একলা মন

একলা মন ঢাকা

ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে,🙂টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে😁টিচার বললেন, ‘তোমার আম্মু...
28/08/2023

ক্লাস টু-তে এক পিচ্চি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে,🙂

টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতে পারবে😁

টিচার বললেন, ‘তোমার আম্মুর বয়স কত সোনা?

পিচ্চি বললো, ‘চল্লিশ।’😳

টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।☺️

পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?🫠

টিচার বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?

পিচ্চি বললো, ‘আঠারো।🙄

টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।☺️

পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?🤨

টিচার হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?😳

পিচ্চি বললো, ‘আট।🙄

টিচার বললেন, ‘না সোনা, তুমি প্রেগন্যান্ট হতে পারবে না☺️

এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো🫠

শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই🥹🥴

স্যার: বেহুশ 🙄🙄

©
যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে নীল লেখায় চাপ দিয়ে জয়েন হন 🥀💙 💛🥀

মেয়েদের হাসি বিশ্বাস করতে হয় না। ভেঙ্গে চুরে নিঃশেষ হয়ে তারা হাসতে জানে ।চোখে জল মুছতে মুছতে এরা চোখে কাজল দিতে জানে।...
19/07/2023

মেয়েদের হাসি বিশ্বাস করতে হয় না। ভেঙ্গে চুরে নিঃশেষ হয়ে তারা হাসতে জানে ।

চোখে জল মুছতে মুছতে এরা চোখে কাজল দিতে জানে।

কষ্টে থেকেও, কেমন আছো? প্রশ্নের উত্তরেও এরা ভালো আছি বলতে জানে ।

কেমন আছেন সবাই
23/12/2022

কেমন আছেন সবাই

15/12/2022
মানুষ তার সুবিধা মত কাছে আসেআবার সুবিধা মত দূরে সরে যায়। মানুষ তার সুবিধা মত আপন সাজার অভিনয় করে,আবার সুবিধা মত পর হয়ে য...
29/11/2022

মানুষ তার সুবিধা মত কাছে আসে
আবার সুবিধা মত দূরে সরে যায়।
মানুষ তার সুবিধা মত আপন সাজার অভিনয় করে,
আবার সুবিধা মত পর হয়ে যেতে ও পারে।
মানুষ তার সুবিধা মত দূরুত্বে আগলিয়ে রাখে,
আবার সুবিধা মত দূরুত্বে দূরত্ব বাড়ায়।

24/11/2022

আজকে একটা সেভেনআপ খাব

মেয়েদের নিজস্ব কোনো চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল। ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে! এটা কিছু ছেলেরা কেন ব...
02/10/2022

মেয়েদের নিজস্ব কোনো চুলের ঘ্রান নেই! যেটা থাকে সেটা শ্যাম্পুর স্মেল। ঘুমালে সব মেয়েকে সুন্দর লাগে! এটা কিছু ছেলেরা কেন বলে আমার জানা নাই।

ঘুমালে সবার মুখ তৈলাক্ত, ফুলে থাকে। নিজের চেহারাই তখন নিজের ভালো লাগে না, এটাই বাস্তব। সিল্কি চুল fresh look চোখে কাজল গোলাপী ঠোঁট। এমন রূপেই ছেলেরা মেয়েদেরকে কল্পনা করে।

But trust me, বাস্তবে সবসময় এমন পরিপাটি হওয়ার সময় থাকে না। থাকলেও অতটা ইচ্ছে করে না। মেয়েদের শরীর কোনো ফুলের বাগান না, যে সুরভিত smell থাকবে।

মেয়েদেরও ঘাম হয়, ঘেমে একাকার হতে হয় ঘামে, ক্লান্তিতে, চিন্তায় মুখ কালো হয়ে থাকে।
পরিপাটি হয়ে হয়তো ৩/৪ ঘন্টা থাকা যায় কিন্তু সব মেয়েই সাধারণভাবে থাকতে পছন্দ করে। আপনারা কল্পনাতে সবসময়, একটা পুতুলকে চিন্তা করেন।

তারপর যখন বাস্তবে আর তাকে সেভাবে পান না, তখন আর তাকে ভালো লাগে না। সাধারণভাবে চিন্তা করুন, যে যেমন তাকে সেভাবে ভালোবাসুন।

