পঞ্চ+ফোড়ন=Fivefold

পঞ্চ+ফোড়ন=Fivefold চুলের সমস্যার সম্পূর্ণ সমাধান।
জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল।

11/10/2024

আসসালামু আলাইকুম

09/10/2024

আসসালামু আলাইকুম
শুভ রাত্রি

তেলটির কার্যকরীতা➡️চুল পরা কমাবে ।➡️নতুন চুল গজাতে সাহায্য করবে  ➡️চুলের উজ্জলতা বৃদ্ধি করবে  ➡️চুলের গোড়ায় পুষ্টি যে...
19/08/2024

তেলটির কার্যকরীতা

➡️চুল পরা কমাবে ।

➡️নতুন চুল গজাতে সাহায্য করবে

➡️চুলের উজ্জলতা বৃদ্ধি করবে

➡️চুলের গোড়ায় পুষ্টি যোগাবে

➡️চুলের শুষ্কতা রোধ করবে

➡️চুল লম্বা করবে

➡️মাথা ঠান্ডা করবে

➡️ফ্রেস ঘুম হবে

➡️ফাংগাসজনিত সমস্যা দূর করবে।

➡️চুল পাকা রোধ করবে।

#জাফরিন_ম্যাজিক_হেয়ার_অয়েল

#চুলের_যত্নে_এক_চুলও_ছাড়_নয়

09/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

গাছের গোড়ায় পুষ্টি পেলে গাছ যেমন তরতর করে বৃদ্ধি পায় তেমনি চুলের গোড়ায় পুষ্টি পেলে চুল ও তরতর করে বৃদ্ধি পায়।ধৈর্য নিয়ে ...
03/05/2024

গাছের গোড়ায় পুষ্টি পেলে গাছ যেমন তরতর করে বৃদ্ধি পায় তেমনি চুলের গোড়ায় পুষ্টি পেলে চুল ও তরতর করে বৃদ্ধি পায়।
ধৈর্য নিয়ে তেল ব্যবহার করতে হবে চুলের সঠিক পুষ্টির জন্য।
আর তেল হিসেবে জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল হলো বেস্ট অয়েল😊

শুনেন আপনাকেই বলছি,সময় চলে গেলে আর ফিরে আসে না।আর টাক হয়ে গেলে সেই টাকে আর চুল গজাবে না।তাই সময় থাকতে সময় কাজে লাগান,চুল...
29/04/2024

শুনেন আপনাকেই বলছি,সময় চলে গেলে আর ফিরে আসে না।আর টাক হয়ে গেলে সেই টাকে আর চুল গজাবে না।তাই সময় থাকতে সময় কাজে লাগান,চুলে যত্নে ব্যবহার করুন #জাফরিন_ম্যাজিক_হেয়ার_অয়েল

আপনি জানেন কি প্রতিদিন ১০০ টি চুল ঝরে পরা স্বাভাবিক
28/04/2024

আপনি জানেন কি প্রতিদিন ১০০ টি চুল ঝরে পরা স্বাভাবিক

আগে টাক হোন গরমে হুর হুর করে চান্দিটাত বাতাস পাবেন।নাই চুল পরার জ্বালা নাই খুশকি।নাই তেলের খরচ নাই শ্যাম্পুর খরচ।শীত আপু...
28/04/2024

আগে টাক হোন গরমে হুর হুর করে চান্দিটাত বাতাস পাবেন।নাই চুল পরার জ্বালা নাই খুশকি।নাই তেলের খরচ নাই শ্যাম্পুর খরচ।
শীত আপু তাই তেল দেওয়া হয় না।
গরম আপু তাই তেল দেওয়া হয় না।
বোন তেল দেওয়ার দরকার কি?
তেল দিবেন না আর কোমর পর্যন্ত চুল চাইবেন তা হবে?
আশ্চর্য 😠😠আগে টাক হন তা হলে গরমে বেশি আরাম পাবেন।মাথা নাই যার ব্যথা নাই তার।

