Akhi 'page

Akhi 'page আমার নতুন পেজ সবাই ফলো দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন প্লিজ �

24/04/2024

গ্রামের গায়ে হলুদ 🤪🤣

আবেগ যত কম জীবন ততই সুন্দর🙃
22/04/2024

আবেগ যত কম জীবন ততই সুন্দর🙃

03/04/2024

যে আঁখিতে আমায় নিয়ে লেখা হাজারো উপন্যাস✍️
সে আঁখিতে হোকনা আমার চিরদিনের বসবাস 🥰

02/04/2024
অসাধারণ কারুকাজ. ভালই লেগেছে🌹🥀
20/03/2024

অসাধারণ কারুকাজ.
ভালই লেগেছে🌹🥀

20/03/2024

Pakhi ❤️❤️

আবার আসিব ফিরেজীবনানন্দ দাশআবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায়হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;হয়ত...
13/03/2024

আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে—এই বাংলায়
হয়তো মানুষ নয়—হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হ’ব—কিশোরীর—ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপ্‌সার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়;—রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক: আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে–

হে খোদা দয়াময় রহমান রহিম__গোলাম মোস্তফাহে খোদা দয়াময় রহমান রহিমহে খোদা দয়াময় রহমান রহিমহে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।...
07/03/2024

হে খোদা দয়াময় রহমান রহিম
__গোলাম মোস্তফা
হে খোদা দয়াময় রহমান রহিম
হে খোদা দয়াময় রহমান রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।।
নিখিল ধরণীর তুমি অধিপতি
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি
চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।।
তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন- পালন- ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অন্ত- আদিম।।
আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নুরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার হাশরের দিন
চাই করুনা তোমারি ওগো হাকিম।।

মাঝি__রবীন্দ্রনাথ ঠাকুরআমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। কৃষাণ...
27/02/2024

মাঝি
__রবীন্দ্রনাথ ঠাকুর
আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে।
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে,
জাল টেনে নেয় জেলে,
গরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে।
সন্ধ্যে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে,
শুধু রাত দুপুরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউ ডাঙাটার পরে।
মা, যদি হও রাজি,
বড় হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।

আমি বাংলায় গান গাই__প্রতুল মুখোপাধ্যায়আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাইআমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পা...
21/02/2024

আমি বাংলায় গান গাই
__প্রতুল মুখোপাধ্যায়
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন-এই বাংলায় খুঁজে পাই।।
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়া ভরা পথে, হেটেছি এতটা দূর,
বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।
আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখেশুনে খেপে গিয়ে-করি বাংলায় চিৎকার,
বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।
আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি
আমি তারই হাত ধরে সারা পৃথিবীর-মানুষের কাছে আসি
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়
মিশে তেরো নদী, সাত সাগরের জল গঙ্গায়-পদ্মায়
বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ।।

একটাই আকাশ অথচ একেক সময়ে তার একেক রঙ!! রাতের আকাশ 🌠শুভ রাত্রি 😴
20/02/2024

একটাই আকাশ অথচ একেক সময়ে তার একেক রঙ!! রাতের আকাশ 🌠
শুভ রাত্রি 😴

আমার লেখা অগোছালো চিরকুটটা নাহয়আমার কাছেই থাক,অবেলায় মাঝেমাঝে নেড়েচেড়ে দেখবো,ছেলেমানুষি অনুভূতিগুলো পড়েনাহয় একা একাই লজ্...
15/02/2024

আমার লেখা অগোছালো চিরকুটটা নাহয়
আমার কাছেই থাক,
অবেলায় মাঝেমাঝে নেড়েচেড়ে দেখবো,
ছেলেমানুষি অনুভূতিগুলো পড়ে
নাহয় একা একাই লজ্জায় ম*রে যাবো।
সেই পুরোনো শুকনো ফুলের পাপড়ি
আমার ঘুনেখাওয়া ডায়রীর ভাঁজে
মাঝেমাঝে উঁকি দিয়ে আমায় জ্বালাবে,
বিরক্ত আমি নাহয় একা একাই অভিনয় করবো
একটুও বিরক্ত না হওয়ার।
ভেঙে যাওয়া কাঁচের চুড়ি নাহয়
মাঝেমাঝে রাঙলো আমার হাতের রক্তে,
তাও তো, প্রেমের গল্পগুলো সযতনে তোলা রইবে,
পড়ে থাকবেনা কোনো হারিয়ে ফেলা রাস্তার
অবহেলিত ডাস্টবিনে।
-হৃদি

