চাটমোহর পাবনা

চাটমোহর পাবনা চাটমোহর পাবনা অঞ্চলের মানুষের খবর সব? চাটমোহর পাবনা অঞ্চলের মানুষের খবর সবার আগে সব সময়।
(8)

আন্তঃ স্কুল / কলেজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চাটমোহর স্পোর্টস একাডেমি মাঠে আজ  সকাল ১১ ঘটিকায়  শুরু হয়েছে।
26/12/2024

আন্তঃ স্কুল / কলেজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট চাটমোহর স্পোর্টস একাডেমি মাঠে আজ সকাল ১১ ঘটিকায় শুরু হয়েছে।

21/12/2024

চাটমোহরে শিশু কন্যা কল্পনা খাতুনকে নৃশংসভাবে হত্যা মামলার রহস্য উদঘাটন ও ১ জন গ্রেফতার

(জেলা পুলিশ পাবনা'র প্রেস বিজ্ঞপ্তি)
ডিবি পুলিশ পাবনা ও চাটমোহর থানা পুলিশের অভিযানে চাঞ্চল্যকর চাটমোহর থানার চর-মথুরাপুর গ্রামের ০৯ বছরের শিশু কন্যা কল্পনা খাতুনকে নৃশংসভাবে হত্যা মামলার রহস্য উদঘাটন
ও ০১ জন আসামী গ্রেফতার।
চাটমোহর থানার মামলা নং- ০৫, তারিখ- ১৪/১২/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ- চাটমোহর থানাধীন চর-মথুরাপুর গ্রামস্থ মোছাঃ তাছলিমা বেওয়া (৩৬), পিতা-মৃত তাজের খা, সাং-চর-মথুরাপুর বাঁধ, থানা-চাটমোহর, জেলা-পাবনা তার ০১টি ছেলে ও ০২টি মেয়ে সন্তান বসবাস করিতে ছিল। গত ০১ বছর পূর্বে তার স্বামী সাথে বিবাহ বিচ্ছেদ হয়। তার বড় মেয়ের বয়স অনুমান ১৩ বছর, ছোট মেয়ের বয়স ০৯ বছর। ছোট মেয়ে ভিকটিম কল্পনা খাতুন (০৯) গুনাইগাছা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। গত ইং-১৩/১২/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকায় বাদীর বড় মেয়ে মোছাঃ আল্পনা খাতুন তার মেজ মেয়ে কল্পনা খাতুনকে চর-মথুরাপুর ব্রীজের উপর খেলিতে দেখিয়া তাকে দুপুরের খাবারের জন্য ডাকে। কিন্তু ভিকটিম কল্পনা খাতুন বাড়ীতে খাবার ক্ষেতে আসে না। কিছুক্ষন পরে ভিকটিমের মা ভিকটিম কল্পনা খাতুনকে পুনরায় খাবার খাওয়ার জন্য তাকে ব্রীজের উপর ডাকিতে গেলে সেখানে ভিকটিম কল্পনা খাতুনকে না পাইয়া পাশ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা হওয়ায় সেখানে যাইতে পারে ভেবে ভিকটিমের মা সেখানে গিয়ে খোজাখুজি করিতে থাকে। ভিকটিমের মা তার নিকট আত্মীয় স্বজনসহ প্রতিবেশী লোকজনদের জানাইয়া পুনরায় দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসায় গিয়ে বিভিন্ন জায়গায় খোজাখুজি করিয়া না পাইয়া উক্ত জালসার মাইকের মাধ্যমে ভিকটিম কল্পনা হারানোর বিষয়টি মাইকিং করে। তারপরেও বাদীর মেয়েকে খুঁজিয়া পাই নাই। খোঁজাখুজির এক পর্যায়ে গত ইং ১৪/১২/২০২৪ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় প্রতিবেশীর মাধ্যম সংবাদ পাইয়া চাটমোহর থানাধীন গুনাইগাছা ইউপিস্থ পৈলানপুর সাকিনে জনৈক মোহাম্মাদ আলী (৬৫) পিতা-মৃত দেরাজ ফকির এর লিচু বাগানের মধ্যে ভিকটিম কল্পনা খাতুন এর মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে চাটমোহর থানার মামলা নং- ০৫ তাং- ১৪/১২/২০২৪ ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
মাননীয় পুলিশ সুপার জনাব মোরতোজা আলী খাঁন মহোদয়ের নির্দেশনায় জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা এর সার্বিক তত্বাবধানে, ওসি ডিবি এবং অফিসার ইনচার্জ চাটমোহর থানা, পাবনা এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ সামসুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স উক্ত হত্যা কান্ডের মূল রহস্য উদঘাটন এর জন্য কাজ শুরু করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত ১। মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামাল (১৭), পিতা- মোঃ আনিছুর রহমান মল্লিক, সাং- চর-মথুরাপুর, থানা- চাটমোহর, জেলা- পাবনাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল (১৭) কে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে জানায় যে, ভিকটিম কল্পনা খাতুন (০৯) তার প্রতিবেশী ভাতিজী হয়। তার বাড়ীর পার্শ্বেই অভিযুক্তের বাড়ী। গত ইং ১৩/১২/২০২৪ তারিখ রোজ শুক্রবার পাশ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা ছিল। