জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-পাবনা জেলা

  • Home
  • Bangladesh
  • Pabna
  • জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-পাবনা জেলা

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-পাবনা জেলা THIS IS PABNA ZELA SHUBBAN OFFICIAL PAGE

গত ২৯ নভেম্বর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস,পাবনা জেলার নব নির্বাচিত সভাপতি সেক্রেটারী সহ কার্যনির্বাহী সকল সদস্যকে,জমঈয়ত শ...
19/12/2024

গত ২৯ নভেম্বর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস,পাবনা জেলার নব নির্বাচিত সভাপতি সেক্রেটারী সহ কার্যনির্বাহী সকল সদস্যকে,
জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ পাবনা জেলা ফুলেল শুভেচ্ছা প্রদান করে।

আর মাত্র ৬ দিন পর ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হতে যাচ্ছে, ইন-শা-আল্লাহ্।সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।Design by Obaidulla...
03/11/2024

আর মাত্র ৬ দিন পর ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হতে যাচ্ছে, ইন-শা-আল্লাহ্।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
Design by Obaidullah

পাবনা জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের দাওয়াতি কার্যক্রম দোপকোলা পশ্চিমপাড়া জামে মসজিদে আজকে সুন্দরভাবে শেষ হলো, আলহা...
20/10/2024

পাবনা জেলা জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের দাওয়াতি কার্যক্রম দোপকোলা পশ্চিমপাড়া জামে মসজিদে আজকে সুন্দরভাবে শেষ হলো, আলহামদুলিল্লাহ্।

জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শুব্বানের ঐক্যের ডাকছাত্র- জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক ও ধর...
02/10/2024

জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শুব্বানের ঐক্যের ডাক

ছাত্র- জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এক অভূতপূর্ব পরিবর্তনের প্রেক্ষিতে আহলে হাদীসের সকল ছাত্র ও যুব সংগঠন এবং সংগঠনের বাইরে আহলে হাদীস তরুণ দাঈদের মাঝে এক ঐকতানের সূচনা করতে তাওহীদী যুব সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ঐক্যের ডাক দিয়ে একটি বিশেষ সভার আয়োজন করে।

গুলশান-১ এ অবস্থিত হোটেল বেঙ্গল ক্যানারি পার্কে গত ২৮শে সেপ্টেম্বর শনিবার বাদ মাগরিব অন্যান্য যুব সংগঠনের এবং তরুণ দাঈদের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে "বাংলাদেশ আহলে হাদীস ইয়্যুথ ফোরাম” নামে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শুব্বানের কেন্দ্রীয় সভাপতি মুহা. আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক তানযীল আহমাদের সঞ্চালনায় কুরআনুল কারীম তেলাওয়াত করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ বিন হারিস। অতঃপর সভাপতি মহোদয় লিখিত স্বাগত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার গুরুত্ব নিয়ে কুরআন ও সুন্নাহর বক্তব্য পেশ করেন এবং চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে হয়ে কাজ করার কর্মপলিসি নিয়ে ৪টি প্রস্তাবনা পেশ করেন। অতঃপর সেই প্রস্তাবনার উপরে উন্মুক্তভাবে সকলকে তাদের মতামত পেশ করার অনুরোধ করা হয়। সকলেই আন্তরিকভাবে দীর্ঘ সময় ধরে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করেন এবং শুব্বানের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

সভায় শুব্বানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মুহা. আব্দুল্লাহ আল ফারুক, সাবেক কেন্দ্রীয় সভাপতি শাইখ মুহাম্মদ আব্দুল্লাহিল কাফী মাদানী, মোঃ রেজাউল ইসলাম, মাদরাসা-ই-আলিয়া ঢাকার প্রধান মুফাসসির ড. মুহাম্মদ হেদায়েতউল্লাহ, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহীল হাদী, সাধারণ সম্পাদক হাফেয আব্দুল্লাহ বিন হারিছ, যুগ্ম-সাধারণ সম্পাদক তানযীল আহমাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জনাব আব্দুল মতিন ও দফতর সম্পাদক জনাব মোঃ হেদায়াতুল্লাহ।
বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি শাইখ মুহাম্মদ শরীফুল ইসলাম মাদানী, জনাব ড. ইহসান ইলাহী জহীর, সভাপতি বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, ঢাকা সাংগঠনিক জেলা ও জনাব অলি হাসান, সাংগঠনিক সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা।
বাংলাদেশ আহলে হাদীস ছাত্রসমাজের পক্ষে কেন্দ্রীয় সভাপতি জনাব মুহাম্মদ তৌহিদ বিন তোফাজ্জল হক, সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া হোসাইন ও ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আহলে হাদীস তরুণ দাঈদের মধ্যে উপস্থিত ছিলেন শাইখ আব্দুল আলীম মাদানী, অধ্যক্ষ, আল জামিয়া আসসালাফিয়া বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, শাইখ ড. আব্দুল বাছির মাদানী, অ্যাকাডেমিক প্রধান, কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ দিরাসাত আল ইসলামিয়া, উত্তরা, ঢাকা, শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, প্রধান সম্পাদক, মাসিক আল-ইতিছাম ও পরিচালক, আদ-দাওয়াহ ইলাল্লাহ, মুহাম্মদ মুখলেসুর রহমান, ড্যাফোডিল ইসলামিক সেন্টার প্রমুখ।