যে আঁখিতে আমায় নিয়ে লেখা হাজার উপন্যাস 📖✍️সে আঁখিতে হোকনা আমার চিরদিনের বসবাস ! 🥰
13/02/2024

যে আঁখিতে আমায় নিয়ে লেখা হাজার উপন্যাস 📖✍️
সে আঁখিতে হোকনা আমার চিরদিনের বসবাস ! 🥰

11/02/2024

বন্ধুত্ব কখনও হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি, যে বন্ধুত্বের মূল্য দিতে পারেনা।

08/02/2024

ফলো দিয়ে পাশে থাকুন
So Beautiful Clothes design 🖤😍

💝💞🌹
06/02/2024

💝💞🌹

যাকে সত্যিকার ভালবাসা যায়,সে অতি অপমান, আ'ঘা'ত করলে,হাজার ব্য'থা দিলে ও তাকে ভুলা যায়না।-কাজী নজরুল ইসলাম
04/02/2024

যাকে সত্যিকার ভালবাসা যায়,
সে অতি অপমান, আ'ঘা'ত করলে,
হাজার ব্য'থা দিলে ও তাকে ভুলা যায়না।
-কাজী নজরুল ইসলাম

04/02/2024

কিছু কিছু ব্যক্তিগত দুঃ'খ আছে,
যা স্প'র্শ করার অ'ধিকার কারোরই নেই।
লেখা: হুমায়ুন আহমেদ 🌸

03/02/2024

তর্কেই জিতলে বুদ্ধিমান হওয়া যায় না।
আবার তর্কে হারলেও কেউ ফকির হয়ে যায় না !
মনে রাখবেন বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্কেই জড়ায় না 🌺

03/02/2024

-- ছুঁয়ে দিও দূরত্বের হাত -- লিখে দিও গল্পঃ --!!
-- আমি না হয় খুঁজে নেবো -- অনুভূতি অল্প --!!

-- মায়াবী এই শহরে সপ্ন দেখা বারণ --!!
-- বাস্তব মিলাতে গেলেই পরিস্থিতি তার কারণ --!!

-- মনে যতই মেঘ জমুক --!!
-- হাসির মুখোশ খোলা বারণ --!!

-- ভেজা ভেজা চোখ রোদ্দুরে সুকাবো --!!
-- আমি যে তোমাকে ভালোবাসি তা কি করে লুকাবো --!!

শুন্য বিকেলের পূন্য তুমি তোমার হাসিতেই মুগ্ধ আমি 🥰
01/02/2024

শুন্য বিকেলের পূন্য তুমি
তোমার হাসিতেই মুগ্ধ আমি 🥰

30/01/2024

নিজ এলাকা দিয়ে সানগ্লাস লাগাইয়া হেটে যাওয়া পৃথিবীর অন্যতম কঠিন কাজ! 🙂🐸

30/01/2024

শূন্য আমি, শূন্য তুমি
শূন্য দিয়েই মিলছে হাত।
শূন্য মানে বাঁচার আলো
শূন্য মানেই সুপ্রভাত।

শূন্য ছাড়া হয় না শুরু
কাব্য হোক বা রূপকথা।
শূন্য মানে মৃত্যু জানি
শূন্য মানেই পূর্ণতা।

--- ✍

একটা মানুষকে সারাদিন মিস করা, তাঁকে ফিল করা, তাঁর জন্যে নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে সেটা তাঁকে বুঝাতে না পারার মতো বাজে ...
30/01/2024

একটা মানুষকে সারাদিন মিস করা, তাঁকে ফিল করা, তাঁর জন্যে নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে সেটা তাঁকে বুঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়াতে আরকিছু হতে পারে না! 😊💞

29/01/2024

প্রিয়জন কখনোই,
রাগ অভিমানে হারিয়ে যাবে না!
কিন্তু,"যারা স্বা'র্থের টানে কাছে এসেছিলো;তাঁরা সবার আগে সরে যাবে।।

28/01/2024

গোপন ঘরে যে চুপিচুপি কাঁদে
রাত্রি নিঝুম হলে,
কোনোদিন তাকে বোঝাতে এসো না
যন্ত্রণা কাকে বলে!
হাসিমুখ দেখে মনে হয়, কেউ
সুখে নেই তার মতো,
আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে
মন ভাঙে অবিরত!

Address

Panchagarh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akhi 'page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akhi 'page:

Videos

Share

Nearby media companies