নিউজ অলটাইম পঞ্চগড় - News All time Panchagarh

নিউজ অলটাইম পঞ্চগড় - News All time Panchagarh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিউজ অলটাইম পঞ্চগড় - News All time Panchagarh, Digital creator, Panchagarh.

পঞ্চগড় সুগার মিলস্ সভা। লাইভ শুরু হবে আরেকটু পর।
16/11/2024

পঞ্চগড় সুগার মিলস্ সভা।
লাইভ শুরু হবে আরেকটু পর।

10/10/2024

পঞ্চগড়ে কোনো কিছুর অভাব নেই
কি বলেন?

Have we seen this kind of attack in Pakistani soil...?
28/09/2024

Have we seen this kind of attack in Pakistani soil...?

28/09/2024

তোতলা আর সুদারুর কমেডি শো
পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায়।

27/09/2024

পঞ্চগড় শহরে পাগলা কুকুরের আক্রমণে ১৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮ টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে কুকুর কামড়ের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল সন্ধ্যার পর থেকে কয়েকটি কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ একটি পাগলা কুকুর মানুষের ওপর আক্রমণ চালায়। কুকুরটির কামড়ে বেশিরভাগ মানুষের পা জখম হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন এবং শিশুরা ঘরের বাইরে বের হতে ভয় পাচ্ছে।

এদিকে আহতদের মধ্যে কয়েকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ও ভ্যাকসিন গ্রহণ করেছেন। একজন ভুক্তভোগী জানান, “আমি হঠাৎ লক্ষ্য করি যে একটি কুকুর আমার দিকে ছুটে আসছে। পালানোর চেষ্টা করলেও পেছন থেকে এসে আমার পায়ে কামড় দেয়।” ভুক্তভোগীদের মধ্যে অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কারও অবস্থা গুরুতর নয়।

পঞ্চগড় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, “কয়েকটি কুকুর রাস্তায় তাণ্ডব চালাচ্ছে এবং এখন পর্যন্ত ১৩ জন কুকুরের কামড়ের শিকার হয়েছেন। আমরা কুকুরগুলো শনাক্ত করার চেষ্টা করছি এবং পৌরসভার পক্ষ থেকে কয়েকটি দল মোতায়েন করা হয়েছে সেগুলো ধরার জন্য।”

এদিকে পৌরসভা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন রাস্তায় চলাচলের সময় সতর্ক থাকেন। পাশাপাশি তারা কুকুরের কার্যকলাপ নিয়ে পৌরসভার সংশ্লিষ্ট দফতরে দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে, শহরের প্রতিটি এলাকায় টহল দল মোতায়েন করা হয়েছে এবং শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন।

সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো রাজনীতিবিদ বানান: সারজিসমো সুমন ইসলাম পঞ্চগড়  পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন...
14/09/2024

সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো রাজনীতিবিদ বানান: সারজিস

মো সুমন ইসলাম
পঞ্চগড়

পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সন্তানদের ডাক্তার-ইঞ্জিনিয়ার নয়, ভালো রাজনীতিবিদ বানান। শুক্রবার বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের বটতলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার বদলের পরেও কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এই জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? একটা কথা মনে রাখবেন এই পঞ্চগড়ের মানুষের পেশি রিক্সা চালকের পেশি। আমরা রাস্তায় নামলে চাঁদাবাজি সিন্ডিকেটের মুলোৎপাটন করে ছাড়বো। পঞ্চগড় নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান এই চারদেশের যে সীমান্ত, এই চার দেশের যে গলা, এই চার দেশের যে নিঃশ্বাস, এই চার দেশের যে হৃদপিন্ড সেই তেতুঁলিয়া, বাংলাবান্ধা আমরা চিরতরে বন্ধ করে দেবো। একটা জিনিস মনে রাখবেন সৃষ্টিকর্তা আমাদের একপাশ দিতে পারেন। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের গলা চেপে ধরার মত একটি জায়গা দিয়েছেন।

এসময় তিনি বলেন, আপনাদের সন্তানদের শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানো বাদ দেন। এখন থেকে তাদের ভালো রাজনীতিবিদ বানান। কারণ সংসদে যে ভাগ্য নির্ধারণের জায়গা সেখানে রাজনীতিবিদরা ভাগ্য নির্ধারণ করেন। তাই দেশের ভাগ্য নির্ধারণে তাদেরকেও রাজনীতিতে আসতে হবে।

তিনি আরো বলেন, পঞ্চগড়ের মানুষ একটি কথাই মনে রাখবেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই, আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি বা টুপি দেখে বিচার বা জাজ করা যাবে না। আজকের পর থেকে কোন মানুষকে তার দল দেখে জাজ না করে তার কাজ দেখে বিচার করতে হবে।

তিনি আরো বলেন, পঞ্চগড় থেকে ঢাকার দুরত্ব সবচেয়ে বেশি দূরের। প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা ধরে জার্নি করতে হয়। কিন্তু পঞ্চগড়ের এক মন্ত্রী বদলের পর থেকে এখানে রেলের বগির বদলে নসিমন দেয়া হয়েছে। আমরা আজকের পর থেকে হুশিঁয়ার করে দিতে চাই। আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না।

মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিয়ন, মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।

16/06/2024

সবাইকে
ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক।

19/03/2024
https://www.facebook.com/share/p/RDKWB8cUcNhHMhhZ/?mibextid=qi2Omg
20/02/2024

https://www.facebook.com/share/p/RDKWB8cUcNhHMhhZ/?mibextid=qi2Omg

(মো সুমন ইসলাম জেলা প্রতিনিধি পঞ্চগড়)     সীমান্ত পেরিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষ...

20/02/2024

পঞ্চগড়ে বাংলাবান্ধায় ভারতীয় দুই বন্য হাতির প্রবেশ, আতঙ্কে এলাকাবাসী.....!

#বন্য_হাতি #হাতি #বাংলাবান্ধা #পঞ্চগড় #অনুপ্রবেশ

14/01/2024

একটা হাইস্কুলে সকালের ছাত্র ছাত্রী সমাবাশে আমার নবীর শানে মিলাদ

Aysha Siddiqa Boby Everyone

01/01/2024

সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আহার একটি সমাজ উন্নয়ন সংগঠন শীতবস্ত্র বিতরণ ১/১/২০২৪

30/12/2023

পঞ্চগড়
গো ভোট কনসার্টে যা বললেন
বাংলাদেশ ছাত্র লীগ সভাপতি হোসাইন সাদ্দাম।

26/12/2023

জালাসী পাড়া পঞ্চগড় আগুন গাগছে

পঞ্চগড় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও Ntv জেলা প্রতিনিধি আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই সাজ্জাদুর রহমান সাজ্জাদ ভাই অনেক অসু...
24/12/2023

পঞ্চগড় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও Ntv জেলা প্রতিনিধি আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই সাজ্জাদুর রহমান সাজ্জাদ ভাই অনেক অসুস্থ। তিনার জন্য দোয়া প্রার্থী।

23/12/2023

Address

Panchagarh

Telephone

+8801766556863

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ অলটাইম পঞ্চগড় - News All time Panchagarh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share