Iqre&tune24

Iqre&tune24 সত্যের ও ঈমানের পথে। ঈমানি শক্তি মজবুত করুন। ফলো দিয়ে সঙ্গে থাকুন "ধন্যবাদ"।

আল্লাহু আকবার
21/12/2024

আল্লাহু আকবার

আল্লাহ সবাইকে আমল গুলো করার মত তৌফিক দান করুন। আমিন
20/12/2024

আল্লাহ সবাইকে আমল গুলো করার মত তৌফিক দান করুন। আমিন

টাকা নিয়ে উক্তি 1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।2. ...
18/12/2024

টাকা নিয়ে উক্তি
1. যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে!!! আর টাকা না থাকলে, নিজের পরিচিত মানুষ গুলোও অপরিচিত হয়ে যায়।

2. প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না!!!!! এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন।

3. টাকা থাকলে পৃথিবী কেনা যায়,,, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়।

4. সুখী হতে যদি টাকা লাগে….!!!!! তবে আপনার সুখের সন্ধান কখনই শেষ হবে না।

5. এটা স্বার্থপর দুনিয়া! এখানে বুকভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি।

6. যখন কাছে টাকা থাকবে, তখন ভালোবাসার মানুষের অভাব হবে না।

7. অতিরিক্ত টাকা.. একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে।

8. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের মঙ্গল আনতে পারে না।

9. আপনার যদি টাকা না থাকে, সম্পদ না থাকে, এবং কোন আশা না থাকে! তাহলে বিশ্বাস করুন আপনি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ।

10. বেকার ছেলেটাও বোঝে, টাকা ছাড়া ভালোবাসার কোন মূল্য নেই এই সমাজে।

11. যখন আমাদের টাকা থাকে….! তখন আমরা ভুল করা শুরু করি।

12. মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর! যখন সে টাকার ঘোরে থাকে।

13. লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো! আর টাকা বলে কিছু করলে আমি আসবো।

14. যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউই হতে পারে না…!!

15. একটি বাস্তব সত্য হলো, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ।

16. টাকায় টাকা আনতে পারে, কিন্তু সম্মান আনতে পারেনা…!!

17. যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো! আর যার টাকা নেই, তার কাছে আইন মাকড়সার জালের মতো।

18. টাকা মানুষকে সুখী করে না!!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।

19. নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।

20. যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে!! আর যারা পরের টাকা মেরে খায়, তারা টাকার মূল্য বোঝে না, শুধু টাকার গরম দেখায়।

21. টাকা মানুষকে পরিবর্তন করে না!!!!! এটি শুধুমাত্র তাদের মুখোশ খুলে দেয়।

22. বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।

23. টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!

24. যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে, তখন সে ভুলে যায় সে কে! কিন্তু যখন তার টাকা থাকে না, তখন পৃথিবী ভুলে যায় সে কে।

25. যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।

26. জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।

27. আগে টাকা কামাও, তারপর ভালোবাসো!! কারণ গরীবের ভালোবাসা নীলাম হয় চৌরাস্তার মোড়ে।

28. একজন ধনী ব্যক্তি…..! অর্থ-বিশিষ্ট গরীব ছাড়া আর কিছুই নয়!

29. আপনি যত বেশি অর্থ উপার্জন করবেন, তত বেশি সমস্যার সম্মুখীন হবেন।

30. অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও,, স্বভাব বদলাতে পারে না।

31. টাকা যদি অন্যের উপকারে কাজে লাগে, তবে তার কিছু মূল্য আছে! অন্যথায় তা মন্দের স্তূপ।

32. সবসময় টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।

33. এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না…!! যদি আপনার টাকা থাকে।

34. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।

35. এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।

36. যে ব্যক্তি টাকার অহংকার করে…! তার সর্বনাশ হতে বেশি সময় লাগে না।

37. যদি একজন ব্যক্তির কাছে শুধুমাত্র টাকা থাকে,, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।

38. টাকায় ভরা হাতটির চেয়ে….! বিশ্বাসে ভরা হাতটি অনেক বেশি দামী।

39. কিছু মানুষের অনেক টাকা থাকলেও, মানুষকে সাহায্য করার মন থাকে না…!! আর কিছু মানুষের টাকা কম থাকলেও নিজের সাধ্যমত চেষ্টা করে অন্যকে সাহায্য করার..!!

40. টাকাই সব কিছু নয়; কিন্তু সব কিছুর জন্যই টাকা দরকার।

41. টাকা লবণের মতো প্রয়োজনীয়! কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায়, তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয়।

42. টাকা রোজগার করা বড় কথা! কিন্তু পরিবারের সাথে বসে একসঙ্গে খাওয়া, তার থেকেও বড় কথা।

43. আজকের যুগে যার টাকা আছে, সবাই তার বন্ধু!

44. টাকার প্রশ্ন হলে, সবাই একই ধর্মের!

45. অনেকে বলে আমি নাকি টাকা কে ভালোবাসি? কিন্ত আমি টাকা কে ভালোবাসি না,, আমি অভাব কে ভয় পাই।

46. টাকা দিয়ে খুশি কেনা যায়!! কিন্তু শান্তি কেনা যায় না।

47. পার্থিব জীবনে টাকা ছাড়া সুখী হওয়া যায়না।

48. টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায়!

