শখের মানুষ ミ

শখের মানুষ ミ ~অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী😥

~শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়,বাস্তবে না💔

13/12/2024

ধাক্কা লেগে বই পরে
যাওয়ার পর যে প্রেম
হয়📙
ওই বই কোথায় কিনতে পাওয়া যায়!🤌😒😩

বিশ্ব ক্রিকেট ইতিহাসে মাত্র '২' জন ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০+ টি-টোয়েন্টি, ৮০০০+ ওয়ানডে এবং ৫০০০+ টেস্ট রান করেছে...
13/12/2024

বিশ্ব ক্রিকেট ইতিহাসে মাত্র '২' জন ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০+ টি-টোয়েন্টি, ৮০০০+ ওয়ানডে এবং ৫০০০+ টেস্ট রান করেছেন! 🎴

'২' জনের এই এলিট লিস্টে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার তামিম ইকবাল খান!! 🇧🇩✅

1️⃣ Chris Gayle
2️⃣ Tamim Iqbal

& END OF THE LIST 🚦🛑
হ্যাঁ, আমরাও গর্ব করে বলতে পারি; আমাদের একজন তামিম ইকবাল আছেন। ✨

শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মত জীবনের পরিনতি যেন আর কারো না হয়, বিচার ব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখতে না পারলে ক...
12/12/2024

শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মত জীবনের পরিনতি যেন আর কারো না হয়,
বিচার ব্যবস্থার মর্যাদা সমুন্নত রাখতে না পারলে কারো মর্যাদা অক্ষুন্ন থাকবে না ..... সিনিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ।

চট্টগ্রাম ডাইন্যামিক লইয়ার্স এসোনিয়েশন (সিডিএলএ)-এ কর্তৃক গত ১১ ডিসেম্বর, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরনে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল এবং সিডিএল এর কার্যকরী কমিটির অভিষেক ও নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজদৌল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত নং- ৪, চট্টগ্রাম এর বিচারক জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ মিন্টু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ড. সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম টিটার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাচিন্তক, বিশিষ্ট কলামিস্ট ড. শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নুর হোসেন। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলাল হোসেন ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রোজিনা পারভিন রোজি’র যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ শফিক উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন জাবেদ, কর আইনজীবী আনিসুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল, অ্যাডভোকেট আবছার উদ্দীন হেলাল, অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু। এসময় আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোঃ আলী হোসেন, অ্যাডভোকেট চন্দন কান্তি পালিত, অ্যাডভোকেট নিলুফার ইয়াছমিন লাভলী, অ্যাডভোকেট মশকুরা বেগম মেরী, অ্যাডভোকেট রেশমা চৌধুরী রেখা, অ্যাডভোকেট আজম খান, অ্যাডভোকেট সমীর কুমার আচার্য্য, অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, অ্যাডভোকেট মোঃ কুতুব উদ্দিন, অ্যাডভোকেট দীপেন চক্রবর্তী, অ্যাডভোকেট সৈয়দ নেওয়াজ আহমেদ নাদিম, অ্যাডভোকেট আরিফুজ্জামান, অ্যাডভোকেট নার্গিস আকতার, অ্যাডভোকেট জুনাইদুল ইসলাম শিবলী, অ্যাডভোকেট রফিকুল আলম, অ্যাডভোকেট সঞ্জীবন চন্দ্র সরকার, অ্যাডভোকে মোঃ মোমেনুল হক, অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন, অ্যাডভোকেট শাহজাদী মুক্তা, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সেলিনা আক্তার, অ্যাডভোকেট মাজেদ চৌধুরী, অ্যাডভোকেট ছলিম উদ্দিন খাঁন, অ্যাডভোকেট জসীম উদ্দিন, অ্যাডভোকেট সাদিয়া আফরিন, অ্যাডভোকেট তপন চন্দ্র ধর, অ্যাডভোকেট শিহাব উদ্দিন, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট নুসরাত জাহান পিংকী অ্যাডভোকেট শামীমা ইয়াছমিন শশী, অ্যাডভোকেট জাহেদুল ইসলাম নয়ন, অ্যাডভোকেট শিরিন আকতার রুমী প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন-আইনজীবী হত্যার ঘটনার কোন আপোষ করা হবে না। কালো কোর্টের সম্মান রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এতে প্রধান অতিথি বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মত জীবনের পরিনিতে যেন আর কারো না হয়। বর্তমানে অস্থির সময়ে বার ও বেঞ্চের মধ্যে পারস্পারিক সম্মান, শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা সবার জরুরী। বিচার ব্যবস্থার মান সমুন্নত রাখতে না পারলে কারো মর্যাদা অক্ষুন্ন থাকবে না। সভায় নবীন আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন-দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চা করতে হবে এবং গতিশীল ও স্মার্ট হতে হবে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নবীন আইনজীবীদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। প্রধান অতিথি কার্যকরী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদেরকে ফুল দিয়ে অভিষিক্ত করেন। পরিশেষে অভিষেক ২০২৪ এর স্মারক এর মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথি সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