দীর্ঘ মতবিনিময় শেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এমন যৌথ সভা চলমান রাখতে আশাবাদ ব্যক্ত করেন। সে লক্ষ্যে তাৎক্ষণিকভাবে একটি পাঁচ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়। অতঃপর সভাপতি মহোদয় সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে দোয়া পাঠের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভা শেষে সকলেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাতের খাবার গ্রহণ করেন।

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর উদ্যোগে আমরা ফেনী ও নোয়াখালীর উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাচ্ছে।
23/08/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর উদ্যোগে আমরা ফেনী ও নোয়াখালীর উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাচ্ছে।

আলহামদুলিল্লাহ্।সংবর্ধনা অনুষ্ঠান (শিক্ষাবর্ষ -২০২৩)............................................................ মদিনা ,...
20/08/2024

আলহামদুলিল্লাহ্।
সংবর্ধনা অনুষ্ঠান (শিক্ষাবর্ষ -২০২৩)............................................................
মদিনা , তায়েফ ও বাগদাদ বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত 4 জন ছাত্রকে সংবর্ধনা দেওয়া হলো, আলহামদুলিল্লাহ!!
মাদরাসা দারুল হাদীস, পাবনা।
Courtesy Mohammad Obaidullah

17/07/2024
জাহান্নামের সবচেয়ে ছোট আযাব- জাহান্নামীকে আগুনের তৈরী একজোড়া জুতা পরানো হবে, যার তাপে মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। ...
02/07/2024

জাহান্নামের সবচেয়ে ছোট আযাব-
জাহান্নামীকে আগুনের তৈরী একজোড়া জুতা পরানো হবে, যার তাপে মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। এই আযাব নবী (ﷺ)-এর পিতৃব্য আবু তালেবকে দেওয়া হবে। (মুসলিম ২১২, মিশকাত ৫৬৬৭)
Design by Muhammad Obaidullah

08/06/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। পাবনা জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪। বক্তব্য রাখছেন শায়খ ইমরান হোসেন, সভাপতি জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। পাবনা জেলা।

08/06/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। পাবনা জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪। বক্তব্য রাখছেন শায়খ আতিকুর রহমান, সাবেক সভাপতি জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। পাবনা জেলা।

06/06/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। পাবনা জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪। বক্তব্য রাখছেন শায়খ নুরুল ইসলাম মাদানী উপাধ্যক্ষ মাদ্রাসা দারুল হাদিস পাবনা।

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।  পাবনা জেলা শাখার উদ্বেগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪। উপস্থিত ছিলেন পাবনা জেল...
06/06/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। পাবনা জেলা শাখার উদ্বেগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪। উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সভাপতি সেক্রেটারি ও সাবেক সভাপতি।

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।  পাবনা জেলা শাখার উদ্বেগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪। উপস্থিত ছিলেন পাবনা জেল...
06/06/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ। পাবনা জেলা শাখার উদ্বেগে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪। উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সভাপতি সেক্রেটারি ও অনেকে।

◆ জ্বিলহজ্জের প্রথম দশকের কিছু গুরুত্বপূর্ণ আমল:● সিয়াম : রোজা রাখা অন্যতম একটি নেক কাজ। তাই এ দিনগুলোতে নফল রোজা রাখা খ...
22/05/2024

◆ জ্বিলহজ্জের প্রথম দশকের কিছু গুরুত্বপূর্ণ আমল:

