Iqre&tune24

Iqre&tune24 সত্যের ও ঈমানের পথে। ঈমানি শক্তি মজবুত করুন। ফলো দিয়ে সঙ্গে থাকুন "ধন্যবাদ"।

15/01/2025
10/01/2025

প্রতিদিন পড়ুন:

আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া আউজুবিকা মিনান্নার।
আমিন

09/01/2025

Iqre&tune24 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। @আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ফলো দিয়ে সঙ্গে থাকুন।
ইনশাআল্লাহ

08/01/2025

আল্লাহু আকবার।

আল্লাহু আকবার, আমিন
07/01/2025

আল্লাহু আকবার, আমিন

শাক সবজির  ইংরেজী নাম শিখে যাই:শাক সবজি (Vegetables)গোল আলু – Potato (পটেটো)টমেটো – Tomato (টম্যাটো)গোল/তাল বেগুন – Brin...
05/01/2025

শাক সবজির ইংরেজী নাম শিখে যাই:

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।
iqre&tune24

04/01/2025

নবীজির মুখের সৌন্দর্য।
,
সকলের কাছে বরখাস্ত, Iqre&tune24 পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।
বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে সাহায্যের হাতটা বাড়িয়ে দিন।
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।

জীবন মানেই যুদ্ধ বা সংগ্রাম।
04/01/2025

জীবন মানেই যুদ্ধ বা সংগ্রাম।

দীর্ঘ প্রচেষ্টার পর গত ৩ দিনে ফুলকপি দিয়ে হাতের কারুকার্জে এক বৃদ্ধ মা  এই ছবিটি বানিয়েছেন।সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখ...
03/01/2025

দীর্ঘ প্রচেষ্টার পর গত ৩ দিনে ফুলকপি দিয়ে হাতের কারুকার্জে এক বৃদ্ধ মা এই ছবিটি বানিয়েছেন।সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষের মাথায় কত বুদ্ধি আল্লাহু দিয়েছেন প্রশংসা না করে পারা যায় না।"আলহামদুলিল্লাহ "

02/01/2025

সাইয়েদুল ইস্তেগফার।

কাঁচামরিচ কেজি  ৪০/টাকা।পেয়াজ কেজি ৫০/টাকাআলু কেজি ৪০/ টাকা।ফুলকপি কেজি ১৫ টাকামুলা কেজি ১০ টাকাটমেটো কেজি ৫০ টাকা ধনে প...
01/01/2025

কাঁচামরিচ কেজি ৪০/টাকা।
পেয়াজ কেজি ৫০/টাকা
আলু কেজি ৪০/ টাকা।
ফুলকপি কেজি ১৫ টাকা
মুলা কেজি ১০ টাকা
টমেটো কেজি ৫০ টাকা
ধনে পাতা কেজি ৪০
শিম কেজি/৩০।
বরবটি কেজি ৪০ টাকা
শসা কেজি, ২০ টাকা
বাংলা কদু ২০ টাকা কেজি।
মিষ্টি কুমড়ো ৩০ টাকা কেজি
বেন্ডি কেজি ৩০ টাকা
লাল শাক ৫-১০টাকা ১ বোন্দা
বাঁধা কপি ২০ টাকা কেজি

ধন্যবাদ ইউনুস সরকার,,১৬/১৭ বছরএই রকম কম রেট আমি জীবনের ও দেখি নাই। Iqre&tune24

31/12/2024

আল্লাহুম্মা আমীন,
মহান আল্লাহ যেন মুসলমান ভাই ও বোনদের পরিবারের প্রতি সদস্যদেরকে নেক হায়াত দান করেন ও জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমিন,সুম্মা আমিন।
Iqre&tune24

এ যেন এক রঙ্গিন শাড়ীর আঁচল! তার উপরে যেন বসানো হয়েছে মূল্যবান রক্তিম রুবী পাথর তথা মানিকের টুপি। এ দৃশ্য যেমনি সুন্দর তে...
31/12/2024

এ যেন এক রঙ্গিন শাড়ীর আঁচল! তার উপরে যেন বসানো হয়েছে মূল্যবান রক্তিম রুবী পাথর তথা মানিকের টুপি। এ দৃশ্য যেমনি সুন্দর তেমনি অকল্পনীয়। বহু দূর থেকে পরিষ্কার দেখা যায় দিগন্ত প্রসারিত এমন দৃশ্য। এটি কাজাকিস্থানের বকতি পর্বতমালায় সৃষ্ট একটি নান্দনিক মালভূমি। ভূমিকম্পের কারণে নরম মাটি বসে গিয়েছিল অতঃপর বহু বছর বৃষ্টির পানির মাধ্যমে সে মাটি সরে গিয়ে পাথরের শক্ত স্তরটি উন্মুক্ত হয়। আর এভাবেই প্রকৃতির রূপ সৌন্দর্য ভেসে এসেছে প্রকাশ্যে।

এখানে পাথরের প্রতিটি স্তর সৃষ্টি হতে লাখো বছর সময় লেগেছিল। ফটোগ্রাফারদের কাছে নান্দনিক একটি দৃশ্য এবং মনোরম একটি ছবি কিন্তু ভূ-গবেষকদের কাছে এটি একটি বিস্ময়! তাদের ব্যাখ্যা আরো চিত্তাকর্ষক ও মনোরম। প্রতিটি রঙ্গিন স্তরের বৈজ্ঞানিক ভিন্ন ব্যাখ্যা রয়েছে। মাটির অভ্যন্তর লোহা, তামা, ম্যাঙ্গানিজ, সালফার সহ যত ধরনের মৌলিক যৌগ রয়েছে; এ সবের আচরণের কারণে ভূপৃষ্ঠের মাটি ও পাথরের বর্ণ পরিবর্তন হয়। এখানেও তাই হয়েছে।

বকতি মালভূমিতে গেলেই এমন দৃশ্য দেখা যাবে না। সেটার জন্যে সময়, ঋতু ও দিনের এমন মুহূর্তে থাকতে হয়, যখন সূর্যের কিরণ পড়ে এ ধরনের সুন্দর দৃশ্যের অবতারণা হয়। আর ফটোগ্রাফার সেই সময়টির জন্যে দীর্ঘ সময় অপেক্ষা করেই ছবি ধারণ করে।

পৃথিবীর প্রতিটি পেশা, প্রতিটি কাজ এবং সে সব আঞ্জাম দেবার জন্যে মহান আল্লাহ বহু বিচিত্র স্বভাবের মানুষ সৃষ্টি করেছেন। তাদের দিয়েই দুনিয়ার অজানা সব বিষয়ের রহস্য উদঘাটন করেন। সুতরাং এই পৃথিবীর কোন মানুষের কাজই ঘৃণিত নয় এবং কোন মানুষের কাজই অবহেলার যোগ্য নয়। পৃথিবী পরিচালনার জন্যে বহু সখ ও স্বভাবের মানুষ সৃষ্টিও মহান আল্লাহর এক অন্তর্নিহিত পরিকল্পনার অংশ।
©সংগৃহীত

Address

Palashbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqre&tune24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share