12/04/2024
শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সবিনয়ে দৃষ্টি আকর্ষণ করছি -অদ্য ১২/০৪/২০২৪ ইং তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা আগামী দুই হতে তিন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে যোগাযোগ পূর্বক সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে। তাই যে সকল শিক্ষার্থী রেজিষ্ট্রেশন কাজে দায়িত্বে ছিলেন তাদেরকে আগামী ২১/০৪/২০২৪ইং তারিখ রোজ রবিবারের মধ্যে রেজিষ্ট্রেশন বই, ছবিযুক্ত ফরম, টাকা সহ উদযাপন কমিটির সদস্য সচিব /প্রধান শিক্ষক মোঃ আবুবকরের নিকট জমা দেওয়ার বিনীত অনুরোধ করছি। আপনার /আপনাদের অবহেলার কারণে রেজিষ্ট্রেশন করা কোনো সাবেক শিক্ষার্থী যদি সুবর্ণজয়ন্তী / মিলনমেলায় অংশ করতে না পারে এর দায়-দায়িত্ব আপনাকে/আপনাদেরকে নিতে হবে। অদ্য তারিখ পর্যন্ত সদস্য সচিব /প্রধান শিক্ষকের নিকট ২৩৫(দুইশত পয়ত্রিশ) টি ফরম ও টাকা জমা করা হয়েছে। অবশিষ্ট ফরম ও টাকা যে বা যারা রেজিষ্ট্রেশন করিয়েছেন তা আপনি /আপনাদের নিকট রয়ে গেছে। আজকের সভার সিদ্ধান্ত হচ্ছে আগামী ২১/০৪/২০২৪ ইং তারিখের মধ্যে যতগুলো ফরম ও টাকা জমা হবে, কেবলমাত্র তাদের সমন্বয়ে সুবর্ণজয়ন্তী/ মিলনমেলার অনুষ্ঠান সম্পুর্ন করা হবে ইনশাআল্লাহ। তাই যে সকল সাবেক শিক্ষার্থী যে প্রতিনিধির মাধ্যমে রেজিষ্ট্রেশন করেছেন তিনি আপনার ফরম ও টাকা জমা দিয়েছেন কিনা সেই ব্যাপারে খোঁজ খবর নিবেন সেই কামনা করছি। অদ্যকার সভায় উদযাপন পরিষদের সম্মানিত আহবায়ক, বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী এবং ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল মুনসুর ভূইয়া উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আবুল হাসেম ভূইয়া সহ সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ। সকলকেই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছান্তে - মোঃ আবুবকর, প্রধান শিক্ষক / সদস্য সচিব উদযাপন পরিষদ।