ডাঃ যদি এমন হয় ভালো মানুষও রুগি হয়ে যাবে
02/10/2022

ডাঃ যদি এমন হয় ভালো মানুষও রুগি হয়ে যাবে

মাড়েয়া আউলিয়ার ঘাট মহালয়ের পুনতার জন্য  বদ্বেশরী মন্দিরে যাওয়ার পথে মাঝনদীতে নৌকা ডুবে যায়  , এসময় নৌকা ডুবে প্রায় ১৮হইত...
26/09/2022

মাড়েয়া আউলিয়ার ঘাট মহালয়ের পুনতার জন্য বদ্বেশরী মন্দিরে যাওয়ার পথে মাঝনদীতে নৌকা ডুবে যায় , এসময় নৌকা ডুবে প্রায় ১৮হইতে ২০ জনের অধিক পুরুষ ও নারী সদস্য মারা যায়...

কেউ এরিয়া যাবেন না রাত আনুমানিক তিনটা বাজে এই শিশু বাচ্চাকে সাপে কামড় দেয় রাতেই ছেলেটি মারা যায়। চর উত্তর বন দুই তালা মস...
24/09/2022

কেউ এরিয়া যাবেন না রাত আনুমানিক তিনটা বাজে এই শিশু বাচ্চাকে সাপে কামড় দেয় রাতেই ছেলেটি মারা যায়। চর উত্তর বন দুই তালা মসজিদের পাশের বাড়ি, নান্দাইল ময়মনসিংহ,আল্লাহ তার পরিবারকে ধৈর্য দান করুন #আমিন

দেখতে খুবই সুন্দর ছোট একটি মাইক্রোফোন যা আপনার মন কেড়ে নিবে।তার বিহিন হওয়ায় কোন ঝামেলা পোহাতে হবে না।আকারে ছোট হওয়ার কার...
24/09/2022

দেখতে খুবই সুন্দর ছোট একটি মাইক্রোফোন যা আপনার মন কেড়ে নিবে।তার বিহিন হওয়ায় কোন ঝামেলা পোহাতে হবে না।আকারে ছোট হওয়ার কারনে এটি যেকোন জায়গায় নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন

24/09/2022

আমাদের ফেইজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

আলহামদুলিল্লাহ
24/09/2022

আলহামদুলিল্লাহ

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তা...
24/09/2022

"এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।"
দোষী যুবককে টেনে-হিঁচড়ে খলীফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান।
খলীফা হযরত উমর (রা) সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিলঃ
"অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেইখানেই মারা যায়। যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী।"
বাদী’রা জানালেন- "আমরা এর মৃত্যুদণ্ড চাই।" সব শুনে হযরত উমর (রা) অপরাধী যুবককে বললেন, "উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদন্ড দেয়া হবে। তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো।" নওজোয়ান বললো, "আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছু দিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম।"
খলিফা হযরত উমর (রা) বললেন, "তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি।“ নওজোয়ান বললো, "এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে।" যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল।
এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী (রা) দাঁড়িয়ে বললেন, "আমি হবো ঐ ব্যক্তির জামিনদার। তাকে যেতে দিন।" আবু যর গিফারীর (রা) এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দন্ডপ্রাপ্ত আসামী! তার জামিনদার কেন হচ্ছেন আবু জর!
খলিফা বললেন, "আগামি শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদীনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদন্ড দেয়া হবে।" মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারী (রা) চলে গেলেন নিজ বাড়িতে।
দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত উমর (রা) রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির (রা) কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদন্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মত জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদীনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদন্ডে দন্ডিত হবেন।
জুমার পর মদীনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। কারণ দন্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত।
জীবনে কত জনের মৃত্যুদন্ড দিয়েছে তার হিসেব নেই। কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মত একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদন্ডে দন্ডিত হবেন, এটা মদীনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদন্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর (রা) নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তাঁর ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে। কারো পরিবর্তনের হাত নেই। আবু যর (রা) তখনও নিশ্চিন্ত মনে হাঁসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর (রা) এর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না। পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে।
এমন সময় এক সাহাবী উচ্চ স্বরে জল্লাদকে বলে উঠলেন, "হে জল্লাদ একটু থামো। মরুভুমির ধুলার ঝড় উঠিয়ে ঐ দেখ কে যেন আসছে। হতে পারে ঐটা নওজোয়ানের ঘোড়ার পদধুলি। একটু দেখে নাও।" ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান।
নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বললো, "আমীরুল মুমিনীন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত, তবে যথা সময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধুর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদীনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদন্ড দিয়ে পবিত্র করুন। কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না।"
আশেপাশের সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কী হতে চলেছে! যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিলো সবাইকে।
খলিফা হযরত উমর (রা) যুবককে বললেন, "তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে?" উত্তরে সেই যুবক বলল- "আমি ফিরে এসেছি, কেউ যাতে বলতে না পারে, এক মুসলমানের বিপদে আরেক মুসলামান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিলো।"
এবার হযরত উমর (রা) হযরত আবু যর গিফারী (রা) কে জিজ্ঞেস করলেন, "আপনি কেন না চেনা সত্যেও এর জামিনদার হলেন?" উত্তরে হযরত আবু যর গিফারী (রা) বললেন, "পরবর্তিতে কেউ যেন বলতে না পারে, এক মুসলমান বিপদে পড়েছিলো, অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি।"
এমন কথা শুনে, হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, "হে খলীফা, আপনি তাকে মুক্ত করে দিন। আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম।"
হযরত উমর (রা) বললেন, “কেন তাকে ক্ষমা করে দিচ্ছ?” তাদের এক ভাই বলে উঠলো, "কেউ যেন বলতে না পারে, এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।"