অর্ডারের পার্সেল রেডি করার সময় আমার বেটু🥰সেও এখন আমার তেল প্রোসেসিং করা থেকে শুরু করে ইনগ্রিডিয়েন্স কালেক্ট, প্যাকেজিং  ...
27/04/2024

অর্ডারের পার্সেল রেডি করার সময় আমার বেটু🥰
সেও এখন আমার তেল প্রোসেসিং করা থেকে শুরু করে ইনগ্রিডিয়েন্স কালেক্ট, প্যাকেজিং এবং মাঝে মাঝে ডেলিভারি দিতেও আমার সাথে থাকে।আলহামদুলিল্লাহ

লক ডাউন,ক রো  না কালীন সময় থেকে যাত্রা টা শুরু।এখনো টিকে থাকার কারণ কি বলুন তো?অবশ্যই কোয়ালিটি। আলহামদুলিল্লাহ এই লম্বা ...
26/04/2024

লক ডাউন,ক রো না কালীন সময় থেকে যাত্রা টা শুরু।এখনো টিকে থাকার কারণ কি বলুন তো?
অবশ্যই কোয়ালিটি। আলহামদুলিল্লাহ এই লম্বা সময়টি অনেক অনেক রিপিট কাস্টমার পেয়েছি।তারা প্রতিনিয়ত তেলটি ব্যবহার করছেন।অনেকের প্রিয় প্রোডাক্ট এর লিস্টে নাম লিখিয়েছে জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল টি।
দিন দিন তেলেটির মান উন্নত হচ্ছে আর আমার অভিজ্ঞতাও।সঠিক অনুপাত আর তাপমাত্রায় তৈরি তেলটি উপকারী সব উপাদান, খাটি নারিকেল তেল ও এসেন্সিয়াল অয়েল এর সাহায্যে তৈরি যার কোনো সাইড ইফেক্ট নেই আলহামদুলিল্লাহ।
পেইজ : পঞ্চ+ফোড়ন=Fivefold

আমি জাফরিন জান্নাত পাপড়ি আমার সিগনেচার প্রোডাক্ট জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল। আসুন জেনে নেই তেলটির কার্যকারিতা ➡️চুল পরা ক...
20/04/2024

আমি জাফরিন জান্নাত পাপড়ি

আমার সিগনেচার প্রোডাক্ট জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল।

আসুন জেনে নেই তেলটির কার্যকারিতা

➡️চুল পরা কমাবে ।

➡️নতুন চুল গজাতে সাহায্য করবে

➡️চুলের উজ্জলতা বৃদ্ধি করবে

➡️চুলের গোড়ায় পুষ্টি যোগাবে

➡️চুলের শুষ্কতা রোধ করবে

➡️চুল লম্বা করবে

➡️মাথা ঠান্ডা করবে

➡️ফ্রেস ঘুম হবে

➡️ফাংগাসজনিত সমস্যা দূর করবে।

➡️চুল পাকা রোধ করবে।

#জাফরিন_ম্যাজিক_হেয়ার_অয়েল

#চুলের_যত্নে_এক_চুলও_ছাড়_নয়

পঞ্চগড় এ সর্বোপ্রথম হোম মেড হেয়ার অয়েল।

আলহামদুলিল্লাহ শতাধিক পজেটিভ রিভিউ আছে এই তেল এর

আপনাদের সকলের প্রিয় জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল এখন নতুন মোড়কে। গতবারের প্যাকেজিং এ ক্লায়েন্ট সহ আমাদের ও কিছু প্রব্লেম হত...
17/04/2024

