MD PIAS HASAN 2.0

MD PIAS HASAN 2.0 . পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন , যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে ।
_________হযরত মুহাম্মদ (সাঃ)

07/10/2024

◽সূরা তোহা | আয়াত: ১৭-২২

06/10/2024

অপূর্ব মাশাল্লাহ।

04/10/2024

প্রবাসীদের কথাগুলো শুনা উচিত।

আমরা প্রবাস জীবনে আবেগে অনেক কিছু করি পরে হই হতাশ।😔

অত্রেব ভিডিও টা দেখবেন।

ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সাথে থাকুন ❣❣


এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ !ছাত্ররা আমাদের স্বপ্ন !
20/09/2024

এভাবেই এগিয়ে যাবে
বাংলাদেশ !
ছাত্ররা
আমাদের
স্বপ্ন !

24/08/2024

গা জ ওয়া তু ল হিন্দ।

16/08/2024

আমার ভিডিও কেহ দেখবেনা যারা দেখবে যাদের সামনে আসবে দেখো।

হাসিনা বলেছিলো সংসদে কিছু হয়নি ৫মে ২০১৩ রাতে।

ফেরাউন এর বিচার হবেই আল্লাহ্ উত্তম বিচারক সুধু অপেক্ষা ইনশাআল্লাহ।
🤲🤲🤲 #শিক্ষা

ভালো নেই আমার জেলা।
04/08/2024

ভালো নেই আমার জেলা।

জহির রায়হানের লেখা জনপ্রিয় উপন্যাস 'আরেক ফাল্গুন' পড়েছেন?সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে, 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্...
04/08/2024

জহির রায়হানের লেখা জনপ্রিয় উপন্যাস 'আরেক ফাল্গুন' পড়েছেন?
সেখানে একটা খুব জনপ্রিয় লাইন আছে,

'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।'

পাঠক সমাজের অনেকেই মূল বই না পড়ে, এটাকে রোমান্টিক কোনো উপন্যাসের রোমান্টিক কোনো লাইন ভেবে নেয়।
অথচ সেই বইয়ের কাহিনী ছিলো ভিন্ন। সেই বইয়ে দেশের হয়ে আন্দোলন-রত শিক্ষার্থীদের কথা উঠে এসেছিলো। যেখানে ডেপুটি জেলার একপর্যায়ে গ্রেপ্তারকৃত ছাত্রদের সংখ্যা দেখে বিরক্তি নিয়ে বলেছিলো, এত ছেলে জায়গা দেব কোথায়?
কবি রসুল চিৎকার দিয়ে বলেছিলো 'জেলখানা আরো বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না।'
আরেকজন বলেছিলো,
"এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"

আসলে এই লাইনকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য আজকের এই দৃশ্যের চাইতে সুন্দর কোনো উদাহরণ হতেই পারে না। এরচেয়ে সুন্দর সুযোগ হয়তো পাবোও না।
দেশটা তো কারোর বাবার একার না!

১ঃ৫৯ মিনিট || ১৫ জুলাই ২০২৪

"নাটক কম করিও পিও"স্বৈরাচারের নাটকসমূহ:১/ কোটা হাইকোর্টের ব্যাপার২/ ছাত্ররাই রাজাকারের নাতিপুতি ৩/ ছাত্রলীগই যথেষ্ট প্রত...
30/07/2024

"নাটক কম করিও পিও"

স্বৈরাচারের নাটকসমূহ:
১/ কোটা হাইকোর্টের ব্যাপার
২/ ছাত্ররাই রাজাকারের নাতিপুতি
৩/ ছাত্রলীগই যথেষ্ট প্রতিরোধ করতে
৪/ ইউজিসিই ঢাবি, বুয়েট বন্ধ করে
৫/ মাছের মায়ের মেট্রোশোক
৬/ বিটিভির দুর্নীতিগ্রস্ত জিএমের চোখের জল
৭/ ইন্টারনেট এমনিতেই বন্ধ হয়ে গেছে
৮/ ছাত্ররাই জং গী
৯/ জামায়াত নিষিদ্ধ
১০/ তাজ-সুলতানার ভণ্ডামি
ব্লা ব্লা ব্লা