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল উক্ত জালসায় গিয়ে ঘোরা-ঘুরির এক পর্যায়ে একই তারিখ রাত্রি অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জালসার পার্শ্ববর্তী স্কুল মাঠে গিয়ে ৫০/- টাকার মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে সেবন করে। গাঁজা সেবন করার পরে অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল এর শরীরে খারাপ অনুভুতি হওয়ায় সে স্কুল মাঠ থেকে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ী ফেরার পথে স্কুল মাঠের কোনায় নাগরদোলার পার্শ্বে ভিকটিম কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে ভিকটিমকে বাড়ী যাওয়ার কথা বলে। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল সেখান থেকে ভিকটিম কল্পনা খাতুনকে বাড়ীতে নিয়া যাওয়ার কথা বলে রওনা করে। কিন্তু অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল বাড়ীর রাস্তায় না গিয়ে তার বিকৃত যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমকে পায়ে হাটিয়ে চাটমোহর থানাধীন গুনাইগাছা ইউপিস্থ পৈলানপুর সাকিনে চাকলার দিয়ার বিলের মধ্যে জনৈক মোহাম্মাদ আলী (৬৫) পিতা-মৃত দেরাজ ফকির এর লিচু বাগানে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ভিকটিম কল্পনা খাতুন অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামালকে বলে আমাকে বাড়ীতে না নিয়ে এখানে নিয়ে আসসো কেনো। তারাতারি আমাকে বাড়ীতে নিয়ে চলো বলে ভিকটিম কল্পনা খাতুন কান্নাকাটি শুরু করে। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিমের কান্নাকাটির কারনে লোকজন জেনে যাবে এমন ভয়ে ভিকটিম কল্পনা খাতুন এর গলা চেপে ধরে। কিছুক্ষণ গলা চেপে ধরে থাকার কারনে ভিকটিম কল্পনা খাতুন শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিম কল্পনা খাতুন এর মৃত্যু নিশ্চিত করার জন্য তার পড়নের পায়জামা খুলে ভিকটিমের গলায় ফাঁস লাগাইয়া মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে পুনরায় দহগ্রাম খানকা শরীফের জালসায় চলে যায়। জালসা হতে রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকার সময় বাড়ীতে যাওয়ার সময় ভিকটিম এর মা তাছলিমা খাতুন এর সহিত দেখা হয়। তখন ভিকটিম এর মা তাছলিমা খাতুন ভিকটিম কল্পনা খাতুন এর নিখোঁজ এর বিষয়টি জানালে অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল বলে তার সাথে আজকে ভিকটিম কল্পনা খাতুনের কোথাও দেখা হয় নাই। পরে অভিযুক্ত মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিমের মা তাছলিমা খাতুনের সহিত ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে রাত্রী ১২.৩০ ঘটিকার সময় তার বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়ে।
অভিযুক্তের নাম ও ঠিকানা ঃ- মোঃ নুরুজ্জামান মল্লিক ওরফে (১৭), পিতা- মোঃ আনিছুর রহমান মল্লিক, সাং- চর-মথুরাপুর, থানা- চাটমোহর, জেলা- পাবনা।
উদ্ধারকৃত আলামত- ঃ-
১। ভিকটিমের গলায় ফাঁস দেওয়া ভিকটিমের ব্যবহৃত ০১টি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত পায়জামা।
২। ০১টি কমলা-জাম ও সাদা রংয়ের প্রিন্টের জামা, যাহার মাঝখান দিয়ে কাটা এবং দুই হাতা কাটা।
৩। ০১টি লাল-হলুদ-কালো নীল রংয়ের সোয়েটার।
৪। এক জোড়া পুরাতন ব্যবহৃত লালচে রংয়ের বার্মিজ স্যান্ডেল।
৫। আসামীর ব্যবহৃত একটি নীল রংয়ের স্মার্ট মোবাইল ফোন।
(জেলা পুলিশ পাবনা)

