Foysal Ahmed 07

Foysal Ahmed 07 Keep Me In Your Prayers❤
(4)

29/12/2024

Toxic relatives🙂

যদি চিঠি না-ই বা লিখো,কেন লিখবে না তাই লিখো!
19/12/2024

যদি চিঠি না-ই বা লিখো,
কেন লিখবে না তাই লিখো!

বিজয় দিবসের শুভেচ্ছা। ❤️
16/12/2024

বিজয় দিবসের শুভেচ্ছা। ❤️

Alone❤️‍🩹
14/12/2024

Alone❤️‍🩹

আমার কাছে কোনো কিছুই নেই আমার নিজের, বদদোয়াটা ও অন্যে কারো দেওয়া।
09/12/2024

আমার কাছে কোনো কিছুই নেই আমার নিজের, বদদোয়াটা ও অন্যে কারো দেওয়া।

জীবনে একটু এটিটিউড থাকা প্রয়োজন,কারন যেসব তারে কারেন্ট থাকে না এগুলো মানুষ মুখ দিয়েই ছিড়ে।
30/11/2024

জীবনে একটু এটিটিউড থাকা প্রয়োজন,কারন যেসব তারে কারেন্ট থাকে না এগুলো মানুষ মুখ দিয়েই ছিড়ে।

কখন ও তুমি কাছে এসে দেখলে,দেখাবো আমার দুঃখগুলো। দুর থেকে জিজ্ঞেস করলে তোহ ভালো আছি-ই বলবো।
18/11/2024

কখন ও তুমি কাছে এসে দেখলে,দেখাবো আমার দুঃখগুলো। দুর থেকে জিজ্ঞেস করলে তোহ ভালো আছি-ই বলবো।

🖤🖤🖤
10/11/2024

🖤🖤🖤

যিনি চোখ দিয়েছেন দেখার জন্য,তাকে ছাড়া দুনিয়ার সব কিছুই দেখি🙂
23/10/2024

যিনি চোখ দিয়েছেন দেখার জন্য,
তাকে ছাড়া দুনিয়ার সব কিছুই দেখি🙂

kew ki janen amie ki dekchi! 😋
13/10/2024

kew ki janen amie ki dekchi! 😋

Assalamualaikum🤍
12/09/2024

Assalamualaikum🤍

সবসময় পবিত্র থাকবে ঘৃনার সম্পর্কগুলো, কারন মানুষ ভালোবাসায় কাপড় খুলে৷
06/09/2024

সবসময় পবিত্র থাকবে ঘৃনার সম্পর্কগুলো,
কারন মানুষ ভালোবাসায় কাপড় খুলে৷

25/08/2024

ফটিকছড়ির কোন জায়গার অবস্থা বেশি খারাপ?
কোন এলাকায় খাদ্য সংকটে আছে কষ্ট করে একটু জানান🙏🙏

23/08/2024

মুসলিমদের সংগঠন আস সুন্নাহ ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, সেখানে ডোনেট করেছে দুর্গাপূজার বাজেট থেকে, বৌদ্ধদের সংগঠন ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, সনাতনীদের সংগঠন ইসকন ত্রাণ কার্যক্রম চালাচ্ছে, খ্রিস্টানদের মিশনগুলাও ত্রাণ পৌঁছে দিচ্ছে। এজন্যেই এখনও ভাবি, আশা রাখি এদেশটা এমনই অসাম্প্রদায়িক আছে থাকবে। এজন্যেই বলি এ দেশটা সব মানুষের, সব বিশ্বাসের, সব অবিশ্বাসের, গরীব ধনী সবার। এটা সবার হয়ে উঠুক, সবার থাকুক। আমি ডোনেট করেছি, আপনিও করুন। এগিয়ে আসুন। বন্যা পরিস্থিতি হয়তো চিন্তার চেয়েও বেশি ভয়াবহ।

22/08/2024

ইন্না-লিল্লাহ, হালদার বাঁধ ভেঙে গেছে!!

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী কিছুক্ষণ আগে নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদার পাড় ভেঙ্গে গেছে। রাতের মাঝে পানিতে তলিয়ে যেতে পারে ফরহাদাবাদের ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড।
যাদের পক্ষে সম্ভব অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যান।

এ ব্যাপারে অবহেলা করবেন না। উদ্ধারের জন্য প্রয়োজনীয় নৌকা বা স্পিড বোট খুবই অপ্রতুল। রাতের বেলায় উদ্ধার কাজ চালানোও অনেকটা অসম্ভব। যারা আশংকায় আছেন, দ্রুত নিরাপদ স্থানে কিংবা নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন।

22/08/2024

পরশুরাম, ফুলগাজী ও পরশুরামের সীমান্তবর্তী গ্রাম গুলোর মানুষ বাঁচান।।দয়া করে ঢাকায় যারা আছে আওয়াজ তুলুন, প্লিজ 🙏🙏

সারাদেশের উদ্ধারকারী টিম গুলোকে দয়া করে ফেনীতে পাঠান, ইঞ্জিনচালিত বোট, ট্রলার, হেলিকপ্টার প্রয়োজন এখানে, অনেক একতলা বাড়ী পানির নিচে, দোতলায় ও পানি উঠার সম্ভাবনা। লক্ষাধিক প্রানহানী ঘটবে, দয়া করে বাঁচান।

Address

Patenga

Telephone

+8801917360419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Foysal Ahmed 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Foysal Ahmed 07:

Videos

Share