The Daily Probe

The Daily Probe News & Media Service

18/07/2024

পাবনায় কোটাবিরোধী আন্দোলনের অবস্থা।

পাবনায় ২৫ টি বিড়ি কোম্পানীর ৭০০ কোটি টাকা কাস্টমস কর্মকর্তাদের পকেটে ! সংবাদ সম্মেলনে বিড়ি মজদুর ইউনিয়নের অভিযোগপ্রোব ন...
12/06/2024

পাবনায় ২৫ টি বিড়ি কোম্পানীর ৭০০ কোটি টাকা কাস্টমস কর্মকর্তাদের পকেটে ! সংবাদ সম্মেলনে বিড়ি মজদুর ইউনিয়নের অভিযোগ

প্রোব নিউজ : পাবনায় ২৫ টি বিড়ি কোম্পানীর ৭০০ কোটি টাকা প্রতি বছর কাস্টমস কর্মকর্তাদের পকেটে যাচ্ছে। এতে করে একদিকে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছেন অন্য দিকে মালিক ও দুর্নীতিবাজ কাষ্টমস কর্মকর্তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন।
গতকাল বুধবার (১২ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেন এ সব অভিযোগ করেন।
পাবনার প্রতিষ্ঠিত ১০টি নিবন্ধিত বিড়ি কোম্পানীর নাম উল্লেখ করে হারিক হোসেন অভিযোগ করেন, ঐ সব কোম্পানী কাষ্টমস কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ২০২২-২০২৩ অর্থ বছরে মাত্র ১ কোটি ১৫ লক্ষ ৩৫ হাজার ২০৮ টাকা ভ্যাট প্রদান করেছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে মাত্র ১ কোটি ০৩ লাক্ষ ৮ হাজার ৬০ টাকা ভ্যাট দিয়েছে। যা গত বছরের চেয়ে ১২ লক্ষ ২৭ হাজার ১৪৮ টাকা কম।
তিনি আরও বলেন, এ সময় ঐ ১০টি কোম্পানী রাজস্ব ফাকি দিয়েছে ২০২২-২০২৩ অর্থ বছরে ৪৫ কোটি ৩৫ লক্ষ ৮১ হাজার ৮৫০ টাকার এবং ২০২৩-২০২৪ অর্থ বছরে ভ্যাট ফাকি দিয়েছে ৩৪ কোটি ০৭ লাক্ষ ৩৯ হাজার ৬৬১ টাকার। এই দুই অর্থ বছরে ৭৯ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ৫১১ টাকার ভ্যাট ফাকি দিয়েছে। এ ভাবে আরও অনিবন্ধিত ১৫টি কোম্পানী থেকে প্রতি বছর প্রায় ৭০০ কোটি টাকা ‘মসোহারা’ নিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, পাবনার বিভিন্ন বিড়ি কোম্পানি নকল ও ব্যবহৃত ব্যান্ড রোল ব্যবহার করে কোটি কোটি টাকার ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিলেও কর্মকর্তাদের তা নজরে আসছে না। তাদের দাবি-জেলার অসাধু কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে লাইসেন্সবিহীন কিছু কোম্পানি এইসব ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিচ্ছে।
২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিড়ির ওপর শুল্কারোপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘গত মে শ্রমিক দিবস মাসে আমরা পাবনা জেলা বিড়ি শিল্পে ভ্যাট ও ট্যাক্সের দুর্দশা রোধ ও বিড়ি শিল্প রক্ষায় একাধিক মানববন্ধন, স্মারকলিপি প্রদান করেছি; কিন্তু আজ অবধি জেলা কাস্টমস কর্মকর্তারা কোন প্রকার গ্রহণযোগ্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। রাজস্ব ফাঁকি দেয়া কিছু কোম্পানি জাল/নকল ও ব্যবহৃত ব্যান্ড রোল ব্যবহার করে তাদের বিড়ি উৎপাদন ও বাজারজাত করছে; অথচ তাদের কম খুচরা মূল্যের বিড়ির কারণে সরকারের রাজস্ব আদায় ও জেলার প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি ফ্যাক্টরিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
হারিক হোসেন বিড়ি উৎপাদন ও রাজস্ব চুরির প্রকৃত চিত্র তুলে ধরে বলেন,‘পাবনায় ২৫টি বিড়ি কোম্পানির মধ্যে ১০টি কোম্পানী অনিয়মের আশ্রয় নিয়ে ব্যাপকভাবে রাজস্ব ফাঁকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সহ-সভাপতি রানী খাতুন, সাধারণ সম্পাদক শামীম ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, অর্থ সম্পাদক উৎসব আনন্দ রায়, শ্রম সম্পাদক চামেলী খাতুন, প্রচার সম্পাদক দুলাল মোল্লা এবং কুষ্টিয়া জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সিহাব বিড়ির মালিক মো. সিহাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আকিজ গ্রæপসহ বড় বড় বিড়ি কোম্পানী ও তামাক কোম্পানীর কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে বিড়ি মজদুর শ্রমিক ইউনিয়নের নেতারা এ সব মিথ্যে তথ্যে প্রচার করছে। তিনি আরও বলেন, আমার কোম্পানীতে ১ হাজার শ্রমিক কাজ করে তারা তো কোন অভিযোগ করেনি। তা ছাড়া যারা কথিত শ্রমিক নেতা তারা কেউ কোন বিড়ি ফ্যাক্টরিতে কাজ করেনা।
পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বলেন, এ সব অভিযোগ আমলে নিয়ে দুদকের তদন্ত করা উচিৎ।
এ ব্যাপারে পাবনার কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কর্মকর্তাদের কয়েকজনকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নানা কর্মসূচী পালনপ্রোব নিউজ : বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ কে ...
12/06/2024

