বৃহস্পতিবার

বৃহস্পতিবার - নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই!❤️

08/06/2024

নিজের ভা'গ্যের প্রতি আমার আকাশ সমান অ'ভিযোগ..! 😢😑

20/03/2024

Active off দেখানোর পরও যে আপনাকে নক দিচ্ছে সে-ই আপনার আপন মানুষ..!🙂

16/03/2024

ইফতারী শেষে নামাজ পড়ে এসে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছি, একটা মানুষের কথা প্রচন্ড বাজে ভাবে মাথায় ঘুরপাক খাচ্ছে আর দু-চোখ বেয়ে পানি ঝরছে!'🙂

21/02/2024

তোমার দুটি মায়াবী চোখে 👁️👁️
আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই🥰
ভালোবাসি কতটুকু তা আমি জানিনা💚😔
কিন্তু সারাজীবন তোমাকেই আমার জীবনসঙ্গী হিসেবে চাই❤️

09/01/2024

এক বাচ্চা, থানায় ফোন করে:
হ্যালো, এটা কি থানা??
পুলিশ: হ্যা, এটা থানা।

বাচ্চা: আপনি কে বলছেন??
পুলিশ: আমি ওসি বলছি।

বাচ্চা: আপনার হাতে লাঠি আছে??
পুলিশ: হ্যা, আছে।

বাচ্চা: তাহলে ওটা নিজের পেছনে ঢুকিয়ে নিন।

ফোন কেটে গেলো। ওসি সাহেব চুপ করে রইলেন।

একটু পরে আবার ফোন। রিসিভ করতেই প্রশ্ন:

বাচ্চা: হ্যালো, এটা কি থানা??
পুলিশ: হ্যা, এটা থানা।

বাচ্চা: আপনি কে বলছেন??
পুলিশ বুঝতে পারলো সেই বিচ্ছুটাই।

ওসি সাহেব সাবধানে জবাব দিলেন,"আমি ওসি বলছি।"

বাচ্চা: আপনার হাতে লাঠি আছে??
পুলিশ: না, নেই।

বাচ্চা: বাঃ!!
একবার বলতেই পিছনে ঢু/কি/য়ে নিয়েছেন??
সাবাশ!

সিএলআই দেখে ওসি ওই নম্বরে ফোন করলেন।
ধরলেন এক ভদ্রমহিলা।

ওসি সাহেব বললেন,"আমি থানা থেকে ওসি বলছি।
এই নম্বর থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিলো।
বলেছে, হাতের লাঠিটা নিজের পেছনে ঢু/কি/য়ে নিন।"

বাচ্চার মা: এ মা! কখন??
পুলিশ: মিনিট দশেক আগে।

বাচ্চার মা: ছিঃছিঃ বের করে ফেলুন।
বাচ্চাদের কথা কেউ সিরিয়াসলি নেয়??
শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন!!
বাড়ি গিয়ে একটু মলম লাগিয়ে নেবেন। 😁😂😃🤣😃

゚viral ゚

নিয়মিত নতুন গল্প পড়তে ফলো করেন!!

09/01/2024

- পরের জন্মে তুমি আমার হয়ে আসিও,.!!🙂

- আমিও ছেড়ে গিয়ে বুঝিয়ে দিবো, প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কেমন..!!😅💔

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,আমি বুঝেছিলাম সময় চাইছো।তুমি বলেছিলে আকাশে কী মেঘ করেছে দেখো?আমি বুঝেছিলাম তোমার মন খা...
06/01/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো।

তুমি বলেছিলে আকাশে কী মেঘ করেছে দেখো?
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।
তুমি বলেছিলে সমুদ্রে যাবে,
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে।

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো-

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো,

তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে,
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা,
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে,
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন।

তুমি জিজ্ঞেস করেছিলে,কেমন আছো?
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

অর্ধাঙ্গিনী...!  🤎😔 বুঝো তুমি ...!  😞তোমার থেকে দূরে থাকা টা অনেক কষ্টকর ...!  🥺😭
02/01/2024

অর্ধাঙ্গিনী...! 🤎😔
বুঝো তুমি ...! 😞
তোমার থেকে দূরে থাকা টা অনেক কষ্টকর ...! 🥺😭

01/01/2024

অফিস আমার ভাল্লাগে না—তোমার কাছে যাইতে মন চাইতেছে।

মন চাইতেছে তোমারে গিয়া বলি, উনুনের ভাতটা আমি রান্না করি তুমি কাগজি-লেবু খুঁজে আনো গিয়া বাগানে। আলমারি থেকে বের কর পুরান শাড়ি। আমি চা করে রাখতেছি, তুমি কাপর চেঞ্জ করার আগে স্নান করে আসো। উঠানের পেয়ারা গাছের পাতার ফাঁকে যে ঝাঁঝালো রোধ পড়েছে, সে রোদে বসে আমরা দু'জন কলমি শাক দিয়ে ভাত খাবো। ভাত খাওয়ার পর চা; ইচ্ছে হলে দু'একটা চুমু।

অফিস আমার ভাল্লাগে না—তোমার কাছে যাইতে মন চাইতেছে; মন চাইতেছে তোমার পাশ ঘেষে বসে তোমাকে বলি, তোমার চোখ দু'টোতে এসে থেমে যায় পৃথিবীর যাবতীয় শীতল যুদ্ধ, ইচ্ছে করে বলি তোমার চোখ দু'টো ঘাস ফুলের মতো সুন্দর।

31/12/2023

2023 সালের একটা স্মরণীয় তারিখ!❤️🌸

Address

Dangarhat
Parbatipur
5250

Telephone

+8801324058969

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃহস্পতিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৃহস্পতিবার:

Videos

Share

Category