Bulen Chandra Roy

Bulen Chandra Roy Hi, I am Bulen Chandra Roy. I am from Panchagarh. I work in digital marketing.

14/11/2023
ভবের মায়া ছাড়ো রে মন। শিল্পীঃ মোঃ রেজাউল আলম
28/12/2022

ভবের মায়া ছাড়ো রে মন। শিল্পীঃ মোঃ রেজাউল আলম

ভবের মায়া ছাড়ো রে মন। কণ্ঠশিল্পীঃ মোঃ রেজাউল আলমসহ শিল্পীঃ আঃ খালেক,কৃষ্ণ চন্দ্র, সাইফুল ইসলামগীতিকারঃ মোঃ আব্...

17/03/2022

একজন ট্রেইনার আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে। কিন্তু সেই পথে আপনাকেই প্রবেশ করতে হবে।
(Copy)

15/03/2022

👉 ফ্রিল্যান্সিং জগতে সময়, ধৈর্য এবং পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি।

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং❤️‍🔥💁আপনারা যারা মোবাইলে গেম,ফেসবুক,মেসেন্জার ইউটিউব চালিয়ে  টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু...
13/03/2022

📱মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং❤️‍🔥

💁আপনারা যারা মোবাইলে গেম,ফেসবুক,মেসেন্জার ইউটিউব চালিয়ে টাইম পাস করছেন ঠিক আপনার মতো কিছু ছেলে মেয়ে ঐ ফেসবুক ইউটিউব কে কাজে লাগিয়ে অনলাইনে টাকা ইনকাম করছে, এটাই মূলত ফ্রিল্যান্সিং।

কাজ করতে গেলে আমরা বাধাগ্রস্ত হবোই, এটা স্বাভাবিক। তবে তারাই তো সফল হয়, যারা নিজেকে বাধার ভিতর থেকে বেরিয়ে আনতে পারে। 🎁
13/03/2022

কাজ করতে গেলে আমরা বাধাগ্রস্ত হবোই, এটা স্বাভাবিক। তবে তারাই তো সফল হয়, যারা নিজেকে বাধার ভিতর থেকে বেরিয়ে আনতে পারে। 🎁

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় - ১. আমার তো টাকা নেই।২. আমার পরিবার চায়...
07/03/2022

যারা ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -

১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?

তো তাদের জন্য বলছি-

১. আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?

২. পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে🙂।
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"🙂।

৩. সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি এই লকডাউনে কয়দিন পড়েছেন? সারাদিন অনলাইন এ থাকেন পড়েন না ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, সরকার ২ বছর ধরে পরীক্ষার তারিখ বদলাচ্ছে তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন।
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।

৪. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি আর আামাদের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ইন শা আল্লাহ।
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।

সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার র কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।

তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি এখন সময় আছে সময়ের সৎ ব্যবহার করুন🥰🥰🥰
আরো বিস্তারিত জানতে ফ্রি সেমিনারে অংশগ্রহণ করে নিজের অজানা সব বিষয় জেনে নিতে পারেন।
Inbox for more details

ফ্রিল্যান্সিং পেশা-ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা বা স্বাধীন পেশা। এটা মুক্তভাবে কাজ করে আয় করার পেশা। কাদে...
06/03/2022

ফ্রিল্যান্সিং পেশা-

ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা বা স্বাধীন পেশা। এটা মুক্তভাবে কাজ করে আয় করার পেশা।

কাদের জন্য এই মুক্ত পেশা-

1. যাদের কাজ করার ধৈর্য্য আছে।
2. যাদের জীবনে কিছু করার প্রবল ইচ্ছা আছে।
3. যারা সৎ পথে জীবিকা নির্বাহ করতে চায়।
4. যাদের মাঝে শেখার প্রবণতা আছে।

আমরা প্রতিনিয়ত ফেসবুকের মতো ইন্সটাগ্রাম প্লাটফর্মকে ব্যবহার করছি আমাদের বিনোদনের জন্য। ইন্সটাগ্রাম মূলত ছবি এবং ভিডিও শে...
06/03/2022

