‌্যাব-১০ রাজধানীর বংশাল থানাধীন সিদ্দিক মার্কেট থেকে ০৫ই আগস্ট ২০২৪ রাজধানীর বংশাল বাদামতলী ফল ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ চেয়ারম্যান (৬৫)’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও রাজধানীর বংশাল এবং সাতক্ষীরা সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

08/11/2024

ফেনী সীমান্তে ২ কোটি ১৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ- বিজিবি

সিটিজি নিউজ 24 ফেনী ০৮ নভেম্বর ২০২৪ :

আজ ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার অন্তগর্ত দেবপুর,চম্পকনগর এবং খেজুরিয়া বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে বিজিবি টহলদল চায়না থান কাপড়-১২,০০০ গজ, ভারতীয় গরু-০৫ টি, ভারতীয় ফেন্সিডিল-৪৩ বোতল, বাংলাদেশী রসুন-৭০ কেজি, পিকআপ-০১টি, মাঝারি ট্রাক-০১টি এবং বড় কাভার্ড ভ্যান-০১টি জব্দ করে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য- ( ২ কোটি ১৭ লক্ষ ৮ হাজার) টাকা।

জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা কার্যক্রম প্রক্রিয়াধীন।

06/11/2024

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও ডিলিট করাতে ব্যর্থ রেল লাইনে হাত-পা বেঁধে খুন আসামি গ্রেফতার

ট্রিবিউন নিউজ 24:


কক্সবাজারের রামু থানাধীন রশিদ নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ খাদেমেরপাড়া গ্রামে গত ০৭ জুলাই ২০২৪ ঐ গ্রামের রেললাইনে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল্লাহ-আল-মামুন (৩০) নামের ১ যুবকের লাশ পাওয়া যায়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত হত্যার ঘটনাটি উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ এর একটি দল ছায়াতদন্ত শুরু করে।

হত্যাকান্ডের রহস্য উন্মোচনে নিহত আব্দুল্লাহ-আল-মামুন এর বন্ধু মোঃ শাহেদ হোসেন’কে সন্দেহের তালিকার শীর্ষে রেখে র‌্যাব-১৫ গত ০৯ জুলাই ২০২৪ তারিখে তাকে হেফাজতে নেয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদে শাহেদ এই হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে নিজের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।

এছাড়াও বর্ণিত হত্যাকান্ডে তার সাথে ঘনিষ্ঠ সহযোগী জিয়াউল হক জিকু ও মোঃ শাহিন’সহ আরো অনেকের নাম উল্লেখ করে।

পরে এরই সূত্র ধরে র‌্যাব-১৫ রামুর গর্জনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হক জিকু’কে গ্রেফতারসহ তার নিকট প্রাপ্ত তথ্যের অনুযায়ী উক্ত হত্যাকান্ডের মূল হত্যাকারী ও ভাড়াটে খুনী কিলার শাহীন’কে নজরদারিতে রাখে।

এরি পেক্ষিতে ০৫ নভেম্বর ২০২৪ বিকেল অনুমান ৪.৪০ মিনিটে কক্সবাজারের চকরিয়া থানাধীন মালুমঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মামুন হত্যাকান্ডের মূল হত্যাকারী ও ভাড়াটে খুনী কিলার মোঃ শাহিন প্রকাশ শাহিন ডাকাত (৩৫), কে গ্রেফতার করতে সক্ষম হয়।

শাহিন’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় মোঃ শাহেদের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক চলাকালে মেয়েটির আপত্তিকর কিছু ছবি ও ভিডিও মোঃ শাহেদের মোবাইলে ধারণ করে রাখে। পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে মেয়েটি মোঃ শাহেদের নিকট থাকা তাদের আপত্তিকর ছবি ও ভিডিও গুলো ডিলেট করে দিতে বলে।

মোঃ শাহেদ তা অজান্তে আব্দুল্লাহ-আল-মামুন এর মোবাইলে সংরক্ষণ করার জন্য প্রেরণ করে।

পরবর্তীতে মোঃ শাহেদ, আব্দুল্লাহ-আল-মামুন এর নিকট মোবাইলে থাকা আপত্তিকর ছবি ও ভিডিও গুলো ফেরত দেয়ার জন্য বললে আব্দুল্লাহ-আল-মামুন তা দিতে অস্বীকৃতি জানায়।

আপত্তিকর ছবি ও ভিডিওগুলো আব্দুল্লাহ-আল-মামুন এর কাছ থেকে পাওয়ার জন্য এবং আব্দুল্লাহ-আল-মামুন এর মোবাইল থেকে সেগুলো ডিলেট করার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হলে মোঃ শাহেদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এই ক্ষোভ থেকে মোঃ শাহেদ, আব্দুল্লাহ-আল-মামুন’কে মেরে ফেলার মাধ্যমে তার মোবাইল ফোনটি নিয়ে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী কতিপয় সন্ত্রাসীদের সাথে শাহেদ ১ লক্ষ টাকার বিনিময়ে জিয়াউল হক জিকু এবং মোঃ শাহিন সাথে চুক্তি করে।

চুক্তি মোতাবেক মোঃ শাহিন শাহেদের সাথে পরিকল্পনা করে ১ লক্ষ টাকার বিনিময়ে আব্দুল্লাহ-আল-মামুন’কে শ্বাসরোধ করে হত্যা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করে।

গ্রেফতারকৃত আসামী কে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিনন্দন!✌️বিশ্বের পলিটিক্যাল সেরা খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্প।
06/11/2024

অভিনন্দন!✌️বিশ্বের পলিটিক্যাল সেরা খেলোয়াড় ডোনাল্ড ট্রাম্প।

06/11/2024

ঢাকা খিলক্ষেতে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে পুলিশ কনস্টেবলকে হত্যা চালক গ্রেফতার র‍্যাব-১৩

ট্রিবিউন নিউজ ২৪:

চলতি বছরে গত ২৬ অক্টোবর আনুমানিক ৫ টায় ট্রাক নিয়ে ৩০০ ফিট হতে কুড়াতলী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাবার সময় কুড়াতলী এলাকায় বাংলাদেশ পুলিশের একটি গাড়ির পিছনদিকে ধাক্কা দিলে গাড়ির ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকার ও কনস্টেবল মোঃ লিয়াকত আলীদ্বয় গুরুতর জখম হন।

তাৎক্ষনিকাভাবে ডিউটিরত পুলিশ কর্মকর্তা কনস্টেবলদ্বয় কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ২৬/১০/২৪ তারিখ আনুমানিক রাত ০১.০০ টার সময় ড্রাইভার কনস্টেবল মোঃ রায়হান সরকারকে মৃত ঘোষনা করেন।

পরবর্তীতে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে উক্ত সময়ে ট্রাকচালক হিসেবে মো: রিপন এর নাম পাওয়া যায়।

গতকাল ০৫ নভেম্বর আনুমানিক ২০:০০ টায় র‍্যাব-১৩,রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন গজঘন্টা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের জয়দেব কাগজি পাড়ায় অভিযান চালিয়ে আসামী মোঃ রিপন মিয়া (২২) কে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

Address

Dost Building(1st Floor) 416, Hossain Shahid Sarwardi Road, New Market
Patenga
4000

Telephone

+8801919172771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tribune News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share