[হায়াতুস সাহাবা-৮৪৪]

ভীষণ কষ্ট হচ্ছে জানো! ভীষণ কষ্ট! কাউকে দেখাতে পারছি না, বোঝাতেও পারছি না, শুধু অনুভব করছি বুকের বা পাশটায় প্রচন্ড ব্যাথা...
24/09/2022

ভীষণ কষ্ট হচ্ছে জানো! ভীষণ কষ্ট!
কাউকে দেখাতে পারছি না, বোঝাতেও পারছি না, শুধু অনুভব করছি বুকের বা পাশটায় প্রচন্ড ব্যাথা হচ্ছে। যে ব্যাথা ক্রমশ বেড়েই চলেছে কমার কোনো নামই নিচ্ছে না। পরিবারের সবাই খুব চিন্তা করছে। কতো ডাক্তার, কতো কবিরাজ দেখালো তাও রোগ নির্ণয় করতে পারলো না। কিভাবে পারবে বলো? তারা কি আর জানে, আমি তো ভুগছি তুমি নামক অসুখে! বলো কি করে সারবে এ অসুখ তুমিহীনা? এ ব্যাথা একান্তই আমার তাই কেউ বুঝবে না।

আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোন আত্বীয় - স্বজনের সহযোগিতা ছাড়া, কঠোর পরিশ্রম করে তিল তিল করে টাকা জমিয়ে , 🙃 কো...
21/09/2022

আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে কোন আত্বীয় - স্বজনের সহযোগিতা ছাড়া, কঠোর পরিশ্রম করে তিল তিল করে টাকা জমিয়ে , 🙃 কোনো লোন না নিয়ে নিজের উপার্জনের টাকা দিয়ে একটি মোবাইল কিনে এই ভবনটির ছবি উঠালাম 🤣

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল,সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপ...
21/09/2022

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল,সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
*মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন*
*কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________

21/07/2022

👍

21/07/2022

হরিন শিকার

21/07/2022

আকাম করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো ছেলে আর মেয়ে

 #ডাক্তার : তুমি পাগল হলে কিভাবে....???, #পাগল : পাগল হইছি কি সাধে...??!!,আমি এক বিধবা মহিলারে বিয়ে করছিলাম!,তার এক যুবত...
21/07/2022

#ডাক্তার : তুমি পাগল হলে কিভাবে....???
,
#পাগল : পাগল হইছি কি সাধে...??!!
,
আমি এক বিধবা মহিলারে বিয়ে করছিলাম!
,
তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা!
,
আমার মেয়ে হয়ে গেল আমার মা এবং আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর!!!☺️
,
তার ঘরে হলো একটা মেয়ে সে হলো আমার বোন কিন্তু আমি তার নানীর জামাই!!
,
সে দিক থেকে সে আমার নাত্নীও।🙄
,
এভাবে আমার একটা পোলা হইলো।😇
,
তো আমার পোলা হলো আমার বাপের শালা।
,
আর আমি আমার পোলার ভাইগ্না।।😊
,
ডাক্তার : চুপ কর শালা তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি।।।🤐

সংগৃহিত

21/07/2022

আমার ভিডিও কেমন হলো

কোথায় যেন পড়েছিলাম মানুষ মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় ক্ষমতাকে, এই কথাটা একদম সত্যি আপনার ক্ষমতা থাকলে মানুষকে ...
07/07/2022