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নানা কর্মসূচী পালন

প্রোব নিউজ : বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ কে কেন্দ্র করে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহযোগিতায় রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম, কনশাস কনজামশন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পার্শবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক কর্মসূচী পালন করেছে। ৫ জুন থেকে চার দিনব্যাপী কর্মসূচীতে পাবনা ও ঈশ্বরদী অঞ্চলে বিভিন্ন ইভেন্ট আয়োজিত হয়। কর্মসূচীর মাধ্যমে রসাটম টেকসই পরিবেশ ও সামাজিক সম্পৃক্ততার বিষয়ে তাদের অঙ্গীকার তুলে ধরেছে।
ইভেন্টগুলোতে কনশাস কনজামশনের পাশাপাশি কার্বনমুক্ত এনার্জীর গুরুত্ব তুলে ধরা হয়। ১,৫০০ এর অধিক স্থানীয় অধিবাসীরা এই কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ করেন।
এতমস্ত্রয়এক্সপোর্টের কম্যুনিকেশন্স বিভাগ প্রধান নিনা দেমেন্তসোভা তার মন্তব্যে বলেন, “পরিবেশ বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর হিসেবে এই বিষয়টি নিয়ে কাজ করাটা আমাদের দায়িত্ব বলে মনে করি। উপর্যুপর তৃতীয় বছর আমরা এজাতীয় কর্মসূচী পালন করে আসছি এবং জনগনের সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রানিত করছে”।
কর্মসূচীর অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কনশাস কনজামশন এবং রূপপুর এনপিপি’র ইকোলজির বৈশিষ্ট্যগুলো নিয়ে একটি সেমিনারের আয়জন করা হয়। শীর্ষস্থানীয় পরিবেশবিদরা সেমিনারে বক্তব্য রাখেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ রাশেদুল ইসলাম তার মন্তব্যে বলেন, “রসাটমের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই সেমিনারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ এবং পারমাণবিক শক্তি নিয়ে ভুল ধারণাগুলো অপসারিত হয়েছে। তারা কীভাবে আমাদের পরিবেশ ও ইকোলজি রক্ষা করা সম্ভব, তা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে”।
রসাটমের সেমিনারের পর একই দিন, ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্রে স্থানীয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে আলাদা একটি ইভেন্ট আয়োজিত হয়। এই ইভেন্টে বর্জ্য যেমন, প্লাস্টিক বোতল ও খবরের কাগজ থেকে কীভাবে প্রয়োজনীয় ও সুন্দর সামগ্রী তৈরি করা সম্ভব, তা সম্পর্কে শিক্ষার্থীরা হাতেকলমে প্রশিক্ষণ লাভ করে।
ঈশ্বরদী সরকারী কলেজে আয়োজিত ‘ট্র্যাস টু ট্রেজার চ্যালেঞ্জ’ বিষয়ক একটি মজাদার গেইমে অংশগ্রহণকারীরা বিভিন্ন আইটেম থেকে নিজস্ব সৃজনশীলতা ব্যবহার করে বিভিন্ন সামগ্রী তৈরি করেন। একই দিন স্থানীয় স্কুল শিক্ষার্থীদের জন্য ‘আগামীকাল’ শীর্ষক একটি শিক্ষামূলক কার্টুন প্রদর্শন করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ রাশেদুল ইসলাম কনশাস কনজামশন বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
কর্মসূচীর অন্যতম আকর্ষণ ছিল ঈশ্বরদীতে মঞ্চস্থ পরিবেশ বিষয়ক বিশেষ নাটক। নাটকের মাধ্যমে পরিবেশ সুরক্ষার গুরুত্ব এবং এনার্জীর পরিচ্ছন্ন উৎস হিসেবে পারমাণবিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়াও, ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গনে স্থানীয় জনগনের জন্য পরিবেশবান্ধব সামগ্রীর একটি মেলাও আয়োজন করা হয়। স্থানীয় শিক্ষার্থীদের জন্য পাবনায় অবস্থিত ভিনটেজ ডেনিম কারখানা ভিজিটেরও আয়োজন করে রসাটম। কারখানাটি পরিবেশবান্ধব গ্রীণ ফ্যাক্টরি হিসেবে পরিচিত।
‘কার্বনমুক্ত ভবিষ্যৎ’ বিষয়ে ১৫টি স্কুলের শিক্ষকদের মাঝে ম্যানুয়াল বিতরণ করা হয় যাতে তারা নিজেরাই পরিবেশ বিষয়ে ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করতে সমর্থ হন।

