AD Bhikkhu

AD Bhikkhu Always follow the right path, mix with the righteous, then you can make life successful.
(1)

17/10/2023

❤️❤️

💠ধর্মশ্রবণের উপাখ্যান:-‘মনুষ্যগণের মধ্যে অতি অল্পসংখ্যক’ ইত্যাদি ধর্মদেশনা শাস্তা জেতবনে অবস্থানকালে ধর্মশ্রবণকে উদ্দেশ্...
11/07/2023

💠ধর্মশ্রবণের উপাখ্যান:-
‘মনুষ্যগণের মধ্যে অতি অল্পসংখ্যক’ ইত্যাদি ধর্মদেশনা শাস্তা জেতবনে অবস্থানকালে ধর্মশ্রবণকে উদ্দেশ্য করিয়া ভাষণ করিয়াছিলেন।
শ্রাবস্তীতে কোন একটি রাস্তার অধিবাসী মনুষ্যগণ একত্রিত হইয়া গণদান দিয়া সারারাত্রি যাবৎ ধর্মশ্রবণের ব্যবস্থা করাইয়াছিলেন। কিন্তু সারারাত্রি ধরিয়া ধর্মশ্রবন করিতে (অনেকেই) সক্ষম হইলেন না। কেহ কেহ কামরতিবশত পুনরায় গৃহেই চলিয়া গেলেন, কেহ কেহ দ্বেষবশত শুনিল না, কেহ কেহ মানবশত শুনিল না; কেহ কেহ বা তন্দ্রালস্যবশত সেখানেই বসিয়া ঘুমের ঘোরে ধর্ম শুনিতে সক্ষম হন নাই। পরের দিন ভিক্ষুগণ সেই বিষয় জানিয়া ধর্মসভায় কথা উত্থাপন করিলেন। শাস্তা আসিয়া জিজ্ঞাসা করিলেন :
'হে ভিক্ষুগণ, তোমরা কি বিষয় আলোচনা করিতে এখানে সম্মিলিত হইয়াছ?’
‘এই বিষয়ে ভন্তে।’
‘হে ভিক্ষুগণ, সত্ত্বগণ সামগ্রিকভাবে ভবনিশ্রিত। ভবেতেই তাহারা মগ্ন থাকে। পারগামীর সংখ্যা অল্পই।’ এই বলিয়া পূর্বাপর ঘটনার সমন্বয় ঘটাইয়া এই গাথাদ্বয় ভাষণ করিলেন :
‘মনুষ্যগণের মধ্যে অতি অল্পসংখ্যক ব্যক্তি নির্বাণ সাগরের পারগামী হইতে পারে, অবশিষ্ট ব্যক্তিগণ কেবল তীরে দোঁড়াইতে থাকে (অজ্ঞানতা মধ্যে বিচরণ করে)। ধর্মপদ, শ্লোক-৮৫
‘যাহারা উত্তমরূপে ব্যাখ্যাত ধর্মের অনুসরণ করে, তাহারা নিশ্চিত সুদুস্তর (দূরতিক্রম্য) যমরাজ্য অতিক্রমপূর্বক নির্বাণ লাভ করে।’ ধর্মপদ, শ্লোক-৮৬,
অন্বয় : ‘অল্প’ অর্থাৎ বেশি নহে। ‘পারগামী’ অর্থাৎ নির্বাণপারগামী। ‘অন্যান্য মনুষ্যরা’ অন্যান্য লোকেরা সৎকায়দৃষ্টির তীরেই দৌঁড়াইতে থাকে। ইহাদের সংখ্যা বেশি। ‘উত্তমরূপে ব্যাখ্যাত ধর্মে’ অর্থাৎ উত্তমরূপে আখ্যাতে সুকথিতে। ‘ধর্মে’ দেশনাধর্মে। ‘ধর্মানুবর্তী’ সেই ধর্ম শুনিয়া তদনুকূল প্রতিপদ পূর্ণ করিয়া মার্গ এবং ফল লাভের দ্বারা ধর্মানুবর্তী। ‘পারগামী হয়’ এইরূপ ব্যক্তিরা নির্বাণপারে যাইবে। ‘যম রাজ্য’ ক্লেশমারসঙ্খাত মৃত্যুর (যমের) নিবাস স্থানভূত ত্রৈভূমিকবর্ত। ‘সুদুত্তর’ যে সমস্ত ব্যক্তি ধর্মানুবর্তী তাহারা এই ‘সুদুত্তর’ দূরতিক্রম্য ‘যমরাজ্য’ উত্তীর্ণ হইয়া অতিক্রম করিয়া নির্বাণপারে যাইবে এই অর্থ। দেশনাবসানে বহু ব্যক্তি স্রোতাপত্তি প্রভৃতি ফল লাভ করিয়াছিলেন।
''সব্বে সত্তা সুখীতা হন্তো ''
"জগতের সকল প্রাণী সুখী হোক "🙏🙏🙏