28/07/2024

আল্লাহ্ আমি আমরা তোমার বিচারের অপেক্ষায় আছি।

💰প্রসঙ্গ যখন রেমিট্যান্স তাহলে কিছু কথা বলতেই হয় ,তারিখটা সপ্তাহ তিনেক আগে , ইমার্জেন্সি টিকেট করে একটা জরুরি কাজে দেশে ...
28/07/2024

💰প্রসঙ্গ যখন রেমিট্যান্স তাহলে কিছু কথা বলতেই হয় ,
তারিখটা সপ্তাহ তিনেক আগে , ইমার্জেন্সি টিকেট করে একটা জরুরি কাজে দেশে গিয়েছিলাম , দুবাই থেকে টিকেট পাইনি বিধায় আবুধাবি এয়ারপোর্ট হয়েই যেতে হয়েছে ,
১১৬০০০ টাকা দিয়ে টিকেট (নাম মাত্র বিজনেস ক্লাস ) , মাত্র ৫ ঘন্টার যাত্রা , বাংলাদেশ বিমান ফ্লাইট নাম্বার ১২৭ , ছোট্র একটা ফ্লাইট কিন্তু টিকেটের গলা কাটা দাম তারপরও বাংলাদেশ বিমানেই যেতে হয় কারণ আমি বাংলাদেশী , টাকাটা আমার দেশেই যাবে ,

চট্রগ্রাম বিমান বন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রসেস শেষ করে বেল্ট থেকে ব্যাগেজ কালেক্ট করে বের হওয়ার সময় লাস্ট স্ক্যানিং এর জন্য যখন ব্যাগগুলি দিলাম তখন শুল্ক বিভাগের এক কর্মকতা আমাকে থামতে বলেন ,
জিজ্ঞেস করলেন ' আপনি কতদিন পর দেশে আসতেছেন ?
বললাম , এক মাস পর

তারা আমার পাসপোর্ট নিলেন , আমার ব্যাগ দুইটি খুলতে বললেন , আমি ব্যাগ দুইটি খুলে তাদের সামনে রাখলাম ,,,
কিন্তু অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তারা কোন প্রকার তল্লাশি করতেছে না দেখে অনুরোধ করলাম ভাই কি চেক করবেন কাইন্ডলি দ্রুত চেক করে আমাকে মুক্তি দিন , আমি খুব টায়ার্ড ,

একজন আমার দিকে কড়া চোখে থাকিয়ে শাসিয়ে বললেন , দাঁড়ায় থাকেন বেশি কথা বললে ব্যাগ দুইটি চিজ করে রেখে দেবো ,,,

প্রায়ই দেড়ঘন্টা অতিবাহিত হওয়ার পর একজন ব্যাগ দুইটি উলটপালট করে চেক করে দেখলেন , জিজ্ঞেস করলেন , স্বর্ণ বা মোবাইল আনেন নি ?
বললাম , না ,
জিজ্ঞেস করলেন , তাহলে ঘনঘন দেশে আসতেছেন কেনো ?

আমি কুৎসিত এই প্রশ্নটার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম , কারণ পতিতালয়ের একজন দালালও এমন প্রশ্ন করবে মনে হয় না , আমার দেশ আমি মাসে কয়বার যাতায়াত করবো তুই জিজ্ঞেস করার কে !

যাইহোক , তারা মোবাইল বা স্বর্ণ কোন কিছুই না পেয়ে কিছুটা হতাশ , বাড়িতে লাগানোর জন্য ছয়টা সিসি ক্যামেরা এবং একটা ডিভিআর ছিলো ল্যাগেজে , এবার তারা এগুলোর উপর সোয়ার হলো ,
বলল , ক্যামেরার উপর শুল্ক পে করতে হবে ,,,

আমি বললাম , আপনার আমাকে লিস্ট দেখান কোথায় লেখা আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ক্যামেরার উপর শুল্ক দিতে হবে ?
তাদের একজন পুনরায় একই ধমক দিয়ে বললেন , দশহাজার টাকা পে না করলে ক্যামেরাগুলো চিজ করে রাখবো ,,,