পাবনার চিনাখড়া গোরস্থানের পাঁচটি কবর থেকে লাশ চুরি প্রোব নিউজ : পাবনা সুজানগর উপজেলার চিনাখরা গোরস্থানে পাঁচটি কবর থেকে...
08/06/2024

পাবনার চিনাখড়া গোরস্থানের পাঁচটি কবর থেকে লাশ চুরি

প্রোব নিউজ : পাবনা সুজানগর উপজেলার চিনাখরা গোরস্থানে পাঁচটি কবর থেকে লাশ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। গোরস্থান পরিস্কার করতে এসে শনিবার দুপুরে টের পায় গোরস্থানের লোকজন। এরপর কমিটির সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান কে জানালে তিনি প্রশাসনকে অবগত করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় বিশ্বরোডের সাথে গোরস্থান সেখানকার পাঁচ টি কবরের মাটি খোঁড়া হয়েছে। এলাকার অনেক নারী পুরুষ এই ঘটনা দেখতে গোরস্থানে এসে ভিড় করছে। এসেছে প্রশাসন ও সাংবাদিক সহ আরো অনেক মানুষ।

মায়ের লাশ হারানো এরশাদ বলেন আজকে দুপুরে আমি জানতে পারি যে আমার মায়ের কবর খোঁড়া হয়েছে তাই দেখতে এসেছি। এটা একটা মহা পাপ আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও গোরস্থান কমিটির সভাপতি বলেন ঈদ উপলক্ষে গোরস্থান পরিস্কার করার জন্য লোক লাগানো হলে শনিবার দুপুরে যখন তারা গোরস্থান পরিস্কার করছিল তারা দেখতে পায় কবরের মাটি খোঁড়া। এর পর আমাকে খবর দিলে আমি দেখতে বলি মোট কয়টি কবর খোঁড়া হয়েছে। এর পরে আমি ওসি সাহেব ও উপজেলা প্রশাসনকে অবগত করি। এ নিয়ে তদন্ত চলছে।
এদিকে লাশ বা কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মোট পাঁচটি কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়েছে।অত্যান্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত চলছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে‌ পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০প্রোব নিউজ : সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাবনা...
08/06/2024

সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে‌ পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

