Asiful Alam Sajib

Asiful Alam Sajib DO OR DIE

14/07/2024

বিপদ যখন আসে চারদিক হতে আসতে থাকে।
তারপরও ধৈর্য্য হারা হওয়া যাবে না। আল্লাহ তার বান্দাদের বিভিন্ন রকম বিপদ, অভাব ও হতাশা দিয়ে পরীক্ষা করে থাকেন। নিশ্চয় কষ্টের পরে সস্থি রয়েছে। আমিন।

13/07/2024

কিছু মানুষের জন্য যদি কলিজা কেটে খাওয়ান ও তারা কখনো শুকরিয়া আদায় করবে না। সুযোগ পেলেই তারা থাবা মেরে আপনার সবকিছু ধ্বংস করে নিঃশ্ষ করে দিতে এক বিন্দুও চিন্তা করে না। মূলত সে সব মানুষ অভিশপ্ত। তারা পরবর্তীতে একুলও হারায় ও কুলও হারায়। মূলত উল্টো তারাই সর্বশান্ত হয়।কারণ যাদের বিশ্বাস করে, যে তার সবচাইতে আপন জনের সাথে বেমানি মুনাফিকে করে, সে নিজেই জানেনা সেই সব মানুষগুলো তাকে পুজি করে তার হতে ফাইদা নিয়ে রাস্তাই ছুড়ে ফেলবে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন।

12/07/2024
11/07/2024

পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করোনা।
সুরা বাকারা, আয়াত ১৭৭.

11/07/2024

পতোঙা সমুদ্র সৈকতের অপরুপ দৃশ্য।

10/07/2024
10/07/2024
আমার বাবারটা, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন আমিন।
10/07/2024

আমার বাবারটা, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন আমিন।

10/07/2024

এই যন্ত্রাংশটির নাম কি কেউ কি বলতে পারবেন?

Solid Work
09/07/2024

Solid Work

07/07/2024

আজ এক বন্ধু হঠাৎ আমাকে জিঙেস করল?
আচ্ছা দোস্ত এই পৃথিবীতে তোর সবচাইতে আপন মানুষটি কে?
আমি খুবই বিব্রতবোধ করলাম, তারপর চুপ থেকে ১ মিনিট চিন্তা করেও সবচাইতে আপন মানুষটি যে আসলে কে? তা খুজে পেলাম না।
খুবই হতাশ হয়ে তাকে বললাম দোস্ত আমার এই ৩২ বছর জীবনে আমি তোর এক লাইনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। হয়তো পুরোটা জীবনে পাবো কিনা জানিনা,
জীবনে যাকে বিশ্বাস করেছি, প্রতারিত হয়েছি, যাকে ধরেছি আখড়ে আঘাত দিয়ে চলে গেছে৷ যাকে ভাবতে শুরু করলাম সবচাইতে আপন, তার স্বার্থের কাছে আমার ভালোবাসা সম্মান তুচ্ছ।
অনেক কঠিন প্রশ্ন করলি বন্ধু, তার উত্তর না হয় পরপারে দিব।
সংগৃহিত ফ্রম কঠিন দুনিয়া।

06/07/2024

আজকাল আর আকড়ে রাখি না কিছু। হাত খুলে রাখি। স্বাধীনতার নোটিশ আগেই টানিয়ে দেই। যেখানে মোটা অক্ষরের লেখা থাকে, "এখানে যত্ন করা হয়, তবে যত্ন পেয়েও যদি তুমি থাকতে না চাও তবে তোমায় আটকে রাখা হবে না কিছুতেই।” তারপর দেখি কে থাকলো আর কে চলে গেল। হাজিরা কাটি। নাহ্! পরপর নাম ধরে আর ডাকা লাগছে না। ঘর থেকে অনুপস্থিতজনিত কারণে কেটে ফেলা হয়েছে অনেকের নাম। 'মুখ ফিরিয়ে যারা চলে যায় তারা যে ফিরে আর আসে না কখনো।'

এই যে যারা চলে গেল, তাদের সাথে যে খারাপ সম্পর্ক ছিল এমনটা নয় আসলে। তারাও আপন ছিল। তাই তো শখ করে আপন মানুষের খাতায় নাম লিখেছিলাম তাদের।

কিন্তু শেষমেশ কী হলো? আমি ভুল প্রমানিত হলাম। ভুল করে অযথাই তাদের আপন ভেবেছিলাম যারা আপন হতে আসেই নি কখনো। তারা জিরানো মৌমাছির মতো জিরাতে থেমেছিল।

তাই তো জিরানো শেষে সকল যত্ন, ভালোবাসা সবকিছু উপেক্ষা করে চলে গেছে।
তাই কারো প্রতি অতিরিক্ত ভালোবাসায় আসক্ত হওয়ার আগে ১০০ বার ভাবুন আপনার প্রিয় মানুষটির দেওয়া কষ্টের তীব্রতা সহ্য করার মত ক্ষমতা আপনার আছে কিনা?
🙂❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🥀

মাশাল্লাহ আমার মামার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থতা  মেধা ও নেক হায়াত দান করেন।আমিন।
30/06/2024

মাশাল্লাহ আমার মামার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থতা মেধা ও নেক হায়াত দান করেন।আমিন।

30/06/2024

The pain of verbal injury is much worse than physical injury.

30/06/2024

Address

Patenga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asiful Alam Sajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share