আমরা প্রতিনিয়ত ফেসবুকের মতো ইন্সটাগ্রাম প্লাটফর্মকে ব্যবহার করছি আমাদের বিনোদনের জন্য। ইন্সটাগ্রাম মূলত ছবি এবং ভিডিও শেয়ারিং সামাজিক নেটওয়ার্কিং প্লাটফর্ম।

কিন্তু আপনি কি জানেন এই ইন্সটাগ্রাম প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন আপনার ইনকামের জন্য। এবং এই কাজটি আপনি করতে পারবেন সম্পূর্ণ আপনার হাতের স্মার্ট ফোনটি মাধ্যমে।

চলুন জেনে নেই কিভাবে ইন্সটাগ্রাম প্লাটফর্ম থেকে ইনকাম করা যায়—-

★ইনস্টাগ্রাম মার্কেটিং কি?

ইনস্টাগ্রামের মাধ্যমে আপনার পণ্য বা সেবা সমূহকে সঠিক পদ্ধতিতে সবার কাছে পৌছানোই হল ইনস্টাগ্রাম মার্কেটিং।

★কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন?

প্রথমে আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার সময় নামটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেটা সবার কাছে পরিচিত হয়ে থাকবে।

এরপর একাউন্টিকে পারসোনাল থেকে বিজনেস একাউন্ট এ রুপান্তরিত করে নিন। এর জন্য সেটিং এ যান, সেখান থেকে “Switch to Business Profile” এ ক্লিক করুন। এখন আপনার একাউন্টটি একটি বিজনেস একাউন্ট এ পরিণত হল।

এখন আপনার একাউন্টিকে সুন্দরভাবে কাস্টমাইজড করতে হবে। এর জন্য ইউনিক একটা প্রোফাইলের ছবি, কভার, বিও দিতে হবে এবং সাথে যা যা দিতে সবকিছু দিয়ে একাউন্টিকে প্রফেশনাল করে নিতে হবে।

এরপর আপনার ব্যবসা/সার্ভিস রিলেটেড ছবি, ভিডিও পোস্ট করুন। অযথা কোন ছবি, ভিডিও আপলোড করবেন না। সবসময় ইউনিক কিছু শেয়ার করার চেস্টা করুন।

শেয়ার করার সময় অবশ্যই ছোট একটি স্টাটাস দিবেন। যেখানে আপনার পণ্য সম্পর্কে কিছু লিখুন। প্রতিদিন ২-৩ টা ছবি আপলোড করুন। যেকোন সময় আপলোড করবেন না।
আপনার কাস্টমাররা যেই সময়ে একটিভ থাকে তখন আপলোড করুন। এজন্য বিভিন্ন টুলস ব্যবহার করে পোস্ট গুলোকে শিডিউল করে রাখতে পারেন।

শেষে অবশ্যই -Tag ব্যবহার করুন। আপনার পোস্ট গুলো সঠিক এডিয়েন্স এর কাছে পৌছাতে #ট্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের একটা ব্র্যান্ডিং ট্যাগ ব্যবহার করুন। যেটা আপনার ব্যবসাকে চিহ্নিত করবে।

লোকেশন সঠিক অবস্থান যুক্ত করুন যাতে সঠিক জায়গায় সঠিক কাস্টমার খুজে পেতে পারেন।

এখন আপনার গ্রাহকদের সাথে যতবেশি সম্ভব কানেক্ট হওয়ার চেস্টা করুন। এদের DM করুন। কমেন্ট এর রিপ্লাই করুন। তাদেরকে ফলো করতে হবে।
এরপর যখন আপনার পোস্ট গুলো আস্তে আস্তে সবার কাছে পৌছাবে তখন আপনার ব্যবসা সম্পর্কে, পণ্য সম্পর্কে সবাই জানতে তাকবে। এভাবেই ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আপনার পণ্যকে সবার কাছে পৌছিয়ে বিক্রি বৃদ্ধি করতে পারবেন।