কপি পোস্ট : সবুজ আলো


#চাটমোহর
#শিশুহত্যা
#গ্রেফতার
#চাটমোহর

ক্যামেরায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। ❤️ #ক্যামেরায়_রূপপুর_পারমানবিক_বিদ্যুৎ_কেন্দ্র।Highlight
02/12/2024

ক্যামেরায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র। ❤️
#ক্যামেরায়_রূপপুর_পারমানবিক_বিদ্যুৎ_কেন্দ্র।
Highlight

30/11/2024

পাবনা জেলার ঐতিহ্যবাহী রুহুলে বাউৎ উৎসব
চাটমোহর পাবনা

02/11/2024
"শোক সংবাদ"চাটমোহর আর সি এন্ড বি এস এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমার প্রিয় শিক্ষক গুলোর মধ্যে এ...
23/10/2024

"শোক সংবাদ"
চাটমোহর আর সি এন্ড বি এস এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আমার প্রিয় শিক্ষক গুলোর মধ্যে একজন ধীরেন্দ্রনাথ সরকার স্যার আজ সকাল ৬.০০ ঘটিকায় ইহলোকের মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন। স্যারের আত্মার শান্তি কামনা করছি।

26/08/2024

বাংলার গায়েন রাসেল মৃধা রাস্তায় রাস্তায় গান গেয়ে বন্যার্তদের সাহায্যার্থে আর্থিক সাহায্য তুলছেন 🙏🙏
আমাদের চাটমোহর এর গর্ভ রাসেল মৃধা ❤️
চাটমোহর বাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ❤💐
সবাই ভিডিও টা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ।
Highlight চাটমোহর পাবনা

19/08/2024

চাটমোহর সরকারি কলেজ কে দুনির্তী মুক্ত কলেজ হিসেবে দেখতে চাই। যেখানে জ্ঞান কে বিক্রি না দান হিসেবে দেখতে চাই। Highlight

অন্তর্বতীকালীন সরকার  #বাংলাদেশসরকার
08/08/2024

অন্তর্বতীকালীন সরকার

#বাংলাদেশসরকার


রাজশাহী০১৭৬৯১১২৩৮৬০১৭৬৯১১২৩৮৮২। চাঁপাইনবাবগঞ্জ০১৭৬৯১১২০৭০০১৭৬৯১১২৩৭২৩। পাবনা০১৭৬৯১২২৪৭৮০১৭৬৯১১২৪৮০৪। সিরাজগঞ্জ০১৭৬৯১২২৪৬...
07/08/2024