প্রোব নিউজ : সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাবনার সুজানগর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৮ জুন) সকালে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল ওহাব গ্রুপের কাদুয়া গ্রামের ভ্যানি প্রামাণিকের ছেলে তাজু প্রামাণিক (৪৫) , মৃত সবেত আলী প্রামাণিকের ছেলে আলাউদ্দিন প্রামাণিক (৫০), আলাউদ্দিনের স্ত্রী হেলেনা খাতুন (৪০) ও ছেলে আশিকুর রহমান শুভ (২১), মৃত ফাততার আলীর ছেলে মাসুম শেখ (৩৪), মৃত হযরত আলী প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম (৩০), আব্দুস সালাম প্রামাণিকের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও তফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫)। শাহীনুজ্জামান শাহীনের গ্রুপের একই এলাকার সাহেব প্রামাণিকের দুই ছেলে সলিম প্রামাণিক (৩৫) ও ইসিম প্রামাণিক (৪০), সুবহান প্রামাণিকের ছেলে সুমন প্রমানিক (৩৮), মৃত ইমান প্রামাণিকের ছেলে মনির উদ্দিন প্রামাণিক (৬৩) এবং আজিত কাজীর ছেলে উজ্জল কাজী (৪০)।

পুলিশ, স্থানীয় ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদুয়া সিএনজি স্ট্যান্ড দখলে আছে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের লোকজনদের। সম্প্রতি উপজেলা নির্বাচনে জয়ী হোন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। এরপর থেকে কাদুয়া সিএনজি স্ট্যান্ড নিয়ে দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। আজকে সকাল ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে পাবনা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়, স্থানীয়ও ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। এখন সুজানগরে যাই ঘটুক শাহিনুজ্জামান শাহীন আমার ওপর দিয়ে চালিয়ে দিচ্ছে। দুইদিন পর তার বউয়ের সঙ্গে তার ঝামেলা যদি হয় সেটাও আমার ওপর দিয়ে চালিয়ে দিবে।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন বলেন, নির্বাচনের পর থেকেই আমার লোকজনদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও মারধর করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকেও হামলা হয়েছে। গতকালও মানিকহাটে আমার এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে তার লোকজন। সে এখন রাজশাহীতে ভর্তি। আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই।

এবিষয়ে পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শাহীন গ্রুপ ও ওহাব গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাবনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন প্রোব নিউজ : স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই প্রতিবাদকে সামনে রেখে পাবনায় ভূমিসেব...
08/06/2024

পাবনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

প্রোব নিউজ : স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই প্রতিবাদকে সামনে রেখে পাবনায় ভূমিসেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন হয়েছে।
শনিবার (০৮ জুন) সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিস ও পৌর অফিসে আয়োজনে ভূমিসেবা সপ্তাহের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান।
পরে ভূমিসেবা জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যদেন পাবনা প্রেসক্লাবে সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক রাজস্ব) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা, সহকারি কমিশনার ভূমি রফিকুল ইসলাম।
অতিথিবৃন্দরা ভূমিসেবা সপ্তাহ স্টল পরিদর্শন করেন এবং নানা সচেতনামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

08/06/2024

পাবনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

পাবনায় ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে ভাজতি জামাইকে কুপিয়ে হত্যাপ্রোব নিউজ : পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলা...
06/06/2024

পাবনায় ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে ভাজতি জামাইকে কুপিয়ে হত্যা

প্রোব নিউজ : পাবনা সদর উপজেলার চরতারাপুরে ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে হাবিব সরদার (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) চর তারাপুর ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিব সরদার (৩০) দাসপাড়া গ্রামের মকশেদ সরদারের ছেলে। নিহত হাবিব সরদার অভিযুক্ত সিরাজ সরদারের ভাজতি জামাই।

পুলিশ, স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিহত হাবিবের শাশুড়ির ছাগল অভিযুক্ত সিরাজুল ইসলাম সরদারের লাগানো কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের ঝগড়া শুরু হয়। এসময় হাবিব সরদারের স্ত্রীকে আঘাত করলে তিনি প্রতিবাদ করেন। এতে আরও ক্ষীপ্ত হয়ে সিরাজ হাবিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। ছাগলে কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনা তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।

Address

Kalachandpara
Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Probe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share