Ms Mim Akter

Ms Mim Akter video creator আকমল আলী রোড পকেট গেট

19/08/2022

উপ'স... আমার রান্না ঘরে তো এসি নাই আমি ঘামাচ্ছি কেনো
পাটায় পেসা শুটকি ভর্তা মানেই ভালোবাসা🤩

14/08/2022

হাসিনা বুবুর কিছু ভাইরাল ভিডিও। ভালো লাগলে place share.

14/08/2022

বিডিও টা দেখে জান..🙏🙏

14/08/2022

Assalamu Alaikum

ধন্যবাদ নারায়ণগঞ্জ
13/08/2022

ধন্যবাদ নারায়ণগঞ্জ

12/08/2022
12/08/2022

কি নেশা ছড়ালে কি মায়ায় জরালে.. 💔💔💔

ছোট মানুষ আমরা। শেখার বাকী অনেক কিছু। দেশের বিভিন্ন দূর্গম এলাকায় পানির প্রজেক্টে কাজ করতে দরকার কারিগরি জ্ঞান। সেটি অর্...
11/08/2022

ছোট মানুষ আমরা। শেখার বাকী অনেক কিছু। দেশের বিভিন্ন দূর্গম এলাকায় পানির প্রজেক্টে কাজ করতে দরকার কারিগরি জ্ঞান। সেটি অর্জন করতেই বিদ্যানন্দ টিমের এই পরিদর্শন।

চট্টগ্রামের সীতাকুন্ডে জিপিএইচ ইস্পাতের ওয়াটার হারভেস্টিং সিস্টেম সহ পুরো ফ্যাক্টরি ঘুরে দেখি আমরা। কৃতজ্ঞ ম্যানেজমেন্টের কাছে, এতো সুন্দর করে সবকিছু বুঝানোর জন্য।

09/08/2022

মা-বাবা হারানো ছোট্ট শিশুটিকে পরম যত্নে আহার করাচ্ছেন মাদ্রাসার শিক্ষকটি।

ভাত-ঝোল খেতে পারলেও হাড় থেকে মাংস ছাড়িয়ে খাবার বুদ্ধি এখনো হয় নি। তাই প্লেটের পাশে গোস্ত রয়ে গেছে দেখে এগিয়ে আসেন শিক্ষক।

শিশুকালে মা-বাবা হারানো শিশুগুলো পরিবারের স্নেহ জিনিসটা চিনে না। এঁদের বেড়ে উঠা মাদ্রাসা সংলগ্ন এতিমখানায়।

বিদ্যানন্দ সহ অনেক প্রতিষ্ঠানের কর্মী নিজের সুখ বিসর্জন দিয়ে পরম আদরে গড়ে তুলছেন তাঁদেরকে। সবার প্রতি রইলো স্বশ্রদ্ধ সালাম।

সেরা ছবি শেয়ার দিয়ে ২০২২ সাল শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার।

07/08/2022

দেখেক তো কার বিডিও ভালো হইছে

বিএম ডিপোর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ লক্ষ টাকার অর্থ সহায়তা বিদ্যানন্দ ফাউন্ডেশনের। সীতাকুন্ডের বিএম ডিপো অগ্নিকান্ড...
02/08/2022

বিএম ডিপোর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ লক্ষ টাকার অর্থ সহায়তা বিদ্যানন্দ ফাউন্ডেশনের।

সীতাকুন্ডের বিএম ডিপো অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ২৫ লক্ষ টাকার অর্থ সহায়তা দিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ ১লা আগস্ট বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ সহায়তা তুলে দেন, চট্টগ্রাম জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক বদিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মমিন বলেন,
"বিএম ডিপোর অগ্নিকান্ডে চট্টগ্রামবাসী মানবতার যে পরিচয় দিয়েছে, তা দেখে আমরা অভিভূত। আমি ব্যক্তিগতভাবে বিদ্যানন্দ সহ সাহায্যের হাত বাড়িয়ে দেয়া সকলকে ধন্যবাদ জানাই।" ভবিষ্যতে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহায়তা করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব বদিউল আলম বলেন, "বিদ্যানন্দ আমাদের কাছে একটা রোড মডেল। তাঁরা এতোদিন পরেও আহতদের খোঁজ খবর রেখেছে, এটা সত্যিই প্রশংসনীয়।"

সভাপতির বক্তব্যে বিদ্যানন্দ প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ জানান, "এই সহায়তা মানুষ দিয়েছে। আমরা শুধু পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করেছি। মানুষ বিদ্যানন্দের উপর আস্থা রাখে। তাই যে দায়িত্ব আমরা পেয়েছি, তা পালন করতে পেরে আমরা এখন চাপমুক্ত অনুভব করছি।"

অনুষ্ঠানে অগ্নিকান্ডে কোনপ্রকার সহায়তা পাননি, এমন ২৮ টি আহত পরিবারকে বিভিন্ন অংকের অনুদান দেয়া হয়। সর্বোচ্চ দুই লক্ষ টাকা থেকে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকার অনুদান সহ সর্বমোট ২৫ লক্ষ টাকা প্রদান করা হয়। উল্লেখ্য বিএম ডিপোর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের স্থানীয় ঘর পরিদর্শন ও যাচাই বাছাই করে এই ২৮ টি পরিবারকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। এর আগে গত সপ্তাহে বরগুনায় লঞ্চের অগ্নি দূর্ঘটনায় নিহতদের পরিবারকে ষোল লক্ষ টাকার অনুদান দেয় দেশের অন্যতম আলোচিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

02/08/2022

সাদা কালা হ্যাংওভার

Address

আকমল আলী রোড
Patenga
140239

Telephone

+8801319234052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ms Mim Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ms Mim Akter:

Videos

Share

Category