রাজশাহী
০১৭৬৯১১২৩৮৬
০১৭৬৯১১২৩৮৮

২। চাঁপাইনবাবগঞ্জ
০১৭৬৯১১২০৭০
০১৭৬৯১১২৩৭২

৩। পাবনা
০১৭৬৯১২২৪৭৮
০১৭৬৯১১২৪৮০

৪। সিরাজগঞ্জ
০১৭৬৯১২২৪৬২
০১৭৬৯১২২২৬৪

৫। নাটোর
০১৭৬৯১১২৪৪৬
০১৭৬৯১১২৪৪৮

৬। নওগাঁ
০১৭৬৯১২২১১৫
০১৭৬৯১২২১০৮

৭। জয়পুরহাট
০১৭৬৯১১২৬৩৪

৮। বগুড়া
০১৭৬৯১১২৫৯৪
০১৭৬৯১১২১৭০

গত এক বছর আগে:১ কেজি আলু - ২০ টাকা১ কেজি পিয়াজ - ৪০ টাকা১ কেজি রসুন - ৬০ টাকা১ হালি= ৪ পিস ডিম - ৩২ টাকাএখন:১ কেজি আলু -...
09/07/2024

গত এক বছর আগে:
১ কেজি আলু - ২০ টাকা
১ কেজি পিয়াজ - ৪০ টাকা
১ কেজি রসুন - ৬০ টাকা
১ হালি= ৪ পিস ডিম - ৩২ টাকা

এখন:
১ কেজি আলু - ৬০ টাকা
১ কেজি পিয়াজ - ৯৫ টাকা
১ কেজি রসুন - ২০০ টাকা
১ হালি = ৪ পিস ডিম - ৫০ টাকা

আগের ১৫২ টাকার জিনিস কিনতে আপনাকে এখন খরচ করতে হচ্ছে ৪০৫ টাকা।

মূল্যস্ফীতি কত পারসেন্ট হলো?
আর আপনার বেতন কত পারসেন্ট বাড়লো।
ভেবে দেখেছেন কখনো?

ঘুমাও বাঙালি ঘুমাও,
তোমাদের ঘুম আর ভাঙবে না।

#বাজার
#ডিম
#পিয়াজ
#আলু
#রসুন

বাংলাদেশর জেলায়রাসেলস ভাইপারের বর্তমান প্রকোপ
21/06/2024

বাংলাদেশর জেলায়
রাসেলস ভাইপারের বর্তমান প্রকোপ

আপডেট- পরিচয় পাওয়া গেছে। ভাঙ্গুরার অষ্টমনিষার। লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। বিস্তারিত আসছে...
17/06/2024

আপডেট- পরিচয় পাওয়া গেছে। ভাঙ্গুরার অষ্টমনিষার। লাশ হস্তান্তর প্রক্রিয়া চলছে। বিস্তারিত আসছে...

পাবনা অঞ্চলের বাস কাউন্টার ঢাকার টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে রবিবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে এই ...
16/06/2024

পাবনা অঞ্চলের বাস কাউন্টার ঢাকার টেকনিক্যাল মোড়ে শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে রবিবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে এই মেয়েটির মা মারা গিয়েছেন। মেয়েটির নাম সম্ভবত ইশা আর তার বোন তিশা। মেয়েটি বলছে- তার বাবার নাম কামাল, চাচার নাম জিসান, বাড়ি চাটমোহর। যোগাযোগ 01742363787
দ্রুত শেয়ার করে মেয়েটির আপনজনকে খুঁজে বের করুন, দয়া করে।

অভিনন্দন 💐💐❤️
21/05/2024

অভিনন্দন 💐💐❤️

চাটমোহর উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল...
21/05/2024

চাটমোহর উপজেলা পরিষদের নির্বাচনী ফলাফল...

10/04/2024

ঈদ মোবারক 🌙

Address

Chatmohar
Pabna
6630

Alerts

Be the first to know and let us send you an email when চাটমোহর পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Chatmohar, Pabna

Wellcame to Chatmohar, Pabna