বিশ্বব্যাপী বৌদ্ধধর্মের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, বিশেষত তাদের কাছে যারা ভিন্ন ভিন্ন ধ্যান-ধারণা, গোঁড়া ধর্মান্ধতা ও অর...
09/07/2023

বিশ্বব্যাপী বৌদ্ধধর্মের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, বিশেষত তাদের কাছে যারা ভিন্ন ভিন্ন ধ্যান-ধারণা, গোঁড়া ধর্মান্ধতা ও অর্থহীন সহিংসতায় ভরা এই বর্তমান বিশ্বায়নের যুগে এসবের উত্তর খুঁজে ফিরছে।
এই আগ্রহ এত তাড়াতাড়ি বাড়ছে কেন, বিশেষত পশ্চিমে? এর কারণ সম্ভবত বেশি বেশি মানুষ এখন উপলব্ধি করতে পারছে যে বৌদ্ধধর্ম হচ্ছে এমন একটি শিক্ষা, যা—
১. করুণা, ধৈর্য, সহ্য ও আত্মসংযমকে জোরালো করে।
২. আধ্যাত্মিক ও ব্যক্তিগত উন্নতি-শ্রীবৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট পথ দেখিয়ে দেয়।
৩. অন্ধভাবে বিশ্বাস করতে ও নির্বিচারে শ্রদ্ধা-সম্মান জানাতে বলে না।
৪. নিজের শিক্ষা-উপদেশগুলো সম্পর্কে প্রশ্ন ছুড়ে দিতে এবং এর মাঝে গবেষণা ও অনুসন্ধান চালাতে উৎসাহিত করে।
৫. আমাদের সমস্ত কর্মের পুরো দায়িত্বটুকু আমাদেরকেই নিতে হবে, এই শিক্ষা দেয়।
৬. তাৎক্ষণিকভাবে ফল দিতে পারে, উপলব্ধি এনে দিতে পারে, আর অনুভব করাতে পারে।
৭. অন্য যেকোনো মতের বা বিশ্বাসের একান্ত অনুসারীরাও মৃত্যুর পর পুরস্কৃত হয়ে থাকে বলে স্বীকার করে।
৮. আধুনিক বিজ্ঞানের অনেক কাছাকাছি, অর্থাৎ আধুনিক বিজ্ঞানের সঙ্গে অনেক কিছুতে যথেষ্ট মিল রয়েছে।
মূল লেখক : টি ওয়াই লি (T Y Lee)
বাংলায় রূপান্তর : করুণাবংশ ভিক্ষু
"সব্বে সত্তা সুখীতা হন্তো "
"জগতের সকল প্রাণী সুখী হোক "
🙏🙏🙏

যিনি শীলবান, সম্যক দর্শনসম্পন্ন, সদ্ধর্মে স্থিত, সত্যবেদী ও আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত, তিনি জনসাধারণের প্রিয় হন। দীর্...
06/07/2023

যিনি শীলবান, সম্যক দর্শনসম্পন্ন, সদ্ধর্মে স্থিত, সত্যবেদী ও আত্মকর্তব্য সম্পাদনে নিযুক্ত, তিনি জনসাধারণের প্রিয় হন। দীর্ঘদিন প্রবাসী দূরদেশ হইতে নিরাপদে প্রত্যাবর্তন করিলে জ্ঞাতিমিত্র ও সুহৃদবর্গ যেমন তাঁহার আগমন অভিনন্দন করে, তদ্রূপ পুণ্যবানও ইহলোক হইতে পরলোক গমন করিলে তাঁহার পুণ্যসমূহ আগত প্রিয় জ্ঞাতির ন্যায় তাঁহাকে সাদরে গ্রহণ করে। আজকে শ্রদ্ধাবান উপাসক-উপাসিকা জোনাটন বাপ ও জোনাটন মা এবং তাদের পারিবারিক সুখ শান্তি ও আয় উন্নতির কামনায় মঙ্গল সূত্র শ্রবণ অনুষ্ঠানের মুহুর্ত। তাদের পারিবারিক সুখ শান্তি ও মঙ্গলময় জীবন কামানা করে দিচ্ছি।
"সব্বে সত্তা সুখীতা হন্তো "
"জগতের সকল প্রাণী সুখী হোক "🙏🙏🙏