ইতিমধ্যে দুইঘন্টা অতিবাহিত হয়ে গেলো , আমি প্রচন্ড টায়ার্ড অনুভব করছি , এবং নিজের উপরও খুব অভিমান হচ্ছে কেনো এই দুর্ভাগা দেশে জন্ম নিলাম , পৃথিবীর অনেক দেশে ঘুরে বেড়ায় কিন্তু নিজের মাতৃভুমির মতো এমন হয়রানি কখনো শিকার হতে হয়নি

দশহাজার টাকা পে করার সময় বললাম , আপনারা ঘুম থেকে উঠে এসে ডিউটি করতেছেন আর আমরা সারারাত জার্নি করে এসেছি , আপনি মাত্র দশহাজার টাকার জন্য আমাকে দুইঘন্টা হয়রানি করেছেন , আপনার চেয়ে দ্বিগুন বেতনে আপনার মতো ৬০ জন কর্মচারী আমার অধীনে কাজ করে , কাজ কিভাবে করতে হয় আমিও অল্পস্বল্প জানি , দেশটাকে লাঠে তুলে ফেলেছেন ,,,,

সেদিন এরা শুধু আমাকে আটকে রেখেছিলো তা নয় , আরো অনেককেই দীর্ঘক্ষণ হয়রানি করেছে , একজনের কাছ থেকে পেয়েছে একটি OPPO মোবাইল , দাম সম্ভবত ১৬/১৭ হাজার টাকার বেশি হবে না , সেটার উপরও ট্যাক্স প্রদান করতে হবে ৫০০০ টাকা , ভোক্তভোগী লোকটার চেহেরায় অসহাত্বের বর্ণনা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়

মূল প্রসঙ্গে আসি , যারা এখন রেমিট্যান্স যোদ্ধাদেরকে রেমিট্যান্স পাঠানোর জন্য বিভিন্ন ভাবে পাম্পফট্টি দিচ্ছেন ' দেশের এয়ারপোর্টে প্রতিনিয়ত কি পরিমাণে মানসিক টর্চার করা হয় সেটা অন্য কেউ বুঝতে না পারলেও আপনার মতো একজন প্রবাসীর তো অনুধাবন করার কথা ,,,, প্রবাসীদের পক্ষে আপনার সরকারের কাছে আপনার ভূমিকা কি আগে সেটা একটু ব্যাখ্যা করুন

ব্যক্তিগত ভাবে আমি প্রতি বছরে দেশে কতটাকা রেমিট্যান্স পাটাই তা দেশের ব্যাংকে রেকর্ড আছে , বিনিময়ে কি পেয়েছি " এয়ারপোর্টে হয়রানি এবং গলাকাটা দামের বিমানের টিকেট , রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিশেষ কোন সুবিধা রাখা হয়েছে কিনা অন্তত আমার জানা নেই ,,,

দলকানা না হয়ে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হোন , আমাদের রেমিট্যান্স এর টাকা মেরে প্রধানমন্ত্রীর পিওন ৪০০ কোটি টাকার মালিক হতে পারে , বেনজির হাজার হাজার কোটি টাকার ইল্ডিং বিল্ডিং বানাতে পারে , শালা আমরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাটাই অথচ এয়ারপোর্টে আমাদের দুই আনা মূল্য নেই ,,,

আবেগের বশবর্তী হয়ে কোন দলের জন্য দালালি করবেন না , যে জায়গাগুলোতে সমস্যা সেগুলোর সমাধান করতে বলুন ,,, দেশটা আপনার একার না , দেশটা সবার ' কেউ খাবে , কেউ খাবে না , তা হবে না।

✍ Arif Mohi Uddin

27/07/2024

তাই নাকি।
আলহামদুলিল্লাহ্ আসুক টাকা আমার ও জীবনে হা হা 🤣🤣

৭১ থেকে ২০২৪ তফাৎ কইরে?? কথা ক 😡
27/07/2024

৭১ থেকে ২০২৪ তফাৎ কইরে??
কথা ক 😡

Address

Pabna
6666

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD PIAS HASAN 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Pabna

Show All