মৃগনাভি

মৃগনাভি সফলতার পথে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা চাহে তো একদিন না একদিন সফল হবো ইনশাআল্লাহ ( 🤲 দোয়া করবেন)
(3)

15/01/2025

Loyalty is very expensive, not everyone can afford it..🖤

অবশেষে তন্নি আপুর হাসবেন্ড চলে গেলেন না ফেরার দেশে।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস...
15/01/2025

অবশেষে তন্নি আপুর হাসবেন্ড চলে গেলেন না ফেরার দেশে।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আল্লাহ ভাইয়াকে জান্নাতুল ফেরদৌস দান করুন। বর্তমান সময়ে স্বামীর প্রতি আপুর যে ভালোবাসার প্রমাণ দিলেন তা খুব কমই দেখা যায়।
আল্লাহ আপুকে ধৈর্য ধরার তৈফিক দান করুক।

(ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাদেরকে সারাজীবনের মত একা করে চলে গেছে 😭
আমি পারি নি তাকে বাচিঁয়ে রাখতে 😭)

পোস্টটি তন্নি আপুর পেজ হতে নেওয়া

বাংলাদেশের কিছু কয়েন,,১ পয়সা, ৫০ পয়সা, লাল এক টাকা, ১ টাকা ❤️
14/01/2025

বাংলাদেশের কিছু কয়েন,,
১ পয়সা, ৫০ পয়সা, লাল এক টাকা, ১ টাকা ❤️

13/01/2025

মানুষ মানুষকে না চিনে না জেনে কিভাবে জাজ করে ভাই মাথায় তো আসে না 🥴

লেখাটা অসম্ভব সুন্দর 🌸❤️ খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চ...
13/01/2025

লেখাটা অসম্ভব সুন্দর 🌸❤️

খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেড়িতে। তবে থেকে যাক শেষ অব্দি। রোজ ভালোবাসুক একটু একটু করে।

12/01/2025

"House Wife "

মানে কোনো মেয়ে বেকার নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে।

My favourite chips😋
10/01/2025

My favourite chips😋

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না।  ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না।  ১ মিলিয়ন ডলার...
10/01/2025

ক‍্যালিফোর্নিয়াতে একেকটা বাড়ির দাম চিন্তাও করতে পারবেন না। ১ মিলিয়ন ডলারেও একটা মনের মতো বাড়ি মিলে না। ১ মিলিয়ন ডলার, প্রায় ১২ কোটি টাকা।

অথচ হলিউড মুভির মতো বাড়িগুলো পুড়ে যাচ্ছে। দাবানলে। একটা ঘর পুড়ে যাওয়া মানে জীবনের কতো কতো বছর পুড়ে যাওয়া। কতো স্মৃতি। কতো শ্রম। কতো স্পর্শের মায়া।

নিমিষেই ছাই।

দাবানলের ধোঁয়া আপনাকে দৌঁড়ের উপর রাখবে।
বহু দূর পর্যন্ত নিঃশ্বাস নেয়ার বিশুদ্ধ বাতাস থাকে না। ধোঁয়া ও ধূলোর কুণ্ডলী চারিদিক।

লজ এঞ্জেলস থেকে ১ লক্ষ মানুষ, ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে।
অথচ সে শহরেই অনেক মানুষ ছিলো গৃহহীন—হোমলেস!

কী অদ্ভুত প‍্যারাডক্স—বৈপরিত‍্য!
কোটি টাকার বাড়ির মালিকও আজ হোমলেস!

আমাদের জীবনে খোদা এসে একটা ধাক্কা দেয়। নয়তো প্রকৃতি এসে জ্বালায়। নয়তো ভাগ‍্য এসে মুহূর্তেই শেষ করে দেয় সব।

জীবন এতোই ঠুনকো। এতোই ফ্রেজাইল!

আর এই ঠুনকো জীবনকে আরো বেশি ধ্বংস করে লোভ, ঘৃণা, হিংসা ও ক্রোধ।

- রওফুল আলম

মানুষ চাইলে কী না অসম্ভব? ১৯ সন্তানের জননী সৌদি মহীয়সী নারী হামদা আল রুওয়ালী। বয়স সবেমাত্র বিয়াল্লিশ। তার বড় সন্তানের বয়...
09/01/2025