আপনাদের সকলের প্রিয় জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল এখন নতুন মোড়কে।
গতবারের প্যাকেজিং এ ক্লায়েন্ট সহ আমাদের ও কিছু প্রব্লেম হতো।তাই সকলের সুবিধার্থে জাফরিন ম্যাজিক হেয়ার অয়েল এখন নতুন ভাবে আপনাদের সামনে হাজির।
বেশ কয়েকবার প্যাকেজিং চেঞ্জের জন্য দু:ক্ষিত।তবে আমরা আশাবাদী নতুনরূপ আপনাদের বেশি পছন্দ হবে ইনশাআল্লাহ ❤️

আসসালামু  আলাইকুমআমি জাফরিন জান্নাত পাপড়ি।কাজ করছি পঞ্চগড়  থেকে  ম‍্যাজিক অর্গানিক হেয়ার অয়েল, হেয়ার প‍্যাক নিয়ে।👉 সম্পূ...
23/03/2024

আসসালামু আলাইকুম
আমি জাফরিন জান্নাত পাপড়ি।
কাজ করছি পঞ্চগড় থেকে ম‍্যাজিক অর্গানিক হেয়ার অয়েল, হেয়ার প‍্যাক নিয়ে।

👉 সম্পূর্ণ প্রাকৃতিক হারবাল উপাদান দিয়ে তৈরি অর্গানিক হেয়ার অয়েল।

1.চুল পড়া দ্রুত বন্ধ করবে(ফুল কোর্স ব্যবহারে).

2.চুল কালো এবং হেয়ারফল রোধ করে নতুন চুল উঠবে।
3.চুল খুব দ্রুত লম্বা করবে।

4.অনুজ্বল চুলকে উজ্জল করবে।

5.চুলের অকালপক্কতা রোধ করবে।

6.ক্ষতিগ্রস্থ চুলকে রিপেয়ার করবে।

7.পাতলা চুলকে ঘন ও শক্ত করবে।

8.চুলের গোড়া শক্ত ও মজবুত করবে।

9.মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করবে।

10.চুলের আগা ফাটার সমস্যা দূর করবে।

11.প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করবে।

12.মাথার ত্বকের মৃত কোষ ও খুশকি দূর করবে।

13.নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবে।

14.মাথার ত্বককে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে।

15.নতুন চুল গজাতে শুরু করবে।

16.চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে সিল্কি ও শাইনি করবে।

17.❤ মাথা যন্ত্রণা দূর করবে

আমাদের তেলের কোন সাইড ইফেক্ট নেই। সম্পূর্ণ হাতে তৈরি।
ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয় যা চুলের যত্নের জন্য খুবই কার্যকর।

ছেলে মেয়ে সবার জন্য প্রযোজ্য ।
#জাফরিন _ম্যাজিক_হেয়ার_অয়েল

👉 আমার তেলের গ‍্যারান্টি আমি দিবো।

তেল এর অর্ডার নিচ্ছি।যাদের লাগবে আগেই বুকিং দিয়ে রাখবেন।আর অবশ্যই এডভান্স পেমেন্ট করবেন।ধন্যবাদ
18/03/2024

তেল এর অর্ডার নিচ্ছি।
যাদের লাগবে আগেই বুকিং দিয়ে রাখবেন।
আর অবশ্যই এডভান্স পেমেন্ট করবেন।ধন্যবাদ

16/03/2024

তৈলাক্ত ত্বকের যত্ন:

ত্বকে থাকা সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত সিবাম উৎপাদনের জন্য ত্বক তৈলাক্ত হয় । সিবামের কাজ ত্বককে ময়েশ্চারাইজ করা এবং রক্ষা করা। তবে অত্যাধিক সিবাম ত্বকের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রে আটকে জমে যেতে পারে এবং এতে ব্রণ হতে পারে। জেনেটিক কারণ, হরমোনের পরিবর্তন, এমনকি স্ট্রেস বা মানসিক চাপে সিবামের উৎপাদন বাড়াতে পারে।