17/06/2023

Buddha Education Buddha Dhamma G-LIGHT Education Vairal Clips
Good Morning Everyone 🥰🥰🙏

House Beautiful Wayanad- The palace of Natural Beauty. Nature Valley
16/06/2023

House Beautiful Wayanad- The palace of Natural Beauty. Nature Valley

📙এক বাবা তার ছেলেকে নিয়ে প্রতিদিন হাটঁতে বের হতেন। হাটঁতে হাটঁতে অনেক কিছু শেখাতেন। একদিন তিনি বললেন বাবা জীবনের যাত্রাপ...
06/06/2023

📙এক বাবা তার ছেলেকে নিয়ে প্রতিদিন হাটঁতে বের হতেন। হাটঁতে হাটঁতে অনেক কিছু শেখাতেন। একদিন তিনি বললেন বাবা জীবনের যাত্রাপথ কিন্তু অনেক কঠিন।
খুব সাবধানে পা ফেলবি।
ছেলে বললো- বাবা, এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না।আমার কোনো সমস্যা হবে না।
বাবা অবাক হয়ে বললো- কেনো?
জীবন এতো কঠিন, তারপর ও তুই কেন বলছিস তোর কোনো সমস্যা হবে না।
ছেলে বললো- কারণ বাবা আমি তোমার পদচিহ্ন অনুসরণ করবো। তুমি যে পায়ের চাপ রেখে যাবে, আমি সেই চাপ দেখে সামনে এগোবো।
দয়া করে মনে রাখবেন, আমাদের ছেলে-মেয়েরা আমাদের পদচিহ্ন অনুসরণ করবে,আমাদের উপদেশ নয়।
তাই,চলুন সবাই সঠিক পথে হাঁটি। ❤️❤️
📝 Bhikkhu

Conquer the enemy by friendship, conquer the evil by the saint, conquer the anger by forgiveness and conquer the lies by...
03/06/2023

Conquer the enemy by friendship, conquer the evil by the saint, conquer the anger by forgiveness and conquer the lies by the truth.
(Gautam Buddha)🥰🥰🙏

🔵এক জ্ঞানী বাবার ৩টি উপদেশ:-🔰একজন জ্ঞানী বাবা তার পুত্রকে বলেছিলেন,জীবনে ৩টি বিষয়ে কখনো ছাড় দিবে না। 1️⃣ভালো খাবার খাওয়া...
30/05/2023

🔵এক জ্ঞানী বাবার ৩টি উপদেশ:-
🔰একজন জ্ঞানী বাবা তার পুত্রকে বলেছিলেন,জীবনে ৩টি বিষয়ে কখনো ছাড় দিবে না।
1️⃣ভালো খাবার খাওয়া।
2️⃣ভালো বিছানায় ঘুমানো।
3️⃣ভালো ঘরে বসবাস করা।
✳️ছেলে বলেছিলো-কিন্তু, আমি তো দরিদ্র বাবা। এগুলো আমার দ্বারা কীভাবে সম্ভব?
✴️জ্ঞানী বাবা বলেছিলেন —
1️⃣যখন প্রচন্ড খিদে পাবে,তখন খাবার খাবে। তাহলে যা খাবে, তাই হবে সবচেয়ে ভালো খাবার।
2️⃣যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে,তখন ঘুমাবে। যেখানে ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা।
3️⃣যখন মানুষের সাথে মিশবে সদাচারণ করবে। তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে। সেটাই হবে তোমার সবচেয়ে ভালো ঘর বা ভালো ঠিকানা।
📝 Bhikkhu

18/05/2023

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when AD Bhikkhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AD Bhikkhu:

Videos

Share