● সিয়াম : রোজা রাখা অন্যতম একটি নেক কাজ। তাই এ দিনগুলোতে নফল রোজা রাখা খুবই পুণ্যময়। কোন স্ত্রী থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) জ্বিলহজ্জ মাসের নয় দিন, আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিন দিন সাওম পালন করতেন-মাসের প্রথম সোমবার এবং দুই বৃহস্পতিবার।
[সুনান আন-নাসায়ী - ২৪১৯]

● আরাফার দিন রোজা : আরাফার দিন রোজা রাখা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু রাসুলুল্লাহ (ﷺ) থেকে প্রমাণিত, তিনি আরাফার দিনের রোজার ব্যাপারে বলেছেন, ‘আমি আল্লাহর কাছে আশাবাদী, এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহর কাফফারা হবে।’
[সহীহ ইবনু মা-জাহ-১৭৩০, মুসলিম, সুনান আত তিরমিজী: ৭৪৯]

তবে আরাফায় অবস্থানকারী হাজিদের জন্য রোজা রাখা মুস্তাহাব নয়। কেননা মহানবী (ﷺ) আরাফায় অবস্থান করেছিলেন রোজাবিহীন অবস্থায়।

● হজ্জ্ব ও ওমরাহ সম্পাদন করা : হজ্জ্ব ও ওমরাহ—এ দুটি হলো এ দশকের সর্বশ্রেষ্ঠ আমল। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘এক ওমরাহ থেকে আরেক ওমরাহ এতদুভয়ের মাঝের গুনাহগুলোর কাফফারা আর মাবরুর হজ্জ্বের প্রতিদান শুধুই জান্নাত।’
[বুখারি, হাদিস : ১৭৭৩; মুসলিম, হাদিস : ৩৩৫৫]

● তাকবির ও তাসবিহ পড়া : এই দিনগুলোতে তাকবির (আল্লাহু আকবার), তাহমিদ (আলহামদু লিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ) ও তাসবিহ (সুবহানাল্লাহ) পড়া সুন্নাত। এ দিনগুলোতে জিকির-আজকারের বিশেষ গুরুত্ব রয়েছে। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, ‘এ ১০ দিন নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোনো আমল নেই। তাই তোমরা এ সময় তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ), তাকবির (আল্লাহু আকবার) ও তাহমিদ (আল হামদুলিল্লাহ) বেশি বেশি করে পাঠ করো।’
[বায়হাকী, শুআবুল ঈমান, হাদিস : ৩৪৭৪]

● তাকবিরে তাশরিক পাঠ করা : জ্বিলহজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে ১৩ তারিখের আসরের নামাজ পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।

■ এটি ফরজ নামাজের পর প্রত্যেক বালেগ পুরুষ, মহিলা, মুকিম, মুসাফির, গ্রামবাসী, শহরবাসী, জামাতের সঙ্গে নামাজ পড়ুক বা একাকী পড়ুক—প্রত্যেকের ওপর একবার করে তাকবিরে তাশরিক পাঠ করা কর্তব্য।
[ফাতাওয়ায়ে শামি, বাহরুর রায়েক]

■ তাকবিরে তাশরিক হলো—
اللهُ اَكْبَرُ اللهُ اَكْبَرُ، لَا اِلَهَ اِلَّااللهُ وَاللهُ اَكْبَرُ اللهُ اَكْبَرُ وَللهِ الْحَمْدُ
অর্থঃ আল্লাহ মহান ! আল্লাহ মহান ! আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এবং আল্লাহ মহান, আল্লাহ মহান। এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
[বায়হাকী: ৩/৩১২]

● পশু কুরবানি করা : এ দিনগুলোর দশম দিন সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি করা সুন্নাতে মুয়াক্কাদাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর নবীকে কোরবানি করতে নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘আপনি আপনার প্রতিপালকের উদ্দেশে সালাত আদায় করুন ও কুরবানি করুন।’
[সুরা আল-কাউসার, আয়াত : ০২]

16/05/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস, পাবনা জেলা, বাংলাদেশ- এর মিটিং এর সূচনা লগ্নে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত ও হাদিস পাঠ ।

16/05/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস, পাবনা জেলা, বাংলাদেশ- এর মিটিং এর ভিডিও

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস, পাবনা জেলা, বাংলাদেশ- এর মিটিং এর দৃশ্য ।
16/05/2024

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস, পাবনা জেলা, বাংলাদেশ- এর মিটিং এর দৃশ্য ।

Address

Madrasha Darul Hadis Pabna
Pabna
6600

Telephone

+8801724502967

Website

Alerts

Be the first to know and let us send you an email when জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-পাবনা জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-পাবনা জেলা:

Videos

Share