 #উচ্চশিক্ষিত_বেকারত্বের_শীর্ষে_বাংলাদেশ-পড়ালেখা শেষ করে সবারই আশা থাকে একটি ভাল ক্যারিয়ার গড়ার। ছোটবেলা থেকেই বাবা-মা স...
01/03/2022

#উচ্চশিক্ষিত_বেকারত্বের_শীর্ষে_বাংলাদেশ
-
পড়ালেখা শেষ করে সবারই আশা থাকে একটি ভাল ক্যারিয়ার গড়ার। ছোটবেলা থেকেই বাবা-মা স্বপ্ন দেখেন তাদের সন্তান পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরবে। ভাল একটি ক্যারিয়ার বলতে আমরা বুঝি ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বিসিএস ক্যাডার হওয়া অথবা, ব্যাংকার কিংবা কোন মাল্টি-ন্যাশনাল কোন কোম্পানির উচ্চপদে চাকুরি করা। আমরাও আশায় দিন গুনি কবে আমার পড়াশোনা শেষ হবে আর বাবা-মা’র স্বপ্ন পূরণ হবে। কিন্তু পড়াশোনা শেষ করে যখন আমরা শ্রমবাজারে প্রবেশ করি তখনই কেবল প্রকৃত বাস্তবতা আমরা উপলব্ধি করি।

প্রতিবছর ২০ থেকে ২২ লাখ তরুণ চাকরির বাজারে প্রবেশ করেন, যার উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষিত। কিন্তু তাঁদের সবাই চাকরি পান না। ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছরই উচ্চশিক্ষা নিয়ে শ্রমবাজারে আসা চাকরিপ্রার্থীদের প্রায় অর্ধেক বেকার থাকছেন অথবা তাঁদের চাহিদামতো কাজ পাচ্ছেন না। প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে বাংলাদেশের ৪৭ শতাংশ স্নাতকই বেকার, যেখানে ভারতে ৩৩ শতাংশ, পাকিস্তানে ২৮ শতাংশ, নেপালে ২০ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৭ দশমিক ৮ শতাংশ বেকার রয়েছেন। সে ক্ষেত্রে বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। আর সমস্যাটি কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়। অন্যান্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যাঁরা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তাঁদের চাকরির বাজারও ভালো নয়।

স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণি পেলেও দেশে ভালো চাকরির নিশ্চয়তা নেই। উচ্চশিক্ষায় দুর্দান্ত ফল অর্জনকারীদের মধ্যে ২ থেকে সাড়ে ৩৪ শতাংশ বেকার। আবার যারা চাকরি পান, তাদের ৭৫ শতাংশেরই বেতন চল্লিশ হাজার টাকার নিচে।

উচ্চশিক্ষিত মেধাবীদের চাকরি, বেতন ও বেকারত্বের এ হতাশাজনক চিত্র উঠে এসেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায়। ওই গবেষণায় দেখানো হয়েছে, শিক্ষিতদের (এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী) এক-তৃতীয়াংশই বেকার। তাদের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকার বেশি অর্থাৎ যাদের পেছনে দেশ ও পরিবার বেশি অর্থ ব্যয় করেছে, তারাই বেশি বেকার। এ কেমন কথা?

মেধাবীদের মধ্যে বেকারত্ব বেশি। কি এর কারণ? বিআইডিএসের গবেষণা অনুযায়ী, সার্বিকভাবে শিক্ষিতদের মধ্যে ৩৩ শতাংশের বেশি বেকার। আর এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে যারা প্রথম শ্রেণি পেয়েছে, তাদের মধ্যে বেকারত্ব ১৯ থেকে সাড়ে ৩৪ শতাংশ। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিপ্রাপ্তদের মধ্যে ৩৪ দশমিক ৪ শতাংশই বেকার। স্নাতক পর্যায়ে এমন মেধাবীদের বেকারত্বের হার প্রায় ২৮ শতাংশ।