কোথায় যেন পড়েছিলাম মানুষ মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় ক্ষমতাকে, এই কথাটা একদম সত্যি আপনার ক্ষমতা থাকলে মানুষকে মানুষ বলে গন্য করতে হয় না, নিজেকে বিশাল কিছু ভাবা যায়। আমাকে যদি বলা হয় আমি সব কিছুর বিনিময়ে কি চাই আমি বলবো ক্ষমতা, কারণ এই সমাজে ক্ষমতাশালী ব্যক্তির মূল্য বেশি, তাদের কথা মিথ্যা আর অযুক্তিক হলেও সত্য বলে প্রমাণিত হয়।

ক্ষমতাশীল ব্যক্তির সব জায়গায় কদর থাকে, যারা আপনজন থাকে তারাও এক নিমিষেই বদলে যায় ক্ষমতার কাছে। আপনি খেয়াল করলেই দেখবেন যেকোন একটা বিষয়ে আপনি হাজার যুক্তি দাঁড় করালেও সেটা মিথ্যা বলে প্রমাণ হবে, শুধু তাই না আপনাকে শত অপমান আর লাঞ্ছনা পেয়ে সেখান থেকে বিদায় নিতে হবে।

এটাই বাস্তব সমাজের চিত্র।

কথা হলো কিছু মানুষ ক্ষমতার দাপটে এটা ভুলে যায় তাদের এই জায়গাটা চির দিন থাকে না একদিন না একদিন এই জায়গা থেকে তাদের বিদায় নিতে হয়। আমি সব সময় একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি সময় একদিন ঠিকই ঘুরে, সময়ের সাথে তাদের জবাব ঠিকই পেয়ে যায়। অন্য কোন নামে অন্য কোন ধামে সব কিছুর হিসেব একদিন মিটে যায়।

অধৈর্যশীল মানুষ সব জায়গায় ঠকে যায়, একটু ধৈর্য ধরে শেষটা দেখা উচিৎ

তোমাকে নিয়ে লিখতে গেলে কয়েকটা ডাইরির পৃষ্ঠা যেন অনায়াসে শেষ হয়ে যাবে।তুমি আমার কাছে এমন একজন যার উপমা শুধু তুমি, তোমাকে ...
23/06/2022

তোমাকে নিয়ে লিখতে গেলে কয়েকটা ডাইরির পৃষ্ঠা যেন অনায়াসে শেষ হয়ে যাবে।
তুমি আমার কাছে এমন একজন যার উপমা শুধু তুমি, তোমাকে নিয়ে লিখতে গেলে কয়েকশত যুগ যেন অনর্গল লিখে যেতে পারি।
আমার প্রতিটা শিরা উপশিরা প্রতিটা মুহুর্ত তোমাকেই অনুভব করে।
আমার অনুভূতির পুরোটা জুড়ে শুধুই তুমি থাকো। আর তাই তোমার জায়গা শুধুই তোমার জন্য। সেটা তুমি আজ যেমন ভাবে পাবে ঠিক আজগে থেকে কয়েক যুগ পার করেও যদি ফিরে আসো তখনো তেমনি থাকবে।

 # পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখায়,, # কঠিন বাস্তবতা শিখায়,, # নিজের পায়ে দাড়াতে শিখায়,, # অবহেলা সহ্য করতে  শিখায়,, #...
23/06/2022

# পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখায়,,
# কঠিন বাস্তবতা শিখায়,,
# নিজের পায়ে দাড়াতে শিখায়,,
# অবহেলা সহ্য করতে শিখায়,,
# কোনটা মুখ আর,কেনটা,,
# মুখোশ চিনতে শিখায়,,

আমরা শেষ পর্যন্ত  লড়ে গেছি বিশ্বাস করেন জীবন দিয়েও আগুন নিভাতে পারতেছিনা - আমাদের পানি নেই -আমরা অসহায়🙂ক্ষমা করে দিও আমা...
05/06/2022

আমরা শেষ পর্যন্ত লড়ে গেছি বিশ্বাস করেন জীবন দিয়েও আগুন নিভাতে পারতেছিনা - আমাদের পানি নেই -আমরা অসহায়🙂

ক্ষমা করে দিও আমাদের 💔🙂

-ফায়ার সার্ভিস 😪

Address

ঢাকা
Paraikora
৫২৫৩

Telephone

+8801125900000

Website

Alerts

Be the first to know and let us send you an email when একলা মন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to একলা মন:

Videos

Share

Category


Other Paraikora media companies

Show All