12/12/2024

ফ্রিজের পানি খাচ্ছেন না কেন ?🙂

📌 আমার  #বন্ধুর বোন আজ সকাল ৯ টায়  #ফটিকছড়ি গার্লস স্কুলে পরিক্ষা দিতে যাওয়ার সময়  #বিবিরহাট বাস স্টেশন থেকে হয়ত যেকোনভা...
11/12/2024

📌 আমার #বন্ধুর বোন আজ সকাল ৯ টায় #ফটিকছড়ি গার্লস স্কুলে পরিক্ষা দিতে যাওয়ার সময় #বিবিরহাট বাস স্টেশন থেকে হয়ত যেকোনভাবে #অপহরণের শিকার হয়েছে! এখনো পর্যন্ত তার কোন #সন্ধান মেলেনি! গাঁয়ে #স্কুলের ড্রেস ছিলো
সকলে খোজে পেতে সহযোগিতা করুন।
নাম - সাইজিদা ইসলাম
শ্রেণি - ৮ম
#ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ #বিদ্যালয়
গত এক সপ্তাহ ধরে বলতেছিলো - তাকে তিনজন চাকমা ছেলে বিরক্ত করার চেষ্টা করে!
যোগাযোগ নাম্বার :01814143403

শেয়ার করার আহ্বান রইল।
©

10/12/2024

সুখের দাম..
- বড্ড বেশি , কেনার ''সাধ্য আমার নেই ..!😞

10/12/2024
09/12/2024

ডিএমপি কমিশনার
জানিয়েছেন, গত ১৫বছরে পুলিশে ৯০
হাজার আ.লীগের লোক নিয়োগ হয়েছে।

আলহামদুলিল্লাহ সিরিয়া বিজয় হয়েছে🔥মুমিনদের অন্তর প্রশান্ত করার জন্য এমন একটা সু-খবরই যথেষ্ট আলহামদুলিল্লাহ!! আল্লাহ বিজয়ে...
08/12/2024

আলহামদুলিল্লাহ সিরিয়া বিজয় হয়েছে🔥
মুমিনদের অন্তর প্রশান্ত করার জন্য এমন একটা সু-খবরই যথেষ্ট আলহামদুলিল্লাহ!!
আল্লাহ বিজয়ের এই ধারা বজায় রাখুন। আমিন"!

এসএ গেমস ও কমনওয়েলথ গেমসের স্বর্নজয়ী শুটার  সাদিয়া সুলতানা আর নেই
02/12/2024

এসএ গেমস ও কমনওয়েলথ গেমসের
স্বর্নজয়ী শুটার সাদিয়া সুলতানা
আর নেই

01/12/2024

জীবনে কি হতে চেয়েছিলেন, আর কি হলেন?🤔

কিছু মেয়েদের কারনে নিরপরাধ প্রানগুলো চলে যায়🙂💔 আহ্ জীবন
30/11/2024

কিছু মেয়েদের কারনে নিরপরাধ প্রানগুলো চলে যায়🙂💔 আহ্ জীবন

30/11/2024

࿐বাবা পৃথিবীর সুন্দরতম পুরুষ.!✨💜✨

চট্টগ্রামের ভাষায় ইউরি...👀
29/11/2024

চট্টগ্রামের ভাষায় ইউরি...👀

29/11/2024

মনুষ্যত্বই মানুষের আসল পারফিউম...... যার সুগন্ধি মৃত্যুর পরে ও থেকে যায়....❤️

আপনি যা ভাবছেন আমি প্রথমে তাই ভাবছিলাম! 🙂
28/11/2024

আপনি যা ভাবছেন আমি প্রথমে তাই ভাবছিলাম! 🙂

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী গাড়িকে ট্রাক দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়...
27/11/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী গাড়িকে ট্রাক দিয়ে চাপা দেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসান মাসউদ। তবে গাড়িতে থাকা সবাই অক্ষত আছে বলে জানা গেছে।

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when শখের মানুষ ミ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category