তৈলাক্ত ত্বকের যত্ন করা জটিল। তবে আপনি বাড়িতে বসে এই ৭টি ঘরোয়া উপায় ব্যবহার করতে পারেন।

১। মুখ ধোয়া:

দিনে ন্যূনতম দুইবার তৈলাক্ত মুখ ধোয়া উচিত। বেশি ক্ষারীয় সাবান এড়িয়ে চলুন। এরচেয়ে মৃদু সাবান যেমন গ্লিসারিন সমৃদ্ধ সাবান ব্যবহার করুন।

২। মধু:

মধু জীবাণু প্রতিরোধ করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ব্রণ এবং তৈলাক্ত ত্বকে সরাসরি মুখের ওপর মধু মাখুন। প্রায় ১০ মিনিট অপেক্ষা করে, মধু শুকিয়ে গেলে উষ্ণ পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।

৩। ডিমের সাদা অংশ এবং লেবু:

লেবু এবং অন্যান্য সাইট্রাস ফল তেল শোষণ করতে সাহায্য করে। এছাড়াও, লেবুর অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্ষমতাও আছে।

ডিম লেবুর প্যাক বানাতে ১টি ডিমের সাদা অংশে ১চা চামচ লেবু রস মেশান। এবারে, এটি আপনার মুখে লাগিয়ে নিন এবং শুকিয়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। তবে যাদের ডিমে এলার্জি আছে, তাদের জন্য এই প্রক্রিয়াটি এড়িয়ে চলাই ভালো।

৪। ঘৃতকুমারী বা অ্যালোভেরা:
অ্যালোভেরা ত্বককে মশ্চারাইস করে। রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল পাতলা করে মুখে লাগিয়ে নিন সকালে ধুয়ে ফেলুন। মুখের ত্বক যদি বেশি সেনসেটিভ হয় সেক্ষেত্রে অ্যালোভেরা ব্যবহার করবেন না।

৫। টমেটো:

ত্বকে অতিরিক্ত তেল এবং ত্বকের ছিদ্রগুলোতে ময়লা জমে বন্ধ হয়ে গেলে সেগুলো পরিষ্কার করতে টমেটো সাহায্য করে। টমেটো দিয়ে একটি এক্সফলিয়েটিং মাস্ক তৈরি করতে ১টি টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ চিনি মিশান। এরপর গালের ওপর বৃত্তাকারভাবে ম্যাসেজ করুন এবং ৫ মিনিটের জন্য রেখে দিন। মাস্কটি শুকিয়ে গেলে উষ্ণ পানিতে খুব ভালোভাবে মুখ ধুয়ে নিন।


৬। কসমেটিক ক্লে প্যাক:

কসমেটিক ক্লে ত্বকের তেল শোষণ করতে ব্যবহৃত হয়। এগুলো তৈলাক্ত ত্বক এবং ব্রণের জন্য বেশ উপকারী। কসমেটিক ক্লে দিয়ে মাস্ক তৈরি করতে চাইলে–প্রায় এক চা চামচ মাটিতে ফিল্টারের পানি বা গোলাপজল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৭। ওটস:

ওটমিল ত্বকের অতিরিক্ত তেল শোষণ এবং এক্সফোলিয়েট করতে সাহায্য করে।

আপনার মুখে ওটমিল ব্যবহার করতে, ১/২ কাপ গুড়ো করা ওটস গরম পানিতে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মিশ্রনটিতে নেড়ে নেড়ে ১ টেবিল চামচ মধু দিন। প্রায় তিন মিনিট ধরে এই ওটমিলের মিশ্রণটি আপনার মুখে ম্যাসাজ করুন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং মুখ শুকিয়ে নিন। মাঝে মাঝে আপনি এটি ১০-১৫ মিনিটও রেখে দিতে পারেন।

Address

Kamatpara
Panchagarh
5000

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চ+ফোড়ন=Fivefold posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পঞ্চ+ফোড়ন=Fivefold:

Videos

Share