মানুষ চাইলে কী না অসম্ভব?
১৯ সন্তানের জননী সৌদি মহীয়সী নারী হামদা আল রুওয়ালী। বয়স সবেমাত্র বিয়াল্লিশ। তার বড় সন্তানের বয়স তেইশ আর সর্বকনিষ্ঠ সন্তান চার মাসের। তিনি শুধুমাত্র উনিশ সন্তানের জননী তথা গৃহিণী তা কিন্তু নয়। সন্তান লালনপালনের পাশাপাশি তিনি নিজের চাকরি এমনকি লেখাপড়া চালিয়ে গেছেন।

তিনি একাধারে চাকরিজীবী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি উনিশ সন্তানের জননী। মাশা-আল্লাহু তাবারকাল্লাহ। উনিশ সন্তানের মধ্যে দশজন পুত্র ও নয়জন কন্যাসন্তান। সবচেয়ে মজার বিষয় হলো সম্প্রতি তিনি এতকিছু সামলানোর পর এই বয়সে এসে ডাক্তারি কমপ্লিট করেছেন।

আরবি এক ইউটিউব চ্যানেলে তার একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে তাকে সঞ্চালক প্রশ্ন করেন, 'আপনি এতো কিছু সামলান কী করে?, তার সরল উত্তর, 'আমি দিনের বেলা সন্তানদের দেখাশোনা এবং চাকরি করি। আর রাতের বেলা নিজের পড়াশোনা ও ব্যবসাবাণিজ্যে সময় দিই সাধ্যমত।

ভাবা যায় কিছু?
যেই যুগের নারীসমাজ কেরিয়ার ও শরীর নষ্ট হয়ে যাবে ভেবে সন্তান নিতে অনাগ্রহ দেখায়, চাকরিজীবী হলে চাকরি বাঁচাতে সন্তান নেন না নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, (যদিও পরবর্তীতে তারা চাইলেও সন্তান হয় না) সন্তান নিলেও দুয়েকটার অধিক নয় নীতি ফলো করে সেই যুগে এক নারী উনিশ সন্তানের জননী হওয়া ব্যবসাবাণিজ্য ও লেখাপড়া সামলানো চাট্টিখানি কথা নয়।

আরো মজার বিষয় হলো সন্তান লালনপালন কষ্টসাধ্য জেনেও এতোগলো সন্তানের জনক বা জননী হতে পারা নিঃসন্দেহে মহা সৌভাগ্যের ও গর্বের বিষয়। পাশাপাশি একাধিক সন্তান নিলেও যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যায় সৌদি নারী হামদা আল রুওয়ালী তার উজ্জ্বল উদাহরণ। হে বাঙ্গালী নারীসমাজ, শিক্ষা নিন এই সৌদি মহীয়সী নারী থেকে।

শতসহস্র স্যালুট হে মহীয়সী বোন হামদা আল রুওয়ালী।💗

Big shout out to my newest top fans! 💎 Aman Ansari, Abir Biswas, হালকা ফাজিল, এম ডি মাসুদ রানা, Sk Abbas, Eva Akther, Ra...
08/01/2025

Big shout out to my newest top fans! 💎 Aman Ansari, Abir Biswas, হালকা ফাজিল, এম ডি মাসুদ রানা, Sk Abbas, Eva Akther, Raj Khan, MH Hasan, Mostopa Kamal, MD Saddam Hossain Shamim, AL Amin

Drop a comment to welcome them to our community,

একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হল সঠিক মানুষটি আসারপথ তৈরী হয়েছে!!
04/01/2025

একজন ভুল মানুষ চলে যাবার অর্থ হল সঠিক মানুষটি আসারপথ তৈরী হয়েছে!!

04/01/2025

How do I increase my page views? Can anyone tell me?🥺no one love me 🙃

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 MD Saddam Hossain Shamim, Noorul Islam, ...
03/01/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 MD Saddam Hossain Shamim, Noorul Islam, AL Amin, Raj Khan, Habibur Rahman

01/01/2025

Happy new year ❤️

ও গো এক্টা লাইট ওয়ালা বেলুন কিন্না দেন্না!🥹
28/12/2024

ও গো এক্টা লাইট ওয়ালা বেলুন কিন্না দেন্না!🥹

27/12/2024

ওগো শুনছো কোথায় গেলে ✨💗🦋

27/12/2024

পৃথিবীতে সবচেয়ে সুখি মানুষ সেই যার ভালোবাসার মানুষ তাকে বোঝে!♥️

27/12/2024

LAST FRIDAY OF 2024

Al'hamdulillah for this year, may Allah bless us, guide us and protect us in the upcoming years as well❤️‍🩹

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when মৃগনাভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share