49. জীবনে টাকা ইনকাম করতে না পারলে, কাউকে পাশে পাবে না।

50. স্বার্থ আর অর্থ…!! ভালো মানুষকেও অমানুষ করে তোলে।

এই ছবিটি তার বাস্তব উদাহরণ!!                                  বাড়ি, গাড়ি,সুন্দর চেহারা, স্বাস্থ্য,চিরদিন থাকেনা, একটা ...
16/12/2024

এই ছবিটি তার বাস্তব উদাহরণ!! বাড়ি, গাড়ি,সুন্দর চেহারা, স্বাস্থ্য,চিরদিন থাকেনা, একটা সময় ফুরিয়ে যায়,, অহংকার করো না,
তোমার চেয়ে শক্তিশালী লোকেরা বেঁচে নেই।
তোমার চেয়ে টাকার মালিক যারা বেঁচে নেই,
তোমার চেয়ে সম্মানী ব্যক্তি ও বেঁচে নেই,
এমনও লোক দেখেছি যার আঙ্গুলের ইশারায় একটি সম্রাজ্য উঠতো আর বসতো
তিনিও বেঁচে নেই।
থেমে যাও এখানেই একটি মাটির কবর ছাড়া একদিন অহংকার করার মত কিছু থাকবে না,

সকলের প্রতি রইলো মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফ...
15/12/2024

সকলের প্রতি রইলো মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন

15/12/2024

মানুষের কল্যানে এক মূহুর্তের চিন্তা-ভাবনাও আপনার আমলনামাকে ভারী করবে।

15/12/2024

তিন কুল:সূরা ইখলাস, সুরা ফালাক, সূরা নাস।

এই ছবিটি অসাধারণ!প্রথম নজরে দেখে মনে হয় কেউ পানিতে বসে পড়তেছে, কিন্তু জুম করে দেখলে বোঝা যায় ওটা কোন মানুষ নয়, ওখানে ...
15/12/2024

এই ছবিটি অসাধারণ!
প্রথম নজরে দেখে মনে হয় কেউ পানিতে বসে পড়তেছে, কিন্তু জুম করে দেখলে বোঝা যায় ওটা কোন মানুষ নয়, ওখানে কোন বই নেই, কেউ পড়াশোনাও করছে না।
জীবন অনেকটা একই রকম; এটি একভাবে দেখা যায়, কিন্তু পৃষ্ঠের নিচে, এটি সম্পূর্ণ ভিন্ন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।  #জান্নাতিদের পাঁচটি গুণাবলী।যারা জান্নাতি হবে তাদের গুণাবলী বর্ণনা...
14/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। #জান্নাতিদের পাঁচটি গুণাবলী।
যারা জান্নাতি হবে তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তায়ালা বলেছেন। ;১, তারা সত্যবাদী ২,তারা দানশীল ৩,তারা অনুগত ৪,তারা ক্ষমাশীল, এবং ৫,শেষ রাতে ক্ষমা প্রার্থী। #সূরা আল ইমরান আয়াত- ১৭।
আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার মত তৌফিক দান করুন, আমিন।
&TUNE24

আজ জুম্মা মোবারক।ইসলামের এই দিনটি বিশেষ ফজিলতপূর্ণ দিন।  মুসলমান ভাই ও বোনদের  জন্য আজকে সাপ্তাহিক ঈদের দিন। গুনা মাফের ...
13/12/2024

আজ জুম্মা মোবারক।ইসলামের এই দিনটি বিশেষ ফজিলতপূর্ণ দিন। মুসলমান ভাই ও বোনদের জন্য আজকে সাপ্তাহিক ঈদের দিন। গুনা মাফের দিন। আজকের এই দিনে নির্দিষ্ট একটি সময় রয়েছে যে সময় ঈমানদার বান্দাগণ আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দার সে সকল দোয়া কবুল করে নিবেন।সময়টি হলো খুতবা চলাকালীন দুই খুতবার মধ্যবর্তী সময় বা আসর থেকে মাগরিব মধ্যবর্তী সময় অর্থাৎ বাদ আসর। ফরজ নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া কখনো বিফলে যায় না, আল্লাহ তায়ালা সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। (আমীন)
Iqre&tune24 এর পক্ষ থেকে সবাইকে জানাই জুম্মা মোবারক এর শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের মনের চাওয়া পাওয়া গুলো যেন আল্লাহ কবুল করে নেন। আমীন, সুম্মা আমীন।

12/12/2024

&tune আলহামদুলিল্লাহ।

10/12/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতিহু।
Iqre&tune24 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভচ্ছা। #শুভ সকাল

10/12/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! রাজু আহাম্মেদ রাজ, Md Harunor Roshid, রাব্বি সরকার, Ana Toylor

10/12/2024
আল্লাহ্ সবাইকে জান্নাতে যাওয়ার মত তৌফিক দান করুন। আমীন। Iqre&tune24
09/12/2024

আল্লাহ্ সবাইকে জান্নাতে যাওয়ার মত তৌফিক দান করুন। আমীন। Iqre&tune24

09/12/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম

Address

Palashbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqre&tune24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share