08/05/2023
মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রাম: (IBM Computer & IT Training Center)
মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রামঃ
💠ফান্ডামেন্টাল অফ কম্পিউটার
💠উইন্ডোজ সেটআপ
💠সফটওয়্যার ইনস্টলেশন
💠এম.এস. ওয়ার্ড
💠এম.এস. এক্সেল
💠এম.এস. পাওয়ার পয়েন্ট
💠এম.এস. এক্সেস
💠ইন্টারনেট
💠ই-মেইল
মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রামঃ
মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রাম হচ্ছে একটি জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম।
সারা বিশ্বব্যাপি ব্যবহৃত কম্পিউটার এপ্লিকেশনগুলোর মধ্যে এটি হচ্ছে বহুল আলোচিত ও জনপ্রিয় একটি প্রোগ্রাম।১৯৮৮ সালে বিল গেটস লাস ভেগাসে একটি প্রদর্শনীতে মাইক্রোসফট অফিসের কথা প্রথম ঘোষণা দেন। এটি অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে গঠিত হলেও বেশি ব্যবহৃত প্রোগ্রামগুলো হচ্ছে – ♦️মাইক্রোসফট ওয়ার্ড ( Microsoft Word ), ♦️মাইক্রোসফট এক্সেল ( Microsoft Excel ) এবং ♦️মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ( Microsoft PowerPoint ) ।
বছরের পর বছর ধরে এই অ্যাপ্লিকেশনগুলি উন্নত করা হচ্ছে যেমন বানান শুদ্ধি করন, ভিসুয়াল বেসিক প্রগ্রাম্মিং-এর সংযোজন ইত্যাদি । বিশ্বের লক্ষ লক্ষ লোক মাইক্রোসফট অফিস ব্যবহার করে ।
মাইক্রোসফট অফিস (Microsoft Office) প্রোগ্রাম সংস্ক্ররণগুলি হচ্ছে অফিস ২০০০, অফিস ২০০৩,
অফিস ২০০৭, অফিস ২০১০, অফিস ২০১৩, অফিস ২০১৬ এবং এরপর অফিস ২০১৯।
(IBM Computer & IT Training Center) কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আসছে । কম্পিউটার সম্পর্কে যাদের কোন প্রফেশনাল দক্ষতা ও অভিজ্ঞতা নেই, তারা অনতিবিলম্বে আমাদের ‘মাইক্রোসফট অফিস’ প্রোগ্রামটিতে ভর্তি হয়ে কম্পিউটার বিষয়ক সাধারন জ্ঞান অর্জন করতে পারেন।
দেখে নিন এ কোর্সটিতে কোন কোন বিষয়সমুহ শেখানো হবে-
#মাইক্রোসফট ওয়ার্ড :
ব্যবহারকারীদের টেক্সট ডকুমেন্টস তৈরি করতে সাহায্য করে ।
#মাইক্রোসফট এক্সেল :
জটিল ডেটা / সংখ্যাসূচক স্প্রেডশীট গুলি সহজে তৈরি করে।
#মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট :
পেশাদারী মাল্টিমিডিয়া উপস্থাপনা তৈরির জন্য আবেদন অ্যাপ্লিকেশন ।
ইন্টারনেট এবং ই-মেইল ব্যবস্থাপনা, অনলাইন আবেদন, আউটসোর্সিং প্রাথমিক ধারণা ইত্যাদি
অন্যান্য বিষয় সমূহ।
কোর্সের মেয়াদ: ০৩ ও ০৬ মাস
মোট ক্লাস: ৩০ ও ৬০ টি
ক্লাস:
প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার (সকাল- ৯.০০ টা, থেকে সন্ধা- ৬.০০ টা পর্যন্ত ব্যাচ আকারে )
সাপ্তাহিক ক্লাস : প্রতি বৃহস্পতিবার।
প্রতি ব্যাচে সর্বোচ্চ ভর্তি: ১০ জন।
আমাদের বৈশিষ্ট্য:
-----------------------
মান সম্পন্ন ও সময়োপযোগি কোর্স কারিকুলাম
দক্ষ, অভিক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেইনার।
সকালে এবং বিকালে প্রশিক্ষণের সুযোগ ।
প্রতিটি ক্লাসের আলাদা আলাদা লেকচার শীট।
চাকুরীজীবিদের জন্য বিশেষ সান্ধ্যকালিন ব্যাচ
প্রত্যেক শিক্ষার্থীর জন্য পৃথক কম্পিউটার ব্যবস্থা ইত্যাদি।
ফলাফল ও সনদপত্র প্রদানঃ
--------------------------------------
কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর একজন শিক্ষার্থী তার অফিসিয়াল কার্যক্রম দক্ষতার সহিত সম্পাদন করতে সমর্থ হবেন। কোর্স শেষে লিখিত ও প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে যথাযথ মূল্যায়নের ভিত্তিতে অনলাইন ভেরিফাইড (কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র) প্রদত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সনদপত্র প্রদান করা হয়। এই সনদপত্র দেশে ও বিদেশে সরকারি ও বেসরকারি চাকুরির জন্য বিশেষভাবে সহায়ক।
🔸কিভাবে ভর্তি হবেনঃ
কোর্সটিতে ভর্তির জন্য আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করুন।
🔹আমাদের ঠিকানা:
কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, বোদা শাখা (IBM Computer & IT Training Center)
#বোদা উপজেলা পোস্ট অফিস ,পোস্ট অফিস ভবন ২য় তলা, বোদা, পঞ্চগড়।
ফোন: 01722-609349, 01710-439400