গবেষণায় দেখা যায়, মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে সম্পূর্ণ বেকার ৩৩ দশমিক ৩২ শতাংশ। এদের ৪৭ দশমিক ৭ শতাংশ সার্বক্ষণিক এবং ১৮ দশমিক ১ শতাংশ পার্টটাইম বা খণ্ডকালীন কাজে নিয়োজিত বেকার। স্নাতক ও স্নাতকোত্তর পাস করা যুবকদের মধ্যে বেকারত্বের হার ১১ দশমিক ২ শতাংশ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই হার ১৪ দশমিক ৯ শতাংশ।

এ ভয়াবহ অবস্থা নিরসনে চাকরি নির্ভরতা পরিহার করে আত্মকর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী?সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম, লিংকডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া প...
01/03/2022

সোশ্যাল মিডিয়া মার্কেটিং কী?

সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে হচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম, লিংকডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোডাক্ট ও সার্ভিসের প্রচারণা চালানো। এ প্রচারণা হতে পারে অর্গানিক কন্টেন্টের মাধ্যমে অথবা বিজ্ঞাপন দিয়ে।

আপনি ফেসবুকে ঢুকলে এখনো কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপন দেখতে পাবেন। খেয়াল করলে দেখবেন, বেশিরভাগ বিজ্ঞাপনই আসছে এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস থেকে যা আপনি সম্প্রতি কেনার কথা ভাবছেন বা আপনার দরকার। এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফল।

একটা উদাহরণ দিই।

আপনি হয়তো বই কেনার কথা ভাবছেন। আপনার বন্ধুর সাথে মেসেঞ্জারে কিছু বইয়ের ব্যাপারে আলোচনাও করলেন। দেখা যাবে, ওই বইগুলো কেনার জন্য আপনার টাইমলাইনে বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন। কারণ, আপনি যে এ বইগুলোর ব্যাপারে ভাবছেন, তার উপর ফেসবুকের কাছে ডেটা রয়েছে। এরপর বই বিক্রয়কারী কোনো প্রতিষ্ঠান ফেসবুকে বইয়ের বিজ্ঞাপন দেবার সময় এমনভাবে টার্গেটিং করলো যে আপনার পছন্দের সাথে মিলে গেছে। এতে করে আপনার সাথে সবচেয়ে প্রাসঙ্গিক বিজ্ঞাপনটাই আপনাকে দেখানো গেলো।

অনেকে মনে করেন যে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো শুধু ফেসবুকে মার্কেটিং। আসলে এর বাইরে আরো বহু সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেগুলো নির্দিষ্ট কাজের ক্ষেত্রে ফেসবুকের চেয়েও বেশি কার্যকর। অর্থাৎ, দরকার অনুযায়ী সোশ্যাল মিডিয়া মার্কেটিং বদলে যায়। যেমন, ছবি নির্ভর সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে করা মার্কেটিং আর প্রফেশনাল নেটওয়ার্কিংভিত্তিক লিংকডইনে করা মার্কেটিংয়ের কৌশলে ব্যাপক পার্থক্য রয়েছে।

সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে রয়েছে:

ফেসবুক (Facebook)
ইন্সটাগ্রাম (Instagram)
হোয়াটসঅ্যাপ (WhatsApp)
স্ন্যাপচ্যাট (Snapchat)
টিকটক (TikTok)
ইউটিউব (YouTube)
টুইটার (Twitter)
লিংকডইন (LinkedIn)
পিন্টারেস্ট (Pinterest)
রেডিট (Reddit)
কোরা (Quora)
সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য অবশ্য সব প্ল্যাটফর্মে থাকার দরকার নেই। বরং টার্গেট অডিয়েন্স অনুযায়ী প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে আপনাকে।

Address

Kharija Vajni
Panchagarh
5020

Alerts

Be the first to know and let us send you an email when Bulen Chandra Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bulen Chandra Roy:

Videos

Share